
অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে টমাস টুখেলের ইংল্যান্ড দলেও জায়গা হয়নি জুড বেলিংহামের। দল ঘোষণার সময় টুখেল জানিয়েছিলেন, ছন্দহীন ও পূর্ণ ফিট না থাকায় তাঁকে এবার বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও ইংল্যান্ড কোচ স্পষ্ট করেছেন, বেলিংহাম এখনো বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডারদের একজন, তবে তাঁকে ছন্দ ফিরে পেতে কিছুটা সময় প্রয়োজন।
ক্লাবে অনিশ্চয়তা ও জাতীয় দলে অনুপস্থিতি—এই দুইয়ের মিশ্রণে এক অনিশ্চয়তার সময় পার করছেন বেলিংহাম। কিছুদিন আগেও রিয়াল মাদ্রিদ ও ইংল্যান্ড—দুই দলেরই অপরিহার্য সদস্য হিসেবে ছিলেন।
গোল ডটকম ও ওয়ান ফুটবলের প্রতিবেদন, রিয়াল মাদ্রিদের ২০২৬ অফিশিয়াল ক্যালেন্ডার থেকেও বাদ দেওয়া হয়েছে বেলিংহামকে। এটি প্রতীকী, কিন্তু অর্থবহ, যা ক্লাবের ভেতরে তাঁর অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দেয়। ২০২৫ ক্যালেন্ডারেও ছিলেন তিনি।
কার্লো আনচেলত্তির অধীনে দুর্দান্ত অভিষেক মৌসুমের পর বেলিংহাম একসময় ক্লাবের ‘পোস্টার বয়’ হিসেবে পরিচিত ছিলেন। সাম্প্রতিক ট্যাকটিক্যাল পরিবর্তন ও চোটের ধীর পুনর্বাসনের কারণে প্রভাব কিছুটা কমেছে। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে মিডফিল্ডে প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে—উদীয়মান তারকা আর্দা গুলার ও ফ্রাঙ্কো মাস্তানতুনো সুযোগ কাজে লাগিয়ে নিজেদের অবস্থান পোক্ত করছেন।
বেলিংহামের ইংল্যান্ড সতীর্থ ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডও রিয়াল মাদ্রিদের ২০২৬ ক্যালেন্ডারে জায়গা পাননি। ২৬ বছর বয়সী এই ইংলিশ ডিফেন্ডারকে পেতে মাদ্রিদ ৮.৪ মিলিয়ন পাউন্ড খরচ করে। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছিলেন,
‘আর্নল্ড এমন এক রূপান্তরমূলক সাইনিং যিনি রিয়াল মাদ্রিদের ফুল-ব্যাকের ভূমিকা নতুনভাবে সংজ্ঞায়িত করবেন।’
তবে দুর্ভাগ্যবশত অর্নল্ডের রিয়াল ক্যারিয়ারের সূচনা ব্যাহত হয়েছে চোটে। মার্শেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে অভিষেকের মাত্র কয়েক মিনিট পরই বাঁ-পায়ের হ্যামস্ট্রিং চোটে পড়েন। পরে মেডিকেল পরীক্ষায় দেখা যায়, বাঁ পায়ের বাইসেপস মাংসপেশি ছিড়ে গেছে তাঁর। অন্তত ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। এই চোট তাঁর লা লিগায় মানিয়ে নেওয়ার প্রক্রিয়াকেও ব্যাহত করেছে এবং নতুন সতীর্থদের সঙ্গে বোঝাপড়া গড়তে সময় নিচ্ছে।
রিয়ালের ২০২৬ ক্যালেন্ডারে জায়গা পেয়েছেন কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র, ডিন হুইসেন ও আর্দা গুলার।
No posts available.
৭ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ এম

নতুন মৌসুমে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের হতাশা যেন কাটছেই না। শনিবার রাতে লিডস ইউনাইটেডের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও জয় পায়নি অল রেডরা। এল্যান্ড রোডে লিডসের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে আর্নে স্লটের দল।
এই ড্র’য়ে ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে অষ্টম স্থানে উঠে এসেছে লিভারপুল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে লিডস ইউনাইটেড।
লিডসের মাঠে ম্যাচের প্রথমার্ধে গোল পায়নি কোন দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্রুত দুই গোল করে লিভারপুল। ৪৮ ও ৫০ মিনিটে জোড়া গোল করেন হুগো একিটিকে।
আরও পড়ুন
| বদলি নেমে কেইনের হ্যাটট্রিক, বায়ার্নের দাপুটে জয় |
|
যখন সহজ জয়ের আভাস পাচ্ছিল লিভারপুল তখনই যেন সবকিছু এলোমেলো হয়ে যায়। ৭২ মিনিটে উইলি নিয়ান্তোকে ফাউল করায় ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় লিডস। স্পট কিক থেকে গোল করেন লিডসের ডমিনিক ক্যালভার্ট-লুইন। ৭৫ মিনিটে অ্যান্টন স্ট্যাচের গোলে স্কোরলাইন হয় ২-২।
৮০ মিনিটে রায়ান গ্রাফেনবার্খের দারুণ পাস থেকে দমিনিক সোবোসলাই লিভারপুলকে আবারও এগিয়ে দেন। মনে হচ্ছিল কোনোমতে তিন পয়েন্ট নিয়ে ফিরবে অতিথিরা।
কিন্তু যোগ করা সময়ে আবার ছন্দপতন। ৯০+৬ মিনিটে কর্নার থেকে জাপানি মিডফিল্ডার তানাকার গোলে আবারও সমতায় ফেরে লিডস। ৩-৩ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।

শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়েও জ্বলে উঠল বার্সেলোনা। শনিবার রাতে রিয়াল বেতিসকে ৫-৩ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। বার্সেলোনার হয়ে হ্যাটট্রিক করেছেন ফেরান তোরেস।
এই জয়ে ১৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে বার্সেলোনা। ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রেয়াল বেতিস।
বেতিসের মাঠে মাত্র ছয় মিনিটেই গোল হজম করে বসে বার্সেলোনা। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক উইঙ্গার অ্যান্টনি মৌসুমের পঞ্চম গোল করে বেতিসকে এগিয়ে নেন।
সেই লিড টেকে মাত্র পাঁচ মিনিট। দুর্দান্ত দলীয় প্রচেষ্টায় শেষে কাছ থেকে বল জালে ঠেলে সমতায় আনেন ফেরান তোরেস। তার দুই মিনিট পরই আবারো দলকে এগিয়ে দেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
৩০ মিনিটে জোড়ালো শটে ব্যবধান বাড়ান রুনি বার্দগি। পেদ্রির পাস থেকে লা লিগায় নিজের প্রথম গোল করেন ২০ বছর বয়সী এই উইঙ্গার।
৪০ মিনিটে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে হ্যাটট্রিক পূরণ করেন তোরেস। প্রথমার্ধেই ৪-১ গোলে এগিয়ে যায় কাতালান ক্লাবটি।
দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে পেনাল্টি পায় বার্সা। স্পট কিক থেকে লামিন ইয়ামাল সহজেই গোল করে ব্যবধান বাড়ান (৫-১)।
৮৫ মিনিটে দিয়েগো লোরেন্তে ব্যবধান কমান বেতিসের হয়ে। যোগ করা সময়ে কুন্দের ফাউলে আবার পেনাল্টি পায় তারা। কুচো হার্নান্দেজ গোল করলে শেষ পর্যন্ত স্কোর দাঁড়ায় ৫-৩।
রাতের আরেক ম্যাচে আবারো হোচট খেয়েছে আতলেতিকো মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ১-০ গোল হেরেছে দিয়েগো সিমিওনের দল।
৮৫ মিনিটে বিলবাওয়ের হয়ে একমাত্র গোলটি করেন অ্যালেক্স বেরেঙ্গুয়ার। এই নিয়ে লিগে টানা দুই ম্যাচ হারল আতলেতিকো। ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে তারা।

বেঞ্চ থেকে বদলি হিসেবে নামতেই সব আলো নিজের করে নিলেন হ্যারি কেইন। মাত্র ২৭ মিনিটের মধ্যে করলেন হ্যাটট্রিক।
চলতি মৌসুমে বুন্দেসলিগায় কেইনের এটি তৃতীয় হ্যাটট্রিক। ২২ ম্যাচে সব প্রতিযোগিতা মিলিয়ে কেইনের গোল এখন ২৮টি।
প্রতিপক্ষের মাঠ এমএইচপি অ্যারেনায় শনিবার রাতে স্টুটগার্টকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। এই জয়ে ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে স্টুটগার্ট।
ম্যাচের শুরুতে ১০ মিনিটেই লিড নেয় বায়ার্ন। মিখায়েল ওলিসের ক্রসে কনরাড লাইমারের চমৎকার ফ্লিক স্টুটগার্ট গোলকিপার আলেকজান্ডার নুবেলকে পরাস্ত করে।
আরও পড়ুন
| মেসির জোড়া অ্যাসিস্টে প্রথমবার চ্যাম্পিয়ন মায়ামি |
|
গোল খেয়ে জেগে ওঠে স্টুটগার্ট। বিরতির ঠিক আগে নিকোলাস নর্টে হেডে বল জালে পাঠান। তবে অফসাইডের কারণে গোল বাতিল হয়।
৬০ মিনিটে নিকোলাস জ্যাকসনের বদলি হিসেবে কেইনকে নামান ভিনসেন্ট কোম্পানি।
পাঁচ মিনিটের মধ্যেই জাল কাঁপান ইংল্যান্ড অধিনায়ক। ম্যাচের ৬৬ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে তার নিচু শটে বল জালে জড়ায়।
এর পরপরই বদলি হিসেবে নামা যোসিপ স্টানিসিচ গোল করে স্কোরলাইন ৩-০ করেন।
৮০ মিনিটে হাত দিয়ে বল থামানোয় সরাসরি লালকার্ড দেখেন লরেঞ্জ আসিনিওন। ফলে পেনাল্টি পায় বায়ার্ন। ঠাণ্ডা মাথার শটে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন কেইন।
পরে ৮৭ মিনিটে ওলিসের ক্রসে দারুণ ফিনিশিংয়ে হ্যাটট্রিক পূরণ করেন কেইন। কাছ থেকে বল ঠেলে দেন পোস্টে।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এবার ক্লাবটিকে তিনি প্রথমবারের মতো জেতালেন এমএলএস কাপ।
বাংলাদেশ সময় শনিবার মাঝরাতে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মেসির জোড়া অ্যাসিস্টে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ২০২০ সালে যাত্রা শুরু করার পর প্রথমবার চ্যাম্পিয়নদের কাতারে উঠল ডেভিড বেকহামের ক্লাবটি।
এই জয়ে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে মেসির ঝুলিতে যোগ হলো ৪৮তম শিরোপা। একইসঙ্গে এমএলএস কাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। ৮ মিনিটে তাদেও আলেন্দের শট ঠেকাতে গিয়ে বল ভুলবশত নিজেদের জালে পাঠান ভ্যাঙ্কুভারের এডিয়ের ওকাম্পো।
আরও পড়ুন
| আজ শেষবার মাঠে নামছেন বার্সেলোনার দুই কিংবদন্তি |
|
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় ভ্যাঙ্কুভার। ৬০ মিনিটে আলি আহমেদের শটে সমতায় ফেরে তারা। আলির দূর থেকে নেওয়া শট মায়ামি গোলকিপারকে পরাস্ত করে জালে জড়ায়।
ম্যাচ যখন সমতায়, তখনই জ্বলে ওঠেন মেসি। ৭১ মিনিটে প্রতিপক্ষের অর্ধে বল কেড়ে নেওয়ার পর দুর্দান্ত এক পাস দেন রদ্রিগো দে পলের দিকে। বল জালে পাঠিয়ে মায়ামিকে এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
শেষ মুহূর্তে গোলের খোঁজে চাপ বাড়ায় ভ্যাঙ্কুভার। কিন্তু যোগ করা সময়ের ৯৬তম মিনিটে আবারও মেসির ম্যাজিক। তার নিখুঁত পাস থেকে আলেন্দে গোল করে ব্যবধান ৩-১ করেন। শেষ বাঁশি বাজার পর স্টেডিয়ামজুড়ে শুরু হয় উদ্যাপন।
এদিনই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেললেন সার্জিও বুসকেটস ও জর্ডি আলবা। দুই সাবেক বার্সা তারকার বিদায় বরণ হলো শিরোপা উদ্যাপনের মাঝেই।

গতকাল হয়ে গেল ২০২৬ বিশ্বকাপের ড্র। চূড়ান্ত গ্রুপ। ড্র’ এর একদিন পর আজ নিশ্চিত হলো বিশ্বকাপের ম্যাচের দিনক্ষণ, সময়সূচি আর ভেন্যু।
গ্রুপ ‘এ’ এর দল মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ কোরিয়া ও উয়েফা প্লে-অফের দলের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপের ২৩তম আসরের বল। আর ২০ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনালের মহারণ।
বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অভিযান শুরু হবে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ ‘জে’ এর ম্যাচটি হবে আগামী বছরের ১৭ জুন। নিজেদের প্রথম ম্যাচটি লিওনেল মেসিরা খেলবেন যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সকাল আটটায় আলজেরিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তারা।
আর্জেন্টিনার গ্রুপপর্বের পরের ম্যাচ অস্ট্রিয়ার বিপক্ষে। ২৩ জুনের এই ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের আর্লিংটনে এটি অ্যান্ড টি স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ১২টা। আর জর্ডানের বিপক্ষে ২৯ জুনে গ্রুপের শেষ ম্যাচটি তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা খেলবে প্রথম ম্যাচের ভেন্যুতে, সময় রাত ৯টা।
আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের প্রথম ম্যাচ আগের আসরের সেমিফাইনালিস্ট মরক্কো। ১৩ জুনের ম্যাচটি হবে মেটলাইফ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সকাল ৫টায়। গ্রুপ ‘সি’তে সেলেসাওদের পরের ম্যাচ হাইতির বিপক্ষে ২০ জুন। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় লিঙ্কন ফাইনানসিয়াল ফিল্ডে বাংলাদেশ সময় সকাল আটটায় হবে ম্যাচটি। আর কার্লো আনচেলোত্তির দলের শেষ ম্যাচটি হবে ২০ জুন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা স্কটল্যান্ডের মুখোমুখি হবে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে, ৫টায়।