২০ ফেব্রুয়ারি ২০২৫, ৩:৪৯ পিএম
দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটিকে বলতে গেলে একাই উড়িয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপে। তার হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে সিটিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। দুই লেগ মিলিয়ে স্প্যানিশ ক্লাবটি গোল করেছে ছয়টা। যেখানে এমবাপে একাই করেছেন চারটা। তাতে সব আলোচনা এখন তাকে ঘিরেই। ফরাসি তারকা সেই আলোচনার মধ্যেই জানান দিয়েছেন, রিয়ালে গড়তে চান ইতিহাস। কোচ কার্লো আনচেলত্তিও মনে করেন, এমবাপে আছেন সঠিক পথেই।
রিয়ালে শুরুটা ঠিকঠাক না হলেও মৌসুমের মাঝপথে এমবাপে নিজেকে খুঁজে পেয়েছেন। করছেন গোল, সতীর্থদের সঙ্গে বোঝাপড়াটাও জমে উঠেছে বেশ। সিটি ম্যাচ যেন ছিল তার জ্বলন্ত প্রমাণ। এরই মধ্যে চলতি মৌসুমে রিয়ালের হয়ে সর্বোচ্চ ২৭ গোল করে ফেলেছেন তিনি। সিটির বিপক্ষে হ্যাটট্রিক দলটির জার্সিতে তার প্রথম। অভিষেক মৌসুমে রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়তে ২৬ বছর বয়সী এই ফুটবলারের দরকার আর ১১ গোল।
সিটি ম্যাচের পর এমবাপে বলেছেন, রিয়ালে তার মানিয়ে নেওয়ার সময় শেষ। “আমি এখানে বাজে খেলার জন্য আসিনি। মানিয়ে নেওয়ার সময় শেষ হয়ে গেছে, এখন নিজের সেরাটা দেওয়ার সময় হয়েছে। এখানে এসে স্বপ্ন পূরণ ছিল একদিকে তবে ভালো খেলার পাশপাশি নিজের ছাপ রাখতেও চেয়েছি। এখানে থামতে চাই না, রিয়ালে আমি ইতিহাস গড়তে চাই।”
মৌসুমের শুরুতে এমবাপের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হলেও দলটির কোচ কার্লো আনচেলত্তি ঠিকই তাকে সমর্থন যুগিয়ে গেছেন। কঠিন সময় পেরিয়ে এমবাপে এখন উপভোগ করছেন দারুণ মুহূর্ত। তাতে আনচেলত্তিও এমবাপেকে ভাসিয়েছেন প্রশংসায়।
ইতালিয়ান কোচের বিশ্বাস, এমবাপে ভালোভাবেই তার রিয়াল গ্রেট রোনালদোর দেখানো পথেই আছেন। “সে এরই মধ্যে ক্যারিয়ারে দারুণ কিছু অর্জন করেছে। এখানে শুরুটা ধীরগতির ছিল, এখন সে মানিয়ে নিচ্ছে। তাকে পারফর্ম করতে দেখাটা বেশ উপভোগ্যই। তার মধ্যে সব উপকরণই আছে রোনালদোর পর্যায়ে যাওয়ার। তবে এজন্য পরিশ্রম করতে হবে। রোনালদো নিজেকে অনেক উঁচুতে নিয়ে গেছে। এমবাপে মাত্র শুরু করেছে এখানে, তবে যেই আবেগ ও মান তার আছে তাতে রোনালদোর পর্যায়ে সে যেতে পারবে। সে জন্য পরিশ্রম করে যাওয়া বিকল্প নেই।”
কয়েকদিন ধরেই খবরটি আসছিল যে, দাঁতের ব্যাথায় ভুগছেন কিলিয়ান এমবাপে। গত সপ্তাহে এজন্য নাকি একটা দাঁত তুলতে হয়েছে তাকে। সেই ঝামেলা চুকিয়ে অবশ্য শেষ ম্যাচে জিরোনার বিপক্ষে মাঠেও নেমেছিলেন ফরাসি তারকা। তবে রিয়াল সোসিয়েদাদ ম্যাচের আগে দাঁতের ব্যাথা আবারও কাবু করেছে এমবাপেকে। তাতে ছিটকে গেছেন কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগ থেকে।
গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি আশা দিয়েছিলেন এমবাপের খেলার। না খেললেও দলের সঙ্গে থাকার কথা জানিয়েছিলেন এই ইতালিয়ান কোচ। তবে বুধবার রিয়ালের ঘোষণা দেওয়া স্কোয়াডে দেখা মেলেনি তেমন কিছুর। এমবাপেকে ছাড়াই ঘোষণা করা হয়েছে রিয়াল দল।
