পাকিস্তান-শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা হয়েছে আজ। আগামী নভেম্বরে পাকিস্তান সফর করবে লঙ্কানরা। ১১ নভেম্বর থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে এই সিরিজ।
প্রায় ছয় বছর পর পাকিস্তানে আবারও ওয়ানডে খেলবে লঙ্কানরা। সবশেষ ২০১৯ সালে তিন ওয়ানডে খেলতে এসেছিল তারা, সেবার ২–০ ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিকেরা।
নভেম্বরের ওয়ানডে সিরিজের পরই শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে পাকিস্তান আয়োজন করবে নিজেদের মাঠে প্রথমবার টি–টোয়েন্টি ট্রাই-সিরিজ। সব ম্যাচই হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।
এর আগে অক্টোবর-নভেম্বরে পাকিস্তান সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে তারা। নিজেদের মাঠে একের পর এক সিরিজে ব্যস্ত সময় কাটাবে বাবর-সালমানদের।
সংযুক্ত আরব আমিরাতে গতকাল আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতেছে পাকিস্তান। এবার এশিয়া কাপ খেলতে নামছে তারা। তারপর ঘরোয়া মৌসুমে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজগুলো পাকিস্তান দলকে দেবে ২০২৬ ভারত ও শ্রীলঙ্কায় টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ।
পাকিস্তান-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ সূচি
১১ নভেম্বর – প্রথম ওয়ানডে, রাওয়ালপিন্ডি
১৩ নভেম্বর – দ্বিতীয় ওয়ানডে, রাওয়ালপিন্ডি
১৫ নভেম্বর – তৃতীয় ওয়ানডে, রাওয়ালপিন্ডি
No posts available.
৯ সেপ্টেম্বর ২০২৫, ২:৩৯ পিএম
এশিয়া কাপ শুরু হচ্ছে আজ। তবে বাংলাদেশ দলের অভিযান শুরু হবে আগামী পরশু। তার আগে অধিনায়কদের মিলনমেলা ও ট্রফি উন্মোচন হয়ে গেল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। আমিরাতের তপ্ত রোদে ট্রফি সামনে বসিয়ে দৃঢ় প্রতিজ্ঞ আট অধিনায়কের মুষ্টিবদ্ধ হাত, যেন ইঙ্গিত দিল- ‘ন্যূনতম ছাড় নেই, এ শিরোপা লড়াইয়ে’।
বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস তো সংবাদ সম্মেলনে বললেনই, এশিয়া কাপের অধরা শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন তাঁরা। এ প্রতিযোগিতায় বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ফাইনাল পর্যন্ত। তিনবার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারেনি তারা।
সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে অধিনায়ক লিটন দিয়েছিলেন শিরোপা নিয়ে দেশে ফেরার প্রত্যয়। এমন আত্মবিশ্বাসী হওয়ার দারুণ বাস্তবতাও রয়েছে তাঁদের। টি-টোয়েন্টিতে টানা তিনটি সিরিজ জিতেছেন লিটনরা। এর মধ্যে প্রতিযোগিতার দুই শক্তিশালী দল শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়েছেন তাঁরা। তারপর কদিন আগে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডসকে।
আরও পড়ুন
নিয়মরক্ষার ম্যাচে ফাহমিদুল-মোরছালিনদের বড় জয় |
![]() |
এশিয়া কাপে সেই ছন্দ ধরে রাখতে চায় বাংলাদেশ। টানা তিন সিরিজ জয়ের প্রসঙ্গ টেনে লিটন বললেন,
‘গত তিনটি সিরিজে আমরা খুব ভালো খেলেছি। সব খেলোয়াড়ই খুব উচ্ছ্বসিত। এশিয়া কাপে প্রতিটি দলই শক্তিশালী। ম্যাচ জিততে হলে শতভাগ দিতে হবে। সেটাই আসল চ্যালেঞ্জ।’
এশিয়া কাপে এবার গ্রুপ পর্বের বাধা উতরাতে কