রেকর্ড যদি হয় গৌরবময়, অর্জনের তালিকায় নিজের নাম দেখলেই তো উচ্ছ্বাস জাগার কথা। যদি নামটা ‘অপ্রত্যাশিত’ কোনো রেকর্ডের তালিকায় যোগ হয়, নিশ্চয় সেটি রাবার বা ইরেজার দিয়ে মুছে দিতে চাইবেন। কিন্তু রিচার্ড ডান কী করবেন? ইংলিশ প্রিমিয়ার লিগে পুরো ক্যারিয়ারজুড়ে গোল করেছেন ১৩টি, আর নিজের জালেই বল পাঠিয়েছেন ১০ বার!
চাইলেও রিচার্ড অপছন্দের তালিকা থেকে নিজের নামটা মুছতে পারবেন না। ফুটবলে সবচেয়ে বেশি আত্মঘাতী গোলের রেকর্ডটি তাঁর নামের পাশেই। এ জন্যই নাকি এক সাক্ষাৎকারে মজা করে রিচার্ড বলেছিলেন, ‘অন্তত আমি প্রিমিয়ার লিগের ইতিহাসে জায়গা করে নিয়েছি—যদিও সেটা ভুল কারণে!’
১৯৭৯ সালে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন শহরের বাইরে পশ্চিমাঞ্চলীয় টালঘাট এলাকায় জন্মগ্রহণ করেন রিচার্ড। ফুটবল ক্যারিয়ারে জাতীয় দলের বাইরে পুরো সময়টা কেটেছে তাঁর প্রিমিয়ার লিগে। এভারটনের বয়সভিক্তিক দলের পর ২০০০ সাল থেকে পেশাদার ফুটবলও শুরু হয় ক্লাবটির সিনিয়র দলে। তারপর খেলেছেন ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলায় এবং ২০১৫ সালে অবসর নেন কুইন্স পার্ক রেঞ্জার্স (কিউপিআর) থেকে। ২০১৪-১৫ মৌসুম অবনমনের পর কিউপিআর আর প্রিমিয়ার লিগে জায়গা করতে পারেনি।
আরও পড়ুন
দোহায় ‘অতিরিক্ত’ গরম, তবু সেরাটা দিতে প্রস্তুত তপু বাহিনী |
![]() |
রিচার্ড জাতীয় দল আয়ারল্যান্ডের হয়ে ৮০ ম্যাচে করেছেন ৮ গোল। এই সেন্টার-ব্যাক খেলার মাঠে ছিলেন কঠোর, পরিশ্রমী ও নিঃস্বার্থ। কিন্তু তাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে এমন এক রেকর্ড, যা শুনে অনেকেই অবাক হন। ইংলিশ লিগে খেলেছেন সব মিলিয়ে ৬০২ ম্যাচ। ১৩ গোলের সঙ্গে নিজের জালে ১০ গোল। রসিকতা করে কেউ আবার রিচার্ডকে ‘আত্মঘাতী গোলের রাজা’ বা ‘দুর্ঘটনার রাজা’ বলেও ডাকেন।
২০০০ সালে এভারটন থেকে ৩.৫ মিলিয়ন পাউন্ডে ম্যানসিটি দলে ভেড়ায় রিচার্ডকে। আত্মঘাতী গোলের গল্পের শুরুটাও ইতিহাদের ক্লাবটিতেই। অদ্ভুত ব্যাপার ছিল, যখনই রিচার্ড নিজের জালে বল জড়াতেন, তাঁর দল কখনো সেই ম্যাচ জিততে পারেনি। ঠিক অর্ধেক আত্মঘাতী গোলই এসেছে খেলার শেষ ১৫ মিনিটে। ছিল বেশ কষ্টদায়ক কিছু মুহূর্তও।
২০০৪ সালে ম্যানচেস্টার সিটির হয়ে খেলছিলেন রিচার্ড এক ম্যাচে প্রতিপক্ষের দ্রুত আক্রমণ ঠেকাতে গিয়ে নিজের গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে ফেলেন। তার গোলের পর আলবিয়নের সঙ্গে ম্যাচটি ১-১ গোলে ড্র করে সিটি।
২০০৫ সালে ওয়েন রুনির ক্রস ক্লিয়ার করতে গিয়ে ডান ভলিতে বল নিজের জালে পাঠিয়ে দেন রিচার্ড। ২-০ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি হেরে যায় সিটি। ৬টি আত্মঘাতী গোল করেছেন সিটিতে থাকাকালীন।
কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে ৯৩তম মিনিটে নিজেদের জালে জড়িয়ে বসেন রিচার্ড। তখন খেলছিলেন অ্যাস্টন ভিলার হয়ে। তাঁর আত্মঘাতী গোলে প্রায় জেতা ম্যাচটা সমতায় শেষ হয়!