ফরাসি অধিনায়ক এই মৌসুমে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা। এখন পর্যন্ত ৩৯ ম্যাচ খেলে করে ফেলেছেন ২৮ গোল।
অবশ্য শুধু এমবাপেই নন, রিয়ালের স্কোয়াডে রাখা হয়নি গোলরক্ষক থিবো কোর্তোয়া ও মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দেকে। টানা খেলার ধকল কাটাতে দুজনকেই বিশ্রামে রেখেছেন আনচেলত্তি। এছাড়া লাল কার্ড দেখে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া জুড বেলিংহাম ফিরেছেন স্কোয়াডে। লা লিগায় তার খেলার বাধা থাকলেও কোপা দেল রে তে খেলতে বাধা নেই ইংলিশ এই ফুটবলারের।
ফুটবল মাঠে বাবার সাথে বেশ কয়েকবারই দেখা গেছে মোহামেদ সালাহর মেয়েকে। এবার টেলিভিশন শো’তে দেখা যাবে মিশরীয় তারকার মেয়ে মক্কাকে। আর সেটাও হচ্ছে আসছে রমজান মাসেই। মক্কার টেলিভিশনে অভিষেক হবে হিট মিশরীয় সিরিজ ‘কামেল এল আদাদ’-এ অতিথি তারকা হিসেবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরিজের পরিচালক খালেদ এল হালাফাউই। “সিরিজের তৃতীয় অংশে নতুন তারকারা থাকছেন এবং মক্কা মোহামেদ সালাহর সেখানে একটি বিশেষ উপস্থিতি থাকবে।”
আরও পড়ুন
শাস্তির পর স্বস্তির দেখা পেলেন মেসি |
![]() |
এবারের রমজানে শো-টি তার তৃতীয় সিজন নিয়ে আসছে। আগে থেকেই মিশরে বেশ জনপ্রিয়তা রয়েছে কামেল এল আদাদ সিরিজের প্রথম দুই সিজনের। এবারের সিজন নিয়ে সবার মাঝে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে লিভারপুল তারকা সালাহর মেয়ের মক্কা থাকায়।
২০১৪ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন মক্কা। আগে টুকটাক অভিনয় করলেও এবার টেলিভিশন পর্দায় আসছেন বলে তাকে নিয়ে রোমাঞ্চ ছুয়ে যাচ্ছে সালাহ পরিবারকে। বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সালাহ পরিবারও সিরিজটি ভক্ত। মক্কার চরিত্র এখানে কেমন হবে, সেটা তারা গোপন রেখেছেন এতদিন।
তবে মক্কার অভিনয় দক্ষতায় অবাকই হয়েছেন পরিচালক এল হালাফাউই। “আমি তার অভিনয় করার ক্ষমতা এবং সে সঠিকভাবে আরবি বলতে পারে কিনা, সেটা নিয়ে চিন্তিত ছিলাম। কিন্তু মেয়েটি আমাকে অবাক করেছে। সে খুব স্মার্ট। আরবীটাও খুব ভালো বলতে পারে। আমি সালাহকেও এখানে রাখার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু মক্কার থাকাটাও আমাদের জন্য ভালো।”
আরও পড়ুন
আজ নারী ফুটবল দলের নতুন শুরু দুবাইয়ে |
![]() |
সালাহ ও তার স্ত্রী ম্যাগির আরেকটি কন্যা রয়েছে, যার নাম কায়ান। জন্ম ২০২০ সালে।
মাঠে নামার আগেই খবরটা পেয়ে গিয়েছিলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। এমএলএসের প্রথম ম্যাচে নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচ শেষে অ্যাসিস্ট্যান্ট রেফারির ঘাড়ে হাত দেওয়ার দায়ে জরিমানা করা হয়েছে মেসিকে। একই ম্যাচে একই ধরনের কাণ্ডে জরিমানা গুনতে হচ্ছে উরুগুয়ে তারকাকেও। তবে এগুলো খুব একটা প্রভাব ফেলতে পারেনি আর্জেন্টিনা অধিনায়কের খেলায়। বরং কানসাস সিটির বিপক্ষে আরও একবার দেখিয়েছেন নিজের ঝলক।
