
অধিনায়কত্ব পাওয়ার ম্যাচে দ্বিতীয়ার্ধে চোখধাঁধানো এক গোল করলেন হামজা চৌধুরি। এগিয়ে গেল লেস্টার সিটি। কিন্তু সেটি ধরে রাখতে পারল না তারা। হাডার্সফিল্ড টাউনের কাছে হেরে ইংলিশ লিগ কাপ (ক্যারাবাও কাপ) থেকে বিদায় নিল লেস্টার।
হাডার্সফিল্ডের মাঠে বুধবার রাতে লিগ কাপের প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে গিয়েছিল লেস্টার। ম্যাচে দুবার লিড নিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে পরের রাউন্ডের টিকেট পায় হাডার্সফিল্ড।
অথচ ম্যাচে দাপট দেখিয়েই খেলে লেস্টার। প্রথমার্ধে তাদের আধিপত্য ছড়ানো ফুটবলের সামনে কোনোমতে নিজেদের জাল রক্ষা করে স্বাগতিক ক্লাব।
দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫৪ মিনিটে হামজার দুর্দান্ত গোল। ডি-বক্সের ভেতরে সতীর্থ কেসি ম্যাকাটিকে পাস দিয়েছিলেন তিনি। ফিরতি বল পেয়ে রিসিভ করতেই মাটিতে ড্রপ পড়ে একটু ওপরে ওঠে বল।
ওই বলেই আচমকা এক জোরালো ভলিতে দুরের পোস্ট দিয়ে গোল করেন হামজা।
পেশাদার ক্যারিয়ারে বাংলাদেশের তারকা ফুটবলার হামজার এটি দ্বিতীয় গোল। এর আগে ২০২০ সালে লেস্টারের জার্সিতেই নিজের প্রথম গোল করেছিলেন বেশিরভাগ সময় ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলা ফুটবলার।
হামজার গোলের ১১ মিনিট পর সমতা ফেরায় হাডার্সফিল্ড। তবে ৬৮ মিনিটে আবার এগিয়ে যায় লেস্টার সিটি। পরে ৭৬ মিনিটে স্কোরলাইন ২-২ করে স্বাগতিকরা।
পরে টাইব্রেকারে লেস্টারের তিন ফুটবলার গোল করতে ব্যর্থ হলে হেরে বিদায় নেয় লেস্টার।
No posts available.
৩ নভেম্বর ২০২৫, ৮:৩৬ পিএম

আগামীকাল বাংলাদেশ সময় রাত দুইটায় চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। অ্যানফিল্ডের সেই মহারণের আগে একটি বড়সড় ধাক্কা লেগেছে লস ব্লাঙ্কোস শিবিরে।
রিয়াল মাদ্রিদ সোমবার এক বিবৃতিতে
জানিয়েছে, ‘স্পোর্টস হার্নিয়া’ সমস্যায় পড়েছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। আগামীকাল অল রেডসদের বিপক্ষে
গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যাবে না ১৮ বছর বয়সী আর্জেন্টাইন রাইট উইঙ্গারকে।
মাস্তানতুয়ানো কখন ফিরবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি রিয়াল মাদ্রিদ। সাধারণত ‘স্পোর্টস হার্নিয়া’ সমস্যায় পড়লে খেলোয়াড়দের সেরে উঠতে কয়েক সপ্তাহ থেকে
কয়েক মাস লেগে যায়।
সবশেষ লা লিগায় ভালেন্সিয়ার
বিপক্ষে মাঠে নেমেছিলেন মাস্তানতুয়ানো। ৯০ মিনিট খেলেছেন ওই ম্যাচে। ৪–০ গোলে জয়লাভের ম্যাচে তাঁকে খুব একটা সমস্যায় পড়তে দেখা যায়নি।
২০২৫-২৬ মৌসুমে রিয়াল সোসিয়েদাদ ও
বার্সেলোনা ম্যাচ ছাড়া দলের বাকি ৯ ম্যাচে খেলেছেন মাস্তানতুয়ানো, যার মধ্যে ৭টিতে ছিলেন শুরুর
একাদশে। ২০২৫–২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৮৯ মিনিট খেলে
মাস্তানতুয়ানো একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন।
.jpg)
লিভারপুল অধিনায়ক ভার্জিল
ভ্যান ডাইক ও মোহাম্মদ সালাহর পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেছিলেন ইংল্যান্ডের সাবেক
ফরোয়ার্ড ওয়েন রুনি। অ্যানফিল্ডের দলের সাম্প্রতিক বাজে ফর্মের জন্য ডাচ ডিফেন্ডার
ও মিশরীয় ফরোয়ার্ডকে দায়ী করেন তিনি। তবে রুনির সেই মন্তব্যকে ‘অলস সমালোচনা’ হিসেবে আখ্যা দিয়েছেন ভ্যান ডাইক।
২০২৫–২৬ মৌসুমে প্রিমিয়ার লিগের শুরুর দিকটায় দুর্দান্ত ছিল লিভারপুল। প্রথম
পাঁচ ম্যাচেই জয় তুলে নেয় দলটি। তবে এরপর হঠাৎ ছন্দপতন ঘটে—লিগে টানা চার ম্যাচে জয়শূন্য থাকে অল রেডসরা। যদিও শেষ ম্যাচে অ্যাস্টন
ভিলার বিপক্ষে ২–১ ব্যবধানে জয় পেয়ে হারের বৃত্ত ভেঙেছে আর্নে স্লটের
শিষ্যরা।
লিভারপুলের এমন অবস্থার
কারণ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক রুনি বলেন, ভ্যান ডাইক ও মোহাম্মদ
সালাহ দলকে যথাযথভাবে নেতৃত্ব দিতে পারছেন না।
এ নিয়ে লিভারপুল অধিনায়ক ভ্যান ডাইক বলেন,
‘‘আমি গত এক বছর ধরে তাঁর (রুনি) শো দেখি না বা শুনি না। এটা আমাকে কষ্ট দেয়নি। যাঁর কথা বলছেন, তিনি নিঃসন্দেহে একজন কিংবদন্তি, বড় মাপের খেলোয়াড়—যিনি অনেককে অনুপ্রাণিত করেছেন। তাঁর সম্পর্কে আমি কেবল ইতিবাচক কথাই বলতে পারি। কিন্তু আমি মনে করি, তাঁর ওই মন্তব্যটা একটু ‘অলস সমালোচনা’।’’
ভ্যান ডাইক আরও বলেন,
‘অন্য কাউকে দোষ দেওয়া বা মন্তব্য করা খুব সহজ। কিন্তু আমরা একে অপরকে জানি, চাইলে আমরা সবাই একে অন্যকে সাহায্য করতে পারি।’
রুনি অবশ্য তাঁর সর্বশেষ পডকাস্ট ‘দ্য ওয়েন রুনি শো’–তে স্বীকার করেছেন, গত পাঁচ বছরে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডারদের একজন ভ্যান ডাইক। তিনি বলেন,
‘ভার্জিলের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। সে অসাধারণ একজন খেলোয়াড়। আমার কাজ হলো কথা বলা—বিভিন্ন বিষয় নিয়ে মতামত দেওয়া।’
৩ নভেম্বর ২০২৫, ৭:৩৪ পিএম

চ্যাম্পিয়নস
লিগে কাল শক্তিশালী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে লিভারপুল। গুরুত্বপূর্ণ ম্যাচের
আগেই কিছুটা কোণঠাসায় ইংলিশ জায়ান্টরা। ক্লাবের রেকর্ড সাইনিং আলেকজান্ডার ইসাক আজ
দলের সঙ্গে অনুশীলনে ছিলেন না। ইংলিশ ও স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন, রিয়ালের
বিপক্ষে ইসাককে পাচ্ছেন না কোচ আর্নে স্লট।
নিউক্যাসল
ইউনাইটেড থেকে গ্রীষ্মকালীন দলবদলের শেষ দিনে ১২৫ মিলিয়ন পাউন্ডে (সব মিলিয়ে সম্ভাব্য
