ফুটবল

লিভারপুলকে হারিয়ে শিল্ডেও চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেস

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১১ আগস্ট ২০২৫, ১০:৪০ এম

news-details

ক্লাব ফুটবলে ক্রিস্টাল প্যালেসের স্বপ্নযাত্রা চলছেই। বছরের শুরুর দিকেও যাদের কেবিনেটে ছিল না শীর্ষ পর্যায়ের কোনো ট্রফি, তারাই কিনা তিন মাসের মধ্যে জিতে নিয়েছে ইংলিশ ফুটবলের সম্মানজনক দুই শিরোপা। 


গত মে মাসে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিস্টাল প্যালেস। সেটি ছিল ক্লাবের ১২০ বছরের ইতিহাসে তাদের প্রথম বড় শিরোপা। আর এবার কমিউনিটি শিল্ডের ফাইনালে তারা হারিয়ে দিয়েছে আরেক শক্তিশালী দল লিভারপুলকে।


ওয়েম্বলি স্টেডিয়ামে হওয়া শিরোপা নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতেছে প্যালেস। ম্যাচের নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র ছিল দুই দলের লড়াই। 


টাইব্রেকারে ভুল করে বসেন মোহামেদ সালাহ ও অ্যালেক্সিস মাক-আলিস্তার। প্রথম শটে গোল করতে পারেননি সালাহ, পরের শটে জাল খুঁজে নিতে ব্যর্থ মাক-আলিস্তার। পরে হার্ভি এলিয়টের চতুর্থ শট ঠেকিয়ে দেন প্যালেসের গোলরক্ষক ডিন হেন্ডারসন।


প্যালেসের গোল দিতে পারেননি এবেরেচি এজে ও বোর্না সোসা। তবে জিন-ফিলিপ মাতেতা, ইসমাইল সার ও জাস্টিন ডেভেনির লক্ষ্যভেদ করলে শিরোপার উল্লাসে মাতে প্রথমবার কমিউনিটি শিল্ড খেলতে নামা ক্রিস্টাল প্যালেস। 


মূল ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ লড়াই করে দুই দল। ম্যাচের ৪ মিনিটে হুগো একিতেকের গোলে এগিয়ে যায় লিভারপুল। 


১৭ মিনিটে সমতা ফেরায় প্যালেস। ডি-বক্সের মধ্যে ইসমাইল সারকে ফাউল করেন ভার্জিল ফন ডাইক। পেনাল্টি পায় প্যালেস। সহজ সুযোগ কাজে লাগাতে ভুল করেননি ফিলিপ মাতেতা।


তবে বেশিক্ষণ সমতা থাকতে দেয়নি লিভারপুল। ৪ মিনিট পরই জেরেমি ফ্রিমপংয়ের গোলে আবার লিড নেয় তারা। 


এরপর গোলের জন্য প্যালেসের লম্বা অপেক্ষা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৭তম মিনিটে ইসমাইলা সারের দারুণ গোলে ২-২ হয় স্কোরলাইন। বাকি সময় আর গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে বাজিমাত করে প্যালেস। 


সর্বশেষ খবর
N/A
বড় পরাজয়ে যাত্রা শুরু বাংলাদেশের

৭ ঘণ্টা আগে

N/A
২২৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

৯ ঘণ্টা আগে

N/A
বিশ্বকাপে ‘নতুন দায়িত্ব’ নিতে তৈরি হচ্ছেন ম্যাক্সওয়েল

১০ ঘণ্টা আগে

N/A
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১১ ঘণ্টা আগে

N/A
শেষ বলে ছক্কা মেরে নায়ক বিপিএল মাতানো ক্লার্ক

১৪ ঘণ্টা আগে

N/A
সোহানদের সামনে কাল শক্তিশালী পাকিস্তান

১ দিন আগে

N/A
৩০ ম্যাচে সেঞ্চুরি নেই, ৫ বছর পর তিনে নেমে গেলেন বাবর

১ দিন আগে

N/A
ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে হেনরি

১ দিন আগে

N/A
ব্যাটিং না বোলিং- কোনটি বেশি ভালো, উত্তর দিলেন সাকিব

১ দিন আগে

N/A
আশরাফুল রোহান: বাঁহাতি স্পিনে সম্ভাবনাময় এক নাম

৩ দিন আগে

N/A
বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার বোলিং লেংথ এক নয়, বলছেন কোচ বাবুল

