৪ অক্টোবর ২০২৫, ৩:০১ পিএম
আহমেদাবাদ টেস্টে আড়াই দিনেই ভারতের কাছে ইনিংস ও ১৪০ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৪৪৮ রান। আজ তৃতীয় দিন আর ব্যাটিংয়ে নামেনি স্বাগতিকেরা। ইনিংস ঘোষণা দিয়ে সফরকারীদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে পাঠায়।
২৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও ন্যূনতম লড়াই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। রবীন্দ্র জাদেজার ঘূর্ণি ও মোহাম্মদ সিরাজের তোপে দাগানো বোলিংয়ে ১৪০ রানে গুটিয়ে যায় তারা। উইন্ডিজরা প্রথম ইনিংসে করেছিল ১৬২ রান।
স্যার গারফিল্ড সোবার্স, ব্রায়ান লারা, ভিভ রিচার্ডসদের ওয়েস্ট ইন্ডিজ যেন টেস্ট খেলাটাই ভুলে গেছে! নিজেদের সবশেষ ১৫ ইনিংসের মধ্যে ১৩তম বার দুইশো রানের মধ্যে অলআউট হয়েছে তারা। এর মধ্যে বাকি দুটি ইনিংসে শুধু ২০০-এর বেশি রান করেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭ রানে গুটিয়ে গিয়েছিল তারা।
রও পড়ুন
ওয়ানডেতেও রোহিতের জায়গা নিচ্ছেন গিল |
![]() |
ভারত সফরে সবশেষ পাঁচ টেস্টের মধ্যে চারটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। একটি টেস্টে হেরেছে ১০ উইকেটে। কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস, ম্যালকম মার্শালদের সমৃদ্ধ ইতিহাসের কথা ভাবলে, বর্তমান দলের বোলিং আক্রমণ শুধুই ‘ভোঁতা’!
দ্বিতীয় ইনিংসে প্রথম ছয় ব্যাটারের মধ্যে চারজনই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ অলিক আথানাজে ৩৮ রান করেছেন। শেষ দুই ব্যাটার জেডন সিলস ২২ ও ইয়োহান লেইন করেন ১৪ রান।
ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরির পর বোলিংয়েও ওয়েস্ট ইন্ডিজকে ভুগিয়েছেন জাদেজা। শিকার করেছেন ৪ উইকেট। দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ১০৪ রান করে ম্যাচসেরা পুরস্কারও হাতে তুলেছেন এই অলরাউন্ডার।
তার আগে লোকেশ রাহুলের ১০০, ধ্রুব জুরেলের ১২৫ ও জাদেজার ১০৪ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৪৮ রান করে ভারত।
No posts available.
সব অনিশ্চয়তা দূরে ঠেলে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এতে নিশ্চিত হয়ে গেল মুশফিকুর রহিমের শততম টেস্টের ভেন্যু।
দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আইরিশরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
এরপর ঢাকায় ফিরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৯ তারিখ শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সব ঠিক থাকলে সেটিই হবে মুশফিকের শততম টেস্ট।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে এই মাইলফলক স্পর্শ করবেন সাবেক এই অধিনায়ক। এখন পর্যন্ত ৯৮ টেস্টে ১২ সেঞ্চুরি ও ২৭ ফিফটির সৌজন্যে ৩৮.১০ গড়ে ৬ হাজার ৩২৮ রান করেছেন ৩৮ বছর বয়সী ব্যাটার।
এটিই হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ। এর আগে ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে ৭ উইকেটে জিতেছিল স্বাগতিকরা।
টেস্ট সিরিজ শেষে চট্টগ্রামে চলে যাবে দুই দল। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা.লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি।
ক্ষুদ্রতম সংস্করণে এখন পর্যন্ত ৮ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। বাংলাদেশের জয় ৫ ম্যাচে আর আইরিশরা জিতেছে ২টি। ফল আসেনি অন্য ম্যাচে।
নতুন ব্যাটিং ও স্পিন বোলিং কোচ নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে জুলিয়ান উডকে। এশিয়া কাপের আগে সম্প্রতি এই পাওয়ার হিটিং কোচকে কিছু দিনের জন্য নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
উডের পাশাপাশি স্পিন বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট নিয়োগ দিয়েছে ড. রেনে ফার্ডিনান্ডসকে। উডকে এক বছরের জন্য জাতীয় ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, কার্যকর হয়েছে ১ অক্টোবর থেকে। আর ফার্ডিনান্ডসের চুক্তির মেয়াদ দুই বছরের।
‘পাওয়ার হিটিং প্রোগ্রামের’ উদ্ভাবক উড আধুনিক ট্রেনিং পদ্ধতি ও বায়োমেকানিক্স ব্যবহার করে খেলোয়াড়দের হিটিং ক্ষমতা বাড়ানোর জন্য সুপরিচিত। তাঁর পরামর্শে সুফল পাওয়ার আশার কথা বলেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররাও।
বাংলাদেশ ছাড়াও অভিজ্ঞ উড এর আগে কাজ করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), গ্লুচেস্টারশায়ার, হ্যাম্পশায়ার, মিডলসেক্স ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সঙ্গে।
চলতি বছর শুরুর দিকে তিনি শ্রীলঙ্কা দলের সঙ্গে এক সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করেছিলেন, যা আইসিসি নারী বিশ্বকাপসহ নানা আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতির অংশ ছিল।
ড. রেনে ফার্ডিনান্ডসকে জাতীয় স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ৩০ সেপ্টেম্বর থেকে। ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেকানিক্সে পিএইচডি করা ফার্ডিনান্ডস বিজ্ঞানের প্রয়োগে ক্রিকেট পারফরম্যান্স উন্নত করার ব্যাপারে বিশেষজ্ঞ। তিনি ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) কাজ করেছেন, যেখানে বায়োমেকানিক্সভিত্তিক কোচিং প্রোগ্রাম পরিচালনা করেছেন এলিট খেলোয়াড় ও কোচদের জন্য।
কব্জি ও ফিঙ্গার স্পিনে বিশেষজ্ঞ ফার্ডিনান্ডস নিউজিল্যান্ড ক্রিকেটে বায়োমেকানিক্স কনসালট্যান্ট হিসেবেও কাজ করেছেন। বোলারদের পারফরম্যান্স মূল্যায়ন ও চোট-ঝুঁকি নিরূপণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
এ ছাড়া তিনি আন্তর্জাতিক অভিজ্ঞতার পাশাপাশি ইস্টার্ন সাবার্বস ক্রিকেট ক্লাব, ইউটিএস নর্থ সিডনি ক্রিকেট ক্লাব, হকসবুরি ক্রিকেট ক্লাব এবং সিডনি ইউনিভার্সিটি ক্রিকেট ক্লাবে কোচিং করিয়েছেন।
দুই বছরের মেয়াদে শ্রীলঙ্কা ক্রিকেটে দায়িত্ব পালন করবেন ড. ফার্ডিনান্ডস। এ সময়ে তিনি স্পিন বোলিং ট্রেনিং, ম্যাচ প্রস্তুতি, পারফরম্যান্স বিশ্লেষণ ও খেলোয়াড় উন্নয়ন কার্যক্রমে নেতৃত্ব দেবেন।
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার পূর্ণাঙ্গ সিরিজের ম্যাচ অফিশিয়ালদের নাম প্রকাশ করেছে পিসিবি ও সিএসএ। ১২ অক্টোবর থেকে আগামী ৮ নভেম্বর পর্যন্ত চলবে সিরিজ। দুই দল খেলবে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।
পাকিস্তান-প্রোটিয়াদের সিরিজে থাকছে বাংলাদেশও! আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আছেন ম্যাচ অফিশিয়ালদের তালিকায়।