১৩০ মিলিয়ন) লিভারপুলে যোগ দেন এই সুইডিশ স্ট্রাইকার। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে
দামি খেলোয়াড়ও তিনি। তবে অ্যানফিল্ডের ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই চোটের সঙ্গে লড়ছেন
তিনি।
গত ২২
অক্টোবর আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচে কুঁচকির চোটে পড়েন ইসাক। সেই ম্যাচে
বিরতির সময়ই মাঠ ছাড়েন। তারপর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ খেলতে পারেননি
তিনি।
লিভারপুল
কোচ আর্নে স্লট আগেই বলেছিলেন, ইসাকের ফিটনেস সমস্যা মূলত প্রাক–মৌসুম অনুশীলন না পাওয়ার কারণে। তিনি
বলেন, ‘আলেক্সকে উদাহরণ হিসেবে ধরুন। তাকে মৌসুমের মধ্যেই প্রি–সিজন করতে হচ্ছে। অনেকে বলতে পারেন, কেন
তাকে খেলানো হচ্ছে। কিন্তু যদি না খেলাই, তাহলে পুরোপুরি হারিয়ে ফেলব। আমাদের তাকে
ফিট করাতে মাঠে নামাতেই হবে।’
তবে লিভারপুলের
জন্য কিছুটা স্বস্তির খবরও আছে। মিডফিল্ডার কার্টিস জোন্স সোমবার অনুশীলনে ফিরেছেন।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে চোট পাওয়ার পর ক্রিস্টাল প্যালেস ও অ্যাস্টন ভিলার বিপক্ষে
ম্যাচে তিনি খেলেননি।
চ্যাম্পিয়নস
লিগে আগামীকাল রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে লিভারপুল। আগের ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে
৫–১ গোলে উড়িয়ে দিয়েছিল
তারা। তবে গ্রুপ পর্বে ইতিমধ্যেই গালাতাসারায়ের কাছে ১-০ গোলে হেরেছে অলরেডরা।
প্রিমিয়ার
লিগেও সামনে কঠিন পরীক্ষা লিভারপুলের। আগামী সপ্তাহে মুখোমুখি হতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী
ম্যানচেস্টার সিটির। তাই রিয়ালের বিপক্ষে ম্যাচে স্লট স্কোয়াডে পরিবর্তনের কথাও ভাবছেন।
ফ্লোরিয়ান ভিয়ের্তস ও মিলোস কেরকেজ শুরুর একাদশে ফেরার দৌড়ে আছেন।

বয়স ৩৭,
বার্সেলোনাও আর চুক্তির মেয়াদ বাড়াচ্ছে না রবের্ত লেভানদভস্কির। প্রায় নিশ্চিত আগামী
শীতকালীন কিংবা গ্রীষ্মকালীন দলবদলে কাতালান ক্লাবটি ছেড়ে যাচ্ছেন পোলিশ স্ট্রাইকার।
এরই মধ্যে সৌদি লিগের ক্লাবগুলো পথ ধরে দাঁড়িয়েছে এই তারকা ফুটবলারকে দলে ভেড়ানোর জন্য।
বার্সেলোনাও
নির্ভরযোগ্য স্ট্রাইকারের খোঁজে আছে, যার ঔজ্জ্বল্য পথ দেখাবে তাদের। স্প্যানিশ সংবাদমাধ্যম
স্পোর্টের প্রতিবেদন, কাতালানদের পছন্দের তালিকায় উপরের দিকে আছেন ইংলিশ স্ট্রাইকার
হ্যারি কেইন।
কেইনের
সঙ্গে বায়ার্ন মিউনিখের চুক্তি ২০২৭ সালে জুন পর্যন্ত। জার্মান ক্লাবে তাঁর রিলিজ
ক্লজ ৬৫ মিলিয়ন ইউরো। প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনার আগ্রহ সম্পর্কে কেইন সচেতন
হলেও ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মৌসুম শেষ হওয়ার পর।
কেইনের
বেতন দাবি সমস্যা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বায়ার্নে বছরে প্রায়
২৫ মিলিয়ন ইউরো (গ্রস) আয় করেন, বার্সেলোনার দুর্বল অর্থনৈতির জন্য এই চাপ নেওয়া
কঠিন হতে পাকের। বিশেষ করে তাদের সম্প্রতি আর্থিক সংকটের প্রেক্ষাপটে।
বিশ্বের
সেরা ‘নম্বার নাইন’ খেলোয়াড়দের একজন হিসেবে
কেইন বার্সেলোনার জন্য আদর্শ সংযোজন হতে পারে। তবে অর্থনৈতিক বাস্তবতা এবং তাঁর বর্তমান
বেতন বিবেচনায় এই ট্রান্সফার সহজ হবে না।
লেভানদভস্কিকে
পেতে ৩৫ মিলিয়ন ইউরো দিতে রাজি সৌদির একটি ক্লাব। এই পোলিশ তারকাকে বড় অঙ্কে বিক্রি
করতে পারলে কেইনকে ভেড়ানো কিছুটা সহজ হতে পারে তাদের জন্য। তবে পরবর্তীতে বড় অঙ্কের
বেতন পরিশোধ করতে হিমশিম খাবে কি না বার্সেলোনা, সেই শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৩ নভেম্বর ২০২৫, ৬:৪৭ পিএম

নেপাল
(প্রীতি) ও ভারতের (এএফসি বাছাই) বিপক্ষে ম্যাচ সামনে রেখে গত বৃহস্পতিবার শুরু হয়েছে
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প। এসময় হেড কোচ হাভিয়ের কাবরেরার অনুপস্থিতিতে
অনুশীলন করেছেন জামাল ভূঁইয়াসহ ১৪ ফুটবলার।
আগামীকাল
দেশে ফিরছেন স্প্যানিশ কোচ কাবরেরা। ঢাকা পৌঁছে দলের অনুশীলন সেশনে যোগ দেবেন তিনি। মিডিয়া ব্রিফিংয়েও কথা বলতে পারেন কাবরেরা।
১৪
জনের দলে নেই হামজা চৌধুরী ও সমিত সোম। আজ সকালে কানাডিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচ খেলেছেন সমিত। প্লে-অফ ফাইনাল রয়েছে আগামী ১০ নভেম্বর। এরপর ১১ নভেম্বর ঢাকায় আসতে পারেন এই
মিডফিল্ডার।
সোমবার
রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে ম্যাচ খেলবেন হামজা চৌধুরী। ম্যাচ শেষে ঢাকার উদ্দেশে রওনা
দেবেন বাংলাদেশের ‘নম্বর এইট’।
জাতীয়
দলের ক্যাম্পে বসুন্ধরা কিংস থেকে ডাক পেয়েছেন ১০ জন ফুটবলার—
গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ, ডিফেন্ডার তপু বর্মণ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, মিডফিল্ডে
দুই সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, ফরোয়ার্ড রাকিব, শাহরিয়ার ইমন ও ফয়সাল আহমেদ ফাহিম।
একদিন আগে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে দেশে ফিরেছে বসুন্ধরা কিংসের ফুটবলাররা। ওয়ার্কলোডের কারণে আপাতত ক্যাম্পে ফুটবলার ছাড়ছে না ক্লাবটি। আগামী ৭ নভেম্বর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন শ্রাবণ-রাকিবরা।
১৮ নভেম্বর এএফসি বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ রয়েছে জামালদের। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে।