শেষবার কোনো প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ ফাইনাল হেরেছিল কবে? উত্তর খুঁজতে কিছুটা বিপাকেই পড়ার কথা। গুগল বলছে শেষবার রিয়াল ফাইনালে হেরেছে ২০২৩ সালে। লস ব্লাঙ্কোদের হারার তেতো স্বাদটা দিয়েছিল এই বার্সেলোনাই। তাও সেই একই প্রতিযোগিতায়। ঠিক দুই বছর বাদে সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি করলো বার্সেলোনা। এবার অবশ্য জয়ের ব্যবধানে রয়েছে বড় ফারাক।
জেদ্দার কিংস আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রবিবার রাতে রিয়ালকে নিয়ে ছেলে খেলায় মেতেছিল বার্সেলোনা। মরুর বুকে তপ্ত গরমে রিয়ালকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের দল। তাতে কোচ হিসেবে বার্সেলোনার ডাগআউটে প্রথম শিরোপার দেখা পেয়েছেন এই জার্মান কোচ। স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনা ফিরে পেয়েছে তাদের হারানো মুকুট। রেকর্ড ১৫তম বারের মত শিরোপাটা ঘরে তুলেছে তারা।
ম্যাচটা রিয়ালের জন্য ছিল প্রতিশোধের মঞ্চ। শেষ এল ক্লাসিকোতে ঘরের মাঠে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। অবশ্য মাঠে দেখা মিলেছে উল্টো চিত্রের। প্রতিশোধের জায়গায় রিয়ালকে আরও এক দুঃস্বপ্নের রাতই উপহার দিয়েছে বার্সেলোনা।
আরও পড়ুন
রিয়ালকে উড়িয়ে দেওয়া বার্সাকে নিয়ে গর্বিত ফ্লিক |
যার দায়টা রিয়াল সমর্থকরা দিতে পারে জোড়া তালি দিয়ে চলা তাদের রক্ষণকে। লুকাস ভাসকেজ, চুয়েমেনি কিংবা রুডিগারদের একের পর এক ভুল রিয়ালকে বিপাকে ফেলেছে। বার্সেলোনার প্রেসিং আর হাই লাইন ডিফেন্সে আরও একবার খাবি খেয়েছে কার্লো আনচেলত্তির দল।
তারকা নির্ভর রিয়ালকে প্রথমআর্ধেই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে তারুণ্য নির্ভর বার্সেলোনা। এমন চিত্র রিয়াল সমর্থকদের জন্য বেশ হৃদয়বিদারকই। বলের দখল কিংবা সুযোগ তৈরি সব দিক থেকেই এগিয়ে ছিল কাতালান ক্লাবটি।
ম্যাচের প্রথম মিনিট থেকেই রিয়ালকে চেপে ধরে বার্সেলোনা। তবে চাপ সামলে ম্যাচের প্রথম গোলের দেখা পায় রিয়ালই। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। গেল এল ক্লাসিকোতে দুইবার গোল করলেও অফ সাইডে বাতিল হয়েছিল এমবাপের গোল। তবে এদিন আর বার্সেলোনা ডিফেন্ডাররা আটকাতে পারেননি এমবাপেকে।
প্রতিআক্রমণ থেকে ম্যাচের পাঁচ মিনিটের মাথায় রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। নিজেদের আর্ধ থেকে প্রায় একাই বার্সেলোনা ডিফেন্ডার খাবি খাইয়ে বল জালে জড়ান ফরাসি অধিনায়ক। এই একটা মুহূর্তই রিয়াল মাদ্রিদ সমর্থকরা প্রথমআর্ধে উদযাপনের সুযোগ পেয়েছিল। এরপরের গল্প পুরটাই বার্সেলোনার।
আরও পড়ুন
ফোরেন্তিনো পেরেজকে নকশীকাঁথা, জার্সি উপহার দিয়ে এলেন বাংলাদেশ সমর্থকেরা |
যার শুরু ২২ মিনিটে লামিন ইয়ামালের হাত ধরে। এমবাপের করা চোখ ধাঁধানো গোলকে ভুলিয়ে দিতে ২০ মিনিটও সময় নেননি ১৭ বছর বয়সী এই তরুণ। রুডিগার, চুয়েমেনির মতো অভিজ্ঞ ডিফেন্ডার দর্শক বানিয়ে কোর্তোয়াকে ফাঁকি দিয়ে ডি বক্সের ভেতর থেকে আড়াআড়ি এক শটে বার্সাকে সমতায় ফেরান ইয়ামাল।
এই একটা গোল বদলে দেয় পুরো ম্যাচের চিত্র। এরপর রিয়ালকে নিয়ে রীতিমত ছেলেখেলায় মাতে বার্সেলোনা। ৩৬ মিনিটে ডি বক্সের ভেতর বল ক্লিয়ার করতে গিয়ে গাভিকে ফাউল করে বসেন রিয়াল মিডফিল্ডার কামাভিঙ্গা। ভিএআরের সাহয্য নিয়ে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে বার্সেলোনাকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি। তিন মিনিটে বাদে বার্সেলোনা আবারও পায় গোলের দেখা। তিন নম্বর গোলটা আসে রাফিনিয়ার কাছ থেকে।
দুই রিয়াল ডিফেন্ডার লুকাস ভাস্কেজ ও চুয়েমেনির মাঝখানে বিরাট ফাঁকা জায়গা কাজে লাগাতে ভুল করেননি রাফিনিয়া। কুন্দের বাড়ানো বল থেকে জোরালো হেডে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। যোগ করা সময়ে আরও একবার গোলের দেখা মেলে বার্সেলোনার। এবার প্রতিআক্রমণে রাফিনিয়ার বাড়ানো বল থেকে ব্যবধান বাড়ান বালদে। তাতে প্রথমআর্ধেই ম্যাচ হেলে পড়ে বার্সেলোনার দিকে।
দ্বিতীয়ার্ধেও বার্সেলোনা শুরু করে একই তালে। বিরতি থেকে ফেরার তিন মিনিটের মাথায় মেলে গোলের দেখা। প্রতিআক্রমণ থেকে আরও একবার গোলের দেখা পান রাফিনিয়া। তবে ম্যাচ জমে উঠে ৫৭ মিনিটে সেজনির লাল কার্ডে। কিলিয়ান এমবাপেকে ডি বক্সের বাইরে ফাউল করে লাল কার্ড দেখেন বার্সা গোলকিপার। সেই ফাউল থেকে গোল করে রিয়ালের হয়ে ব্যবধান কমান রদ্রিগো।
আরও পড়ুন
ভিনিসিয়ুস হয়ে বাঁচা সহজ নয় : আনচেলত্তি |
দশ জনের বার্সেলোনা অবশ্য এরপর আক্রমণের ধারা কমায়। তাতে গতি কমে খেলারও। রিয়ালের সামনে ম্যাচে ফেরার সুযোগ থাকলেও বার্সেলোনার দারুণ ডিফেন্ডিংয়ে সেটা আর হয়ে উঠেনি। বদলি হিসেবে নামা ইনাকি পেনিয়ার দারুণ কিছু সেইভে রিয়ালও আর পারেনি গোলের ব্যবধান কমাতে। তাতে ৫-২ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
গত মৌসুম থেকে যেভাবে গুঞ্জন ভাসছিল বাতাসে, আগামী গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদে যোগ দেবেন বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার আলফোন্সো ডেভিস। আর সেটা ফ্রি এজেন্ট হিসেবে। তাতে স্প্যানিশ ক্লাবটির লেফট ব্যাক সমস্যার একটা স্থায়ী সমাধান হবে বলেই আশায় ছিলেন সমর্থকরা। তবে তাদের সেই আশায় গুড়ে বালি দিয়ে কানাডিয়ান এই ডিফেন্ডার চুক্তি নবায়ন করেছেন বায়ার্নের সাথেই।
বুধবার বায়ার্নের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ডেভিসের চুক্তি নবায়নের খবর। ২০৩০ পর্যন্ত বুন্দেসলিগার ক্লাবটির জার্সিতেই দেখা যাবে ডেভিসকে।
চুক্তি নিয়ে গেল এই মৌসুমের শুরু থেকেই দুই পক্ষের মাঝে চলছিল আলোচনা। বায়ার্নের পক্ষ থেকে বারবার প্রস্তাব দেওয়া হলেও ডেভিস সেটাকে সায় দেননি। তাতে গুঞ্জন চলছিল দল ছাড়ার দিকেই এগুচ্ছেন তিনি। ইএসপিএন সহ বেশ কিছু গণমাধ্যম জানিয়েছিল, পরবর্তী মৌসুমের ডেভিসের গন্তব্য হতে যাচ্ছে রিয়াল।
তবে জানুয়ারি মাস আসতেই বদলে যেতে থাকে চিত্র। লম্বা সময় ধরে প্রস্তাবে সায় না দেওয়া ডেভিসের মন গলতে শুরু করে। আর ফেব্রুয়ারিতে এসে তো রাজি হয়েছেন চুক্তি নবায়নে। তাতে ২৫ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে টানতে হলে রিয়ালকে এখন গুনতে হবে বড় অর্থই।
মাত্র ১৮ বছর বয়সে ডেভিস যোগ দেন বায়ার্নে। তাই ক্লাবের প্রতি তার আছে ভালোবাসা, শ্রদ্ধা।
“অসাধারণ এই ক্লাবের সাথে চুক্তি বাড়িয়ে নিতে পেরে আমি বেশ খুশি। ১৮ বছর বয়সে আমি এই ক্লাবে এসেছিলাম, শেখার জন্য, নিজের পজিশনে সেরা হবার জন্য। এখন আরও পাঁচ বছর একসাথে আমরা চলতে পারবো। অনেক কিছু ক্লাবের হয়ে জিতেছি, আরও অনেক কিছুই জেতার সুযোগ রয়েছে সামনে।”
চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেভিস খেলেছেন ২৫ ম্যাচ। এক গোলের পাশাপাশি করেছেন তিন অ্যাসিস্ট।
বাবা হিমশিম খেতেন চার সন্তানের মুখে খাবার তুলে দিতে। একবেলা পৌরসভায় মালির চাকরি, অন্যবেলায় এলাকার ক্লাবে কিট ম্যান। এতসবের মধ্যেও রোনালদোকে ফুটবলার বানাতে ছিল আপ্রাণ প্রয়াস। সেই বাবা আজকের রোনালদোকে দেখে যেতে পারেননি। যা নিয়ে দ্য গ্রেটের আক্ষেপের অন্ত নেই।
সালটা ১৯৮৫। মাদেইরাতে রোনালদো যখন মায়ের গর্ভে। ডাক্তার বলেছিলেন বাচ্চাটা রাখা মায়ের আর সন্তানের দুজনের জন্যেই ক্ষতির কারণ হতে পারে। তবে মায়ের মন মানেনি কোন ভাবেই। হাজারো অনিশ্চয়তার ভীড়ে নিজের সন্তানকে জন্ম দেন ঠিকই। আর বিশ্ব পায় ক্রিস্তিয়ানো রোনালদো দস সান্তোস অ্যাভেইরোকে।
সেই দিনের একে একে কত বসন্ত পার হলো। আজকের ৫ ফেব্রুয়ারিতে সংখ্যাটা নাকি ৪০ হলো, রোনালদো? সত্যিই, এসব অবিশাস্য কিছুও বিশ্বাস করতে হয়? আমরা তো আজও সেই তরুণ রোনালদোকেই দেখি। যে গোল করে, গোল করায়। নিত্যনতুন উদযাপন করে দেখায়। আচ্ছা, সংখ্যাটাই স্রেফ বেড়েছে। নাহ বয়স কিন্তু আপনার বাড়ছে না রোনালদো। ওই বয়স নামক বস্তুটা আপনাকে ছুঁতেই পারেনা। তাইতো ওসব চল্লিশ টল্লিশ কেউ গোনে না, আপনার ১০০০ গোলের স্বপ্নে দিবারাত্রি বিভোর ভক্তরা।
মাদেইরায় সেদিন আপনার পরিবার আপনাকে পেয়ে কতটা খুশি হয়েছিল? পরিবারের সবচেয়ে ছোট্ট মেহমান হিসেবে তারা পেয়েছিল আপনাকে। ঘরে তো আরো সন্তান ছিল আপনি কি আলাদা ছিলেন তাদের থেকে? ছিলেন। আপনি তো আলাদাই, সেটা সেদিন কেউ না বুঝলেও আজ গোটা দুনিয়া জানে।
আমরা রোনালদোকে দেখি। রোনালদোর প্রাপ্তি দেখি। দেখি গোল, দেখি রেকর্ড। অথচ রোনালদোর অন্য একটা পাশ রয়েছে। যেখানে থাকে অপ্রাপ্তি নামক শব্দটাও। যেখানে থাকে বাবার সাথে মন খুলে কথা না বলতে পারার আফসোস।
বাবা মাঝে মাঝে স্কুল পরিষ্কারেরও কাজ করতেন। তার জন্য দিনের পর দিন বন্ধুদের থেকে শুনতে হতো খোঁটাও। রোনালদো সবই মনে রেখেছেন। পড়াশোনাটা যে তাকে দিয়ে হচ্ছে না তা বুঝে গিয়েছিলেন আগেই। তার ধ্যান জ্ঞ্যান ছিল ফুটবল, ঘুমোতেও জেতেন ফুটবল কোলে নিয়ে। তারপর একদিন সেই ফুটবলই তো দূর করল তার সব অভাব, দারিদ্র, দুঃখ, কষ্ট।
