
ক্লাব ফুটবলে ক্রিস্টাল প্যালেসের স্বপ্নযাত্রা চলছেই। বছরের শুরুর দিকেও যাদের কেবিনেটে ছিল না শীর্ষ পর্যায়ের কোনো ট্রফি, তারাই কিনা তিন মাসের মধ্যে জিতে নিয়েছে ইংলিশ ফুটবলের সম্মানজনক দুই শিরোপা।
গত মে মাসে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিস্টাল প্যালেস। সেটি ছিল ক্লাবের ১২০ বছরের ইতিহাসে তাদের প্রথম বড় শিরোপা। আর এবার কমিউনিটি শিল্ডের ফাইনালে তারা হারিয়ে দিয়েছে আরেক শক্তিশালী দল লিভারপুলকে।
ওয়েম্বলি স্টেডিয়ামে হওয়া শিরোপা নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতেছে প্যালেস। ম্যাচের নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র ছিল দুই দলের লড়াই।
টাইব্রেকারে ভুল করে বসেন মোহামেদ সালাহ ও অ্যালেক্সিস মাক-আলিস্তার। প্রথম শটে গোল করতে পারেননি সালাহ, পরের শটে জাল খুঁজে নিতে ব্যর্থ মাক-আলিস্তার। পরে হার্ভি এলিয়টের চতুর্থ শট ঠেকিয়ে দেন প্যালেসের গোলরক্ষক ডিন হেন্ডারসন।
প্যালেসের গোল দিতে পারেননি এবেরেচি এজে ও বোর্না সোসা। তবে জিন-ফিলিপ মাতেতা, ইসমাইল সার ও জাস্টিন ডেভেনির লক্ষ্যভেদ করলে শিরোপার উল্লাসে মাতে প্রথমবার কমিউনিটি শিল্ড খেলতে নামা ক্রিস্টাল প্যালেস।
মূল ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ লড়াই করে দুই দল। ম্যাচের ৪ মিনিটে হুগো একিতেকের গোলে এগিয়ে যায় লিভারপুল।
১৭ মিনিটে সমতা ফেরায় প্যালেস। ডি-বক্সের মধ্যে ইসমাইল সারকে ফাউল করেন ভার্জিল ফন ডাইক। পেনাল্টি পায় প্যালেস। সহজ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি ফিলিপ মাতেতা।
তবে বেশিক্ষণ সমতা থাকতে দেয়নি লিভারপুল। ৪ মিনিট পরই জেরেমি ফ্রিমপংয়ের গোলে আবার লিড নেয় তারা।
এরপর গোলের জন্য প্যালেসের লম্বা অপেক্ষা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৭তম মিনিটে ইসমাইলা সারের দারুণ গোলে ২-২ হয় স্কোরলাইন। বাকি সময় আর গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে বাজিমাত করে প্যালেস।
No posts available.
৩ নভেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
৩ নভেম্বর ২০২৫, ৮:৩৬ পিএম

নভেম্বরে মাঝামাঝিতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৩ তারিখ জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীদের প্রীতি ম্যাচে অতিথি নেপাল। ১৮ তারিখ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে প্রতিপক্ষ ভারত। প্রতিবেশিদের বিপক্ষে বাংলাদেশ দুই গোলে জিতবে, এমনটাই ভবিষ্যদ্বাণী জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের।
এএফসি এশিয়ান কাপের বাছাই থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে বাংলাদেশ ও ভারত। দু’দলের অবস্থান পয়েন্ট টেবিলের তলানীতে। গ্রুপের শীর্ষে হংকং ও চায়না। প্রতিবেশি দু’দলের গ্রুপের প্রথম খেলা গোলশূন্য ড্র হয়। আসন্ন ম্যাচ নিয়মরক্ষার হলেও জয়ের লক্ষ্য দু’দলেরই। এই ম্যাচের জন্য বাছাইকৃত সেরা সদস্যদের নিয়ে সফরের কথা জানিয়েছে ভারত।
