ফুটবল

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল: পয়েন্টে এগিয়ে বাংলাদেশ, গোল গড়ে নেপাল

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২১ জুলাই ২০২৫, ১:১৬ পিএম

news-details

কে জিতবে শিরোপা? বাংলাদেশ নাকি নেপাল? মীমাংসা হওয়ার দিন আজ। আক্ষরিক অর্থেই ১২ ম্যাচের এই টুর্নামেন্টের শেষ ম্যাচটি হয়ে যাচ্ছে ‘অঘোষিত ফাইনাল’! ডাবল লেগের এই আসরের আজ শেষদিন! ইতিমধ্যে শিরোপা লড়াই থেকে অনেক দূরে চলে গেছে ভূটান ও শ্রীলঙ্কা! এখন পর্যন্ত এই দু’টি দেশ প্রতিপক্ষকে গোল উপহার দেয়ার মহড়া দিয়েছে, অন্যদিকে আসরের সেরা ম্যাচটি হয়েছে বাংলাদেশ ও নেপালের মাঝে, শেষ মিনিটের গোলে বাংলাদেশ ৩-২ ব্যবধানে হারায় নেপালকে।


সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের শত্রু হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি, ইতিমধ্যে বসুন্ধরা কিংস অ্যারেনার আউটার মাঠে হয়ে গেছে ৬টি ম্যাচ! তবে মাঠ পরিস্থিতির উন্নতি হওয়ায় শেষ দিনের ম্যাচগুলো হবে কিংস অ্যারেনায়।


আরও পড়ুন

দর্শকবিহীন মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ২ ম্যাচ দর্শকবিহীন মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ২ ম্যাচ


পাঁচ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১৫, আর নেপালের ১২! তবে বাংলাদেশ গোল করেছে ২৪টি, আর হজম করেছে ৪টি! অন্যদিকে নেপাল গোল করেছে ৩০টি, আর তাদের জালে বল ঢুকেছে ৪টি! গোলগড়ে (+৬) ভাল যায়গায় নেপাল, তাদের জয় দরকার; পক্ষান্তরে ড্র করলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে বাইলজ বলছে গোলগড়ের আগে ‘হেড টু হেড’ বিবেচনায় নেয়া হবে। সেখানে সমতা থাকলে ‘টাইব্রেকারে’র কথা বলা হয়েছে। তবে সেটি গোলগড় সমান হলে কিনা সেটি পরিস্কার নয়!


বাংলাদেশ কোচ পিটার বাটলার গত তিন ম্যাচে তাঁর সেরা একাদশ মাঠে নামাননি! আজ নিশ্চিত সেরা একাদশই মাঠে নামাবেন। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে স্ট্রাইকার সাগরিকা মাঠে নামবেন আজ। প্রথম ম্যাচে ৪ গোল করেছিলেন তিনি। আসরের সর্বোচ্চ ১০ গোল করেছেন নেপালী স্ট্রাইকার পূর্ণিমা রায়, ৭টি গোল আছে মিনা দেউবার।

bottom-logo

ফুটবল

ইউরোপের শীর্ষ পাঁচ লিগ শুরু হচ্ছে কবে?

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২২ জুলাই ২০২৫, ৬:১৬ পিএম

news-details

সপ্তাহ দেড়েক আগেই ক্লাব বিশ্বকাপ দিয়ে পর্দা নেমেছে ২০২৪/২৫ মৌসুমের। লম্বা এই মৌসুমের ক্লান্তি শেষ না হতেই ফুটবলারদের অবশ্য তড়িঘড়ি করেই মাঠে নেমে পড়তে হচ্ছে। আগামী আগস্টেই যে শুরু হয়ে যাবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন মৌসুম। দেখে নেওয়া যেওয়া যাক কোন লিগ শুরু হচ্ছে কবে। 


ইংলিশ প্রিমিয়ার লিগ : 

বেশ আগেভাগেই গত মৌসুম প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছিল লিভারপুল। অলরেডরা ২০ তম বারের মতো পরেছিল ইংল্যান্ডের সেরা ক্লাবের তকমা। নতুন মৌসুমের শুরুটাও হচ্ছে তাদের ম্যাচ দিয়ে। আগামী ১৫ আগস্ট আর্নে স্লটের দল প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ঘরের মাঠে স্বাগত জানাবে বার্নমাউথকে। একই সপ্তাহে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল সহ প্রিমিয়ার লিগের বড় ক্লাবগুলো। 

লা লিগা : 

হান্সি ফ্লিকের নেতৃত্বে গেল মৌসুমে লা লিগার শিরোপা আবারও ফিরেছে বার্সেলোনায়। তবে প্রিমিয়ার লিগের মত বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে প্রথম ম্যাচ মাঠে নামা হচ্ছে না তাদের। আগামী ১৫ আগস্ট লা লিগার প্রথম ম্যাচে মাঠে নামবে জিরোনা ও রায়ো ভায়াকানো। 


একদিন বাদেই বার্সেলোনা নামবে মাঠে। প্রতিপক্ষ মায়োর্কা। রিয়াল মাদ্রিদের খেলা দেখতে অবশ্য সমর্থকদের অপেক্ষা একটু বেশি। জাবি আলোনসোর দল মাঠে নামবে ২০ আগস্টে। ঘরের মাঠে প্রথম ম্যাচে তারা লড়বে ওসাসুনার বিপক্ষে। দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ ১৮ তারিখ নিজেদের প্রথ ম্যাচে লড়বে ওসাসুনার বিপক্ষে। 

সেরি আ : 

গেল মৌসুমে শেষ দিন পর্যন্ত লড়াই চলেছিল সেরি আয়। যেখানে ইন্তার মিলানকে হতাশ করে লিগ শিরোপা জিতেছিল নাপোলি।  বর্তমান চ্যাম্পিয়নদের ম্যাচ দিয়েই শুরু হবে ২০২৫/২৬ মৌসুম। ২৩ আগস্ট সসুলোর বিপক্ষে মাঠে নামবে নাপলি। 

একই সপ্তাহে মাঠে নামবে ইন্তার মিলান, এসি মিলান ও য়্যুভেন্তুস। 


বুন্দেসলিগা : 

এক মৌসুমের শিরোপা খরা কাটয়ে আবারও বুন্দেসলিগার শিরোপা ফিরেছে বায়ার্ন মিউনিখে। চলতি মৌসুমের শুরুটাও হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের ম্যাচ দিয়েই। ২২ আগস্ট বায়ার্ন মিউনিখ ও লাইপজিগের ম্যাচ দিয়ে দিয়ে শুরু হবে জার্মানির শীর্ষ লিগের নতুন মৌসুম। 


লিগ ওয়ান : 

বরবারের মতই সবশেষ মৌসুমে লিগ ওয়ানের শিরোপা গেছে পিএসজির ঘরে। মৌসুমটা অবশ্য তাদের কেটেছে স্বপ্নের মতই। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো জিতেছে ট্রেবল। ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছালেও জিততে পারেনি শিরোপা। লম্বা মৌসুমের ধকল সামলে আবারও অবশ্য মাঠে নামতে হচ্ছে তাদের। ১৮ আগস্ট প্রথম ম্যাচে লুইস এনরিকের দল লড়বে নান্টেসের বিপক্ষে। ফরাসি লিগ অবশ্য শুরু হচ্ছে তার দিন দুয়েক আগে। ১৬ তারিখ লেন্স ও লিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে।

ফুটবল থেকে আরও পড়ুন

bottom-logo

ফুটবল

লিভারপুল ছাড়তে চান দিয়াজ, অপেক্ষা বায়ার্নের প্রস্তাবের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২২ জুলাই ২০২৫, ৬:১১ পিএম

news-details

বার্সেলোনার আগ্রহ শেষ হয়েছে আগেই। তবে লুইস দিয়াজকে দলে নেওয়ার চেষ্টায় এখনও আছে বায়ার্ন মিউনিখ। কলম্বিয়ান উইঙ্গারও নাকি এই গ্রীষ্মেই লিভারপুল ছাড়তে বদ্ধপরিকর। তবে ইংলিশ ক্লাবটি সহসাই তাকে ছাড়তে রাজি নয়। এমন পরিস্থিতি দিয়াজ আশায় আছেন বায়ার্নের নতুন প্রস্তাবের, যা তার জন্য ঠিকানা বদলের দরজা খুলে দিতে পারে।


উল্লেখ্য, গত সপ্তাহেই দিয়াজের জন্য বায়ার্নের দেওয়া ৬৭.৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান করে লিভারপুল। তবে ইএসপিএন তাদের সূত্রের বরাত দিয়ে দাবি করছে, জার্মান চ্যাম্পিয়নরা নতুন করে অ্যাড-অনস সহ ৭০ মিলিয়ন ইউরো প্লাস নতুন একটি প্রস্তাব প্রস্তুত করছে তার জন্য। দিয়াজকে এখনও তারা এই গ্রীষ্মে নিজেদের অন্যতম গুরুত্বপূর্ণ সাইনিং হিসেবে বিবেচনা করেছে বলেই খবর। 


২৮ বছর বয়সী দিয়াজ গত মৌসুমে ভালোই খেলেছিলেন। ১৭টি গোল করে লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে রাখেন বড় ভূমিকা। তবে চুক্তির মেয়াদের আরও দুই মৌসুম বাকি থাকলেও তিনি এখন ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ইএসপিএনের দাবি, নিজের ইচ্ছার কথা তিনি এরই মধ্যে লিভারপুলকে একাধিকবার জানিয়েছেন।


প্রথমদিকে দিয়াজের প্রাধান্য ছিল বার্সেলোনায় যোগ দেওয়ার। কাতালান ক্লাবটির প্রাথমিক পরিকল্পনা ছিল লামিন ইয়ামাল ও রাফিনিয়ার সাথে
তাকে নিয়ে আক্রমণভাগ সাজানোর। তাকে দলে টানার জন্য প্রায় ৬৫ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব দেয়, যা লিভারপুল নাকচ করে দেয়। এরপর হান্সি ফ্লিকের ফল নিকো উইলিয়ামসের জন্য চেষ্টাও করে ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মার্কাস রাশফোর্ডকে ধারের চুক্তিতে আনার কাজ করছে।


ফলে বায়ার্নই এককভাবে দিয়াজের জন্য নতুন প্রস্তাব দিয়ে এগিয়ে থাকছে তাকে পাওয়ার লড়াইয়ে। যদিও লিভারপুল এখন পর্যন্ত রয়েছে কঠোর অবস্থানে রয়েছে, তাদের দাবি ১১৫ মিলিয়ন ইউরো। তবে দলবদল উইন্ডোর আরও এক মাসের বেশি সময় বাকি থাকায় ধারণা করা হচ্ছে, লিভারপুল হয়ত দিয়াজকে ছাড়ার জন্য শেষ পর্যন্ত নিজেদের অবস্থান শিথিল করতে পারে।


bottom-logo

ফুটবল

এন্দ্রিকের চোটে রিয়ালে ভাগ্য ‘বদলে যাচ্ছে’ গার্সিয়ার

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২২ জুলাই ২০২৫, ৪:২৪ পিএম

news-details

গত মে মাসে লা লিগার ম্যাচে ম্যাচে ডান পায়ের উরুতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। সেই চোট কাটিয়ে এন্দ্রিক সদ্য শেষ হওয়া ক্লাব বিশ্বকাপ খেলতে যোগ দিয়েছিলেন দলের সঙ্গে। মাঠে না নামলেও আশায় ছিলেন নতুন মৌসুমের শুরু থেকে ফিট হয়ে ফিরবেন। তবে সেটা হচ্ছে না। আবারও নতুন করে চোটে পড়েছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ফলে আরেক তরুণ প্রতিভা গঞ্জালো গার্সিয়ার সামনে সুযোগ আসতে পারে নিজেকে আরও বেশি মেলে ধরার।


মঙ্গলবার মার্কা নিশ্চিত করেছে এন্দ্রিকের নতুন চোটের খবর। ফলে খুব শীঘ্রই মাঠে ফেরার সম্ভাবনা নেই তার। সেরে ওঠার জন্য কমপক্ষে আট থেকে দশ সপ্তাহ সময় লাগবে তার। তাতে আগামী মাসে শুরু হতে যাওয়া নতুন মৌসুমের শুরুটা নিশ্চিতভাবেই মিস করতে যাচ্ছেন তিনি। 


তবে একদিক থেকে দেখলে, এন্দ্রিকের এই চোট আর্শিবাদই হয়ে আসছে রিয়ালে একাডেমি স্ট্রাইকার গার্সিয়ার জন্য। ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা এই স্প্যানিয়ার্ড নতুন মৌসুমে রিয়ালের স্কোয়াডে থাকবেন কিনা, তা নিয়ে এখন ধোঁয়াশা রয়ে গেছে। মাঝে গুঞ্জন ছিল, স্কোয়াডে জায়গা পেলেও হয়ত সেভাবে সুযোগ মিলবে না তার। তবে এন্দ্রিকের চোটে ভাগ্য খুলে যেতে পারে তার, খেলতে পারেন আরও বেশি বেশি ম্যাচ।


মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, এন্দ্রিক চোট কাটিয়ে ফেরার আগ পর্যন্ত গার্সিয়ার স্কোয়াডে থাকা প্রায় নিশ্চিত। এছাড়া কোচ জাবি আলোনসোরও নাকি বেশ মনে ধরেছে গার্সিয়ার পারফরম্যান্স। আর তাই সব ঠিক থাকলে নতুন মৌসুমে এমবাপে, ভিনিসিয়ুসদের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে গার্সিয়াকে। 


আর চোটে পড়া এন্দ্রিদের দল ছাড়া নিয়েও চলছে গুঞ্জন। তাকে এক মৌসুমের জন্য ধারে ছেড়ে দিতেও নাকি প্রস্তুত লা লিগার ক্লাবটি। যদিও এখন পর্যন্ত রিয়াল থেকে এই ব্যাপারে জানানো হয়নি তেমন কিছুই।

bottom-logo

ফুটবল

সাগরিকা ঝড়ে উড়ে গেল নেপাল, অপরাজিত চ‍্যাম্পিয়ন বাংলাদেশ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২১ জুলাই ২০২৫, ৯:৩০ পিএম

news-details

ড্র করলেই শিরোপা নিশ্চিত। আর জিতলে তো অপরাজিত চ্যাম্পিয়ন। এমন সমীকরণের ম্যাচে নেপালকে হারিয়ে শিরোপা উদযাপন করল বাংলাদেশের মেয়েরা। বসুন্ধরা কিংস আ‍্যরেনায় নেপালকে নিয়ে ছেলে খেলায়ই মেতেছিল বাংলাদেশ। ৪-০ গোলের বিশাল ব‍্যবধানে জিতে আফঈদারা ঘরে তুলেছে সাফ অনূর্ধ-২০ নারী চ‍্যাম্পিয়নশিপের শিরোপা। 


ড্র করলেই শিরোপা নিশ্চিত। আর জিতলে তো অপরাজিত চ্যাম্পিয়ন। এমন সমীকরণের ম্যাচে নেপালকে হারিয়ে শিরোপা উদযাপন করল বাংলাদেশের মেয়েরা। বসুন্ধরা কিংস আ‍্যরেনায় নেপালকে নিয়ে ছেলে খেলায়ই মেতেছিল বাংলাদেশ। ৪-০ গোলের বিশাল ব‍্যবধানে জিতে আফঈদারা ঘরে তুলেছে সাফ অনূর্ধ-২০ নারী চ‍্যাম্পিয়নশিপের শিরোপা।

আরও পড়ুন

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল: পয়েন্টে এগিয়ে বাংলাদেশ, গোল গড়ে নেপাল সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল: পয়েন্টে এগিয়ে বাংলাদেশ, গোল গড়ে নেপাল


বাংলাদেশের সবগুলো গোলই এসেছে সাগরিকার কাছ থেকে। নেপালের সঙ্গে আগের ম‍্যাচে লাল কার্ড দেখে তিন ম‍্যাচ মাঠের বাইরে ছিলেন বাংলাদেশি এই ফরোয়ার্ড। সোমবার অলিখিত ফাইনালে সেই শোধটাই তুনলেন। পূর্ণ করেছেন গোলের হালি, আর বাংলাদেশকে এনে দিয়েছেন শিরোপা।


শোকাবহ পরিবেশেই আজ মাঠে নামেন মেয়েরা। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে দুই দলের খেলোয়াড়রা এক মিনিটের নীরবতা পালন করেন। সেই শোককে শক্তিতে পরিণত করতেও সময় লাগেনি। আট মিনিটে স্বপ্নার ডিফেন্স চেড়া থ্রু ধরে বাংলাদেশকে এগিয়ে দেন সাগরিকা। প্রথমর্ধের বাকি সময় বাংলাদেশ একের এক আক্রমণ চালিয়ে গেলেও মেলেনি গোলের দেখা।


দ্বিতীয়ার্ধে বাংলাদেশ শুরু করে একই তালে। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান সাগরিকা। সেটিও দুর্দান্ত এক ফিনিশিংয়ে। উমেলা মারমার পাস ধরেই শরীরে সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের খেলোয়াড়কে পায়ের জাদুতে ধোঁকা দিয়ে ডান পায়ের দারুণ শটে নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ৬ মিনিট পর পেয়ে যান টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিকও। জয়নব বিবির পাসে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জড়ান জালে।


৭৭ মিনিটে চতুর্থ গোল পায় বাংলাদেশ। মুনকি আক্তারের থ্রু বল ধরে বক্সের ওপরে বল পেয়ে সাগরিকা দারুণ ফিনিশিং করেন। তাতে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। শেষ দিকে নেপাল সুযোগ পেলেও গোল শোধ দিতে পারেনি। তাতে শিরোপা উঠে বাংলাদেশের হাতে। লাল কার্ড দেখে তিন ম‍্যাচ মাঠের বাইরে ছিলেন বাংলাদেশি এই ফরোয়ার্ড। সোমবার অলিখিত ফাইনালে সেই শোধটাই তুনলেন। পূর্ণ করেছেন গোলের হালি, আর বাংলাদেশকে এনে দিয়েছেন শিরোপা।


শোকাবহ পরিবেশেই আজ মাঠে নামেন মেয়েরা। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে দুই দলের খেলোয়াড়রা এক মিনিটের নীরবতা পালন করেন। সেই শোককে শক্তিতে পরিণত করতেও সময় লাগেনি। আট মিনিটে স্বপ্নার ডিফেন্স চেড়া থ্রু ধরে বাংলাদেশকে এগিয়ে দেন সাগরিকা। প্রথমর্ধের বাকি সময় বাংলাদেশ একের এক আক্রমণ চালিয়ে গেলেও মেলেনি গোলের দেখা।


আরও পড়ুন

দর্শকবিহীন মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ২ ম্যাচ দর্শকবিহীন মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ২ ম্যাচ


দ্বিতীয়ার্ধে বাংলাদেশ শুরু করে একই তালে। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান সাগরিকা। সেটিও দুর্দান্ত এক ফিনিশিংয়ে। উমেলা মারমার পাস ধরেই শরীরে সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের খেলোয়াড়কে পায়ের জাদুতে ধোঁকা দিয়ে ডান পায়ের দারুণ শটে নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ৬ মিনিট পর পেয়ে যান টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিকও। জয়নব বিবির পাসে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জড়ান জালে।


৭৭ মিনিটে চতুর্থ গোল পায় বাংলাদেশ। মুনকি আক্তারের থ্রু বল ধরে বক্সের ওপরে বল পেয়ে সাগরিকা দারুণ ফিনিশিং করেন। তাতে বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। শেষ দিকে নেপাল সুযোগ পেলেও গোল শোধ দিতে পারেনি। তাতে শিরোপা উঠে বাংলাদেশের হাতে। 


bottom-logo

ফুটবল

বার্সায় নাম লেখানোর আরও কাছাকাছি রাশফোর্ড

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২১ জুলাই ২০২৫, ১:৩৯ পিএম

news-details

গত কয়েকদিন ধরে চলমান গুঞ্জনকে সত্যি করে মার্কাস রাশফোর্ড ঠিকানা বদলের জন্য স্পেনের বার্সেলোনায় পা রেখেছেন। সব ঠিকঠাক মত এগিয়ে গেলে ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড চলতি সপ্তাহেই বার্সেলোনার খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বার্সেলোনা ও ইউনাইটেডের মধ্যে চুক্তির সব আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই সম্পন্ন হয়ে গেছে।


ক্লাব বদলকে সামনে রেখে ২৭ বছর বয়সী রাশফোর্ড গত রোববার বার্সেলোনায় চলে গেছেন। সোমবার বা মঙ্গলবার তিনি চুক্তির আগের শারীরিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন। আর সব কিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার বার্সেলোনার এশিয়া সফরের আগেই তাকে দলের সঙ্গে যুক্ত করা হবে। লা লিগা চ্যাম্পিয়নরা এই সফরে জাপান ও দক্ষিণ কোরিয়া নতুন মৌসুমের প্রস্তুতি নেবে।


ইএসপিএন-এর দাবি, রাশফোর্ডকে আপাতত এক মৌসুমের জন্য ধারের চুক্তিতে দলে নিচ্ছে বার্সেলোনা। তবে চুক্তিতে একটি বাই-আউট ক্লজ যুক্ত রয়েছে, যার মাধ্যমে আগামী গ্রীষ্মে হান্সি ফ্লিকের দল চাইলেরি চুক্তি স্থায়ী করতে পারবে। আর সেটা কার্যকর করতে মূল্য নির্ধারিত হয়েছে প্রায় ৩০ মিলিয়ন ইউরো।


এই গ্রীষ্মে বার্সেলোনার মূল লক্ষ্য অবশ্য ছিল একজন উইঙ্গার দলে টানার। নিকো উইলিয়ামস ও লুইস দিয়াজের জন্য চেষ্টাও চালিয়েছিল তারা। তবে নিকো নতুন করে চুক্তি করেন আথলেতিক বিলবাওয়ের সাথে, লিভারপুল ফিরিয়ে দিয়েছে দিয়াজের জন্য বার্সার দেওয়া প্রস্তাব। ফলে শেষ পর্যন্ত ক্লাবটি আগ্রহী হয় অভিজ্ঞ ফরোয়ার্ড রাশফোর্ডকে নিয়ে।


তাছাড়া রাশফোর্ড বার্সেলোনায় যোগ দেওয়ার জন্য তার বার্ষিক বেতনের একটি বড় অংশ ছাড় দিয়েছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম। উল্লেখ্য, রাশফোর্ড গত জানুয়ারিতে অ্যাস্টন ভিলায় ছয় মাসের জন্য ধারের চুক্তিতে নাম লেখান। তবে সেখানে ইউনাইটেডের নির্ধারিত করে দেওয়া ৪০ মিলিয়ন পাউন্ডের চুক্তিটি স্থায়ী হয়নি। তখন থেকেই নাকি তিনি বার্সেলোনায় যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।

bottom-logo