২৪ ডিসেম্বর ২০২৪, ৫:২৬ পিএম

মঙ্গলবার মাওলানা ভাসানী স্টেডিয়ামে প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকিতে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ অঘটন ঘটিয়ে বাংলাদেশ বিমান বাহিনীকে ৪-৩ গোলে হারিয়েছে।
হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদেও হয়ে মাঠে নামেন জাতীয় দলের ফরেয়ার্ড পুস্কর খীসা মিমো, হাসান জুবায়ের নিলয়, মিডফিল্ডার প্রিন্স লাল সামন্ত এবং জাতীয় যুব হকি দলের প্রতিশ্রুতিশীল বেশ কয়েকজন খেলোয়াড়। তার তাদের পারফেক্ট টিমওয়ার্কে শেষ পর্যন্ত হাসে বিজয়ের হাসি।
সাত জাতীয় খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত বিমানবাহিনীর সাথে সমানে পাল্লা দিয়েই খেলেছে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ। ধীওে তারা বসে যায় চালকের আসনে। বিমান বাহিনী শেষ পর্যন্ত আপ্রান চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি।
হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদের জার্স গায়ে মাঠে নামেন জাতীয় যুব দলের সদস্য আমিরুল ইসলাম, শিমুল ইসলাম, মোঃ আবদুল্লাহ এবং তারা সবাই বার বার প্রতিপক্ষ রক্ষণ ব্যূহ ভেদ করেন।
প্রথম কোয়ার্টার শেষ পর্যন্ত গোলশূন্য থাকার পর ১৭তম মিনিটে রাকিবুল হাসান রকির দুর্দান্ত ফিল্ড গোলে এগিয়ে যায় বিমানবাহিনী। তবে এশিয়ান জুনিয়র হকিতে শীর্ষ ফর্মে থাকা আমিরুল ইসলাম ৩৩তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতা আনেন।
৩৫তম মিনিটে হাসান জুবায়ের নিলয় হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদকে এগিয়ে দেন এবং ৪২তম মিনিটে আব্দুল আলিমের গোলে তৃতীয় কোয়ার্টারের শুরুতে দল ৩-১ গোলে এগিয়ে যায়।
আরশাদ হোসেন ৪৪তম মিনিটে বৈদ্যুতিক ফ্লিকে বিমান বাহিনীর দ্বিতীয় গোল করে স্কোর লাইন ৩-২ করেন। তবে ম্যাচের ৫৭ মিনিটে আবদুল আলিমের দ্বিতীয় গোলটি বিমানবাহিনীকে হতাশায় ফেলে দেয়। ৫৯ মিনিটে বিমানবাহিনীর সোহানুর রহমান সবুজ তৃতীয় গোলটি করলেও কয়েক সেকেন্ডের মধ্যেই বাজে খেরা শেষের লম্বা বাঁশি। হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ খেলোয়াড়রা নেচে নেচে উদযাপন করেন তাদেও স্মরনীয় মুহুর্ত।
No posts available.

সবশেষ মার্চে ১১ দল নিয়ে হয়েছিল নারীদের হকি টুর্নামেন্ট। সাত মাস যেতেই নারীদের আরেকটি প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। দুটি টুর্নামেন্টেই পৃষ্ঠপোষকতা করছে ব্র্যাক ব্যাংক। মেয়েদের টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রায় এক কোটি টাকার যোগান দিয়েছে ব্যাংকটি। ‘অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট’ ব্যানারে এটি মাঠে গড়াবে আগামী ২ নভেম্বর।
রাজশাহী, কুমিল্লা, ময়মনসিংহ ও যশোর, এই চার ভেন্যুতে হবে টুর্নামেন্টের প্রাথমিক পর্ব। চারটি জোনে ভাগ করা হয়েছে অংশগ্রহনকারী ১৮ জেলাকে। প্রতি জোনের চ্যাম্পিয়ন দল ও বিকেএসপিকে নিয়ে ডিসেম্বরে ঢাকায় হবে চূড়ান্ত পর্ব।
বৃহস্পতিবার ফেডারেশেনের সভা কক্ষে বাহফে সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান বলেন, ‘আমরা এবার খেলোয়াড়দের জন্য বড় ধরনের প্রণোদনা দিতে যাচ্ছি— যেমন গিয়ার, স্টিক, ফুল কিট, ব্যাকপ্যাক, ব্যাগ ও ইনার গার্মেন্টস।’
নারী হকি দলকে এবার ২০২৬ এশিয়ান গেমসে পাঠাতে চায় ফেডারেশন, ‘আমরা ইতোমধ্যেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে অনুরোধ করেছি যাতে নারী হকি দলকে আগামী এশিয়ান গেমসের বাছাই পর্বে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।’
পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন চীফ কমিউনিকেশন অফিসার ইকরাম কবির। মেয়েদের এই টুর্নামেন্টকে যিনি আখ্যা দিয়েছেন হকি খেলার সংস্কৃতি গড়ার টুর্নামেন্ট হিসেবে, 'মেয়েরা যে ভাল খেলতে পারে তাদের সাকসেস দেখে আমরাই হকি ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করি। তাঁদের আগামী দুই তিন বছর কি কি প্ল্যান আছে তা জানতে চেয়েছি। এরপর এই টুর্নামেন্টের জন্য ৯৯ লাখ টাকা কন্ট্রিবিউট করছি। এখান থেকে জাতীয় আন্তজার্তিক পর্যায়ে যেন মেয়েরা এগিয়ে যেতে পারে সেই প্রত্যাশা রাখছি।'

২০২৫ এশিয়া কাপ হকির মতো জুনিয়র বিশ্বকাপ থেকেও সরে দাঁড়াল পাকিস্তান। আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) আজ বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানের নাম প্রত্যাহারে শিগগিরই নতুন দলের নাম ঘোষণা করা হবে।
আগামী নভেম্বর-ডিসেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপের ১৪তম সংস্করণের পর্দা উঠবে ভারতে। নিজেদের ম্যাচে নিরপেক্ষ ভেন্যুর দাবি তুলেছিল পাকিস্তান। এফআইএইচ সে অনুরোধ মেনে নেয়নি। শেষ পর্যন্ত নাম সরিয়ে নেয় পাকিস্তান।
পাকিস্তান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রানা মুজাহিদ বলেন, ‘আমরা আন্তর্জাতিক হকি ফেডারেশনকে অনুরোধ করেছি যেন নিরপেক্ষ ভেন্যুতে আমাদের ম্যাচগুলো আয়োজন করা হয়। ভারতে টুর্নামেন্ট হওয়ায় অংশ নিতে পারছি না, এতে আমাদের খেলোয়াড়দের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
আরও পড়ুন
| হকি দলের ইউরোপ সফর বাতিল |
|
পাকিস্তানের সরে দাঁড়ানোর বিষয়ে এখনো ওয়াকিবহল নন হকি ইন্ডিয়ার সাধারণ সম্পাদক ভোলানাথ সিং। তিনি বলেন, ‘পাকিস্তানের সরে দাঁড়ানোর বিষয়ে ভারতের কাছে আন্তর্জাতিক হকি ফেডারেশন থেকে আনুষ্ঠানিক চিঠি আসেনি। পাকিস্তান অংশ না নিলে তাদের পরিবর্তে কোন দল খেলবে তা ঘোষণা করার দায়িত্ব এফআইএইচ-এর।’
চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া দুটি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করলো পাকিস্তান। গত আগস্টে বিহারে পুরুষ এশিয়া কাপ থেকেও সরে দাঁড়িয়েছিল তারা। এবার নাম তুলে নিল জুনিয়র বিশ্বকাপ থেকেও।
চলতি বছরের এপ্রিলে পাহেলগাম সন্ত্রাসী হামলা ও ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর প্রতিবেশি দুই দেশের ক্রীড়া সম্পর্কের অবনতি ঘটেছে। ভারত সরকার সম্প্রতি নতুন নীতি প্রণয়ন করেছে, যার আওতায় পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিষিদ্ধ করা হয়েছে। তবে বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নিতে বাধা নেই দুই দেশের।
২০২৫ সালের জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ২৪টি দল। ভারতের চেন্নাই ও মাদুরাইতে হবে এই টুর্নামেন্ট। চলবে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।

যুব বিশ্বকাপ সামনে রেখে কদিন আগে মালয়েশিয়ায় চারটি প্রস্তুতি ম্যাচ খেলে আসে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। এরই ধারাবাহিকতায় এবং উন্নত প্রশিক্ষণের জন্য নভেম্বরে হকি দলকে পাঠানোর কথা ছিল সুইজারল্যান্ডে। কিন্তু ভিসা জটিলতায় সফরটি বাতিল করেছে বাংলাদেশ হকি ফেডারেশনকে (বাহফে)।
আগামী ২৮ নভেম্বর থেকে ভারতে শুরু হবে অনূর্ধ-২১ হকি বিশ্বকাপ। আর এ মাসের ২৮ তারিখ যাওয়ার কথা ছিল সুইজারল্যান্ডে। প্রায় ২৫ জনের কন্টিনজেন্ট নিয়ে ছিল পরিকল্পনা। তবে এতসংখ্যক জনের ভিসা আবেদনের সময় (সাক্ষাৎকার) দূতাবাস দিতে পারেনি হকি ফেডারেশনকে। যে কারণে সফরটি বাতিল করতে হয়েছে বলে জানা গেছে।
সুইজারল্যান্ডে কেবল স্বাগতিক দেশই নয়, সেখানে অস্ট্রিয়ার বিপক্ষেও দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল নতুন কোচ আইকম্যানের। ইউরোপ সফর বাতিল হওয়া বাংলাদেশকে কিছুটা সমস্যাতেই ফেলে দিল।
যে কারণে এখন ভারতে ১০ দিন আগে দলকে পাঠানোর পরিকল্পনা ফেডারেশনের। ১৮ নভেম্বর ঢাকা ছাড়বে যুব দলটি। ভারতে গিয়ে সুইজারল্যান্ডসহ আরও কয়েকটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার ব্যাপারে আলাপ চলমান বলে জানা গেছে।
অনূর্ধ্ব-২১ দলের বিশ্বকাপ প্রস্তুতির মধ্যেই ঢাকায় হবে বিশ্বকাপ হকির বাছাইয়ের প্লে অফ সিরিজ। ১৩, ১৪ ও ১৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সিনিয়র জাতীয় দলে অনূর্ধ্ব-২১ দলের ৮ জন খেলোয়াড় রয়েছেন।

চলতি বছরের ২৮ নভেম্বর থেকে ভারতের তামিলনাড়ুতে শুরু হবে অনূর্ধ্ব–২১ হকি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরের লক্ষ্যে ২০ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। যেখানে জায়গা মেলেনি ওমানে খেলা আগের ৬ খেলোয়াড়ের।
দল থেকে বাদ পড়েছেন গোলকিপার নয়ন, সুমন্ত চাকমা, শহীদুল ইসলাম, তৈয়ব আলী, সাদ্দাম হোসেন ও শিমুল ইসলাম। এর মধ্যে মিডফিল্ডার তৈয়ব আলী সম্প্রতি ভারতের বিহারে অনুষ্ঠিত এশিয়া কাপে জাতীয় দলের হয়ে খেলেছিলেন।
মালয়েশিয়ায় চারটি প্রস্তুতি ম্যাচ খেলে আসার পরই দলটি অনেকটা নিশ্চিত হয়ে যায় বলে জানা গেছে। এরপর কোচের পরামর্শে চূড়ান্ত তালিকা তৈরি করে বাংলাদেশ হকি ফেডারেশন।
বাংলাদেশ অনূর্ধ্ব–২১ হকি দল
মাহমুদুল হাসান, আশরাফুল হক সাদ, মেহরাব হাসান সামিন, রামিম হোসেন, আমান শরিফ, রাহিদ হোসেন জীবন, আজিজার রহমান, সাব্বির হোসেন কনক, আশরাফুল আলম, দ্বীন ইসলাম, মাহাদী হাসান, ইসমাঈল হোসেন, হোজাইফা হোসেন, আমিরুল ইসলাম, তানভির রহমান সিয়াম, ওবাইদুল হোসেন জয়, রাকিবুল হাসান, মোহাম্মদ আবদুল্লাহ ও শহিদুর রহমান সাজু।

নভেম্বরের ১৩, ১৪ ও ১৬ তারিখে পকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় হকি দল। সিরিজজয়ী দলটি সুযোগ পাবে বিশ্বকাপ বাছাইয়ে। গুরুত্বপূর্ণ এই সিরিজ সামনে রেখে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে গতকাল বুধবার। আজ সকালে দল নেমেছে মাঠের অনুশীলন। তবে পুরোদমে অনুশীলন শুরু হবে আগামী রোববার, ওইদিন ক্যাম্পে যোগ দেবেন অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড়রা।
সিনিয়র খেলোয়াড়ের ১১ জনের মধ্যে অধিনায়ক রেজাউল করিম বাবুসহ বুধবার ক্যাম্পে যোগ দিয়েছেন আরও ১০ জন। পূজার ছুটিতে আছেন গোলরক্ষক বিপ্লব কুজুর। তিনিও রোববার ক্যাম্পে যোগ দেবেন।
যুব বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অনূর্ধ্ব-২১ দল ছিলো মালয়েশিয়ায়। সেখানে কন্ডিশনিং ক্যাম্প ও পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলে বুধবার ভোরে দেশে ফিরেছে যুব দল। ওই দলের খেলোয়াড়দের চারদিন ছুটি দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। খেলোয়াড়রা বিমানবন্দর থেকে প্রথমে মওলানা ভাসানী স্টেডিয়ামের হোস্টেলে যান। তারপর সেখান যে যার বাড়িতে চলে গেছেন।
অনূর্ধ্ব-২১ হকি দল মালয়েশিয়ায় পাঁচটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। যার মধ্যে জয় পেয়েছে স্রেফ একটিতে; বাকি চার ম্যাচেই হারতে হয়েছে।