শুরুতেই দুই তারকা ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গেল রংপুর রাইডার্স। এরপর সাইফ হাসান, ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ তিনটি চল্লিশোর্ধ ইনিংস দলটিকে এনে দিল বড় স্কোরের মঞ্চ। অধিনায়ক নুরুল হাসান সোহান দিলেন ফিনিশিং টাচ। রান তাড়ায় শুরুটা ভালো হলেও লড়াই জমাতে ব্যর্থ হল ঢাকা ক্যাপিটালস। তবে শেখ মাহেদি হাসানের এক স্পেলই গড়ে দিল ম্যাচের ব্যবধান। তাতে ভর করে বড় জয় দিয়েই আসর শুরু করল রংপুর।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচে রংপুর জয় পেয়েছে ৪০ রানে। দলটির করা ৬ উইকেটে ১৯১ রানের জবাবে ঢাকার ইনিংস থেমেছে ৯ উইকেটে ১৫১ রানে।
দুই চার ও এক ছক্কায় রংপুরকে উড়ন্ত সূচনার এনে দেওয়ার আভাস ছিল স্টিভেন টেলরের ব্যাটে। তবে বেশিদূর এগিয়ে যেতে পারেননি যুক্তরাষ্ট্রের এই বাঁহাতি ব্যাটার। মুস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে ৭ বলে করেন ১৪। ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসও পারেননি সুবিধা করতে। আলাউদ্দিন বাবুর প্রথম শিকার হন তিনি।
আরও পড়ুন
ঝড়ো ফিফটির কৃতিত্ব মাহমুদউল্লাহকেই দিলেন ফাহিম |
শুরুর সেই ধাক্কা সামাল দিতে ক্রিজে গিয়েই আক্রমণ চালান ইফতেখার। পাকিস্তানের এই ব্যাটারের একপ্রান্তে সাবলীলভাবে রান বের করলেও কিছুটা সংগ্রাম করতে হচ্ছিল সাইফ হাসানকে। শুরুর দিকে দ্রুত কয়েকটি চার মারা ইফতেখারও ইনিংসে মাঝপথে কিছুটা রানের গতি কমিয়ে ফেলেন।
তবে দুই ব্যাটার মিলেই এরপর রানের চাকা সচল করেন চার-ছক্কার মারে। বিশেষ করে সাইফ। ফিফটির পথে ছিলেন ভালোভাবেই। শেষ পর্যন্ত ফিরতে স্পেলে এসে তাকে থামান বাবু। বড় শট মারতে গিয়ে ক্যাচ দিয়ে শেষ হয় সাইফের দুই চার ও দুই ছক্কায় সাজানো ৪০ রানের ইনিংস।
এক ওভার বাদে ফিফটির আরও কাছে গিয়ে হতাশ হতে হয় ইফতেখারকে। সেই বাবুর বলেই সীমানা পার করতে গিয়ে ক্যাচ দিয়ে শেষ হয় পাকিস্তান ব্যাটারের ৪৯ রানের ইনিংস, যেখানে চারের মার ছিল ৮টি।
১৭তম ওভার করা মুস্তাফিজুরকে চারটি চার মেরে রানের চাকা সচল রাখেন খুশদিল ও সোহান। রংপুর অধিনায়ক এরপর বাবুর এক ওভারে হাঁকান তিনটি চার। আউট হওয়ার আগে খেলেন ১১ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস।
শেষ ওভারে দুই ছক্কা মারা খুশদিল অপরাজিত থাকেন ২৩ বলে ৪৬ রানে।
বড় রান তাড়ায় জাতীয় দলের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম ঢাকাকে এনে দেন আদর্শ সূচনা। দুজনই ভালো বলকে সম্মান করে বাজে বল পেলেই মারেন বড় শট। তাতে পাওয়ার প্লেতে দারুণ কিছু শটে তারা যোগ করেন ৫৮ রান। তখনই ত্রাতা হিসেবে হাজির হন মাহেদি।
আরও পড়ুন
মাহমুদউল্লাহ-ফাহিম তান্ডবে দুর্দান্ত জয়ে বিপিএল শুরু বরিশালের |
চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ২০ ওভারে সিরিজ জয়ের অন্যতম নায়ক ছিলেন মাহেদি। সেই ফর্ম ধরে রেখে ফিরতি স্পেলে এসে ৩০ রান করা তানজিদকে ফেরান তিনি। প্রথম বলেই হাবিবুর রহমানের কাছে ছক্কা হজম করলেও একই ওভারে তরুণ এই ব্যাটারকেও সাজঘরের পথ দেখান মাহেদি।
নিজের শেষ ওভারে ফের জোড়া আঘাত মাহেদির। ছক্কা হাঁকাতে গিয়ে প্রথমে ক্যাচ দিয়ে ফেরেন লিটন (২১ বলে ৩১)। এরপর বাঁহাতি ফরমানউল্লাহ সাফিকে দারুণ এক টার্নিং ডেলিভারিতে বোল্ড করেন দেন। ওখানেই শেষ হয় ঢাকার জয়ের শেষ আশা।
এরপর বাকিটা ছিল কেবলই দলটির হারের ব্যবধান কমানোর লড়াই। ২৭ রানে ৪ উইকেট নিয়ে মাহেদিই রংপুরের সেরা বোলার। ১৫ রানে ২ উইকেট নেন খুশদিল।
৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১ পিএম
৩ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২১ পিএম
৩ ফেব্রুয়ারি ২০২৫, ৮:০৮ পিএম
মিচেল মার্শ আগেই ছিটকে গেছেন। প্রবল শঙ্কায় ছিল অধিনায়ক প্যাট কামিন্সের অংশগ্রহণও। চোট নিয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার ধকলের পর বিশ্রামে থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার প্রায় শেষই হয়ে গেছে। অন্তত অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন তেমনটাই। আরেক অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউডকে নিয়ে এখন রয়ে গেছে অনিশ্চয়তা।
গত ডিসেম্বর-জানুয়ারিতে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের সব ম্যাচেই খেলেন কামিন্স। পরে জানা যায়, চোট সামলেই খেলা চালিয়ে গেছেন। গোড়ালির আঘাত থেকে সেরে ওঠার জন্য ডানহাতি এই পেসারকে বিশ্রাম দেওয়া শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজে। ওয়ানডে সিরিজ খেলতে সাদা বলের ক্রিকেটাররা দেশ ছাড়লেও এখনও অস্ট্রেলিয়াতেও রয়ে গেছেন কামিন্স। কারণটা স্পষ্ট, এখনও শতভাগ সুস্থ হতে পারেননি তিনি।
ফলে অস্ট্রেলিয়াকে সন্ধান করতে হবে এখন নতুন অধিনায়কের। কামিন্সের চোট ও অধিনায়ক কে হবেন, সেই ব্যাপারে একটা ধারণা এসইএন রেডিওকে দিয়েছেন প্রধান কোচ ম্যাকডোনাল্ড।
“প্যাট কামিন্স এখনও কোনো ধরনের বোলিংই শুরু করতে পারেনি। তার খেলার সম্ভাবনা তাই নেই বললেই চলে। এর মানে হল, আমাদের নতুন অধিনায়ক প্রয়োজন। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দেশে প্যাট কামিন্সের সাথে আমাদের যে আলোচনা হয়েছে, সেখানে বিবেচনায় এসেছে স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের নামই। নেতৃত্বের জন্য এই দুজনের দিকেই নজর রাখব আমরা।”
কামিন্স যখনই বিশ্রাম নিয়েছেন না চোট ছিলেন, তখন অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করেছেন স্মিথ। শ্রীলঙ্কা সফরেও তার কাঁধেই রয়েছে নেতৃত্বের ভার। স্থায়ীভাবে এর আগে অস্ট্রেলিয়ার অধিনায়কও ছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। স্বাভাবিকভাবেই তাই তাকেই কিছুটা এগিয়ে রাখা হচ্ছে।
তবে হেডকেও ভালোভাবেই বিবেচনায় রাখছেন ম্যাকডোনাল্ড।
“অধিনায়ক হিসেবে তাদের দুজনের নামই নিশ্চিতভাবে আসার কথা। স্টিভ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে। পুরো ক্যারিয়ার জুড়ে ওয়ানডেতে অতীতে দারুণ কাজ করেছে সে। তাদের দুজনের মধ্য থেকেই তাই একজনকে বেছে নেওয়া হবে।”
ভারতের বিপক্ষে ওই টেস্ট সিরিজেই চোট পেয়ে ছিটকে যান হ্যাজলউড। এরপর থেকেই আছেন মাঠের বাইরে। কামিন্সের পাশাপাশি তাকে পাওয়া নিয়েও চিন্তায় আছেন অস্ট্রেলিয়া কোচ।
“প্যাটির খেলার সম্ভাবনা নেই বললেই চলে। আমাদের জন্য এটা খুবই হতাশাজনক। জশ হ্যাজলউড ফিট হওয়ার জন্য লড়াই করছে। আগামী কয়েকদিনের মধ্যে তার মেডিকেল রিপোর্ট আসবে আমাদের হাতে। তখন আমরা আরও ভালোভাবে বুঝতে পারব, আর সবাইকে জানতে পারব যে কী সিদ্ধান্ত আসতে যাচ্ছে তার ব্যাপারে।”
ইনস্টাগ্রাম স্টোরিতে আগেই জেমস নিশাম জানান দিয়েছিলেন, আসছেন বাংলাদেশে। তবে সেটা কোন দলে, তা জানা গেল ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের প্রথম কোয়ালিফায়ারের পর। ফাইনালে জায়গা করে নেওয়া বরিশালে হয়ে শিরোপার লড়াইয়ে অংশ নেবেন এই কিউই অলরাউন্ডার।
এই নিয়ে টানা দ্বিতীয় বার বিপিএল খেলতে আসছেন নিশাম। গতবার ছিলেন রংপুর রাইডার্স দলে। ব্যাটে ও বলে উপহার দিয়েছিলেন স্মরণীয় কিছু পারফরম্যান্স। ৭ ম্যাচে প্রায় ১৬৮ স্ট্রাইক রেটে করেন ২৯১ রান। আর উইকেট নেন চারটি। এবার তিনি মাতাবেন বরিশালের জার্সি।
মঙ্গলবার বরিশাল স্কোয়াডে যোগ দেবেন নিশাম। তার আগমনে আগে থেকেই শক্তিশালী বরিশালের শক্তিমত্তা বেড়ে গেল আরও। প্রথম কোয়ালিফায়ারে চার বিদেশী হিসেবে যারা ছিলেন, তাদের মধ্যে কাইল মায়ার্স ও মোহাম্মদ আলি বল হাতে উজ্জ্বল। দাভিদ মালান আছেন দারুণ ছন্দে। জেমস ফুলারকে বেঞ্চে রেখে এই ম্যাচ খেলানো হয় আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে।
ফলে ফাইনালে বরিশালের চার বিদেশী কে কে হবেন, তা নিয়ে মধুর সমস্যায় পড়তে হচ্ছে দলটিকে। তবে ফাইনালের জন্যই আসায় নিশামের খেলাটা একরকম নিশ্চিতই বলা যায়।
আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে বরিশালের প্রতিপক্ষ হবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল।
দুই দলের শেষ দেখায় শেষ হাসিটা ছিল চিটাগং কিংসের। তবে এবার আগে ব্যাটিং করলেও দলটি পারল না দেড়শ করতেও। মোহাম্মাদ আলির ফাইফার সামলে একাই লড়লেন শামিম হোসেন। তাতে একটা ফাইটিং স্কোর তার দল পেল বটে, তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে তা পারল না সামান্য চ্যালেঞ্জ জানাতে। ম্যাচ জেতানো ফিফটিতে তাওহীদ হৃদয় দলকে এনে দিলেন দাপুটে জয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল জিতেছে ৯ উইকেটে। কুড়ি ওভারে চিটাগংয়ের স্কোর ছিল ৯ উইকেটে ১৪৯। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল এই রান পাড়ি দিয়েছে ১৬ বল হাতে রেখেই।
ফাইনালে যাওয়ার জন্য আরেকটা সুযোগ পাবে চিটাগং। দ্বিতীয় কোয়ালিফায়ারে আগামী বুধবার তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। সোমবার প্রথম এলিমিনেটর ম্যাচে দলটি ৯ উইকেটে হারায় রংপুর রাইডার্সকে।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামা চিটাগংয়ের ইনিংসকে দুই ভাগে ভাগ করা যেতেই পারে। যেখানে এক অংশে থাকবেন শামিম হোসেন, আর অন্য অংশে দলটির বাকি ব্যাটাররা। ইনিংসের প্রথম বলে চার মেরে শুরু করে খাওয়াজা নাফায়কে পরের বলে রীতিমতো স্তব্ধ করে দেন কাইল মায়ার্স। অফস্ট্যাম্পের বেশ বাইরে পিচ করা ডেলিভারিটি ইনসুইং করে শেষ পর্যন্ত বোল্ড করে দেয় নাফায়কে। ব্যাটারের বিস্ময় বলে দিচ্ছিল, কতোটা ‘আনপ্লেয়বল’ ছিল ক্যারিবিয়ান অলরাউন্ডারের সেই ডেলিভারিটি।
গ্রাহাম ক্লার্কও রানের খাতা খোলেন চার মেরে। তবে তাকেও ফেরান সেই মায়ার্সই। দ্রুত আরও দুই উইকেট হারিয়ে ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে যায় চিটাগং। একপ্রান্ত আগলে পারভেজ হোসেন ইমন ব্যাট করলেও ব্যাটে ছিল না আগ্রাসনের সুর। ক্রিজে গিয়ে ঠিক সেই কাজটাই করেন শামিম, ইবাদত হোসেনকে মারেন দুটি চার।
তিনি ছন্দময় ব্যাটিং চালিয়ে গেলেও সেভাবে তাল মেলাতে সংগ্রাম করতে হচ্ছিল ইমনকে। ২৬ বলে ২০ রানে থাকা অবস্থায় মোহাম্মদ নবিকে দুই ছক্কা মেরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন কিছুটা। অতি আগ্রাসী হয়ে রিশাদ হোসেনের বলে তাকে ক্যাচ দিয়ে ইমনের ১০০ স্ট্রাইক রেটে করা ৩৬ রানেদ ইনিংসের।
তবে আপন ছন্দে ব্যাট করা শামিম মাত্র ২৯ বলে পা রাখেন পঞ্চাশে। রিশাদের পর ইবাদতের ওভারেও তার ব্যাট থেকে আসে একটি করে চার ও ছয়ের মার। ১৯তম ওভারে আউট হওয়ার আগে দলের প্রায় অর্ধেক রানই করেন শামিম। ৪৭ বলে ৭৯ রানের ইনিংস সাজান ৯ চার ও ৪ ছক্কায়।
ইনিংসের শেষ ওভারের শেষ দুই বলে উইকেট সহ ওভারে চার উইকেট নেন আলি। উপহার দেন ২৪ রানে ৫ উইকেটের দুর্দান্ত এক বোলি ফিগার।
রান তাড়ায় বরিশাল শুরু থেকেই ছিল লক্ষ্যের পথে স্থির। পাওয়ার প্লেতে কেবল বাজে বল পেলেই আগ্রাসী শটের চেষ্টা করেছেন তামিম ইকবাল ও তাওহীদ হৃদয়। আলিস আল ইসলাম ও শরিফুল ইসলামের করা দুটি ওভারে আসে দুটি করে বাউন্ডারি। তাতে ছয় ওভারে হয়ে যায় ৪০ রান।
৫৫ রানের ওপেনিং জুটির অবসান ঘটান খালেদ আহমেদ। আসরে বেশ ভালো বোলিং করা এই ডানহাতি এই পেসার তামিমকে থামান ২৯ রানে। তবে বল ও রানের ব্যবধান চেপে বসার আগেই ক্রিজে গিয়ে পাল্টা আক্রমণ শুরু করেন দাভিদ মালান।
মালান তার স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিং করলেও অন্যপ্রান্তে তাওহীদকে অনেকটা সময় স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি। এক পর্যায়ে ৩৫ বলে মাত্র ৩৫ একই সময়ে মাত্র ১১ বলেই ২২ রান করে ফেলেন মালান, ফলে তাওহীদের ওপর চাপটা সেভাবে বাড়েনি।
আর সেটাই তিনি কাজে লাগান বাকি ইনিংস জুড়ে। ৪৫ বলে পঞ্চাশ করার পর তাওহীদ ম্যাচ দ্রুত শেষ করার দিকেই মনোযোগী হন। মালানকে দর্শক বানিয়ে একাই দলকে নিয়ে যান জয়ের বন্দরে। শামিমকে চার মেরে জয়সূচক রানটা আসে জাতীয় দলেই এই ব্যাটারের কাছ থেকেই।
তাওহীদ অপরাজিত থাকেন ৮২ রানে। ৫৬ বলের ইনিংস সাজান ৯টি চার ও দুই ছক্কায়। আর আগের ম্যাচে ফিফটি করা মালানের অবদান ২২ বলে ৩৪।
জাতীয় দলের বাইরে থাকায় রংপুর রাইডার্সের সাথে চুক্তি ছিল পুরো বিপিএলের জন্যই। সেই মঞ্চে ব্যাটে বা বলে খুশদিল শাহ এতোটাই দ্যুতি ছড়ান যে, তাতে পাকিস্তান জাতীয় দলে পেয়ে যান ডাক। তাতে রংপুরকে বিপাকে ফেলে দেশে ফিরে যান টুর্নামেন্টের মাজপথে। এত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ের শূন্যস্থান কেউই আর পূরণ করতে পারেননি। পাঁচ ম্যাচ হেরে আসর থেকে বিদায়ের পর রংপুরের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের আক্ষেপ, খুশদিলের জায়গাটা কেউই নিতে পারেননি আর।
খুশদিল রংপুর দলের সাথে ছিলেন গ্লোবাল সুপার লিগ থেকেই। সেখানে দলটির চ্যাম্পিয়ন হওয়ার পথে তার ছিল বড় অবদান। এরপর বিপিএলেও বজায় রাখেন সেই ধারা ১৭৫ স্ট্রাইক রেটে ২৯৮ রানের পাশাপাশি ওভার প্রতি মাত্র ৬.০৩ রান দিয়ে নেন ১৭ উইকেট। তবে প্লে-অফের আগে জাতীয় দলে ডাক পাওয়ায় রংপুর ছেড়ে যেতে হয় তাকে। এলিমিনেটর ম্যাচে তিন নতুন বিদেশী তারকা এনেও হেরে যাওয়ায় রংপুর আরও বেশি অনুভব করছে খুশদিলের অভাব।
সংবাদ সম্মেলনে আশরাফুলও স্বীকার করলেন, খুশদিলের চলে যাওয়াটা তাদের ভারসাম্য নষ্ট করে দিয়েছে। “আমার কাছে মনে হয় খুশদিল শাহর চলে যাওয়াটা আমাদের জন্য বড় একটা ধাক্কা হয়ে এসেছে। গায়ানা (জিএসএল) থেকে ও এখানেও যেভাবে খেলেছে, সে চলে যাওয়ার পর ওই জায়গাটা কেউই নিতে পারেনি। আমাদের স্থানীয় খেলোয়াড়রা যেভাবে আশা করেছিলাম, সেভাবে খেলতে পারেননি। শুরুর দিকে তারা যেভাবে পারফর্ম করেছেন, শেষ পাঁচটা ম্যাচে আমাদের স্থানীয় খেলোয়াড়দের কেউই কিন্তু সেভাবে ভালো করতে পারেননি।”
জিএসএল সহ টানা ১১ ম্যাচ জিতেছিল রংপুর। এরপর মাঝে ছয়দিনের একটা বিরতির সময় দলটি প্রথম ম্যাচে হেরে বসে দুর্বার রাজশাহীর কাছে। সেই থেকে ক্রমেই নিম্নমুখী হতে থাকে দলটির পারফরম্যান্স। এক পর্যায়ে অপরাজেয় হয়ে যাওয়া দলটি কোনোভাবেই আর নিজেদের ফিরে পায়নি। এলিমিনেটর ম্যাচে খুলনার কাছে মাত্র ৮৫ রানে গুটিয়ে হারতে হয়েছে ৯ উইকেটে।
এভাবে বিদায় নেওয়াটা আশরাফুলের কাছেও একরাশ হতাশার। “অবশ্যই এটা হতাশার। আমরা যেভাবে খেলছিলাম, গ্লোবাল সুপার লিগে টানা তিন ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হলাম, এরপর এখানে মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতলাম আমরা। ২৩ তারিখের পর রাজশাহীর সাথে যেভাবে হারলাম, এরপর টানা পাঁচ (চার) ম্যাচ হেরে গেলাম। এটা আসলে সবার জন্যই হতাশাজনক, আমাদের, রংপুর সমর্থক সবার জন্যই। এটা কেউ আশা করেনি। কিন্তু এটাই আসলে ক্রিকেট। একবার যখন মোমেন্টাম হারাবেন, এরপর সেটা ফিরে পাওয়া খুব কঠিন। ১২০ বলের খেলায় একবার মোমেন্টাম হারালে ফেরাটা কঠিন। যদি দেখেন, ২৩ তারিখের পর থেকে আমরা ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে পারিনি। ওই ম্যাচেও আমরা পাওয়ার প্লেতে ভালো করতে পারিনি, শেষে আজকেও আমরা পাওয়ার প্লেতে ভালো করিনি। এটা সবার জন্যই তাই হতাশার।”
খুলনার বিপক্ষে ম্যাচের দিন সকালে রংপুর দলে যোগ দেন তিন তারকা ক্রিকেটার টিম ডেভিড, আন্দ্রে রাসেল ও জেমস ভিন্স। সময় স্বল্পতার কারণে দলের সাথে টিম হোটেল থেকে মাঠেও আসতে পারেননি তারা। আগের দিন রাতে দুবাইয়ে আইএলটি২০ এর ম্যাচ খেলার ক্লান্তি ঝেরে মাঠে নামলেও, কেউই পারেননি আলো ছড়াতে। করতে পারেন মাত্র ১২ রান।
আশরাফুল অবশ্য মনে করেন, ভ্রমণ ক্লান্তির জন্য তাদের পারফরম্যান্স ভালো হয়নি,ম এমনটা নয়। “দেখেন, রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট চেষ্টা করেছেন বড় নাম আনার জন্য। আমার মনে হয় না, যেহেতু আমিও খেলেছি, তাই তাদের জন্য এটা সমস্যা হওয়ার কথা না। তাছাড়া আবহাওয়ায় প্রায় একই, দুবাই আর এখানে। হয়ত তাড়া গতকাল রাতে খেলে এসেছেন এখানে, এটা একটা সমস্যা হতে পারে। তবে যেহেতু তারা পেশাদার ক্রিকেটার, তাই আমার মনে হয় না এই জায়গায় একটা সমস্যা হতে পারে। আমাদের আসলে শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারে ওই রান আউটের পর যেভাবে এগিয়ে যাওয়া উচিত ছিল, আমরা সেই শুরুটা আর পাইনি।”
এবারের বিপিএলে নিজেদের প্রথম আট ম্যাচে যখন উড়ছিল রংপুর রাইডার্স, সেখানে বিদেশীদের সাথে স্থানীয় ক্রিকেটাররাও রাখছিলেন সমান অবদান। তবে টুর্নামেন্টের শেষ ভাগে এসে বাংলাদেশের খেলোয়াড়দেড় কেউই সেভাবে পারেননি ছন্দ বজায় রাখতে। এলিমিনেটর সহ টানা পাঁচ ম্যাচ হেরে তাই আসর থেকে বিদায় নিতে হয়েছে দলটিকে। অমন একটা শুরুর পর এভাবে দল ভেঙে পড়ায় হতাশ ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিনি মনে করেন, দেশী ক্রিকেটাররা বড় হৃদয় নিয়ে খেলতে পারেননি।
প্লে-অফের এই ম্যাচের আগ পর্যন্ত রংপুরের বিদেশীরা ভালোই করেছেন। এর মধ্যে খুশদিল শাহ ছিলেন ব্যাটে-বলে অনন্য। তবে টানা ৮ ম্যাচ জয় সম্ভব হয়েছিল সাইফ হাসানের দারুণ ফর্ম, নুরুল হাসান সোহানের দারুণ কিছু ইনিংস বা মাহেদি হাসানের বল হাতে কার্যকর অবদানে। তবে দলটির শেষ পাঁচ ম্যাচে এই তিনজন সহ অন্যরাও ছিলেন নিজেদের ছায়া হয়ে। খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে চাপের মুখে কেউও পারেননি ত্রাতা হতে।
সংবাদ সম্মেলনে এসে আশরাফুলের কণ্ঠে তাই আক্ষেপ ঝড়ল দেশী খেলোয়াড়দের কাছে থেকে যথেষ্ট পারফরম্যান্স না পাওয়ায়। “আমার কাছে যেটা মনে হয় শেষ পাঁচ ম্যাচে, আমাদের স্থানীয় খেলোয়াড়দের আরও বড় হৃদয় নিয়ে খেলতে হবে। এই ধরণের টুর্নামেন্ট বা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যদি আপনাকে জিততে হয়, তাহলে এর বিকল্প নেই। দেখেন, আমরা জিএসএল যে জিতেছি, এর কারণ কিন্তু খুশদিল শাহয়ের ওই আগ্রাসী ব্যাটিংটা। আমরা ১১৩ রানের মত করেছিলাম, তার মধ্যে ও একাই পঞ্চাশ করেছিল ৩০ বলে। আমরা ভেবেছিলাম এমন একজনকে আমরা পেয়ে যাব, উচিত ছিল। আমরা ভেবেছিলাম সাইফ হাসান বা শেখ মাহেদিরা সেই জায়গাটা নেবে, একটা ইনিংস খেলবে ১০ বলে ২০ রান বা ২০ বলে ৪০ রানের। ওই জিনিসটাই আমাদের মিসিং ছিল।”
খুলনার বিপক্ষে ম্যাচে অবশ্য শুধু স্থানীয়রাই নন, এক আকিফ জাভেদ বাদে জ্বলে উঠতে পারেননি রংপুরের তিন নতুন বিদেশী ক্রিকেটাররাও। সোমবার সকালেই ঢাকায় পা রেখে দুপুরে মাঠে নামেন আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সের মত টি-টোয়েন্টির পরীক্ষিত খেলোয়াড়রা। ৮৫ রানে অলআউট হয় রংপুর, যেখানে এই তিনজনের সম্মিলিত অবদান স্রেফ ১২ রান। নুরুল হাসান সোহান কিছুটা লড়লেও সেটা মোটেও যথেষ্ট হয়নি।
খুলনার তিন স্পিনার মিলে ৭ উইকেট নিয়েছেন বলেই যেন এই ব্যাটিং ধস নিয়ে আক্ষেপটা একটু বেশি আশরাফুলের। “আমার কাছে মনে হয় একজন সাবেক খেলোয়াড় বা কোচ হিসেবে, আমাদের খেলোয়াড়দের আরও বিগ হার্ট নিয়ে খেলা উচিত ছিল। প্রথম ওভারেই একটা রান আউট হয়েছে, সেটা হতেই পারে। তবে এরপর আমরা যেভাবে ভেঙে পরলাম, সেটা দেখে আমার আসলে খারাপ লেগেছে। আরেকটি আগ্রাসী ক্রিকেট খেলা উচিত ছিল। ওরা টানা স্পিন করিয়েছে, তাই আমরা আরেকটি ইতিবাচক হতে পারতাম। আমরা আক্রমণ করিনি বলেই কিন্তু প্রতিপক্ষ চেপে বসেছে।”
রংপুরের জন্য এদিন আতঙ্ক হয়ে দাঁড়ান বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও ডানহাতি স্পিনার মেহেদি হাসান মিরাজ। দুজনেই নেন তিনটি করে উইকেট। আর বাঁহাতি স্পিনার মোহাম্মদ নাওয়াজ শিকার করেন রাসেলের গুরুত্বপূর্ণ উইকেট।