১২ নভেম্বর ২০২৫, ১১:৩১ পিএম

১৮ নভেম্বর ভারত ম্যাচের টিকিট অনলাইনে ছাড়ার পর বিক্রি হয়ে যায় ৩-৪ মিনিটে। তবে নেপালের বিপক্ষে আগামীকালকের প্রীতি ম্যাচের টিকিট নিয়ে আগ্রহ কিছুটা কম ছিল দর্শকদের মধ্যে। যদিও শেষ মুহূর্তে বেড়েছে এই ম্যাচের টিকিটের চাহিদা।
বুধবার রাত ১০টার মধ্যে ১৭ হাজার টিকিট বিক্রি হয়েছে, নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। তবে সার্বিক দিক ও পরিস্থিতি বিবেচনায় আপাতত টিকিট বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।
গত ৫ নভেম্বর অনলাইন টিকিট বিক্রির প্লাটফর্ম কুইকেট-এ ওঠে বাংলাদেশ-নেপাল ম্যাচের টিকিট। শুরুর দিকে টিকিট সংগ্রহে আগ্রহ ছিল না তেমন একটা। তবে মঙ্গলবার হামজা চৌধুরী এবং গতকাল সমিত সোম ঢাকায় আসায় টিকিট বিক্রিতে প্রভাব পড়েছে ধারণা অনেকের।
তাজওয়ার আউয়াল বলেন,
'আমরা শুরু থেকেই আশাবাদী ছিলাম সব টিকিট বিক্রি হবে। প্রথম দিকে অনেকেই হয়ত ভেবেছিল ভারত ম্যাচ দেখা গেলে নেপাল ম্যাচের চিকিট নিবে না। এখন ভারত ম্যাচের টিকিট যারা নিতে পারেননি তাঁদের অনেকেই গত দুই দিনে নেপাল ম্যাচের টিকিট সংগ্রহ করেছে। এটা খুব ভাল দিক। চাইলে আগামীকাল ম্যাচ শুরুর আগেই সব টিকিট বিক্রি হয়ে যেতো। কিন্তু আমরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় টিকিট বিক্রি আর করছি না।'
No posts available.
১৪ নভেম্বর ২০২৫, ৩:৪৫ পিএম
১৪ নভেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম

মৌসুমের শেষ আন্তর্জাতিক বিরতি, আজ আফ্রিকার মাটিতে বছরের শেষ ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। লুয়ান্ডার এস্তাদিও ১১ দে নভেমব্রোতে বাংলাদেশ সময় রাত ১০টায় অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।
অ্যাঙ্গোলার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হচ্ছে ম্যাচটি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন, ম্যাচের শুরু থেকে খেলবেন অধিনায়ক লিওনেল মেসি।
অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে যুক্তরাষ্ট্রে দুটি জয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। ভেনেজুয়েলাকে ১–০ এবং পুয়ের্তো রিকোকে ৬–০ গোলে উড়িয়ে দেয় লিওনেল স্কালোনির দল। তবে অ্যাঙ্গোলার মাঠে নামার আগে স্কালোনি পাচ্ছেন না বেশ কয়েকজন মূল খেলোয়াড়কে।
এমিলিয়ানো মার্তিনেজকে বিশ্রাম দেওয়া হয়েছে অতিরিক্ত গোলরক্ষকদের সুযোগ দিতে। হাঁটুর চোটে নেই মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। হলুদজ্বরের বাধ্যতামূলক টিকা না নেওয়ায় যেতে পারেননি হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জিলিয়ানো সিমিওনে। দলে চমক হিসেবে ডাক পেয়েছেন জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, ম্যাক্সিমো পেরোনে আর ফিরেছেন ভ্যালেন্টিন বারকো।
আরও পড়ুন
| বার্সেলোনার কিংবদন্তি মেসির সম্মানে ভাস্কর্য হবে ক্যাম্প ন্যুতে |
|
আর্জেন্টিনার লিগে এই সপ্তাহেই নির্ধারিত হচ্ছে প্লে-অফ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় জায়গা— তাই দেশের লিগের খেলোয়াড়দের এই দফায় ডাকেননি স্কালোনি। এই ম্যাচেই প্রথমবার মাঠে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার নতুন জার্সি। কয়েক দিন আগেই উন্মোচিত হয়েছে সেই জার্সি, যার অভিষেক হতে যাচ্ছে লুয়ান্ডাতেই।
অ্যাঙ্গোলায় যাওয়ার আগে পুরো সপ্তাহ স্পেনের এলচেতে অনুশীলন করেছে দল। বৃহস্পতিবার ম্যানুয়েল মার্তিনেজ ভালেরো স্টেডিয়ামে আর্জেন্টিনার ওপেন প্র্যাকটিস দেখতে জড়ো হন ২০ হাজারের বেশি দর্শক। অনুশীলন শেষে এলচে ক্লাবের অংশীদার ক্রিস্তিয়ান ব্রাগারনিক বিশেষভাবে উপহার দেন ক্লাবের ‘১০ নম্বর’ জার্সি লিওনেল মেসির হাতে।
অন্যদিকে অ্যাঙ্গোলা ২০২৬ বিশ্বকাপের বাছাই থেকেই ছিটকে গেছে। গ্রুপ ‘ডি’-তে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে শেষ করেছে তারা। সামনে আর কোনো বড় টুর্নামেন্ট নেই— তাই বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এই ম্যাচটি তাদের জন্য মর্যাদার লড়াই, আর নিজেদের নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগও।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: জেরোনিমো রুলি
রক্ষণ: হুয়ান ফয়থ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো
মাঝমাঠ: রদ্রিগো দি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো/নিকোলাস পাজ
আক্রমণ: লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, থিয়াগো আলমাদা
কোচ: লিওনেল স্কালোনি
অ্যাঙ্গোলার সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: হুগো মার্কেস
রক্ষণ: ক্লিনটন মাথা, ডেভিড কার্মো, কিয়ালোন্ডা গ্যাসপার, তো কার্নেইরো
মাঝমাঠ: ফ্রেডি, বেনি মুকেন্দি, টিচার
আক্রমণ: জিটো লুভুম্বো, মাবুলুলু, চিকো বানজা
কোচ: পাত্রিস বোয়ামেল

সন্দেহাতীতভাবে বার্সেলোনার ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসি। স্প্যানিশ ক্লাবটির হয়ে কতশত স্বরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা সে হিসেব করে কূল পাওয়া যাবে না। নিজেদের ইতিহাসের সেরা ফুটবলারকে চিরস্বরনীয় করে রাখতে ভাস্কর্য স্থাপন করবে বার্সা।
সম্প্রতি কাউকে ঘুণাক্ষরেও টের পেতে না দিয়ে ক্যাম্প ন্যুতে ঘরে যান মেসি। সামাজিক মাধ্যমে এক পোস্টে কোনো একদিন সাবেক ক্লাবে ফেরারও বার্তা দেন ইন্টার মায়ামির মহাতারকা। তবে আপাতত মেসির ফেরা অবাস্তাব বলেন বার্সেলোনার সভাপতি জোয়ান লাপার্তা। অবশ্য বার্সা কিংবদন্তিকে ক্যাম্প ন্যুতে ইতিহাসের সেরা শ্রদ্ধা জানানোর পরিকল্পনার কথা বলেন তিনি।
বার্সার প্রধান স্টেডিয়াম ক্যাম্প ন্যু’এর সংস্কার কাজ প্রায়ই শেষ হয়ে এসেছে। বার্সেলোনা সভাপতি নিশ্চিত করেছেন ক্যাম্প ন্যু বাইরে লিওনেল মেসির একটি ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা আছে। লাপার্তা বলেন,
‘আমরা সকল কিউল (বার্সা সমর্থক) চাই, লিও মেসির একটি ভাস্কর্য স্পোটিফাই ক্যাম্প ন্যুতে থাকুক। আমরা এর ওপর কাজ করছি, এবং যদি মেসির পরিবার একমত হয়, ডিজাইন তৈরি হলে তাদের সঙ্গে আলোচনা করা হবে।’
লাপার্তা আরও যোগ করেন,
‘মেসি সবসময় বার্সার অংশ হয়ে থাকবেন। তিনি জানেন আমাদের দরজা সবসময় তার জন্য খোলা। আমরা তার প্রতি পূর্ণ সম্মান রাখি। বার্সার থেকে সেরা শ্রদ্ধা পাওয়ার যোগ্য মেসি।’
ক্যাম্প ন্যু স্টেডিয়ামের বাইরে ক্লাবটির কিংবদন্তি জোয়ান ক্রুইফ ও লাসজলো কুবালার ভাস্কর্য আছে। তাদের মতো মেসিকেও কাতালান ক্লাবটি চিরস্বরণীয় করে রাখতে প্রতিমূর্তি তৈরির করবে বলে জানান বার্সা সভাপতি,
‘মেসির স্পোটিফাই ক্যাম্প ন্যুতে একটি ভাস্কর্য থাকা উচিত, ঠিক ক্রুইফ এবং কুবালার মতো। তিনি এমন একজন আইকনিক খেলোয়াড়, যার ছাপ বার্সার হৃদয়ে চিরঅম্লান থাকবে।’
২০২১ সালে হঠাৎ বার্সেলোনা ছাড়তে হয় মেসিকে। মাত্র ১৩ বছর বয়সে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির একাডেমিতে যোগ দেন তিনি। ক্লাবটিতে ২১ বছরে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন এবং ১০টি লা লিগা শিরোপা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এবং তিনটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন ৩৮ বছর বয়সী ফুটবলার।

কাতালান ডার্বিতে লামিনে ইয়ামালের সেই গোল এখনো চোখে লেগে থাকার কথা ফুটবলপ্রেমীদের। গত মৌসুমে স্পেনিওলের বিপক্ষে বার্সেলোনার তরুণ তারকা উইঙ্গারের চোখ ধাঁধানো বাঁকানো শট গোলকিপার জোয়ান গার্সিয়াকে পরাস্ত করে।
ইয়ামালের সেই গোল বর্ষসেরা (ফিফা পুসকাস অ্যাওয়ার্ড) গোলের জন্য মনোনীত হয়েছে। গতকাল ফিফা পুসকাস অ্যাওয়ার্ড এবং মার্টা অ্যাওয়ার্ডের মনোনীতদের তালিকা প্রকাশ করেছে ফিফা। মূলত পুরুষ ও নারী ফুটবলে সারা বছরে সেরা সব গোলের মধ্যে সবচেয়ে সেরা গোলের স্বীকৃতি স্বরুপ পুসকাস অ্যাওয়ার্ড দেওয়া হয়।
বর্ষসেরা গোলের জন্য মনোনয়ন পেয়েছে ১১টি গোল। সবশেষ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে ডেকলান রাইসের দুর্দান্ত ফ্রি-কিক আছে এই তালিকায়।
সবশেষ পুসকাস জিতেছিলেন চেলসির আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেজান্দ্রো গারনাচো। ২০২৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের এভারটনের বিপক্ষে অসাধারণ ওভারহেড কিকে জন্য এই স্বীকৃতি পান তিনি।
পুসকাস অ্যাওয়ার্ডের বিজয়ী নির্ধারিত হবে ফ্যানদের ভোট এবং `ফিফা লেজেন্ডস’ প্যানেলের ভোটের সমন্বয়ে। ১১ আগস্ট ২০২৪ থেকে ২ আগস্ট ২০২৫ পর্যন্ত ফুটবলারদের সেরা গোল বাছাই করা হয়।
ফিফার বাছাই করা সেরা ১১ গোল দেখে নিন: https://www.fifa.com/en/cat/6qqB054aCB8jEeL7HRWpOe
পুসকাস অ্যাওয়ার্ডের জন্য ভোট দিতে ফিফার অফিসিয়াল সাইটে নিবন্ধন করতে হবে ফ্যানদের। নিবন্ধনের পর তারা তাদের তিনটি প্রিয় গোলকে ক্রমান্বয়ে ভোট দিতে পারবেন। প্রথম পছন্দে ৫ পয়েন্ট, দ্বিতীয় পছন্দে ৩ পয়েন্ট, এবং তৃতীয় পছন্দে ১ পয়েন্ট।
দেখে নেওয়া যাক কারা পেল পুসকাস অ্যাওয়ার্ডের মনোনয়ন :
আলার্রান্ড্রো (ক্রুজেইরো), আলেসান্দ্রো ডেইলোয়া (ক্যালিয়ারি), পেদ্রো দে লা ভেগা (সিয়াটল সাউন্ডার্স), সান্তিয়াগো মন্টিয়েল (ইনডিপেন্ডিয়েন্ট), আমর নাসের (ফার্কো), কার্লোস ওরান্তিয়া (এটলাস), লুকাস রিবেইরো (মমেলোদি সান্ডাউন্স), ডেকলান রাইস (আর্সেনাল), রিজকি রিদো (পার্সিজা জাকার্তা), কেভিন রোদ্রিগেজ (কাসিমপাশা), লামিনে ইয়ামাল (বার্সেলোনা)।

কোথায় আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে বিশ্বকাপে টিকিট কাটার আনন্দে থাকার কথা পর্তুগালের। শেষ পর্যন্ত আইরিশদের মাঠে হারের হতাশার সঙ্গে দলের সেরা তারকার লাল কার্ড হজম করতে হয়েছে তাদের। মরার ওপর খাঁরার ঘা হিসেবে অপেক্ষা করছে আরো বিপদ।
আয়াল্যান্ডের ডাবলিনে আভিভা স্টেডিয়ামে ৬১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। আয়ারল্যান্ডের ডিফেন্ডার দারা ও’শিয়াকে কনুই দিয়ে আঘাত করে প্রথমে হলুদ কার্ড দেখলেও পরে ভিডিও সহকারী রেফারির (ভার) সিদ্ধান্ত পরিবর্তন হলে লাল কার্ড দেখেন ৪০ বছর বয়সী ফরোয়ার্ড।
আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার লাল কার্ড দেখার পর ২০২৬ সালের বিশ্বকাপের অন্তত প্রথম ম্যাচে নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে আছেন পর্তুগিজ মহাতারকা। আল নাসরের ফরোয়ার্ড রোনালদোকে লাল কার্ডের জন্য বাধ্যতামূলক এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে। যা প্রয়োগ হবে পর্তুগালের আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচে। এই ম্যাচে জয় পেলে দল যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথ আয়োজনের বিশ্বকাপে পৌঁছে যাবে পর্তুগাল।
আরও পড়ুন
| ‘ব্যাড বয়’ রোনালদোর প্রথম লাল কার্ড, হেরেই গেল পর্তুগাল |
|
ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, ‘গুরুতর ফাউল প্লের জন্য অন্তত দুই ম্যাচের নিষেধাজ্ঞা’ আরোপ করতে হবে। হিংস্র আচরণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা অন্তত তিন ম্যাচ বা প্রয়োজনে নির্দিষ্ট সময়ের জন্য” হতে পারে। যেখানে কনুই দিয়ে আঘাত করার মতো আচরণও অন্তর্ভুক্ত। ফিফার এই নিষেধাজ্ঞা শুধুমাত্র প্রতিযোগিতামূলক ম্যাচে প্রযোজ্য, কোনো প্রীতি ম্যাচের জন্য নয়।
ম্যাচ শেষে পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ রোনালদোর লাল কার্ড প্রসঙ্গে বলেন, ‘এই লাল কার্ডটি এসেছে এমন একজন অধিনায়কের জন্য যাকে আগে কখনও এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি — এটা কৃতিত্বের যোগ্য। আজকের ক্ষেত্রে আমার মনে হয় এটা একটু কঠিন। সে প্রায় ৫৮-৬০ মিনিট বক্সে আটকে ছিল, টানা ধাক্কা খাচ্ছিল, তখন আসলে নিজেকে রক্ষার চেষ্টা করে রোনালদো।’
পর্তুগাল কোচের মতে এটি গুরুতর কিছু নয়, ‘আমি মনে করি এই কাজটি ক্যামেরায় যতটা মনে হচ্ছে তার চেয়েও কম গুরুতর। আমি মনে করি এটা পুরো শরীরি লড়াই ছিল, কনুই নয়।’
ম্যাচের আগে পর্তুগালের অধিনায়ক রোনালদো আশা করেছিলেন দর্শকদের দুয়োধ্বনির মধ্যেও ‘ভাল ছেলে’ হিসাবে খেলার চেষ্টা করবেন। তবে শেষ পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না আল নাসর ফরোয়ার্ড।

ক্লাব কিংবা জাতীয় দল গোলের ধারা চলছেই কিলিয়ান এমবাপের। গতকাল রাতে বিশ্বকাপ বাছাইপর্বে ইউক্রেনকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফ্রান্স। বড় জয়ের ম্যাচে জোড়া গোল করেন এমবাপে। একটি করে গোল আসে হুগো একিতিকে ও মাইকেল ওলিসে।
এই জয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল ফ্রান্স। বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ ‘ডি’ থেকে পাঁচ ম্যাচে ৪ জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে দিদিয়ের দেশমদের দল। গোল ব্যবধানে সমান সাত পয়েন্ট নিয়ে যথাক্রমে দুইয়ে ও তিনে থাকা আইসল্যান্ড ও ইউক্রেন প্লে অফ খেলার আশা বাঁচিয়ে রাখল।
নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যে। এরপর দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়ে একের পর এক গোল করে স্বাগতিকরা। মাইকেল ওলিসে বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ফ্রান্স, সেখান থেকেই গোলের বন্যা শুরু।
আরও পড়ুন
| ৭০ বছর পর ‘নতুন নামে’ রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু |
|
রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এমবাপে এগিয়ে এসে ঠান্ডা মাথায় চিপ করে পানেনকা শটে বল জালে পাঠান। আর গোলরক্ষক আনাতোলি ত্রুবিন ডাইভ দিয়ে ভুল দিকে চলে যান।
পেনাল্টি পেতে পারত ইউক্রেনও। বক্সের ভেতর দায়োত উপামেকানোর চ্যালেঞ্জে রেফারি স্লাভকো ভিনচিচ খেলা চালিয়ে যেতে বলেন। ভিএআর মনিটর দেখার পরও তিনি তার আগের সিদ্ধান্তেই অটল থাকেন।
৭৬ মিনিটে ব্যবধান ২-০ করেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার ওলিসে। ৭ মিনিট পর আবার গোলে দেখা পায় ফ্রান্স। ফুটবল ক্যারিয়ারের ৪০০তম গোল পূর্ণ করেন এমবাপে। আর জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা এখন ৫৫। ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোল করা অলিভিয়ে জিরুর (৫৭) রেকর্ডের আরও কাছে এখন এমবাপে।
নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট বাকি থাকতে এমবাপে নিঃস্বার্থভাবে বল বাড়িয়ে দেন একিতিকেকে। লিভারপুলের এই ফরোয়ার্ড ইউক্রেনের গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে ফ্রান্সের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন।