অবশেষে শঙ্কাটাই সত্যি হলো। ব্রিসবেন ওপেনের তৃতীয় রাউন্ডের খেলার সময়েই কিছুটা অস্বস্তিতে ছিলেন রাফায়েল নাদাল। মাংসপেশিতে চিড় ধরা পড়ায় বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামে মিস করতে চলেছেন স্পেনের এই টেনিস কিংবদন্তি।
প্রায় এক বছর পর সদ্যই ইনজুরি কাটিয়ে ফিরেছিলেন নাদাল। ফিরে এসে প্রথম টুর্নামেন্ট শেষ না করতেই আবারও হার মানতে হলো সেই ইনজুরির কাছেই। ফলে অস্ট্রেলিয়ান ওপেন থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার ঘোষাণা দিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়াতে এক পোস্টের মাধ্যমে স্প্যানিশ এই টেনিস প্লেয়ার জানান বিষয়টি। “বর্তমান অবস্থায় পাঁচ সেটের ম্যাচ খেলার মতো শারীরিক অবস্থায় আমি নেই। আর তাই ডাক্তার দেখানোর পাশাপাশি চিকিৎসা ও বিশ্রামের জন্য স্পেনে ফিরে যাচ্ছি।”
অস্ট্রিয়ান টেনিস তারকা ডমিনিক থিয়েমকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করেন নাদাল। পরের দুই ম্যাচেও জয় তুলে নেন এই স্প্যানিয়ার্ড। তবে ইনজুরির কারণে আগেভাগেই এই আসরে শেষ হয়ে গেল তার পথচলা।
৩৭ পেরুনো নাদালের বর্তমান অবস্থা বিবেচনায় হয়তো শেষবারের মতো অংশগ্রহণ করে ফেলেছেন অস্ট্রেলিয়ান ওপেনে। দীর্ঘ ক্যারিয়ারে এই টুর্নামেন্ট দুইবার শিরোপা জিতেছেন নাদাল।
দেশে ফিরে নাদাল এখন ফ্রেঞ্চ ওপেনের জন্য নিজেকে প্রস্তুত করবেন। আগামী ২০ মে থেকে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। এই টুর্নামেন্ট নাদাল রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন।
দেশের যেকোনো প্রান্ত থেকে সর্বশেষ খেলার আপডেট জানতে চোখ রাখুন টি স্পোর্টসে এছাড়া ফেসবুকে আমাদের ফলো করতে এখানে ক্লিক করুন ও ইউটিউবে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।
২৭ মে ২০২৪, ৫:৩২ পিএম
এই টুর্নামেন্টে বছরের পর বছর ধরে যে আধিপত্য দেখিয়েছেন, তাতে নামের পাশে জুড়ে গেছে ‘লাল দুর্গে রাজা’ বিশেষণ। সেই রাফায়েল নাদালই কিনা ফেঞ্চ ওপেন থেকে বাদ পড়লেন প্রথম রাউন্ডেই, তাও যা কিনা হতে পারে রোঁলা গারোয় তার সম্ভাব্য শেষ উপস্তিতি!
ফ্রেঞ্চ ওপেনে সোমবার প্রথম রাউন্ডের ম্যাচে বিস্ময়ের জন্ম দিয়ে জার্মানির আলেক্সান্দার জভেরেভের কাছে ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে হেরে গেছেন প্রতিযোগিতার ১৪ বারের চ্যাম্পিয়ন নাদাল। ক্যারিয়ারে এই প্রথম এই টুর্নামেন্ট থেকে এত দ্রুত বিদায় নিলেন এই স্প্যানিশ টেনিস তারকা।
রোঁলা গারোর সমার্থক হয়ে যাওয়া নাদাল এদিন নিজের সেরা ফর্মের ধারেকাছেও ছিলেন না৷ তাতে ফ্রেঞ্চ ওপেনে নিজের ১১৬তম ম্যাচে এসে মাত্র চতুর্থবার হারের তেতো স্বাদ পেলেন ৩৭ বছর বয়সী নাদাল।
যদি এটাই এই মঞ্চে নাদালের শেষ ম্যাচ হয়, তাহলে শেষটা চরম হতাশাজনকই হয়ে থাকবে তার জন্য। চোটের কারণে গত বছর ফ্রেঞ্চ ওপেন মিস করে বলেছিলেন, ২০২৪ সালেই হয়ত শেষবার তাকে এখানে দেখা যাবে।
চলতি আসরে পথচলা থামার নাদাল যা বলেছেন, তাতে তার আগের মন্তব্য সঠিক হওয়ার সম্ভাবনাই প্রবল। “আমি জানি না এটাই কী এখানে আপনাদের সামনে আমার শেষবারের মতো উপস্থিতি হতে যাচ্ছে কিনা। যদি তা হয়, তাহলে আমি এটা উপভোগ করেছি। পুরো সপ্তাহ ধরে অবিশ্বাস্য ভীড় ছিল। আমি যেভাবে লোকেদের ভালোবাসা অনুভব করেছি, সেটা আমার জন্য খুবই বিশেষ কিছু।”
৮ দিন আগে
১০ দিন আগে
১৮ দিন আগে
১৮ দিন আগে
১৮ দিন আগে
১৯ দিন আগে
১৯ দিন আগে
১৯ দিন আগে
২১ দিন আগে
২১ দিন আগে