গত মঙ্গলবার রাতে এমএলএসের ডিসিপ্লিনারি কমিটি মেসিদের আর্থিক জরিমানা করে। তবে আর্থিক পরিমাণে কত সেটা এখনো নিশ্চিত নয়। তার মাঝেই বুধবার ভোরে মাঠে নামেন মেসি ও সুয়ারেজ। কনকাকাপে সাবেক দুই বার্সা সতীর্থই দেখা পান গোলের। সেই সাথে ৩-১ গোলের জয়ে কনক্যাকাপে নিশ্চিত হয় ইন্টার মায়মির শেষ ষোলো।
আরও পড়ুন
এবার মেসির কাছে রেফারির জার্সির আবদার |
![]() |
এদিন ১৯ মিনিটে দারুণ এক গোল করেন মেসি। সুয়ারেজের ক্রস ডিবক্সের ভেতর বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে সেটা ভলিতে রূপান্তরিত করেন। এরপরের দৃশ্য তো সবার খুব চেনা। বাঁ পায়ের জোরালো শটে বল জড়ান জালে। প্রথমার্ধে অতিরিক্ত সময়ে আবারও গোলের দেখা পায় মায়ামি। তাদেও আলেন্দে নাম লেখান স্কোর শিটে, এর এক মিনিট মাদে গোলে দেখা পান সুয়ারেজও।
তাতে প্রথমার্ধেই জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় মায়ামির। অবস্থা বুঝে মেসি, সুয়রাজেদের দ্বিতীয়ার্ধে তুলে কোচ নেন হাভিয়ের মাসচেরানো। একটা গোল কানসাস সিটি ফেরত দিলেও বড় জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।
ম্যাচ শেষে মাসচেরানো, তরুণদের বাড়তি প্রশংসা করেছেন।
“অবশ্য আমি অভিজ্ঞদের সাথে কাজ করতে বেশি পছন্দ করি, তবে আমি এটা জানি যে তরুণরাই আমাদের অনেক কিছু দিতে পারে। আমরা চেষ্টা করবো আবার তাদের যথেষ্ট সময় দিতে, তাদের উপর বিশ্বাস রাখতে।”
বার্সেলোনা শুরুটা করেছিল বাজে, আর শেষটাও ঠিক একই রকম। আতলেতিকোর জন্য চিত্রটা বিপরীত। শুরুর দশ মিনিট আর শেষে দশ মিনিট পুরটাই দিয়েগো সিমিওনের দলের নামে। ম্যাচের মাঝের বাকি সময় দাপট বার্সেলোনার। যদিও শেষ পর্যন্ত জয়ের দেখা মেলেনি কারোরই। পাগলাটে ম্যাচটা শেষ হয়েছে ৪-৪ গোলের সমতায়। তাতে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক হতাশ হলেও স্বস্তির সুর আতলেতিকো মাদ্রিদ কোচের মুখে।
লা লিগায় শেষ দেখায়ও পুরো ম্যাচে বার্সেলোনা দাপট দেখিয়েছিল। তবে শেষ মুহূর্তে আলেকসান্দার সরলথ হৃদয় ভেঙেছিল বার্সার, এবারও ঠিক একই কাজে করেছেন নরওয়ের এই স্ট্রাইকার। অতিরিক্ত সময়ে পিছিয়ে থাকা আতলেতিকোকে সমতায় ফিরিয়েছেন সরলথ। অন্যদিকে শেষ দশ মিনিটে দুই গোল হজম করাটা হতাশ করেছে বার্সা কোচকে।
আরও পড়ুন
‘শয়টান হান্টের শিকার হয়েছি’, বললেন ব্লাটার |
![]() |
ম্যাচ শেষে ফ্লিক দলের মানসিকতার প্রশংসা করলেও হতাশা প্রকাশ করেছেন শেষ মুহূর্তে গোল হজম করা নিয়ে, “আমার খুবই কষ্ট লাগছে সেই সাথে হতাশও শেষের দশ মিনিট নিয়ে। কারণ এর আগে লম্বা সময় আমাদের হাতেই ম্যাচের লাগাম ছিল। দলের ৯৫ শতাংশ কাজ নিয়েই আমি খুশি, বাকি পাঁচ শতাংশের এখনো ঘাটতি আছে। আমাদের তাই সেটা পুরো করতে আরও কাজ করতে হবে।”
অন্যদিকে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সমতা নিয়ে মাঠ ছাড়তে পেরে বেশ খুশি দিয়েগো সিমিওনে, “তারা বেশ ভালো খেলেছিল। আমরা এগিয়ে যাওয়ার পরও তারা ফিরে এসেছে। এরপর লিডও দিয়েছে। তবে আমরা তখন ভেঙে পড়েনি। বদলি ফুটবলাররা ভালো করেছে। শেষ দিকে দুই গোল দিয়ে আমরা এমন কঠিন প্রতিপক্ষকে আটকে দিতে পেরেছি। দলের মানসিকতা গ্লাডিয়েটরসদের মতো। বার্সেলোনা দলটা দারুণ, তবে আমরাও যে কম না সেটাই প্রমাণ করলাম।”
এদিন হুলিয়ান আলভারেজের গোলে প্রথম মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। ছয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান। ম্যাচের শুরুতে দুই গোলের লিড পেয়েও সেটা খুব একটা সময় ধরে রাখতে পারেনি আতলেতিকো। ১৯ মিনিটে বার্সেলোনার হয়ে ব্যবধান কমান পেদ্রি, তার ঠিক দুই মিনিট বাদে দারুণভাবে সমতায় ফেরে বার্সেলোনা। কর্নার থেকে ভেসে আসা বলে হেড দিয়ে পাও কুবরাসি বার্সেলোনাকে ফেরান সমতায়।
আরও পড়ুন
আজ নারী ফুটবল দলের নতুন শুরু দুবাইয়ে |
![]() |
সমতায় ফেরা বার্সাকে ম্যাচে প্রথমবারের মতো ৪১ মিনিটে এগিয়ে দেন ইনিগো মার্তিনেজ। ৭৪ মিনিটে বার্সেলোনাকে গোলের ব্যবধান বাড়িয়ে দেন রবার্ট লভানডফিস্কি। তবে শুরুর মতো শেষ দশ মিনিটে বার্সেলোনা আবারও খেই হারায়। ৮৪ মিনিটে মার্কোস ইয়োরেন্তে শোধ দেন একটি গোল। আর অতিরিক্ত সময়ে গিয়ে বার্সার হৃদয় ভাঙেন সরলথ।
বাংলাদেশের নারী ফুটবলে নতুন এক অধ্যায় শুরুর দিন আজ। বিদ্রোহী শীর্ষ ১৮ ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে নারী দল, তাও আবার বিদেশের মাটিতে। দুবাইয়ে ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এই ম্যাচটি।
দু’বার সাফ শিরোপাজয়ী অধিনায়ক সাবিনা খাতুন সহ শীর্ষ ১৮ নারী ফুটবলার কোচের সাথে দ্বন্দ্বে জড়িয়ে দলের বাইরে। তারপরও গত সাফজয়ী দলের ৮ খেলোয়াড় আছেন, বাকি ১৫ জন নবাগত। ২০২৪ সালের আক্টোবরে সাফ জেতা দলটির মূল একাদশের একমাত্র ফুটবলার হিসেবে টিকে আছেন আফইদা খন্দকার। এই ডিফেন্ডারই দলকে মাঠে নেতৃত্ব দেবেন।
আরও পড়ুন
‘শয়টান হান্টের শিকার হয়েছি’, বললেন ব্লাটার |
![]() |
ফিফা র্যাঙ্কিংয়ে আমিরাত আছে ১১৬ নাম্বারে, বাংলাদেশের অবস্থান ১৩২। এই দু’টি দল আর্ন্তজাতিক ম্যাচে এবারই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে। যদিও বয়সভিত্তিক প্রতিযোগিতায় তিনবার মুখোমুখি হয়ে তিনবারই জিতেছে বাংলাদেশ।
দুবাইয়ের ঠান্ডা আবহাওয়ায় গতকাল অনুশীলন করেছে বাংলাদেশ দল। আবহাওয়া নিজেদের পক্ষে থাকবে বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক, “ বাংলাদেশেও তো এখন শীতকাল। এখানে ঠান্ডা একটু বেশি, তবে সমস্যা হচ্ছে না”। বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ আমিরাতের বিপক্ষে জয় পেলেও জাতীয় দলের ক্ষেত্রে বিষয়টা সহজ নয় বলে মনে করেন কোচ পিটার বাটলার “আমিরাতের নারী খেলোয়াড়দের লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে। সেখানে আমাদের দলের বড় অংশই এখন অনভিজ্ঞ। তবে এরা প্রতিশ্রুতিশীল”।
ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে জাতীয় দলের হয়ে খুব শিগগিরই হয়ত আবার দেখা যাবে সাবিনা সহ শীর্ষ খেলোয়াড়দের। ১৭ দিনের বিদ্রোহের ইতি তাঁরা ঘটিয়েছেন, তবে আপাতত ‘কুলিং পিরিয়ড’ হিসেবে এই প্রীতি ম্যাচে নেই ফুটবলাররা। তাই বাধ্য হয়েই নতুন ফুটবলারদের দলভুক্ত করা হয়েছে। এখন এখানে নতুনরা যদি জ্বলে ওঠেন, তবে পুরনো অনেকেরই ফেরার পথ কঠিন হয়ে পড়তে পারে।
১৫ ঘণ্টা আগে
১৫ ঘণ্টা আগে
৪ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে
১৭ দিন আগে
১৭ দিন আগে
১৭ দিন আগে