
জাতীয় স্টেডিয়ামে আজ অনুশীলনের নির্ধারিত সময় ছিল বিকেল ৫টা। তার প্রায় ১৫ মিনিট আগেই একে একে মাঠে পৌঁছান জায়ান আহমেদ, আল আমিন, ফাহামিদুল ইসলাম ও তারিক কাজীরা। তবে উপস্থিত সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন হামজা চৌধুরী। স্টেডিয়ামে প্রবেশ করেই প্রাণবন্ত হাসি ছড়িয়ে সবাইকে মুগ্ধ করেন তিনি। তাঁর উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো দল যেন নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে।
স্টেডিয়ামে ঢোকার পথেই মাঠকর্মীদের সেলফি আবদার মেটান হামজা। আবদার তো মেটালেনই বুকে জড়িয়ে পিঠ চাপড়ে দেন তাদের । মধুর সেই দৃশ্য ধারণে ব্যস্ত হয়ে পড়েন সাংবাদিকরা।
বাইরের পর্ব শেষ। এবার অনুশীলনে ফেরার পালা হামজার। তার আগে সতীর্থদের সঙ্গে করমর্দন-খোস গল্পে মাতলেন তিনি। জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচায় পা রেখেই বাংলাদেশের 'নম্বর এইট' খুনসুটিতে মেতে উঠলেন সতীর্থ জামাল ভুঁইয়া, মেহেদী হাসান মিঠু ও রাকিব হোসেনের সঙ্গে। গল্পের না ফুরোনোর আগেই উপস্থিত হন কোচ হাভিয়ের কাবরেরা। তাতেই শুরু হলো আসল কাজ-অনুশীলন।
অনুশীলনেও প্রাণবন্ত হামজা। মাঠে খুনে ট্যাকেল আর প্রতিপক্ষের ভিত নাড়িয়ে দেওয়া জাতীয় দলের এই মিডফিল্ডার 'শিক্ষকের' চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যান দুষ্টামি। কখনো উচ্চ স্বরে জামালকে ডাকছেন, কখনো মিষ্টি হাসিতে রাকিবকে কিছু একটা বলছেন। কে বলবে প্রায় চার মাস পর লাল সবুজ ঢেরায় ফিরেছেন হামজা!
সবশেষ ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলে ইংল্যান্ডে ফেরেন হামজা। ব্যস্ত সময় কাটান লেস্টার সিটিতে। ইংলিশ চ্যাম্পিয়নশিপে দারুণ সময় পার করার পর হামজার দায়িত্ব এখন জাতীয় দলে। প্রায় ১৬ ঘণ্টার ভ্রমণ শেষে আজ সকালে ঢাকায় পা রাখেন। বিকেলেই নেমে পড়েন অনুশীলনে। তার আগে দুপুরে টিম হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সমর্থকদের জন্য দেন বিশেষ বার্তা।
হামজার আগমনে নতুন প্রাণের সঞ্জার হয়েছে জাতীয় দলে। এদিন ২৭ জন ফুটবলার নিয়ে অনুশীলন সেশন করেন কাবরেরা। শমিত সোম আসবেন আগামীকাল রাত ৮টায়।
জাতীয় দলের ক্যাম্প শুরু হয় গত ২৯ সেপ্টেম্বর। ২০ জন ফুটবলার নিয়ে পরের দিন থেকে শুরু হয় মাঠের অনুশীলন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৬ খেলোয়াড় ও হামজা চৌধুরী, শমিত সোমদের ছাড়া জমে ওঠেনি সে সেশন। মাঝে ইনজুরিতে পড়ে ক্যাম্প থেকে ছিটকে পড়েন আবাহনীর মোহাম্মদ ইবরাহীম ও মোহামেডানের সুমন রেজা। সে তালিকায় নাম ওঠান আল আমিন, তারিক কাজী ও তপু বর্মণ। আজ অবশ্য দলের ট্রেইনারের সঙ্গে বসুন্ধরা কিংস ডিফেন্ডারকেও দেখা গেছে মাঠে দৌড়াতে। ম্যাচের আগে পুরোপুরি ফিট হবেন বলেই আশা দলের।
৩০ সেপ্টেম্বর বৃষ্টির বাগড়ায় হয়নি অনুশীলন। মাঝে একদিনের বিরতি। সব মিলিয়ে দলের প্রস্তুতি সেভাবে পায়নি গতি। যা আজ হামজাকে পেয়ে পেল পূর্ণতা। এই উদ্যমে আরও দু-দিন অনুশীলনের সুযোগ পাবেন জামাল ভুঁইয়ারা। সেটি ধরে রেখে ঘরের মাঠ বাংলাদেশ পারবে কি হংকং, চীনের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে? উত্তরটা অবশ্য সময় বলে দেবে।
No posts available.
৬ ডিসেম্বর ২০২৫, ৯:৩৫ পিএম

গতকাল হয়ে গেল ২০২৬ বিশ্বকাপের ড্র। চূড়ান্ত গ্রুপ। ড্র’ এর একদিন পর আজ নিশ্চিত হলো বিশ্বকাপের ম্যাচের দিনক্ষণ, সময়সূচি আর ভেন্যু।
গ্রুপ ‘এ’ এর দল মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ কোরিয়া ও উয়েফা প্লে-অফের দলের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপের ২৩তম আসরের বল। আর ২০ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনালের মহারণ।
বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অভিযান শুরু হবে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ ‘জে’ এর ম্যাচটি হবে আগামী বছরের ১৭ জুন। নিজেদের প্রথম ম্যাচটি লিওনেল মেসিরা খেলবেন যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সকাল আটটায় আলজেরিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তারা।
আর্জেন্টিনার গ্রুপপর্বের পরের ম্যাচ অস্ট্রিয়ার বিপক্ষে। ২৩ জুনের এই ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের আর্লিংটনে এটি অ্যান্ড টি স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ১২টা। আর জর্ডানের বিপক্ষে ২৯ জুনে গ্রুপের শেষ ম্যাচটি তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা খেলবে প্রথম ম্যাচের ভেন্যুতে, সময় রাত ৯টা।
আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের প্রথম ম্যাচ আগের আসরের সেমিফাইনালিস্ট মরক্কো। ১৩ জুনের ম্যাচটি হবে মেটলাইফ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সকাল ৫টায়। গ্রুপ ‘সি’তে সেলেসাওদের পরের ম্যাচ হাইতির বিপক্ষে ২০ জুন। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় লিঙ্কন ফাইনানসিয়াল ফিল্ডে বাংলাদেশ সময় সকাল আটটায় হবে ম্যাচটি। আর কার্লো আনচেলোত্তির দলের শেষ ম্যাচটি হবে ২০ জুন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা স্কটল্যান্ডের মুখোমুখি হবে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে, ৫টায়।

মঞ্চ প্রস্তুত। বাকি কেবল আর ঘণ্টা কয়েক। বিদায়ের করুণ বাঁশির সুর শুনতে পাচ্ছেন দুই কিংবদন্তি। শেষটা হবে এক ফাইনালের মধ্য দিয়ে। আজ এমএলএস কাপের ফাইনালের শেষবারের মতো বুট জোড়া পায়ে দিয়ে নামবেন সার্জিও বুসকেটস ও জর্ডি আলবা।
বাংলাদেশ সময় আজ রাত ১টা ৩০ মিনিটে এমএলএস কাপের ফাইনালে ইন্টার মায়ামির মুখোমুখি হচ্ছে কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস। আজ চেজ স্টেডিয়ামে লিওনেল মেসিরা শিরোপা জিতিয়েই সাবেক দুই বার্সা সতীর্থ বুসকেটস-আলবাকে বিদায় দিতে চাইবেন।
২০২৩ সালে বুসকেটস-আলবা দু’জন একসঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দেন। বার্সেলোনায় সাফল্যময় ক্যারিয়ার শেষে পুরোনো ‘বন্ধু’ মেসির সঙ্গে যোগ দেন স্প্যানিশ দুই ফুটবলার। জর্দি আলবার পেশাদার ক্লাব ক্যারিয়ার শুরু হয় স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে। এই ক্লাবে চার বছর কাটানোর পর ২০১২ সালে বার্সায় নাম লেখান এই লেফট-ব্যাক।
এরপর ন্যু ক্যাম্পের ক্লাবটিতে দীর্ঘ ১১ বছর ৪৫৯ ম্যাচ খেলে কত অর্জনের যে স্বাক্ষী হয়েছেন ৩৬ বছর বয়সী এই ফুটবলার। বার্সায় মেসির সঙ্গে দারুণ রসায়নে কত গোলে যে অবদান রেখেছেন আলবা। মায়ামিতেও মেসি-আলবা জুটির ঝলক দেখা গেছে প্রায়ই।
গত অক্টোবরে অবসরের ঘোষণা দিয়ে আলবা বলেছিলেন,
‘যে ছেলেটা প্রথম বিভাগের ফুটবলার হওয়ার স্বপ্ন দেখত, সে তার সব স্বপ্নই পূরণ করেছে—এমনকি এর চেয়েও বেশি। আমার কোনো অভিযোগ নেই—উল্টো আমি খুবই কৃতজ্ঞ আমার ক্যারিয়ার, আমার সতীর্থরা, আমি যা কিছু শিখেছি এবং উপভোগ করেছি তার জন্য। এটা ছিল এক বিরল সৌভাগ্য।’
আজ বিদায়ী ম্যাচ নিয়ে আলবার বলেছেন,
‘এটা আবেগে ভরা এক সপ্তাহ—কারণ জানি এটা আমার শেষ ম্যাচ হতে চলেছে। আমার সিদ্ধান্ত একদম দৃঢ়। আমি চাই ক্যারিয়ারটাকে সবচেয়ে সুন্দর মঞ্চে শেষ করতে—একটা ফাইনালে। আশা করি সবকিছু আমাদের পক্ষেই যাবে।’
ইন্টার মায়ামির মিডফিল্ডার এবং আরেক স্প্যানিশ কিংবদন্তি সার্জিও বুসকেটস, যার শেকড়ও কাতালুনিয়ায়। বার্সায় সম্ভাব্য সব ধরনের শিরোপাই জিতেছেন ‘অক্টোপাস’ নামে পরিচিত এই মিডফিল্ডার। ডিফেন্সিভ মিডফিল্ডারের ধারণাটাই বদলে দেওয়া বুসকেটস ছিলেন মাঝমাঠের এক আস্থার নাম।

আগের ম্যাচে চূড়ায় থাকা আর্সেনালের হারে সুযোগ আসে ব্যবধান কমানোর। সে সুযোগ ঠিকই লুফে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে বড় জয় পেয়েছে সিটিজেনরা। একই সময়ে আগের ম্যাচে হেরে যাওয়া চেলসি গোলশূন্য ড্র করেছে বোর্নমাউথের বিপক্ষে।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে সান্ডারল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদে পাওয়া জয়ে গোল করেছেন রুবেন দিয়াজ, ইওস্কো গাভার্দিওল ও ফিল ফোডেন।
লিগে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে আনল ম্যান সিটি। ১৫ ম্যাচে ১০ জয়, এক ড্র ও ৪ হারে পেপ গার্দিওলার দলের পয়েন্ট ৩১। সমান ম্যাচে দুই পয়েন্ট বেশি নিয়ে ১ নম্বরে আর্সেনাল। ২৩ পয়েন্ট সংগ্রহ করা সান্ডারল্যান্ডের অবস্থান সাত নম্বরে। আর বোর্নমাউথের বিপক্ষে ড্র করা চেলসি ২৫ পয়েন্ট অর্জন করে চারে আছে।
প্রিমিয়ার লিগের চলতি আসরে নিঃসন্দেহে সবচেয়ে বড় চমক সান্ডারল্যান্ড। চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা ক্লাবটি জায়ান্ট ক্লাবগুলোর বিপক্ষে বেশ লড়াই করে আসছে। তবে আজ সিটির সঙ্গে একেবারেই পেরে উঠেনি তারা। ৬৪ শতাংশ বল পজেশন ধরে রেখে ১৮টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখে সিটি। যেখানে মোট আটটি শট নেওয়া সান্ডারল্যান্ড মাত্র একটি গোলমুখে রেখেছে।
৩১ মিনিটে রুবেন দিয়াজের সৌজন্যে প্রথম গোল পায় সিটি। ৩০ গজ দূর থেকে বজ্রগতির এক নিখুঁত শটে জাল কাঁপান এই পর্তুগিজ ডিফেন্ডার। সিটির পরের গোলটিও আসে এক ডিফেন্ডারের নৈপুণ্যে। ৪ মিনিট পরই ব্যবধান ২-০ করেন গাভার্দিওল। ফোডেনের নেওয়া কর্নার থেকে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন সিটির ক্রোয়েট ডিফেন্ডার।
২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া সিটি ৬৫ মিনিটে ব্যবধান ৩-০ করে। আগের গোলের যোগানদাতা ফোডেন এবার গোলদাতার ভূমিকায়। অসাধারণ এক প্রতি-আক্রমণ থেকে রায়ান চেরকির ক্রস থেকে ব্যবধান ৩-০ করেন ফোডেন।
বার্সেলোনার বিপক্ষে জয়ের পর থেকে পথ হারিয়েছে চেলসি। ঘরের মাঠে ব্লুজরা চ্যাম্পিয়ন্স লিগে কাতালান ক্লাবটিকে ৩-০ গোলে হারানোর পর টানা তিন ম্যাচ জয়শূন্য। লিগে আর্সেনালের বিপক্ষে ড্রয়ের পর লিডসের বিপক্ষে হার, আর আজ বোর্নমাউথের কাছে ড্র।
বোর্নমাউথের মাঠে ম্যাচের সব পরিসংখ্যানেও পিছিয়ে ছিল চেলসি। স্বাগতিকদের ১৩ শটের বিপরীতে এঞ্জো মারেস্কার দল শট নেয় ১১টি। বোর্নমাউথের লক্ষ্যে ছিল পাঁচটি, আর চেলসির চারটি।

ভিলা পার্কের গ্যালারিতে তখন নিস্তব্ধ উত্তেজনা। ম্যাচটা বুঝি ড্রয়েই শেষ হবে—এমনই ধারণা তৈরি হয়েছিল। ঠিক তখনই প্রায় ৪৩ হাজার দর্শকের সামনে রূপকথা লিখলেন আর্জেন্টাইন উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া। যোগ করা সময়ের শেষ মুহূর্তে তাঁর দুর্দান্ত গোলে আর্সেনালকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগে দারুণ এক জয় তুলে নিল অ্যাস্টন ভিলা।
আর্জেন্টাইন মিডফিল্ডার বুয়েন্দিয়ার আগে প্রথমার্ধে ভিলাকে এগিয়ে নেন ডিফেন্ডার ম্যাটি ক্যাশ। আর্সেনালের একমাত্র গোলটি করেন লিয়ান্দ্রো ট্রসার্ড।
৩৬ মিনিটে আস্টন ভিলার হয়ে ম্যাচের প্রথম গোলটি করেন ম্যাটি। ক্লাবের হয়ে মৌসুমে এটি তাঁর তৃতীয় গোল। ৫০ মিনিটে মার্টিন ওডেগার্ডের ভাসানো ক্রস থেকে শট নেন ট্রসার্ড, তবে তা ডান দিকের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
তার দুই মিনিট পরই সমতায় ফেরে আর্সেনাল। বুকায়ো সাকার ক্রস ডিফ্লেক্ট হয়ে ট্রসার্ডের কাছে যায়, কাছ থেকে বল জালে জড়িয়ে সমতাসূচক গোলটি করেন বেলজিয়ান মিডফিল্ডার।
৬৫ মিনিটে ভিলা স্ট্রাইকার ওয়াটকিনস কোণকুণি শট নেন, তবে আর্সেনাল গোলকিপার ডেভিড রায়া ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন। ৭০ মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে জোরালো শট নেন ওডেগার্ড, তবে ভিলা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ অসাধারণ সেভ করে দলকে রক্ষা করেন।
ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে (৯০+৫) এসে নাটকীয়ভাবে জয় নিশ্চিত করেন ভিলার বুয়েন্দিয়া। ১০ গজ দূর থেকে নেওয়া শটে বল জালে জড়িয়ে তিন পয়েন্ট এনে দেন ভিলাকে। চলতি মৌসুমে আর্সেনালের এটি দ্বিতীয় হার।
লিগে ১৫ ম্যাচে ১০ জয়, তিন ড্র ও দুই হারে ৩৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল টেবিলের শীর্ষে টিকে রইল। সমান ১৫ ম্যাচে ৯ জয়, তিন ড্র ও তিন হারে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে অ্যাস্টন ভিলা।

২০২৬ বিশ্বকাপের ড্র হয়ে গেছে গতকাল শুক্রবার। আজ রাতে ঠিক হবে মেগা এই টুর্নামেন্টের ফিকশ্চার। তার আগে বিশ্বকাপ বাছাইপর্বে কোন দলের ফর্ম কেমন ছিল এবং কোন দলকে ফেভারিট মানছেন বুকমেকাররা তা নিয়েই এই আয়োজন।
ইংল্যান্ড: ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচ খেলে সবকটিতে জিতেছে ইংল্যান্ড। এই ৮ ম্যাচে তারা ২২বার প্রতিপক্ষের জাল কাঁপিয়েছে। বিপরীতে সবগুলো ম্যাচে নিজেদের জাল অক্ষত রেখেছে। গত দুটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে রানার্সআপ এবং তিন বছর আগে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্টদের নিয়ে এবার বাজি ধরার পক্ষে অনেকেই। হেড কোচ টমাস টুখেলের অধীনে ২০২৬ সাল থ্রি লায়নসদের বছর হবে মনে করেন অনেকে।
স্পেন: বেশিরভাগই লোকই ইংল্যান্ডের পর দ্বিতীয় ফেভারিট হিসেবে মানছেন স্পেনকে। ইউরোপীয় চ্যাম্পিয়নরাও ইংল্যান্ডের মতো নিখুঁত বাছাই পর্ব শেষ করার দ্বারপ্রান্তে ছিল। তবে বাছাই পর্বের শেষ ম্যাচে তাদের ২-২ গোলে রুখে দেয় তুরস্ক। স্পেনের শতভাগ জয়ের রেকর্ডে দাগ বসিয়ে দেয় দলটি। ২০২৪ সালের ইউরো ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে স্পেন। বার্সেলোনার উইঙ্গার লামিন ইয়ামালের মতো তাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন রয়েছে।
ফ্রান্স: ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে পেনাল্টি শুটআউটে হেরে রানার্সআপ হয় ফ্রান্স। দিদিয়ের দেশমের অধীনে তাদের আরেকটি মেজর টুর্নামেন্টের আগে ইউরোপীয় বাছাইপর্বে অপরাজিত ছিল দলটি। অপটার সুপার-কম্পিউটার তিনটি দলকে ফেভারিট হিসেবে রেখেছে- স্পেনকে ১৭%, ইংল্যান্ডকে ১১.৮% এবং ফ্রান্সকে ১৪.১%।
এবারের বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে হেরেছিল জার্মানি। কিন্তু পরবর্তী পাঁচটি ম্যাচ জিতে তারা জায়গা নিশ্চিত করে। অন্যদিকে সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ক্রোয়েশিয়া এবং নরওয়েও ইউরোপীয় বাছাইপর্বে অপরাজিত ছিল।
ব্রাজিল: ব্রাজিলের জন্য বাছাইপর্ব অভিযান কম রোমাঞ্চকর ছিল না। কারণ দলটি কনমেবল টেবিলে পঞ্চম স্থান অর্জন করেছিল এবং ১৮টি ম্যাচের মধ্যে ছয়টি হেরেছিল। তবে অনেক বুকমেকারই তাদের বিশ্বকাপে চতুর্থ ফেভারিট হিসেবে রেখেছে।
আর্জেন্টিনা: বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে শীর্ষস্থানে থেকে শেষ করে তারা। তালিকার দুইয়ে থাকা ইকুয়েডরের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে ছিল লিওনেল স্ক্যালোনির দল। ব্রাজিলই একমাত্র দল যারা ১৯৫৮ এবং ১৯৬২ সালে টানা দুটি বিশ্বকাপ জিতেছে। তবে লিওনেল মেসির অংশগ্রহণে আশা করা হচ্ছে, সেই গৌরব এবার আর্জেন্টিনা ফিরিয়ে আনবে। যে কারণে তাদেরকে ফেভারিট ধরা হচ্ছে।
এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের সেরা দল ছিল জাপান। ১০ ম্যাচ খেলে ৭টিতে জয়, দুটিতে ড্র এবং কেবল একটিতে পরাজয় ছিল দলটির। এদিকে কাতারে সেমিফাইনালিস্ট হিসেবে চমকে দেওয়া মরক্কো তাদের ৮টি আফ্রিকান বাছাইপর্বের ম্যাচ জিতেছে। বিশ্বকাপে এবারও বড় দেশগুলির জন্য হুমকি হয়ে উঠতে পারে এই দুটি দল।
ক্রিশ্চিয়ানো রোনালদো ঘোষণা করেছেন- এটি তাঁর শেষ বিশ্বকাপ হবে। পর্তুগাল দলকে বাইরে রেখেও আসলে ফেভারিটের আলোচনায় বসা যায় না। ২০২০ সালের ইউরো জেতা ইতালিকে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের জন্য প্লে-অফের মধ্য দিয়ে আসতে হবে। তবে বড় মঞ্চে একবার উঠে আসলে দলটি যে কোনো সময় বিপজ্জনক হতে পারে।
-সূত্র: বিবিসি