চ্যাম্পিন্স লিগ জয়ের পর কিলিয়ান এমবাপে প্রসঙ্গে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছিলেন, খেলোয়াড় কেনা নিয়ে ভাবার জন্য গোটা একটা গ্রীষ্ম আছে। তবে ফরাসি তারকার ক্লাবটিতে যোগ দেওয়ার খবর এতটাই চর্চিত যে, কোনো কিছুই যেন আর চেপে রাখা যাচ্ছে না। সবশেষ খবর অনুযায়ী, এরই মধ্যে নাকি রিয়ালের সাথে সব অফিশিয়াল চুক্তিপত্রে সাক্ষর করে ফেলেছেন এমবাপে।
পিএসজিতে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হবে এই মাসেই। তবে ক্লাবটি তাকে অনুমতি দিয়েছে তার আগেই নতুন ক্লাবে যোগ দেওয়া এবং আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার। গত কয়েকদিনের বাতাসে ভাসছিল গুঞ্জন, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
আরও পড়ুন: বিজয়ী হতে হলে রিয়ালেই আসতে হবে, বললেন রুডিগার
সেটা এখনও না এলেও দলবদলের খবরের ব্যাপারে বিশেষজ্ঞ ইতালিয়াম সাংবাদিক ফাব্রিজিয়ো রোমানো বলছেন, দুই পক্ষের মধ্যে চুক্তির সব ধারা সম্পন্ন হয়ে গেছে। ঘোষণাটা আসতে পারে এই সপ্তাহেই।
ফাইনালের পর রিয়াল মিডফিল্ডার জুড বেলিংহাম এমবাপের সাথে খেলা নিয়ে বলেছেন, “এমবাপের সাথে খেলতে পারাটা দারুণ কিছুই হবে।” দলটির অন্য খেলোয়াড়দের মন্তব্য মোটামুটি একই। বিভিন্ন সময়েই খবরে এসেছে যে, রিয়ালের পুরো স্কোয়াডই বিশ্বকাপ জয়ী এই তারকাকে দলে পেতে উন্মুখ।
২০২২ সালেও রিয়ালে যাওয়ার খুব কাছাকাছি শেষ পর্যন্ত সেটা আর বাস্তবে রুপ নেয়নি। তবে এবার কোনো নাটকীয়তা ছাড়াই গত কয়েক মাসে ধাপে ধাপে দুই পক্ষ এগিয়েছে চুক্তির পথে, যা এখন সম্পন্নও হয়ে গেছে।
চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ী রিয়ালের এই দলে এমবাপের আগমন শক্তির গভীরতা অনেকটাই বাড়িয়ে দেবে। কারণ পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার এই মূহুর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। রিয়াল সমর্থকরা তাই দারুণ কিছুর আশা করতেই পারেন তার কাছ থেকে।
No posts available.