ভারত ম্যাচে দারুণ কিছুর প্রত্যাশা বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথের। বর্তমানে চোটের কারণে দলের বাইরে থাকা এই ফুটবলার সোমবার টি-স্পোর্টসকে বলেন, ‘হয়তো বাংলাদেশ এই ম্যাচে ২-০ গোলে জিতবে। না হয় ২-১ গোলে জিতবে।’ জয় উচ্চাশার পাশাপাশি সম্ভাবনার কারণ ব্যাখ্যা করেন এভাবে, ‘দেখুন, বাংলাদেশের ফুটবলের একটা জাগরণ শুরু হয়েছে। আমাদের ফুটবল খেলার মান অনেক উন্নতি হয়েছে। আমাদের হোম অ্যাডভান্টেজ পাবো, এটা নিতে হবে। হাজার হাজার দর্শক থাকবে আমাদের পক্ষে। হামজা চৌধুরী থাকবেন। সেই কারণে অনেক আশাবাদী।’
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে ভারত। প্রতিবেশিরা যেখানে ১৩৬তম, সেখানে লাল-সবুজের অবস্থান ১৮৩তম। র্যাঙ্কিং দিয়ে বাংলাদেশকে বিচার করতে চান না বিশ্বনাথ, ‘সর্বশেষ ৫ বছর আগের যে লেভেল ছিল আমাদের, সেখান থেকে এখন কোন পর্যায়ে পৌঁছেছি সেটা আপনারাও জানেন। একজন ফুটবলার হিসেবে আমি দলের পক্ষেই বলব, আপনারাই তো দেখছেন, এখন ফুটবল ধীরে-ধীরে উপরের দিকে উঠছে। যদিও কিছু ম্যাচের ফল পক্ষে নিতে পারিনি।’
বিশ্বনাথের মতো আক্ষেপ দেশের ফুটবল সমর্থকদেরও। এএফসি বাছাইয়ে চার ম্যাচে বাংলাদেশের নামের পাশে অন্তত পাঁচ পয়েন্ট থাকার সম্ভাবনা ছিল। অথচ দুই পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে হামজাদের। তারপরও শেষ দুই ম্যাচে সমর্থকদের জন্য জয় চায় বাংলাদেশ।
দেশের জার্সিতে ৪৩ ম্যাচ খেলা বিশ্বনাথের অভিষেক ২০১৮ সালে। ২৬ বছর বয়সি ডিফেন্ডার ২০১৯ সাল থেকে খেলছেন বসুন্ধরা কিংসে। দীর্ঘদিন লড়াই করেছেন চোটের সঙ্গে। তবে দলের সঙ্গে এখন পূর্ণাঙ্গ অনুশীলন করছেন তিনি। শিগগিরই লিগের খেলায় দেখা যাবে টাঙ্গাইল থেকে উঠে আসা এই তারকাকে।
চোটের সময় সহধর্মিণী চৈতি ঘোষকে পাশে পেয়েছেন বিশ্বনাথ। তাঁর জন্যই আবারও ফিরতে চান জাতীয় দলে, ‘খারাপ সময়টাতে পাশে পেয়েছি স্ত্রীকে। যে সব সময় পাশে ছিল, সাহস দিয়েছিল। আমার দুই ভাইও অনেক সাপোর্ট করে।’
পরিবারের সদস্যরা বিশ্বনাথকে মিস করে জাতীয় দলেও। বাংলাদেশের খেলা পরিবারের সঙ্গেই টিভিতে দেখেন বিশ্বনাথ। সে সময় নিজেকে মাঠেই মিস করেন তিনি, ‘আমি হয়তো পাঁচ-ছয় বছর জাতীয় দলকে সার্ভিস দিয়েছি। এরপর একটি দুর্ঘটনায় ৫-৬ ম্যাচ মিস করেছি। এ সময়ে বাংলাদেশের ফুটবল নতুন করে জেগেছে। নবজাগরণের সময় দলে না থাকতে পারায় খারাপ লাগছে। কিছু করার নেই, একজন স্পোর্টসম্যান হিসেবে ইনজুরি, ভাল সময়, খারাপ সময়—এসব নিয়েই চলতে হয়।’
বিশ্বনাথের মনোবল ঠিক থাকলে তিনি আবারও বাংলাদেশের স্বপ্নযাত্রার সারথী হয়ে হামজা সমিতদের সঙ্গে মাঠে দাপিয়ে বেড়াবেন। ঘোষণা দিয়ে প্রতিপক্ষে স্ট্রাইকারকে ‘কড়া ট্যাকেলে’ রুখে দেওয়ার মতোই তাঁর আগাম ভবিষ্যদ্বাণী যেন পূর্ণতা হয়। এটুকুই আপাতত চাওয়া ভক্তদের।

সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল থেকে সান্তোসে পাড়ি জমান নেইমার জুনিয়র। দেশের ক্লাবে নিজেকে নতুন রূপে ফিরে পেতে সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নেইমারের প্রচেষ্টা বলে দেয়, তিনি শতভাগ ফেরার পথেই!
ব্রাজিলিয়ান লিগে সবশেষ ফোর্তালেজার বিপক্ষে বদলি হিসেবে নামেন নেইমার। ম্যাচের ৬৭ মিনিটে সতীর্থ মিডফিল্ডার ভিক্টর হুগোর স্থানে মাঠে নামেন তিনি। সব মিলিয়ে ২৩ মিনিট খেলেছেন। এ সময় দুটি শট নিয়েছেন, তিনটি সুযোগ তৈরি করেছেন। চারবার ড্রিবলের চেষ্টা করে সফল হয়েছেন দুটিতে। পরিসংখ্যান যতই বলুক, চোখে পড়েছে নেইমারের আত্মবিশ্বাস।
বলের ওপর দারুণ নিয়ন্ত্রণ, নিখুঁত পাস, মাঝেমধ্যে ঝলমলে ছোঁয়া—সব মিলিয়ে মনে হয়েছে পুরোনো নেইমারই যেন ফিরেছেন। ফলে নতুন করে কথা হচ্ছে তাঁকে নিয়ে। তিনি সান্তোসে থাকবেন, নাকি ভিড়বেন নতুন কোনো ক্লাবে।
এক ফ্রেমে সাবেক দুই সতীর্থনেইমারের বয়স এখন ৩৩ বছর। বলা চলে, তার ইউরোপের রাস্তা অনেকটাই বন্ধ। সিরি এ লিগে ইন্তারের সঙ্গে একপ্রকার যোগাযোগ চলছে নেইমারের এজেন্টের। সেখানকার সুযোগ ফিফটি-ফিফটি। ফলে ঘুরে ফিরে একটাই নাম আসছে—ইন্টার মিয়ামিতে মেসির সঙ্গী হতে পারেন নেইমার।
লিওনেল মেসির সঙ্গে নেইমারের সম্পর্ক দীর্ঘদিনের। খেলেছেন লুইস সুয়ারেজের সঙ্গেও। বার্সেলোনা ও পিএসজিতে দারুণ সম্পর্ক গড়ে উঠেছিল মেসির সঙ্গে। তাছাড়া এমএলএসে খেলার স্বপ্ন নাকি অনেক দিন ধরেই দেখছেন নেইমার। কারণ সেখানে জীবনযাপন সহজ, তার ওপর আছে খ্যাতি।
নেইমারের দাবি, মেসি অসাধারণ একজন মানুষমিয়ামি আদৌ ঝুঁকি নেবে, সাবেক ফুটবলারের মত:
সের্জিও বুসকেতস এবং জর্দি আলবা শিগগিরই অবসর নিচ্ছেন। এক্ষেত্রে মেজর লিগ সকারের অন্যতম ক্লাবটির সুযোগ হবে নতুন প্লেয়ার কেনার। চারদিকে ফিসফিস, নেইমারকেই পছন্দ ক্লাবের। এর পেছনেও মেসি ও সুয়ারেজের আগ্রহ।
সাবেক যুক্তরাষ্ট্রের গোলকিপার ও ফুটবল বিশ্লেষক ব্রাড ফ্রিডেল বলেন, ‘নেইমারকে আনা একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হবে। এটি মূলত চুক্তি কিভাবে তৈরি করা হচ্ছে তার ওপর নির্ভর করে।’ তিনি আরও বলেন, ‘লিজেন্ড খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করার সময় বাণিজ্যিক সুযোগ-সুবিধা এবং বেতন খরচ দুইটাকেই মাথায় রাখতে হয়।’
ঝুঁকিপূর্ণ মনে হলেও ফ্রিডেল মনে করেন, নেইমারকে ভিড়ালে খেলার বাইরেও লাভের সুযোগ থাকবে মিয়ামির। তিনি বলেন, ‘নেইমারের মতো লিজেন্ডকে আনার সময় বাণিজ্যিক দিক থেকে বড় সুযোগ থাকে—অর্থাৎ মাঠের বাইরে অনেক টাকা উপার্জন করা সম্ভব। তবে ক্রীড়াগত ঝুঁকি বেশি থাকে, বিশেষ করে যদি সে যদি চোটে পড়ে। আঘাত না হলে ঝুঁকি তার বয়স এবং অতীতের চোট এবং সে কতটা কার্যকরী খেলোয়াড় হিসেবে মাঠে থাকতে পারবে, সেটির ওপর নির্ভর করবে।’
এমএসএনের স্বপ্ন পূরণ নাও হতে পারে:
লুইস সুয়ারেজের বয়স বর্তমানে ৩৮। হাঁটুর চোটে ভুগছেন তিনি। প্রায়ই ছিটকে পড়েন। এমনও হতে পারে, মিয়ামি পরবর্তী সেশনে তাকে ছাড়তে পারে। সেটা হলে এমএসএনের স্বপ্ন পূরণ হবে না। নেইমার যে আগ্রহ নিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে পা দেবেন, সেটা ভেস্তে যেতে পারে।
ফ্রিডেল বলেন, ‘এমএলএস হলো এমন একটি লিগ যা নেইমারের বর্তমান লেভেলের থেকে একটু নিচের। এখানে আরও কয়েক বছর খেলতে পারবে সে। লিওনেল মেসি যেমন খেলছে, নেইমারও তাই করতে পারবে।’
মেসি ও নেইমারের সুসম্পর্ক:
সবশেষ কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর মেসিকে জড়িয়ে নেইমারের কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর ড্রেসিংরুমেও একসঙ্গে আড্ডা দিতে দেখা যায় দুজনকে।
সুযোগ পেলেই মেসিকে প্রশংসায় ভাসান নেইমার। আর্জেন্টাইন অধিনায়ককে অসাধারণ মানুষ উল্লেখ করে নেইমার একবার বলেছেন, ‘সে অসাধারণ একজন মানুষ। মেসি আমার জন্য দারুণ এক আয়না, অসাধারণ একজন আদর্শ। আদর্শের পাশাপাশি সে আমার বন্ধুও। আমাদের প্রচুর আড্ডা হয়।’

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০ বছর বয়সি এক তরুণ ফুটবল খেলোয়াড়কে বন্দুক দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনা ঘটে ৬ অক্টোবর এবং হুমকির অভিযুক্ত ৩১ বছর বয়সী এজেন্টকে লন্ডন পুলিশ গ্রেপ্তার করে। তবে নয় দিন পর শর্তসাপেক্ষে তাকে জেল থেকে ছাড়া হয়।
আইনগত কারণে খেলোয়াড়ের নাম ও ক্লাবের নাম প্রকাশ করা হয়নি। জানা গেছে, বর্তমানে ওই খেলোয়াড়ের বাজারমূল্য প্রায় ৭৯ মিলিয়ন পাউন্ড।
ইংরেজি দৈনিক দ্য সান জানিয়েছে, এ ঘটনায় ফুটবল খেলোয়াড় ও তার বন্ধু আহত হননি। ঘটনার দু’দিন পরই পুলিশ অভিযুক্ত এজেন্টের হার্টফোর্ডশায়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। নয় দিন জেল থাকার পর, তাকে ভবিষ্যতে ওই খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ না রাখার শর্তে ছেড়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন লন্ডনের রাস্তায় হাঁটছিলেন খেলোয়াড় ও তার বন্ধু। এ সময় অভিযুক্ত খেলোয়াড়ের পথরোধ করে হত্যার হুমকি দেয়।
ঘটনার পর, দ্য সানকে ওই খেলোয়াড় জানিয়েছেন, তিনি এ ঘটনায় ভীত সন্ত্রস্ত এবং আতঙ্কিত।

আগামীকাল বাংলাদেশ সময় রাত দুইটায় চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। অ্যানফিল্ডের সেই মহারণের আগে একটি বড়সড় ধাক্কা লেগেছে লস ব্লাঙ্কোস শিবিরে।
রিয়াল মাদ্রিদ সোমবার এক বিবৃতিতে
জানিয়েছে, ‘স্পোর্টস হার্নিয়া’ সমস্যায় পড়েছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। আগামীকাল অল রেডসদের বিপক্ষে
গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যাবে না ১৮ বছর বয়সী আর্জেন্টাইন রাইট উইঙ্গারকে।