লাহোরে গাদ্দাফি স্টেডিয়াম ১২ অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। লাল বলের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ আম্পায়ার ও আইসিসি এলিট প্যানেলের সদস্য রডনি টাকার অনফিল্ড দায়িত্বে থাকবেন। তাঁর সঙ্গে থাকবেন নিউজিল্যান্ডের ক্রিস্টোফার ব্রাউন। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।
তৃতীয় আম্পায়ার থাকবেন বাংলাদেশের সৈকত, আর চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন পাকিস্তানের ফয়সাল খান আফ্রিদি।
২০ অক্টোবর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে অনফিল্ড দায়িত্বে থাকবেন ক্রিস্টোফার ব্রাউন ও সৈকত। টাকার থাকবেন তৃতীয় আম্পায়ার হিসেবে। পাকিস্তানের রশিদ রিয়াজ হবেন চতুর্থ আম্পায়ার।
২৮ ও ৩১ অক্টোবর প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে অনফিল্ড আম্পায়ার থাকবেন পাকিস্তানের মোহাম্মদ আসিফ ইয়াকুব ও রশিদ রিয়াজ। তৃতীয় আম্পায়ার ফয়সাল খান আফ্রিদি এবং চতুর্থ আম্পায়ার তারিক রশিদ।
১ নভেম্বর লাহোর তৃতীয় টি-টোয়েন্টিতে অনফিল্ড দায়িত্বে থাকবেন রশিদ রিয়াজ ও ফয়সাল আফ্রিদি। আসিফ ইয়াকুব তৃতীয় আম্পায়ার, তারিক রশিদ চতুর্থ আম্পায়ার।
৪ নভেম্বর ফয়সালাবাদ ইকবাল স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন সৈকত ও আসিফ ইয়াকুব। ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ হবেন তৃতীয় আম্পায়ার, রশিদ রিয়াজ চতুর্থ।
৬ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে- অনফিল্ডে প্রথমবার একসঙ্গে দায়িত্ব পালন করবেন আইসিসি এলিট প্যানেলের দুই আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও আহসান রাজা। সৈকত তৃতীয় আম্পায়ার ও রশিদ রিয়াজ চতুর্থ আম্পায়ার।
৮ নভেম্বর তৃতীয় ওয়ানডেতে অনফিল্ড আম্পায়ার সৈকত ও ফয়সাল আফ্রিদি। অ্যালেক্স ওয়ার্ফ তৃতীয়, আর রশিদ রিয়াজ চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
পিসিবি জানিয়েছে, সিরিজ জুড়ে রঞ্জন মাদুগালে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ চক্রের অংশ।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরে প্রথম সেঞ্চুরিতে ঢাকা মেট্রোকে বড় সংগ্রহ এনে দেন সাদমান ইসলাম। বরিশালের বিপক্ষে এরপর বাকি কাজ সারেন বোলাররা। তাতে ৯৬ রানের বড় জয় পায় ঢাকা মহানগর।
‘টেস্ট স্পেশালিস্ট’ হিসেবে পরিচিত সাদমান আজ ৫৪ বলে তিন অঙ্ক স্পর্শ করেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে তাঁর এই প্রথম সেঞ্চুরিতে বরিশাল বিভাগের বিপক্ষে ঢাকা মহানগর আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৭ রান করে। বড় লক্ষ্য তাড়ায় ১৭.৫ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় বরিশাল।
এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে এসেছে ঢাকা মহানগর। ৬ ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া বরিশাল ৮ দলের মধ্যে সবার শেষে। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তালিকার শীর্ষে ঢাকা বিভাগ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে ঢাকা মহানগর। মাহফিজুল ইসলাম রবিনকে নিয়ে ১৭৭ রানের উদ্বোধনী জুটি গড়েন সাদমান।
৪৯ বলে ৭৯ করা মাহফিজুল ইসালামের উইকেট পতনের পর সেঞ্চুরি তুলে নেন সাদমান। ৬১ বলে ১০১ রানের দারুণ এই ইনিংসের শেষ হয় ইফতিখার হোসেনের বলে শেখ অন্তরের হাতে ক্যাচ দিয়ে। এই ওপেনারের ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ১১টি চার।
এনসিএল টি–টোয়েন্টির দুই আসর মিলিয়ে এটি তৃতীয় সেঞ্চুরি। আগের দুটি এনামুল হকের ১০১ (খুলনার হয়ে ঢাকার বিপক্ষে) ও জিশান আলমের ১০০ (সিলেটের হয়ে ঢাকার বিপক্ষে)। দুটিই গত আসরের।
এনসিএল টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটার সাদমান। টুর্নামেন্টের গত আসরে তিন অঙ্কের দেখা পান জিসান আলম ও এনামুল হক বিজয়। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে শতরানের স্বাদ পাওয়া বাংলাদেশের ১৪তম ব্যাটার তিনি। ১৮তম ওভারে বোলিংয়ে এসে এই জুটি ভাঙেন ইফতেখার হোসেন ইফতি। এনসিএল টি-টোয়েন্টিতে যে কোনো উইকেটে এটিই সর্বোচ্চ জুটি।
শেষ দিকে ইফতির দুর্দান্ত বোলিংয়েং দুইশ ছোঁয়া হয়নি ঢাকা মহানগরের। এরপর রান তাড়ায় শুরু থেকেই উইকেট হারাতে থাকে বরিশাল। ওপেনার আজমির আহেমেদের ২৪ বলে ২৬ রানই ছিল তাদের সর্বোচ্চ। ২ ওভারে ১৫ রান দিয়ে তিন উইকেট নিয়ে ঢাকার সেরা বোলার মারুফ মৃধা। দু’টি করে উইকেট নিয়েছেন আবু হায়দার ও রাকিবুল হাসান।
মিচেল মার্শের বিধ্বংসী সেঞ্চুরিতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতল অজিরা। দ্বিতীয় ম্যাচ হয়েছিল পরিত্যক্ত।
মাউন্ট মাঙ্গানুইয়ের বে ওভালে আজ কিউইদের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য ১২ বল হাতে রেখেই তাড়া করেছে অস্ট্রেলিয়া। চ্যাপেল-হ্যাডলি সিরিজের ট্রফি এবারও ধরে রাখল সফরকারীরা।
১৫৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন মার্শ। একপ্রান্ত আগলে রেখে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান তিনি। যদিও অপরপ্রান্তে একের পর এক উইকেট হারায় অজিরা, মার্শ ছিলেন অপ্রতিরোধ্য। ৫২ বলে ১০৩ রানের অপরাজিত থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। ইনিংসে সাজানো ছিল ৮টি চার ও ৭টি ছক্কা। অষ্ট্রেলিয়ার বাকি আট ব্যাট করতে নামা আট ব্যাটার মিলে করেন মাত্র ৪৯ রান।
অ্যারন ফিঞ্চ ও শেন ওয়াটসনের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন মার্শ। রানের সেঞ্চুরির পাশাপাশি এই ম্যাচে কুড়ি ওভারের ক্রিকেটে ছক্কার সেঞ্চুরিও করেছেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল, ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের পর এ কীর্তি গড়েছেন মার্শ।
টি-টোয়েন্টিতে রান তাড়া করে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার তৃতীয় ব্যাটার হলেন মিচেল মার্শ। তার আগে গ্লেন ম্যাক্সওয়েল ও টিম ডেভিড করেছিলেন রান তাড়ায় সেঞ্চুরি। এই সংস্করণে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন মার্শের দখলে। ছাড়িয়ে গেছেন রিকি পন্টিংয়ের ৯৮ রানের ইনিংসকে।
টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। শুরুতেই ডেভন কনওয়েকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে আরেক ওপেনার টিম সেইফার্ট নিউজিল্যান্ডের ইনিংসকে এগিয়ে নিতে থাকেন। সেইফার্ট ৪৮ রান করে ফেরার পর শেষ দিকে মাইকেল ব্রেসওয়েলের ২৬ ও জিমি নিশামের ২৫ রানের কল্যাণে ৯ উইকেটে ১৫৬ রানে থামে কিউইদের ইনিংস।
অস্ট্রেলিয়ার হয়ে শন অ্যাবট ৩ উইকেট নেন, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউডের শিকার ২টি করে উইকেট। ম্যাচ ও সিরিজসেরা মিচেল মার্শ।