কানপুরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের পুরোটাই ভেসে গেছে বৃষ্টিতে। এর আগে প্রথম দিনেও খেলা হয়েছে মোটে ৩৫ ওভার। বৃষ্টি থামার লক্ষণ নেই রবিবার অর্থাৎ তৃতীয় দিনেও। স্বভাবতই ব্যাপারটা হতাশার বাংলাদেশের ব্যাটারদের জন্য। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও এর ব্যতিক্রম নন। তবে এখন পর্যন্ত এই টেস্টে নিজের ব্যাটিং নিয়ে তিনি চিন্তিত নন বলেই জানালেন।
বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধের প্রথম দিনে তিন উইকেট হারিয়ে ১০৭ রান করে বাংলাদেশ। দুই ওপেনার সাজঘরে ফেরেন ২৯ রানে, এর মধ্যে সাদমান ইসলাম একাই করেন ২৬ রান। আর জাকির হাসান ২৬ বল খেলেও করতে পারেননি একটি রান। শান্ত দারুণ কিছু শটে ভালোভাবে সেট হয়ে আউট হন ৩১ রানে।
তবে ক্রিজে মুমিনুল হক (৪০*) ও মুশফিকুর রহিম (৬*) থাকার কারণেই এখনও বড় স্কোরের আশা রাখছেন শান্ত-
“আমার মনে হয় একটা উইকেট আমাদের বেশি পড়েছে। আমরা ব্যাটিংয়ে যে অবস্থায় আছি, শুরুটাও ভালো হয়েছিলো। আমি বলবো না যে খুব খারাপ অবস্থানে আছি। এখনো আমাদের অনেকগুলো ব্যাটসম্যান আছে। এখান থেকে যদি দুইটা বড় পার্টনারশিপ হয় তো আমরা ভালো অবস্থানেই যাবো। এই মুহূর্তে যদি খেলার অবস্থান দেখি তাহলে আমার মনে হয় মাঝামাঝি একটা অবস্থানে আছি।”
ভালো একটা শুরু শান্ত নিজেও পেয়েছিলেন। অভিজ্ঞ মুমিনুলের সঙ্গে পঞ্চাশ ছাড়ানো একটা জুটিও হয়ে গিয়েছিল তার। তবে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে তাকে থামতে হয় ত্রিশের ঘরে।
দ্বিতীয় দিনে একটা বলও খেলা না হওয়াটা হতাশায় পুড়িয়েছে ক্রিকেটারদের। বারে বারে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়াটাও ব্যাটারদের জন্য বেশ চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন শান্ত-
“খেলোয়াড় হিসেবে এটা অবশ্যই হতাশাজনক ব্যাপার। অনেক কষ্ট করে খেলাটা শুরু হয়েছিলো। কিছুক্ষণ খেলা হয়েছেও। তারপর বন্ধ হয়ে গেল। আজ সারাদিনই খেলা হয়নি। খেলোয়াড়দের জন্য এটা হতাশাজনক। কিন্তু কিছু করারও নেই। তবে খেলা হলে ভালো লাগতো।”
কানপুর টেস্টের আরও তিনটা দিন বাকি আছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে রবিবার সকালে বৃষ্টিও বাকি আছে আরও। কাজেই কানপুরের টেস্ট কোন পথে গড়াচ্ছে সেটা এখনই বলা মুশকিল। তবে চাতক পাখি যেমন বৃষ্টির জন্যে অপেক্ষায় অধির হয়ে থাকেন, তেমনি অধিনায়ক শান্তর কথায় পরিষ্কার ক্রিকেটাররা বৃষ্টি থামার জন্যেই অপেক্ষায় আছেন। কানপুর টেস্টের ভাগ্যাকাশে সেই মেঘ সরে গেলে তবেই শান্ত ক্রিকেটার আর সমর্থকদের। কত দ্রুত সেটা ঘটে, সেটাই এখন দেখার বিষয়।
২৩ ঘণ্টা আগে
৩ দিন আগে
১৪ দিন আগে
১৪ দিন আগে
১৫ দিন আগে
১৬ দিন আগে
১৭ দিন আগে
২৫ দিন আগে