২০২৩ সালে ৫০ গোল স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে থামাথামির নাম নেই ৩৮ বছরের ক্রিস্তিয়ানো রোনালদো। এর আগের ম্যাচে ক্যারিয়ারের ১২০০ ম্যাচ স্পর্শ করা রোনালদো আরো ছুটতে চান। ইউরোপ ছেড়ে বিদায় নিয়েছেন তবে এশিয়াতে ঠিকই ছুটছেন। আপাতত ঠিকানা আল নাসের, নতুন ক্লাব তবে যেনো সেই পুরনো রোনালদোই।
দারুণ এক জয় আর নিজের ৫০ গোল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, 'দুর্দান্ত এক জয়ের সঙ্গে ২০২৩ সালে আমার ৫০তম গোলের ঘোষণা দিতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। অকুণ্ঠ সমর্থনের জন্য আমার সতীর্থ, ভক্ত ও পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। এই বছর আরও কিছু গোল করার সুযোগ আছে আমার।'
কিংস কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে রোনালদোর গোল ম্যাচের ৭৪ মিনিটে। এর আগে ফোফানা, মানে, গারেভের গোলে ম্যাচে ঠিকই ছিল আল নাসের। ম্যাচের যোগ করা সময়ে জোড়া পূর্ন করেন সাদিও মানে। সবমিলিয়ে আট মৌসুমে ৫০ কিংবা এরচেয়ে বেশি গোল পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আরো ৩১ গোল করলে এই পর্তুগিজ তারকার স্পর্শ করা হবে ক্যারিয়ারের ৯০০ গোলও।
রোনালদো তার ক্যারিয়ারে ৮ বার বছরে পেরিয়েছেন ৫০ গোল। এই তালিকায় রোনালদোর চেয়ে উঁচুতেই আছেন তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের এই মাইলফলক ছুঁয়েছেন সবমিলিয়ে ৯ বার।
এদিকে, সৌদি প্রো লিগে ১৫ ম্যাচে ১৬ গোল রোনালদোর। সর্বোচ্চ গোল করার সাথে করানোর দিকেও এক নম্বরে এই পর্তুগিজ।
৩ দিন আগে
৩ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৬ দিন আগে
৮ দিন আগে
৯ দিন আগে
৯ দিন আগে
২০ দিন আগে