ফুটবল

‘আমার বয়সের চেয়ে তোমার ট্রফির সংখ্যাই তো বেশি’

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২১ ডিসেম্বর ২০২৪, ৬:২৪ পিএম

news-details

৩৯ বছর বয়সেও অর্জনের পাল্লাটা ভারি করে চলছেন লুকা মদ্রিচ। বুধবার রাতে রিয়ালের হয়ে মদ্রিচ উঁচিয়ে ধরেছেন ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা। তাতে হয়ে গেছেন স্প্যানিশ ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ শিরোপা জেতা ফুটবলার। যা নিয়ে বিস্মিত কিলিয়ান এমবাপে। মজার ছলে তুলনায় টেনে এনেছেন নিজের বয়সের সাথে রিয়াল অধিনায়কের শিরোপার সংখ্যার দিকটি, যেখানে এগিয়ে আছে মদ্রিচের বয়সই।



গত শুক্রবার কিলিয়ান এমবাপে পা দিয়েছেন ২৬-এ। আর ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জেতার মধ্য দিয়ে মদ্রিচের ক্যারিয়ারে শিরোপা সংখ্যা দাঁড়িয়েছে ২৮- এ। সেই হিসেবে এমবাপের বয়সের তুলনায় ২টি শিরোপা বেশি জিতেছেন মদ্রিচ। যা ফরাসি অধিনায়কের কাছে অবিশ্বাস্য বলেই মনে হচ্ছে। 


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জয়ের উদযাপনের ভিডিও প্রকাশ করেছে রিয়াল। প্রকাশিত ভিডিওতে দেখা মিলেছে মদ্রিচের শিরোপা উদযাপন নিয়ে এমবাপের সেই মন্তব্য। যেখানে বেশ অবাক হয়েই এমবাপেকে বলতে শোনা গেছে, 

“আমার বয়সের চেয়ে তোমার শিরোপার সংখ্যা বেশি।” অবশ্য এমবাপে থামেননি এখানে। জানিয়েছেন মদ্রিচের জন্য জিততে চান আরও শিরোপা, “আশা করছি আমরা মদ্রিচ এবং এখানে অন্য যারা আছে তাদের জন্যও অনেক শিরোপা জিতব।”


এমন অর্জনের পর মদ্রিচও বেশ খুশি। 

“এটা দারুণ এক অনুভূতি। রিয়ালের হয়ে শিরোপা জেতা সবসময়ই আনন্দের। আশা করছি এই শিরোপা জয় আমাদের সামনে আত্ববিশ্বাস যোগাবে, কারণ সামনে অনেকগুলো ম্যাচ রয়েছে আমাদের।”


এক মাস বাদে মদ্রিচ সুযোগ পাচ্ছেন তার ট্রফি কেবিনেটে সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার। আগামী মাসেই যে তারা খেলবে স্প্যানিশ সুপার কাপ। যেখানে সেমিফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মায়োর্কাকে।


ফুটবল থেকে আরও পড়ুন

bottom-logo

ফুটবল

ব্রাদার্সকে হারিয়ে টেবিলের দুইয়ে রহমতগঞ্জ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২১ ডিসেম্বর ২০২৪, ৫:৪৩ পিএম

news-details

চলতি মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চমকই দেখাচ্ছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। শনিবার ব্রাদার্স ইউনিউনের বিপক্ষে তারা জয় তুলে নিয়েছে ৩-১ গোলের ব্যবধানে। অন্যদিকে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে ফকিরাপুল ইয়ং মেন্স ক্লাব। ফর্টিস এফসি ও ঢাকা ওয়ান্ডারার্সের ম্যাচটা হয়েছে ১-১ গোলের ড্র। 


তাতে পয়েন্ট টেবিলে এসেছে রদবদল। তিন জয়ে আবাহনীকে টপকে রহমতগঞ্জ উঠে এসেছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে। দুই দলের সমান নয় পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে রহমতগঞ্জ। অন্যদিকে লিগে প্রথম জয় তুলে নিয়ে টেবিলের আট নম্বরে উঠে এসেছে ফকিরাপুল। 

মুন্সিগঞ্জে ম্যাচের শুরতেই রহমতগঞ্জকে এগিয়ে দেন স্যামুয়ের বোয়াটে। এরপর অবশ্য ম্যাচ চলে কিছুটা ধীরগতিতে। তাতে এগিয়ে থেকেই প্রথমআর্ধ শেষ করে রহমতগঞ্জ। দ্বিতীয়ার্ধে দেখা মেলে নাটকীয়তার। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাদার্সকে ম্যাচে ফেরান চেইক সেনে। তবে মিনিট পাঁচেক বাদে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাদার্স ফরোয়ার্ড সাজ্জাদ হোসাইন। 


এই লাল কার্ডই যেন গড়ে দেয় ম্যাচে ভাগ্য। ১০ জনের দল নিয়ে ব্রাদার্স আর পেরে উঠেনি রহমতগঞ্জের সাথে। ৭৯ মিনিটে নাবিব নাওয়াজ জীবনের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। আর ম্যাচের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোলের দেখা পান বোয়াটে। 


দিনের অন্য ম্যাচের ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে চট্ট্রগ্রাম আবাহনীকে হেসে-খেলেই হারিয়েছে ফকিরাপুল। প্রথমার্ধে দুই দলের কেউই পায়নি গোলের দেখা। দ্বিতীয়ার্ধে মোহামেদ সায়েদ হোসাইন সায়েম ও সরদার জাখোনভের গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফকিরাপুল। 


অন্যদিকে ফর্টিসকে আটকে দিয়েছেন ঢাকা ওয়ান্ডারার্স। প্রথমার্ধে সাকিব বেপারি বাবুর গোলে এগিয়ে যায় ওয়ান্ডারার্স। দ্বিতীয়ার্ধে শুরুতেই ভেলেরির গোলে সমতায় ফেরে ফর্টিস। শেষ পর্যন্ত আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচ চললেও গোলের দেখা মেলেনি কারোরই। তাতে ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল। 

bottom-logo

ফুটবল

চলে গেলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের সদস্য

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২১ ডিসেম্বর ২০২৪, ৩:৫৯ পিএম

news-details

ইংলিশ ফুটবলে নেমে এসেছে শোকের ছায়া। ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপ জয়ী দলের সদস্য জর্জ ইস্টহাম ৮৮ বছর বয়সে মারা গেছেন। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব স্টোক সিটি।


সাবেক ইংল্যান্ড ফুটবলার জর্জ সিনিয়রের ছেলে ইস্টহাম দুই দশকের পেশাদার ক্যারিয়ারে ইংলিশ শীর্ষ লিগে নিউক্যাসল ইউনাইটেড, আর্সেনাল এবং স্টোক সিটির হয়ে খেলেন। জাতীয় দলের হয়ে তার নামের পাশে ছিল ১৯টি ম্যাচ। 


বাঁ পায়ের যাদুর জন্য বিখ্যাত ইস্টহামের খ্যাতি ছিল তার সৃজনশীলতার জন্য। মিডফিল্ডার হলেও খেলতে পারতেন ফরোয়ার্ড হিসেবেও। অন্য ক্লাবে খেললেও স্টোক সিটির কিংবদন্তি হিসেবেই বিবেচিত তিনি। ১৯৭২ সালে লিগ কাপ ফাইনালে চেলসির বিপক্ষে তার গোলই নিশ্চিত করেছিল ক্লাবটির প্রথম মেজর শিরোপা।


ইস্টহাম আট মৌসুমে স্টোকের হয়ে ১৯৪টি লিগ ম্যাচে খেলেন। এছাড়া ১৯৭৭-৭৮ মৌসুমের মধ্যে কাজ করেন ক্লাবটির কোচ হিসেবেও।


ফুটবলে তার অবদানের জন্য ১৯৭৩ সালে ‘অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার’ পুরস্কার পান ইস্টহাম।


ক্লাব কিংবদন্তিকে সম্মান জানাতে স্টোক খেলোয়াড়রা শনিবার শেফিল্ডের বিপক্ষে দলটির চ্যাম্পিয়নশিপ ম্যাচে কালো ব্যান্ড পরবেন বলে জানিয়েছেন স্টোক সিটি। 

bottom-logo

ফুটবল

সংশয়ের মেঘ সরিয়ে ২০২৬ বিশ্বকাপ খেলতে চান নেইমার

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২১ ডিসেম্বর ২০২৪, ৩:৪৪ পিএম

news-details

সময়ের হিসেবে এখনও ১৮ মাস বাকি পরবর্তী বিশ্বকাপের। তবে নেইমার এখনও আছেন চোট থেকে ফেরার লড়াইয়ে। এক বছরের বেশি সময় ছিলেন মাঠের বাইরে। ফিরে কয়েকটি ম্যাচ খেলেই আবার ছিটকে যান নতুন চোটে। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল তারকার খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে নেইমার সবই উড়িয়ে দিয়েছেন। আল হিলাল তারকা বলেছেন, বিশ্বকাপে চোখ রেখে প্রস্তুত হবেন তিনি।


চোট তো বটেই, নেইমারের পরবর্তী বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরির কারণ তিনি নিজেও। ২০২২ বিশ্বকাপের পর বলেছিলেন, এটাই হয়ত তার শেষ বিশ্বকাপ উপস্থিতি ছিল। পরে ভিন্ন কথা বললেও ধাক্কা খান গত অক্টোবরে এসিএল চোটের শিকার হয়ে। ফিটনেসের অবস্থা নাজুক হওয়ায় আল হিলালও নাকি জানুয়ারিতে ছেড়ে দিতে চায় নেইমারকে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্নের মুখে তার আরেকটি বিশ্বকাপ খেলা।


এখন পর্যন্ত সেলেসাওদের হয়ে তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছেন নেইমার। সম্প্রতি আরএমসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার ২০২৬ বিশ্বকাপ নিয়ে জানিয়েছেন আরেকটি বিশ্বকাপ নিয়ে তার পরিকল্পনা। 

“বিশ্বকাপ খেলাটা প্রতিটা ফুটবলারেরই মূল লক্ষ্য থাকে। তিনটা বিশ্বকাপ আমি খেলেছি তবে চার নম্বরটা খেলতে মুখিয়ে আছি। সে জন্য আমাকে প্রস্তুত হতে হবে, নিজেকে আগের পর্যায়ে নিতে আমার ক্লাবে প্রস্তুতি নিতে হবে।”


চোট কাটিয়ে এই বছরের অক্টোবরে আল হিলালের হয়ে মাঠে ফেরেন নেইমার। কয়েকটি ম্যাচে বদলি হিসেবে খেলার পর ফের চোট পেয়েছেন তিনি। জানুয়ারিতে পুরোপুরি ফিট হয়ে নেইমার আবারও মাঠে নামতে পারবেন বলেই ধারণা করা হচ্ছে। 


চোট থেকে পুরোপুরি সেরে উঠে নিজের সেরাটা দিতে চান নেইমার।

“আল হিলালের হয়ে আমি ভালো একটা মৌসুম কাটাতে চাই। কঠিন একটা চোট থেকে সেরে উঠার লড়াইয়ে আছি আমি। এখনো আমার মাঠে ফেরার জন্য কিছুটা সময় আছে এবং সবাইকে দেখানোর সুযোগ আছে আমি শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে পারি।”


রেকর্ড পরিমাণ বার্ষিক বেতনের অর্থ দিয়ে আল হিলাল দলে এনেছিল নেইমারকে। তবে চোটের কারণে এখন পর্যন্ত এর প্রতিদান দিতে পারেননি তিনি। সেই আক্ষেপও ঘোচাতে চান সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। 

“আমার এখন মূল লক্ষ্য মানসিক ও শাররিকভাবে পুরোপুরি সেরে উঠা এবং খেলায় ফেরা। আমি আল হিলালের হয়ে ২০২৫ ক্লাব বিশ্বকাপটা খেলতা চাই, তাদের সাহায্য করতে চাই যেটা ক্লাবের জন্য বেশ গুরুত্বপূর্ণ।”


ব্রাজিলের হয়ে শেষ ১৪ ম্যাচে মাঠে নামা হয়নি নেইমারের। দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরারকে ব্রাজিলের জার্সিতে দেখতে সমর্থকদেরও অপেক্ষা করতে হবে আগামী মার্চ পর্যন্ত।

bottom-logo

ফুটবল

‘ভারত-পাকিস্তান সীমান্তে স্টেডিয়াম বানিয়ে ম্যাচ খেললেই তো হয়’

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২১ ডিসেম্বর ২০২৪, ৩:১১ পিএম

news-details

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের পাকিস্তানে খেলা নিয়ে অনেক জলঘোলার পর সেটাই হয়েছে নিয়তি, যা অনেকেই ধরে নিয়েছিলেন শুরুতেই। কোনোভাবেই প্রতিবেশী দেশে খেলতে রাজি হয়নি তারা। ফলে ভারতের ম্যাচ আয়োজন করা হবে অন্য আরেকটি দেশে। বিপরীতে পাকিস্তানও পাবে একই সুবিধা। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের এই রেষারেষিতে বিরক্ত আহমেদ শেহজাদ। সাবেক পাকিস্তান ওপেনার তাই দিয়েছেন প্রস্তাব, দুই দেশের সীমান্তে যেন একটা স্টেডিয়াম বানিয়ে ফেলা হয়!


২০২১ সালেই নির্ধারিত হয়ে গিয়েছিল, পাকিস্তানে হবে পরবর্তী চ্যাম্পিয়নস ট্রফি। সেই সময়ে আপত্তি না জানালেও বেশ আগে থেকেই পাকিস্তানে গিয়ে না খেলার সিদ্ধান্ত চূড়ান্ত করে ভারত ক্রিকেট বোর্ড। গত কয়েক মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ড এটি নিয়ে অনেক শক্ত কথা বললেও শেষ পর্যন্ত মেনে নেয় ভারতের হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব। আর বিপরীতে ২০২৭ সালের মধ্যে ভারতে হওয়া আইসিসি ইভেন্টে পাকিস্তানও পাবে একই সুবিধা।


নিজের ইউটিউব চ্যানেল এই সমস্যার বিচিত্র এক সমাধানের পথ বাতলে দিয়েছেন শেহজাদ। 

“আমি একটা পডকাস্টে সীমান্তে স্টেডিয়াম নির্মাণের ধারণা নিয়ে পরামর্শ দিয়েছিলাম। সেখানে একটি গেট হবে ভারতের দিকে, আর অন্য গেট হবে পাকিস্তানের দিকে। খেলোয়াড়রা নিজ নিজ দেশের গেট থেকে প্রবেশ করে এসে খেলতেন। তবে আমার মনে হয়, এরপরও বিসিসিআই এবং তাদের সরকারের সমস্যা থাকবে। কারণ, তাদের খেলোয়াড়রা যখন মাঠের আমাদের অংশে আসবে, তখন তাদের ভিসা লাগবে, যেটা তারা পাবে না।”

২০১৬ সাল থেকে দুই ফরম্যাটের দুটি বিশ্বকাপ খেলতে এখন পর্যন্ত দুইবার ভারতে গেছে পাকিস্তান। তবে ভারত বরাবরই নিরাপত্তার কথা বলে এড়িয়ে গেছে পাকিস্তান সফরের দিকটি। দেশটির সরকারের পক্ষ থেকেই এক্ষেত্রে দেওয়া হয় না সবুজ সংকেত। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও দেখা গেছে একই চিত্র। শুরুতে পিসিবি দাবি জানিয়েছিল, তাদের দেশে না আসলে ভারতকে ছাড়াই টুর্নামেন্ট আয়োজনের। তবে শেষ পর্যন্ত সেই ভারতের দাবি মেনেই আসর মাঠে গড়াবে হাইব্রিড মডেলে।


শেহজাদ তাই ক্ষোভ ঝাড়লেন পিসিবি ওপরই। 

“ভারতকে নিজেদের দেশে আনার সুবর্ণ সুযোগ ছিল পাকিস্তানের। সব ক্রিকেট বোর্ড ২০২১ সালে চুক্তিতে স্বাক্ষর করেছিল যে, পাকিস্তানই চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে। তাই এখান থেকে আইসিসি পিছু হটতে পারে না। আমার মনে হয় পিসিবি বড় একটা সুযোগ হাতছাড়া করেছে। আমাদের ভুলে যাওয়া উচিত, ভারতীয় দল আর কখনও পাকিস্তানে আসবে। আইসিসি ইভেন্টই ছিল পাকিস্তানের একমাত্র সুযোগ।”

ফুটবল থেকে আরও পড়ুন

bottom-logo

ফুটবল

বার্সার অফ সাইড ফাঁদ নাকি আতলেতিকোর শেষ মূহর্তের চমক?

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২১ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম

news-details

কবে,কখন? 

বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ

লা লিগা

২২ ডিসেম্বার, রাত: ২টা 

স্টেডিয়াম: স্তাদিও অলিম্পিক লুইস

উড়তে থাকা বার্সেলোনা যেন আচমকাই পথ হারিয়েছে। শেষ ছয় লা লিগা ম্যাচে কাতালানরা জয় পেয়েছে মোটে একটা। মৌসুমের শুরুতে প্রশংসা পাওয়া হান্সি ফ্লিকের অফ সাইড ট্রেপও খুব একটা কাজে আসছে না। যা নিয়ে কিছুটা সমালোচনাও শুনতে হচ্ছে জার্মান কোচকে। অন্যদিকে মৌসুমের শুরুটা খুব একটা ভালো না হলেও টানা ১১ ম্যাচ জিতে আতলেতিকো মাদ্রিদ জানান দিয়েছে নিজেদের শক্তিমত্তার। তাতে শনিবার রাতে জমজমাট এক লড়াইয়ের আশাই করছেন দুই দলের সমর্থকরা। 


এই ম্যাচে জয় পরাজয়ে অদল-বদল হবে পয়েন্ট টেবিলে। লা লিগায় ১৮ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা, অন্যদিকে এক ম্যাচ কম খেলে আতলেতিকোর পয়েন্টও সমান। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় বার্সেলোনা ধরে রেখেছে শীর্ষস্থান। 


অভিজ্ঞতার বিচারে বার্সেলোনা অনেকটাই পিছিয়ে আতলেতিকো মাদ্রিদ থেকে। তবে তারুণ্যে নির্ভর দলটা নিয়ে হাল ছাড়তে চান না ফ্লিক। ম্যাচ পূর্ববর্তী সংবাদসস্মেলনে জানিয়েছেন তেমনটাই। 

“বছরের শেষ সময় এখন। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে আমাদের লড়াইয়ে নামতে হবে। আমরা এখনো লা লিগায় প্রথম ও চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের দুইয়ে আছি। যা খুব একটা মন্দ না। কিছু পয়েন্ট আমরা হারিয়েছি, দল বেশ কিছু ভুল করেছে। দলটা অনেক তরুণ, আমাদের তাই উন্নতি করার মানসিকতা ধরে রাখতে হবে।”

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আতলেতিকো মাদ্রিদ এগিয়ে থাকলেও দলটির কোচ দিয়েগো সিমিওনে সমীহ করছেন বার্সাকে। তার দল উন্নতি করতে নিজেদের সেরাটা দিচ্ছে বলেই সংবাদসম্মেলনে জানিয়েছেন আর্জেন্টাইন এই কোচ, 

“গেল কিছু দিন থেকে আমরা দল হিসেবে ভালো করছি। প্রতিপক্ষের দূর্বল জায়গায় আক্রমণ করার চেষ্টা করছি সেই সাথে নিজেদের উন্নতির দিকেও নিজর দিচ্ছি। তবে আমাদের প্রতিপক্ষ বেশ কঠিন। মিডফিল্ড তাদের বেশ শক্ত, আক্রমণভাগে রাফিনিয়া দুর্দান্ত ফর্মে আছে। তবে আমাদেরও শক্তির জায়গা আছে। আশা করছি দারুণ একটা ম্যাচ হবে।”

দলের খবর বার্সেলোনা 


এই ম্যাচের আগে বার্সেলোনার জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ লামিন ইয়ামালের না থাকা। লেগানেসের সাথে শেষ ম্যাচে চোটে পড়ে প্রায় মাসখানেক মাঠের বাইরে থাকতে হবে বার্সা ফরোয়ার্ডকে। তবে চোট কাটিয়ে আনসু ফাতি ও ক্রিস্টেনসন দলের সাথে যোগ দিয়েছেন। অবশ্য তাদের একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এছাড়াও দলের সাথে আছেন রোনাল্দ আরাউহো। শেষ কয়েক ম্যাচে বেঞ্চে দেখা গেলেও উরুগুয়ে এই ডিফেন্ডার বদলি হিসেবে মাঠে নামতে পারেন আতলেতিকোর বিপক্ষে। 


দলের খবর আতলেতিকো মাদ্রিদ 

সিমিওনে নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। প্রতিটা দল যখন চোটের হানায় ভুগছে, তার হাতে আছে পূর্ণ শক্তির স্কোয়াডই। শেষ কয়েক ম্যাচে ৪-৪-২ ফরমেশনে দলকে খেলিয়েছেন সিমিওনে বার্সেলোনার সাথেও তেমনটাই দেখা যাওয়ার সম্ভাবনা বেশি।


হেড টু হেড 

দুই দল এখন পর্যন্ত লা লিগায় মুখোমুখি হয়েছে ১৭৪ ম্যাচে। যেখানে বার্সেলোনা জয় পেয়েছে ৮০ ম্যাচে বিপরীতে আতলেতিকো মাদ্রিদ জয় তুলে নিয়েছে ৫২ ম্যাচে। ড্র হয়েছে বাকি ৪২ ম্যাচ। 

bottom-logo