চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের ম্যাচে হুলিয়ান আলভারেজের পেনাল্টি নিয়ে বিতর্কের অবসান ঘটল দেরিতে এসে। পেনাল্টিতে ডাবল-টাচ নিয়মের পরিবর্তন আনল ফুটবলের আইনপ্রণেতা সংস্থা আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)৷
গেল চ্যাম্পিয়ন্স লিগের মাদ্রিদ ডার্বি দুই লেগ মিলিয়ে গড়ায় টাইব্রেকারে। সেখানে স্পটকিক থেকে বল জালে পাঠান আলভারেজ। তবে তার শটটি গোলরক্ষককে পরাস্ত করার আগে দুই পায়েই স্পর্শ করে। রিয়ালের খেলোয়াড়দের প্রবল আপত্তির মুখে রেফারি ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করে দেন। কারণ, নিয়ম অনুযায়ী পেনাল্টি নেওয়ার সময় খেলোয়াড় কেবল একবারেই বল স্পর্শ করতে পারবেন।
আরও পড়ুন
রিয়ালের জার্সিতে রামোসের মত হতে চান হুইসেন |
![]() |
‘ডাবল টাচ’ নিষিদ্ধ থাকায় ফলে আলভারেজের গোলটি বাতিল হয়। পরে টাইব্রেকারে হেরে যায় আতলেতিকো। এই সিদ্ধান্ত নিয়ে ওই ম্যাচের পর ফুটবল বিশ্ব বিভক্ত হয়ে পড়ে। অনেকেই এটিকে খুবই কঠোর এক নিয়ম হিসেবে উল্লেখ করেন। কারণ হিসেবে তুলে ধরা হয় অনাকাঙ্ক্ষিতভাবে ডাবল টাচ হওয়ার বিষয়টি।
অবশেষে তাতে সাড়া দিয়ে নিয়মে বদল আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো খেলোয়াড় অনিচ্ছাকৃতভাবে পেনাল্টির নেওয়ার সময় দুই পায়ে বল স্পর্শ করেন এবং সেখান থেকে গোল হয়, তাহলে সেই পেনাল্টি বাতিল করা হবে না। এর বদলে পুনরায় স্পটকিক নিতে হবে।
No posts available.
২০ অক্টোবর ২০২৫, ৮:১৩ পিএম
এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু–এর ড্রতে ভারতের ক্লাব এফসি গোয়া নিজেদের গ্রুপে আল নাসরকে পেয়ে ম্যাচটিকে বলেছিল ‘ঐতিহাসিক’। ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাবকে আতিথেয়তা দেওয়ার সুযোগ পেয়ে সে কি উচ্ছাস তাদের। সৌদি ক্লাবটির বিপক্ষে ম্যাচটিকে ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ হিসেবে ঘোষণা করা হয়।
এফসি গোয়া সহ ভারতের ফুটবলপ্রেমীদের জন্য বড় এক দুঃসংবাদই। ভারতের ‘ঐতিহাসিক’ ম্যাচটিতে যে খেলবেন না পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকাল রাতে রিয়াদ থেকে গোয়া পৌঁছায় সৌদি আরবের ক্লাব। কিন্তু দলের সঙ্গে ছিলেন না ‘সি আর সেভেন’।
আল-নাসরের সঙ্গে নাকি সৌদি আরবের বাইরে খেলা নিয়ে চুক্তিতে শর্ত আছে রোনালদোর। যেখানে তিনি মধ্য প্রাচ্যের দেশটির বাইরে কোন কোন ম্যাচে খেলবেন, তা নিজেই নির্ধারণ করতে পারেন। অর্থাৎ তিনি চাইলে বিদেশ সফরে না-ও যেতে পারেন।
এর আগে গোয়া ক্লাবের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হলেও, রোনালদো ভারত সফরে দলের সঙ্গে থাকছেন না, এমনটাই জানায় সৌদি ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘আল রিয়াধিয়াহ’।
অবশ্য রোনালদো ভারত সফর না করলেও আল নাসেরের হয়ে খেলতে এসেছেন লিভারপুলের সাবেতারকা সাদিও মানে, পর্তুগালের ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স, স্পেনের ডিফেন্ডার ইনিগো মার্তিনেস, ফরাসি উইঙ্গার কিংসলে কোমান।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ ‘ডি’ ম্যাচে আগামীকাল ভারতের ফাতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার মুখোমুখি হবে আল নাসর। প্রতিযোগিতার প্রথম দুটি ম্যাচই রোনালদো ছাড়াই জিতেছে আল-নাসর। তাতে পরের রাউন্ডে নিশ্চিতে অনেকটাই সুবিধাজনক অবস্থানে আছে তারা। বিপরীতে টানা দু’টি ম্যাচে হেরে ‘ডি’ গ্রুপে পয়েন্ট তালিকার তলানীতে গোয়া।
গোয়ার বিপক্ষে ম্যাচের পর কিংস কাপ-এর রাউন্ড অব সিক্সটিনে করিম বেনজেমার আল-ইত্তিহাদের মুখোমুখি হবে আল-নাসর। সেই ম্যাচের জন্যই নাকি নিজেকে প্রস্তুত রাখছেন রোনালদো। এ ছাড়া ৪০ বছর বয়সী রোনালদোর ওপর অতিরিক্ত চাপ দিতে চান না আল-নাসরের কোচ জর্জ জেসুস। এখন পর্যন্ত এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে এক মিনিটের জন্য মাঠে নামেননি রোনালদো।
লামিনে ইয়ামালের সঙ্গে অনেকেই লিওনেল মেসির মিল খুঁজে পান। তরুণ এই তারকাকে কেউ কেউ বার্সেলোনার নতুন মেসি বলতেও কার্পণ্য করেন না। গতি আর ড্রিবলিংয়ের কারিকুরিতে আর্জেন্টাইন মহাতারকার কথা প্রায়ই মনে করান স্প্যানিশ উইঙ্গার।
আজ রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ক্লাব অলিম্পিয়াকোস এফসির মুখোমুখি হবে বার্সা। কাতালান ক্লাবটির বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে অলিম্পিয়াকোসের কোচ হোসে লুইস মেনদিলিবার ইয়ামালের ভূয়সী প্রশংসা করেন। লিগ ওয়ানের ক্লাবটির কোচের মতে ইয়ামালই বার্সার মূল চালিকাশক্তি। ১৮ বছর বয়সী তারকাকে ঠেকাতে পারলেই স্প্যানিশ জায়ান্টদেরও আটকানো সম্ভব।
অলিম্পিয়াকোসের কোচ বলেন, ‘যদি লামিন ভালো না খেলে, বার্সাও ভালো খেলে না।’ তবে মেসির মতো কিংবদন্তির সঙ্গে রয়েসয়েই ইয়ামারের তুলনা করছেন তিনি, ‘যা মেসি করেছে, সেটা আবার কেউ করতে পারবে—এটা প্রায় অসম্ভব। কিন্তু এই ছেলেটা (ইয়ামাল) খেলায় ব্যবধান গড়ে দেয়।’
অবশ্য বার্সার মতো বড় ক্লাবে যে শুধু ইয়ামাল নয়, ম্যাচে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো অনেক ফুটবলারই আছেন সেটাও ভালো করে জানা লুইস মেনদিলিবার, ‘বার্সার দলে অনেক ভালো খেলোয়াড় আছে। সেদিনই তো আরাউহো নেমে গোল করল।’
২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচের একটিতে জয় অন্যটিতে হেরেছে বার্সেলোনা। বিপরীতে ফরাসি ক্লাব অলিম্পিকোস একটি ড্র ও একটিতে হার দেখেছ।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় ঘরের মাঠে অলিম্পিয়াকোসের বিপক্ষে তিনবারের দেখায় প্রতিবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। কাতালান ক্লাবটির বিপক্ষে পরিসংখ্যানে পিছিয়ে থাকার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে অলিম্পিয়াকোস। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে ক্লাবটি তাদের শেষ ১১টি ম্যাচেই হেরেছে। প্রতিযোগিতার এই মৌসুমে এখন পর্যন্ত কোনো গোলই করতে পারেনি তারা।
লা লিগায় গত শনিবার জিরোনার বিপক্ষে ২-১ গোলে জয়ের রাতে লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয়েছিল হ্যান্সি ফ্লিককে। বার্সেলোনা কোচের উদ্ধতপূর্ণ আচরণে অনেকেই অবাক হয়ে যান। সে ঘটনার প্রেক্ষিতে ম্যাচ শেষে জার্মান কোচ বলেছিলেন, আদতে তিনি ভুল করেননি। তবে আজ জানালেন, ডাগআউটে এমন আচরণ করা মোটেও উচিত হয়নি তার।
জিরোনার বিপক্ষে ম্যাচে যোগ করা সময়ের প্রথম মিনিটে রেফারি হেসুস গিল মানসানোকে উপহাস করে হাততালি দেওয়ার ভঙ্গি করেন ফ্লিক। তখন এগিয়ে গিয়ে টাচলাইনে দাঁড়ানো বার্সা কোচকে হলুদ কার্ড দেখান রেফারি। জবাবে হাত ছুঁড়ে পাল্টা প্রতিক্রিয়া দেখান ফ্লিক। এরপরই তাকে লাল কার্ড দেখান রেফারি। বাধ্য হয়ে ডাগআউট ছাড়তে হয় ফ্লিককে।
সেদিনের ঘটনা নিয়ে আজ ফ্লিক বলেন, ‘টিভির পর্দায় আমি এমন দৃশ্য আর দেখতে চাই না। আমি চাই না, আমার নাতিরা তাদের দাদার এমন আচরণ দেখুক। আমি আমার স্বভাব পরিবর্তন করে ফেলব।’
চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন ফ্লিক। এ সময় একটি পুরোনো স্মৃতি স্মরণ করেন সাবেক বায়ার্ন মিউনিখ কোচ। তিনি বলেন, ‘যখন আমি বায়ার্নের কোচ ছিলাম, বার্সেলোনার বিপক্ষে একটি ম্যাচে আমি এমন প্রতিক্রিয়া দেখিয়েছিলাম। তখন মানুষ বলত, আমি হাসতে জানি না।’
তিনি যোগ করেন, ‘এখন আমি আগের চেয়ে বেশি আবেগপ্রবণ। এটা সত্যি যে, এই ক্লাবটি আমাকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে।’
ফ্লিক স্বীকার করেন, ‘হয়তো আমার উচিত নিজের আবেগ কিছুটা সংযত রাখা। কিন্তু আমি বার্সা, বার্সেলোনা এবং এখানকার মানুষকে ভালোবাসি। এই কারণেই আমি সবসময় নিজের সবটুকু উজাড় করে দেই।’
নিষেধাজ্ঞার কারণে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে বার্নাব্যু স্টেডিয়ামের গ্যালারি থেকে ম্যাচ দেখতে হবে ফ্লিককে। আগামী রোববার রাতে অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ ম্যাচটি। যদিও বার্সেলোনা ইতোমধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে।
বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা অভিযোগ করেছেন, হেসুস গিল মানসানোর রেফারিংয়ের পেছনে ‘সাদা হাত’ (রিয়াল মাদ্রিদের প্রতি পক্ষপাত) কাজ করেছে। তবে বার্সা কোচ ফ্লিক রেফারিদের পক্ষপাত নিয়ে কিছু বলতে নারাজ।
তিনি বলেন, ‘রেফারির প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি তার সঙ্গে তর্ক করিনি, কিন্তু তিনি যেভাবে দেখেছেন, সেটা তার বিষয়। আমাকে সেটি মেনে নিতে হবে।’
চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) নতুন মৌসুমে যাত্রা শুরু করেছে চ্যাম্পিয়নদের মতো। প্রথম ম্যাচে তারা গুড়িয়ে দেয় আতালান্তাকে। পরের ম্যাচে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনাকে।
বার্সার বিপক্ষে লুইস এনরিকে একাদশে পাননি উসমান দেম্বেলে, দুয়ে এবং দলনেতা মার্কিনিয়োসকে। পিএসজির ফ্রন্টলাইনের অনেক খেলোয়াড়ই তখন ইনজুরিতে ছিলেন।
ইউরোপ সেরার মঞ্চে মঙ্গলবার বায়ার লেভারকুজেনের মুখোমুখি হবে শিরোপাধারীরা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জোড়া সুসংবাদ পেলেন পিএসজি ভক্তরা। আজ এক বিজ্ঞপ্তিতে ফরাসি জায়ান্ট ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, চোট কাটিয়ে দলে ফিরছেন ২০২৫ সালের ব্যালন ডি’অর জয়ী ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। তার সঙ্গে প্রায় চার সপ্তাহ পর ফিরছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস।
সোমবার, এই দুই তারকাকে রেখেই ২১ সদস্যের দল ঘোষণা করেছেন পিএসজি কোচ লুইস এনরিকে। এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন কয়েকজন চোটে আক্রান্ত খেলোয়াড়।
ফাবিয়ান রুইজ ও জোয়াও নেভেসের ফেরা হচ্ছে না বায়ার লেভারকুজেনের বিপক্ষে ম্যাচে। স্প্যানিশ মিডফিল্ডার রুইজ সর্বশেষ বার্সেলোনার বিপক্ষে খেলেছিলেন, সেই ম্যাচেই চোট পান। আর পর্তুগিজ মিডফিল্ডার নেভেস আগেই ইনজুরিতে ছিলেন। তার ফেরার কথা ছিল ২২ তারিখের ম্যাচে, কিন্তু তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
ম্যাচের আগে এনরিকে বলেন, ‘আমি জানি না চোটে পড়া খেলোয়াড়রা কবে ফিরবেন। ক্লাব কখনোই ইনজুরিতে থাকা খেলোয়াড়দের নিয়ে ঝুঁকি নেয় না। আমরা খেলোয়াড়দের স্বাস্থ্যের ব্যাপারে খুবই সচেতন।’
৩৬ দলের নতুন চ্যাম্পিয়নস লিগ ফরম্যাটে প্রথম দুই রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। তাদের সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় ও পিএসজি তৃতীয় স্থানে।
কিক অফের পর দ্রুতই মিলল গোল, লিড ধরে রেখে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে নিল বসুন্ধরা কিংস। স্টেডিয়ামে আগত দর্শকরা নিজ দলের জোড়া গোল উপভোগের পাশাপাশি দেখলেন কিউবা মিচেলের বাংলাদেশ ফুটবল লিগে অভিষেক। স্মরণীয় ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ল পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা।
সোমবার বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ফুটবল লিগের খেলায় ফর্টিসকে ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। দলের হয়ে একটি করে গোল করেন দরিয়েলতন গোমেজ নাসিমেন্তো ও ফয়সাল আহমেদ ফাহিম। ফর্টিসের হয়ে একমাত্র গোলটি করেন অনিকাচি ওকাফোর।
লিগের প্রথম ম্যাচে পিডব্লিউডির বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর ফর্টিসকে হারিয়ে চলতি মৌসুমে লিগে প্রথম জয় তুলে নিল বসুন্ধরা কিংস। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এল পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। তালিকার তিন ও চারে থাকা পিডব্লিউডি এবং বাংলাদেশ পুলিশ এফসিরও পয়েন্ট সমান চার করে। পাঁচে থাকা ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট ৩।