৩ দিন আগে

N/A
ওয়ানডেতে আবার দশে নেমে গেল বাংলাদেশ

৩ দিন আগে

N/A
মেসিকে ছাড়া ‘ফ্লোরিডা ডার্বি’ হারল মায়ামি

৩ দিন আগে

N/A
৫ গোলের জয়ে গাম্পার ট্রফি পুনরুদ্ধার বার্সেলোনার

৩ দিন আগে

N/A
রোনালদোর জোড়া গোল, তবু জিততে পারল না আল নাসর

৩ দিন আগে

bottom-logo

ফুটবল

আরেকটি সাফ মিশনে শুক্রবার ভুটান যাচ্ছে বাংলাদেশের মেয়েরা

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৪ আগস্ট ২০২৫, ৬:২১ পিএম

news-details

গত জুনে অনূর্ধ্ব-২০ নারী সাফের আসর বসে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায়। চার দলের অংশগ্রহণে হওয়া ওই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এবার আরেকটি সাফের মিশন শুরু হচ্ছে মেয়েদের। ‎ অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে শুক্রবার ভুটান যাবে বাংলাদেশ। 


সাফ মিশনের আগে বৃহস্পতিবার বিকেলে টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত বছর অনূর্ধ্ব-১৬ সাফে খেলা ১৫ জনই আছেন এই দলে। 


আরও পড়ুন

জতার পরিবারকেও ক্লাব বিশ্বকাপের বোনাস দেবে চেলসি জতার পরিবারকেও ক্লাব বিশ্বকাপের বোনাস দেবে চেলসি


নতুন আটজন হলেন- রিয়া, প্রতিমা রানী, জবা রানী, সুরভী রানী, মামনী চাকমা, ঈশিতা ত্রিপুরা, পূর্ণিমা মারমা, আমেনা খাতুন। এই দলে আছেন সিনিয়র দলে অভিষেক হওয়া ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি। তবে দলটির অধিনায়ক করা হয়েছে অর্পিতা বিশ্বাসকে।


নারী দলের কোচ পিটার বাটলার গত ১১ আগস্ট লাওসে অনূর্ধ্ব-২০ দলের খেলা শেষে ছুটিতে গেছেন। আগস্টের বাকি সময় তিনি ছুটিতে থাকবেন। অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে কোচ হিসেবে ভুটান যাবেন মাহবুবুর রহমান লিটু।


‎বাংলাদেশসহ চার দেশ অংশ নেবে সাফের এই আসরে- ভারত, ভুটান ও নেপাল বাকি তিন দল। ২০ থেকে ৩১ আগস্ট থিম্পুর সবগুলো ম্যাচ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে হবে খেলা। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। এরপর সর্বোচ্চ পয়েন্টধারীর হাতে উঠবে ট্রফি। 


২০ আগস্ট ভুটান ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে বাংলাদেশের মেয়েরা। একদিন বিরতি দিয়ে ২২ আগস্ট দলটির প্রতিপক্ষ ভারত। ২৪ ও ২৭ আগস্ট পরপর দুই ম্যাচে নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ। ২৯ আগস্ট ভুটান এবং ৩১ আগস্ট শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে তারা। 


আরও পড়ুন

ইউয়েফার জোরালো বার্তা, ‘শিশু ও বেসামরিক হত্যা বন্ধ করো’ ইউয়েফার জোরালো বার্তা, ‘শিশু ও বেসামরিক হত্যা বন্ধ করো’


এই টুর্নামেন্টের দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। সমান দুবারের চ্যাম্পিয়ন ভারতও। 


‎২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড: ইয়ারজান বেগম, মেঘলা রানী, মমিতা খাতুন, শিউলি রায়, তানিয়া আক্তার, অর্পিতা বিশ্বাস (অধিনায়ক), ফাতেমা আক্তার, উম্মে কুলসুম, আরিফা আক্তার, মোসাম্মত আলমিনা, রেশমি আক্তার, থুইনুয়া মারমা, সুরভী আকন্দ প্রীতি, ক্রানুচিং মারমা, রিয়া, আলফি আক্তার, প্রতিমা রানী, জবা রানী, সুরভী রানী, মামনি চাকমা, ঈশিতা ত্রিপুরা, পূর্ণিমা মারমা ও আমেনা খাতুন।

bottom-logo

ফুটবল

জতার পরিবারকেও ক্লাব বিশ্বকাপের বোনাস দেবে চেলসি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৪ আগস্ট ২০২৫, ৬:১২ পিএম

news-details

লিভারপুলের প্রয়াত তারকা ফুটবল দিয়োগো জতার স্মরণে মহৎ এক উদ্যোগ নিলো ইংলিশ ফুটবল ক্লাব চেলসি। গত মাসে ফিফা ক্লাব বিশ্বকাপ জেতার প্রাইজমানি থেকে বড় একটি অংশ তারা তুলে দেবে জতার পরিবারের হাতে। 


গত মাসের ৩ তারিখ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান জতা ও তার ভাই পর্তুগিজ ক্লাব পেনাফিলের ফুটবলার আন্দ্রে সিলভা। এর দশ দিন পরই প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) ৩-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে চেলসি। 


ফিফার নতুন ফরম্যাটের ওই টুর্নামেন্ট জিতে ১১৪.৬ মিলিয়ন ডলার প্রাইজমানি পায় চেলসি। সেখান থেকে ফুটবলার ও ক্লাব স্টাফদের জন্য বোনাস হিসেবে ১৫.৫ মিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ডের ক্লাবটি।


আরও পড়ুন

লিভারপুলকে হারিয়ে শিল্ডেও চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেস লিভারপুলকে হারিয়ে শিল্ডেও চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেস


সেই একই পরিমাণ (১৫.৫ মিলিয়ন ডলার) অর্থ জতার পরিবারের হাতেও তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চেলসি। দা অ্যাথলেটিকের প্রতিবেদনে জানানো হয়েছে এই খবর। 


জতার স্মৃতিকে সম্মান জানাতে লিভারপুল এর মধ্যেই একাধিক উদ্যোগ ঘোষণা করেছে। তাদের ঘরের মাঠে এনফিল্ডে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এছাড়া ২০২৫-২৬ মৌসুমজুড়ে জার্সি ও জ্যাকেটে ‘ফরেভার ২০’ লোগো ব্যবহার করবে লিভারপুল।


এর বাইরেও জতার নামে তৃণমূল ফুটবল প্রোগ্রাম চালু করা হবে। বোর্নমাউথের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে এক মিনিট নীরবতা ও ফ্যান মোজাইক প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে। এছাড়া জতার ২০ নম্বর জার্সি ক্লাবের সব স্তরে স্থায়ীভাবে তুলে রাখা হয়েছে।

bottom-logo

ফুটবল

বসুন্ধরা কিংসের সাফল্যে কাতারে বাংলাদেশ দূতাবাসের সংবর্ধনা

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৪ আগস্ট ২০২৫, ২:৫৩ পিএম

news-details

সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে জায়গা করে নেওয়ার পর প্রশংসার জোয়ারে ভাসছে বসুন্ধরা কিংস। তাদেরকে বিশেষ সংবর্ধনা দিয়েছে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। 


আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এএফসির এই প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংস। ক্লাবটির এমন কৃতিত্ব অর্জন শুধু দেশের ফুটবলের জন্য নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে।


কিংসের এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ বুধবার বসুন্ধরা কিংসকে সংবর্ধনা জানায় কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সেখানে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়। 


কিংসকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলি খানসহ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা।


সংবর্ধনা অনুষ্ঠানে বসুন্ধরা কিংসের অধিনায়ক তপু বর্মণ বলেন, ‘আমরা আশানুরূপ পারফরম্যান্স করতে পেরেছি। এখন চাই দেশের মানুষের দোয়া ও সহযোগিতা।’ 


কিংসের ম্যানেজার এস. এম. ওয়াসিমুজ্জামান রাষ্ট্রদূত ও দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘জয়ের সময় যেমন পাশে থাকেন, তেমনি হারের সময়ও সমর্থন চাই।’


রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলি খান বসুন্ধরা কিংসের এমন অর্জন নিয়ে বলেন, ‘এই জয় শুধু একটি ক্লাবের নয়, পুরো বাংলাদেশের। আমরা তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করি।’

bottom-logo

ফুটবল

ইউয়েফার জোরালো বার্তা, ‘শিশু ও বেসামরিক হত্যা বন্ধ করো’

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৪ আগস্ট ২০২৫, ১:৩৯ পিএম

news-details

ইউয়েফা সুপার কাপের ম্যাচের আগে বেসামরিক নাগরিক ও শিশু হত্যার ব্যাপারে নিজেদের অবস্থান জানান দিল ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা- ইউয়েফা। ম্যাচ শুরুর আগে বিশাল এক ব্যানারে জোরাল বার্তা দিয়েছে তারা। 


ইতালির উদিনের ব্লুনার্জি স্টেডিয়ামে বুধবার সুপার কাপের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি ও টটেনহ্যাম হটস্পার। যেখানে ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় ফরাসি ক্লাব পিএসজি। 


আরও পড়ুন

হামজার দুর্দান্ত গোল, তবু হেরে বিদায় লেস্টারের হামজার দুর্দান্ত গোল, তবু হেরে বিদায় লেস্টারের


ম্যাচ শুরুর আগে ইতালিতে আশ্রয় নেওয়া ইরাক, নাইজেরিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান, ইউক্রেইনের ৯ শরণার্থীকে মাঠে নেওয়া হয় বিশাল এক ব্যানার নিয়ে। যেখানে লেখা ছিল, ‘স্টপ কিলিং চিলড্রেন, স্টপ কিলিং সিভিলিয়ান (শিশু হত্যা বন্ধ করো, বেসামরিক হত্যা বন্ধ করো)।’


সেই ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউয়েফার পেইজ থেকে লেখা হয়েছে, ‘উদিনেতে ইউয়েফা সুপার কাপের পক্ষ থেকে বার্তাটি জোরালো ও পরিষ্কার। একটি ব্যানার, একটি বার্তা।’


এছাড়া ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে আমন্ত্রণ জানানো হয় ফিলিস্তিনের দুই শরণার্থী শিশু ১২ বছর বয়সী তালা ও ৯ বছর বয়সী মোহাম্মদকে। ইউয়েফা প্রধান আলেক্সান্ডার সেফেরেইনের পাশে সাদা টি-শার্ট পরে দাঁড়িয়ে ছিল ওই দুই শিশু।


আরও পড়ুন

দুর্দান্ত কামব্যাকে সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি দুর্দান্ত কামব্যাকে সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি


ম্যাচের আগের দিন দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে তালার ব্যাপারে উয়েফা জানায়, ‘ভঙ্গুর স্বাস্থ্যের ফিলিস্তিনি মেয়ে, যাকে চিকিৎসার জন্য মিলানে পাঠানো হয়েছে। যুদ্ধ শুরুর পর গাজায় (চিকিৎসার) সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে।’ 


আর মোহাম্মদ গাজায় বিমান হামলায় তার বাবা-মাকে হারিয়েছে। সৌভাগ্যক্রমে দাদীকে নিয়ে ইতালির মিলানে পালিয়ে যেতে সক্ষম হয় তারা। সেখানেই এখন চলছে মোহাম্মদের উন্নত পরিচর্যা।


bottom-logo

ফুটবল

হামজার দুর্দান্ত গোল, তবু হেরে বিদায় লেস্টারের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৪ আগস্ট ২০২৫, ১১:১৮ এম

news-details

অধিনায়কত্ব পাওয়ার ম্যাচে দ্বিতীয়ার্ধে চোখধাঁধানো এক গোল করলেন হামজা চৌধুরি। এগিয়ে গেল লেস্টার সিটি। কিন্তু সেটি ধরে রাখতে পারল না তারা। হাডার্সফিল্ড টাউনের কাছে হেরে ইংলিশ লিগ কাপ (ক্যারাবাও কাপ) থেকে বিদায় নিল লেস্টার।

হাডার্সফিল্ডের মাঠে বুধবার রাতে লিগ কাপের প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে গিয়েছিল লেস্টার। ম্যাচে দুবার লিড নিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা। 

নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে পরের রাউন্ডের টিকেট পায় হাডার্সফিল্ড। 

অথচ ম্যাচে দাপট দেখিয়েই খেলে লেস্টার। প্রথমার্ধে তাদের আধিপত্য ছড়ানো ফুটবলের সামনে কোনোমতে নিজেদের জাল রক্ষা করে স্বাগতিক ক্লাব। 

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫৪ মিনিটে হামজার দুর্দান্ত গোল। ডি-বক্সের ভেতরে সতীর্থ কেসি ম্যাকাটিকে পাস দিয়েছিলেন তিনি। ফিরতি বল পেয়ে রিসিভ করতেই মাটিতে ড্রপ পড়ে একটু ওপরে ওঠে বল।

ওই বলেই আচমকা এক জোরালো ভলিতে দুরের পোস্ট দিয়ে গোল করেন হামজা। 

পেশাদার ক্যারিয়ারে বাংলাদেশের তারকা ফুটবলার হামজার এটি দ্বিতীয় গোল। এর আগে ২০২০ সালে লেস্টারের জার্সিতেই নিজের প্রথম গোল করেছিলেন বেশিরভাগ সময় ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলা ফুটবলার।

হামজার গোলের ১১ মিনিট পর সমতা ফেরায় হাডার্সফিল্ড। তবে ৬৮ মিনিটে আবার এগিয়ে যায় লেস্টার সিটি। পরে ৭৬ মিনিটে স্কোরলাইন ২-২ করে স্বাগতিকরা। 

পরে টাইব্রেকারে লেস্টারের তিন ফুটবলার গোল করতে ব্যর্থ হলে হেরে বিদায় নেয় লেস্টার।

bottom-logo