মাস্তানতুয়ানো কখন ফিরবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি রিয়াল মাদ্রিদ। সাধারণত ‘স্পোর্টস হার্নিয়া’ সমস্যায় পড়লে খেলোয়াড়দের সেরে উঠতে কয়েক সপ্তাহ থেকে
কয়েক মাস লেগে যায়।
সবশেষ লা লিগায় ভালেন্সিয়ার
বিপক্ষে মাঠে নেমেছিলেন মাস্তানতুয়ানো। ৯০ মিনিট খেলেছেন ওই ম্যাচে। ৪–০ গোলে জয়লাভের ম্যাচে তাঁকে খুব একটা সমস্যায় পড়তে দেখা যায়নি।
২০২৫-২৬ মৌসুমে রিয়াল সোসিয়েদাদ ও
বার্সেলোনা ম্যাচ ছাড়া দলের বাকি ৯ ম্যাচে খেলেছেন মাস্তানতুয়ানো, যার মধ্যে ৭টিতে ছিলেন শুরুর
একাদশে। ২০২৫–২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৮৯ মিনিট খেলে
মাস্তানতুয়ানো একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন।
.jpg)
লিভারপুল অধিনায়ক ভার্জিল
ভ্যান ডাইক ও মোহাম্মদ সালাহর পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেছিলেন ইংল্যান্ডের সাবেক
ফরোয়ার্ড ওয়েন রুনি। অ্যানফিল্ডের দলের সাম্প্রতিক বাজে ফর্মের জন্য ডাচ ডিফেন্ডার
ও মিশরীয় ফরোয়ার্ডকে দায়ী করেন তিনি। তবে রুনির সেই মন্তব্যকে ‘অলস সমালোচনা’ হিসেবে আখ্যা দিয়েছেন ভ্যান ডাইক।
২০২৫–২৬ মৌসুমে প্রিমিয়ার লিগের শুরুর দিকটায় দুর্দান্ত ছিল লিভারপুল। প্রথম
পাঁচ ম্যাচেই জয় তুলে নেয় দলটি। তবে এরপর হঠাৎ ছন্দপতন ঘটে—লিগে টানা চার ম্যাচে জয়শূন্য থাকে অল রেডসরা। যদিও শেষ ম্যাচে অ্যাস্টন
ভিলার বিপক্ষে ২–১ ব্যবধানে জয় পেয়ে হারের বৃত্ত ভেঙেছে আর্নে স্লটের
শিষ্যরা।
লিভারপুলের এমন অবস্থার
কারণ হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক রুনি বলেন, ভ্যান ডাইক ও মোহাম্মদ
সালাহ দলকে যথাযথভাবে নেতৃত্ব দিতে পারছেন না।
এ নিয়ে লিভারপুল অধিনায়ক ভ্যান ডাইক বলেন,
‘‘আমি গত এক বছর ধরে তাঁর (রুনি) শো দেখি না বা শুনি না। এটা আমাকে কষ্ট দেয়নি। যাঁর কথা বলছেন, তিনি নিঃসন্দেহে একজন কিংবদন্তি, বড় মাপের খেলোয়াড়—যিনি অনেককে অনুপ্রাণিত করেছেন। তাঁর সম্পর্কে আমি কেবল ইতিবাচক কথাই বলতে পারি। কিন্তু আমি মনে করি, তাঁর ওই মন্তব্যটা একটু ‘অলস সমালোচনা’।’’
ভ্যান ডাইক আরও বলেন,
‘অন্য কাউকে দোষ দেওয়া বা মন্তব্য করা খুব সহজ। কিন্তু আমরা একে অপরকে জানি, চাইলে আমরা সবাই একে অন্যকে সাহায্য করতে পারি।’
রুনি অবশ্য তাঁর সর্বশেষ পডকাস্ট ‘দ্য ওয়েন রুনি শো’–তে স্বীকার করেছেন, গত পাঁচ বছরে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডারদের একজন ভ্যান ডাইক। তিনি বলেন,
‘ভার্জিলের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। সে অসাধারণ একজন খেলোয়াড়। আমার কাজ হলো কথা বলা—বিভিন্ন বিষয় নিয়ে মতামত দেওয়া।’