ম্যাচ শুরুর পর প্রথম আক্রমণে বসুন্ধরা কিংসকে লিড এনে দেন দরিয়েলতন। মাঝ মাঠ থেকে রাফায়েল আগুস্তরের কাছ থেকে লং বল পেয়ে হেডে গোলকিপার সুজান পেরেইরাকে বোকা বানান কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লিগের প্রথম ম্যাচেও গোল করেছিলেন দরিয়েলতন।
পঞ্চম মিনিটে গোল মিস করেন ফর্টিসের সাজ্জাদ। নয়নের দূরপাল্লার শটটি ছিল শ্রাবণের শরীর বরাবর; তালুবন্দি করতে গিয়ে হাত ফসকে বেরিয়ে যায় কিংস গোলকিপারের থেকে। সামনে থাকা সাজ্জাদ লাফিয়ে শট নেন, তবে এবারও ছিল শ্রাবণের শরীর বরাবর, যে কারণে অনায়াসে তালুবন্দি করেন তিনি। এমন সুযোগ হাতছাড়া করে ফর্টিস ফরোয়ার্ডেরও যেন বিশ্বাস হচ্ছিল না।
১১ মিনিটে ফের গোলের দারুণ সুযোগ মিস করে ফর্টিস। গোলকিপার শ্রাবণের কাছে চন্দনের ব্যাকপাসে বক্সের বাম প্রান্তে বল পেয়ে যান ফর্টিসের সাজ্জাদ; তবে তাঁর ক্রসে অনেকটা ফাঁকা পোস্টে বল জড়াতে পারেননি পা ওমর বাবু।
২৯ মিনিটে রাকিব হোসেন উঠে গেলে বদলি হিসেবে নামেন মজিবর রহমান জনি। ৩৭ মিনিটে পা ওমর বাবুর শট ফিস্ট করে ক্লিয়ার করেন শ্রাবণ।
৪৪ মিনিটে আরেকবার জমে উঠেছিল আগুস্ত-দরিয়েলতন রসায়ন। বক্সের সামনে থেকে আগুস্তরের লং পাসে হেড নেন দরিয়েলতন; তবে অল্পের জন্য এই ফরোয়ার্ড খুঁজে পাননি জালের দেখা। বল বেরিয়ে যায় বক্সের ডান পাশ ঘেঁষে।
বিরতির পর লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ আসে বসুন্ধরা কিংসের সামনে। ৫১ মিনিটে তপুর কাছ থেকে পাওয়া দারুণ পাসে বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি দরিয়েলতন।
পরের মিনিটে নিশ্চিত গোল ঠেকিয়ে দেন ফর্টিস গোলকিপার; আগুস্তরের কাছ থেকে বল পেয়ে বা প্রান্ত দিয়ে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে ক্রস দেন ফাহিম। গোলমুখের সামনে দরিয়েলতনের টোকা ফিরিয়ে দেন সুজান পেরেইরা।
৬০ মিনিটে ফাহিমের গোলে লিড দ্বিগুণ করে বসুন্ধরা কিংস। আক্রমণের শুরুটা করেন তাজ উদ্দিন। ডান কর্নারের কাছ দিয়ে বক্সে ঢুকে পড়েন জনি। ফর্টিসের বোরহান ও মিঠুকে কাটিয়ে ক্রস দিলে বলে হালকা টাচে মঞ্জুরুর ও নয়নকে বোকা বানান দরিয়েলতন। এরপর অনেকটা আনমার্ক থাকা ফাহিম ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন।
৭১ মিনিটে জোড়া বদলি, ইমানুয়েল সানডের সঙ্গে মাঠে নামেন কিউবা মিচেল। সেই সঙ্গে বাংলাদেশ ফুটবল লিগেও অভিষেক হয় ইংল্যান্ড প্রবাসী ফুটবলারের।
কিংসের জার্সিতে অবশ্য এএফসি চ্যালেঞ্জ লিগেই অভিষেক হয়েছিল কিউবার। আর অভিষেক ম্যাচে গোলও পেতে পারতেন শুরুতেই। ৭৯ মিনিটে দরিয়েলতনের বাড়ানো বলে বক্সের একটু সামনে থেকে গোলে সরাসরি শট নেন কিউবা, তবে কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন ফর্টিস গোলকিপার।
ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ওকাফোর এক গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেনি ফর্টিস। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
দিনের অপর ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে জয় পেয়েছে পিডব্লিউডি।