একদিন কি নিদারুণ অভাব-অনটন কাঁদিয়েছে আপনাকে। কষ্ট দিয়েছে, শিখিয়েছে শক্ত হতে। চার ভাই বোন মিলে বেড়ে উঠেছেন একটা কামরার মধ্যে। গাদাগাদি করে থাকা সেই রাতগুলো? আহ, কেউই দেখেনি সেই অন্ধকারে আপনার আলোয় ঝলমল করা চোখ জোড়াকে। মাদেইরার একটা ছোট্ট ঘর থেকে যে চোখ জোড়া স্বপ্ন দেখেছিল দুনিয়া শাসনের।
রোনালদো প্রায় অনেক ইন্টারভিউতেই আফসোস করে বলেন, নিজের পরিবারে তিনি হীরের টুকরো ছিলেন। বাবা অনেক প্রাউড ফিলও করতেন তাকে নিয়ে। তবে বাবার সাথে কখনও মন খুলে কথা বলা হয়নি। ২০০৫ এ চলে যাওয়া লোকটা এর পরের গল্পটা দেখেননি। তবে রোনালদোর বিশ্বাস, ওপার থেকে ঠিক দেখেন। দুনিয়া জয় করা রোনালদোর এ এক না শেষ হওয়া আক্ষেপের গল্প।
জন্মদিনে আমরা রোনালদোর রেকর্ড দেখি, গোল দেখি, সংখ্যার খেলায় মাতি। আজ নাহয় একটা ছোট্ট শহরের ছোট্ট ছেলের দুনিয়া জয়ের পর তার ভেতের থাকা আফসোসের উপাখ্যান জানলাম। রোনালদো আপনার সে আফসোস এ জগতের কেউই মেটাতে পারবে না। তবে জন্মদিনে একটা শুভেচ্ছাবার্তা রেখে বলতে চাই, আপনি আপনার পরিবারেরই না গোটা দুনিয়ার জলজল করা এক হীরের টুকরো। বয়সের ঘর কেউ মনে রাখবে না। আপনি রোনালদো। বয়স উপাখ্যানটা আপনার জন্য না।
ওই যে আপনি বলেন না, আপনার ভালোবাসা আমাকে শক্তিশালী করে, আপনার ঘৃণা আমাকে অপ্রতিরোধ্য করে।" এই কথার মতোই আপনি যেমন ওদের ঘৃণার কাছে অপ্রতিরোধ্য। তেমনি বয়সের কাছেও।
কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছে গত কয়েকদিন ধরেই আলোচনায় আছেন জাতীয় নারী ফুটবল দলের ফুটবলাররা। তাদের মধ্যে অন্যতম সাফ জয়ী দলের সদস্য মাতসুশিমা সুমাইয়া এনেছেন গুরুতর অভিযোগ - সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি পাচ্ছেন হত্যা ও ধর্ষণের হুমকি। এর প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যারা এসব কাজ করেছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থা।
ঘটনার সুত্রপাত বাটলারের অধীনে আর খেলতে না চাওয়ার হুমকি দিয়ে জাতীয় দলের ১৮ ফুটবলারের দেওয়া এক চিঠিকে কেন্দ্র করে। ইংরেজিতে লেখা সেই চিঠিতে তারা বাফুফেকে সাফ জানিয়ে দেন, বাটলার কোচ থাকলে তারা আর জাতীয় দলের হয়ে খেলবেন না। প্রয়োজনে নেবেন গণ অবসরও।
চিঠিটি ইংরেজিতে হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এটা কার লেখা বা কে খেলোয়াড়দের লিখে দিয়েছেন। সুমাইয়া জাপানে জন্ম নেওয়া ও সেখানেই বেড়ে ওঠায় ধারণা করা হচ্ছিল তিনিই লিখেছেন চিঠিটি। তিনি নিজেও পরে স্বীকার করেন যে, ওই চিঠিটি তারই লেখা।
পুরো বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মতের মাঝেই বিস্ফোরক এক খবর জানান সুমাইয়া। নিজের ফেসবুক পেজে বিশাল এক পোস্ট দিয়ে জানান, তাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে।
“আসসালামু আলাইকুম। আমার নাম মাতসুশিমা সুমাইয়া। আমি বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। ইন্টার স্কুলে খেলা থেকে শুরু করে মালদ্বীপে লীগ জেতা এবং বাংলাদেশের হয়ে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ জেতা-এই যাত্রাটা আমার কাছে বিশ্রী ছিল। আমি আমার বাবা-মায়ের সঙ্গে যুদ্ধ করেছিলাম ফুটবল খেলার জন্য, বিশ্বাস করেছিলাম যে আমার দেশ আমার পাশে থাকবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। একজন ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কেউ সত্যিই চিন্তা করে না। আমার এবং দলের সহকর্মীদের জন্য আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি, তা নিয়ে ইংরেজিতে চিঠি লেখার সর্বনিম্ন ক্ষমতা আমার আছে। কয়েকদিন ধরে, আমি অগণিত প্রাণহানি ও ধর্ষণের হুমকি পেয়েছি শব্দগুলি আমাকে এমনভাবে ধ্বংস করেছে যা আমি কল্পনাও করিনি। আমি জানি না, এই আঘাত থেকে সারতে আমার কত সময় লাগবে, কিন্তু আমি জানি, যে কাউকে তাদের স্বপ্ন অনুসরণ করার জন্য এর মধ্য দিয়ে যেতে হবে না।”
মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বাফুফে এই ঘটনার নিন্দা জানায়। “বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাতসুশিমা সুমায়াকে লক্ষ্য করে হুমকি ও হয়রানির তীব্র নিন্দা জানায়। কোনও অ্যাথলেটেরই তার নিজের দেশের প্রতিনিধিত্ব করার জন্য এমন আচরণের মুখোমুখি হওয়া উচিত নয়। বাফুফে তার খেলোয়াড়দের নিরাপত্তা দিতে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
উল্লেখ্য, কোচ বাটলারের বিরুদ্ধে খেলোয়াড়দের বিদ্রোহের ঘটনা তদন্তে বাফুফে একটি কমিটি গঠন করে দিয়েছে। আগামী বৃহস্পতিবার তাদের সেই প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে। চলমান এসব ঘটনার মধ্যেও বাটলার কাজ চালিয়ে যাচ্ছেন নিয়মিত। অনুশীলনও করাচ্ছেন জুনিয়র ফুটবলারদের।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ৩০ ডিসেম্বর ২০২৪ হতে ১৯ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ পর্যন্ত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ ঘোষণা করার প্রেক্ষিতে দেশব্যাপী চলছে নানা আয়োজন। তারই একটি হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডাররেশনের ব্যবস্থাপনায় এবং সিরাজগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায়।
গত ৩১ জানুয়ারি 'সিরাজগঞ্জ ফুটবল উৎসব' অনুষ্ঠিত হয়। সেই ফুটবল উৎসবে যমুনার চর একাদশ ও কাওয়াকোলা চর একাদশের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে ২-১ গোলে জয় লাভ করে যমুনার চর একাদশ।
ফাইনালের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও সভাপতি, সিরাজগঞ্জ জেলা বিএনপি রুমানা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব সাইদূর রহমান বাচ্চু, সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপি।
উৎসবের সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর কার্যনির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি কামরুল হাসান হিলটন।
নিজেকে এর আগেও নানা সময়ে সেরাদের কাতারে সবার ওপরেই রেখেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। কখনও যুগের সেরা, কখনও আবার শেষ ২০ বছরের সেরা। সবশেষ নিজেকেই সর্বকালের সেরা ফুটবলার হিসেবে দাবি করেছে পর্তুগাল কিংবদন্তি। খেলোয়াড় ও কোচ হিসেবে অনেক সেরা খেলোয়াড়দের কাছ থেকে দেখার অভিজ্ঞতা আছে যার, সেই কার্লো আনচেলত্তিও এতে একমত।
সর্বকালের সেরা খেলোয়াড় কে, যুগে যুগে এই বিতর্কে এসেছে অনেক নামই। তবে সবচেয়ে বেশি উচ্চারিত হয় দুই কিংবন্তি পেলে ও ম্যারাডোনার নাম। আর এই যুগে এসে সেই তালিকায় জোরেশোরেই নিয়ে যুক্ত হয়েছে লিওনেল মেসির নাম। তিনজনই জিতেছেন বিশ্বকাপ। রোনালদো বিশ্বকাপের স্বাদ না পেলেও, জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার পাশাপাশি অফিশিয়ালি ছেলেদের ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিকও সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেকে রোনালদো তাই নিজেকে স্বীকৃতি দিয়েছেন সর্বকালের সেরা হিসেবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে জানতে চাইলে আনলচেলত্তি জানান তার মতামত। “ক্রিস্তিয়ানো রোনালদোই কি সর্বকালের সেরা? আমাকে যদি জিজ্ঞাসা করেন, হ্যাঁ, তিনিই সেরা। কারণ, আমার কাছে মনে হয় তিনি একটু যুগকে নিজের করে নিয়েছেন।”
সম্প্রতি স্প্যানিশ সাংবাদিক এদু এগুরেইরার সাথে সাক্ষাৎকারে নিজেকে সর্বকালের সেরা মানার কারণ তুলে ধরেন রোনালদো। “একদম মন থেকেই বলছি। আমি আমার থেকে ভালো কাউকে দেখিনি ফুটবলে। আপনি মেসি, পেলে কিংবা ম্যারাডোনাকে এগিয়ে রাখতে পারেন আমি সেটাকে সম্মান করি। তবে পরিসংখ্যান মিথ্যা বলে না। তাই আমার মনে হয় না অহংকার করার দরকার আছে। তবে এটা মেনে নেওয়ার মধ্যে লজ্জা নেই। আমি ফুটবল ইতিহাসের সেরা গোল স্কোরার।”
সর্বকালের বিতর্কের পাশাপাশি রোনালদোর নাম আসলেই সেখানে চলে আসে মেসির নাম। আর্জেন্টিনার এই তারকার বিপক্ষে একটা লম্বা সময়ে স্প্যানিশ ফুটবলে লড়েছেন সরাসরি। গোলের পাশাপাশি নানা রেকর্ডে দুজন দীর্ঘ সময় ধরেই সমান সমান্ন লড়াই করে গেছেন। ফলে নানা সময়ে এসেছে তাদের মাঝে বৈরিতার খবর।
তবে এদু এগুরেইরাকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছেন ভিন্ন কিছুই। “লিও মেসির সাথে আমার একটা ভালো সম্পর্ক রয়েছে। আমি একবার পুরষ্কার অনুষ্ঠানে তাকে ইংরেজিতে অনুবাদও করে দিয়েছিলাম। আমাদের সময়টা দারুণ ছিল। এটা একটা স্বাস্থ্যকর প্রতিদ্বন্দ্বিতা ছিল, আমরা ভালোভাবেই মিশতে পারতাম। মনে হয় না সামনে আর এমন প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।”
রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষে ইতালি, ইংল্যান্ড ঘুরে রোনালদো এখন আছেন সৌদি আরবে। খেলছেন আল নাসরের হয়ে। আর বার্সেলোনা থেকে পিএসজিতে গিয়ে দুই বছর খেলার পর মেসি এখন আছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে।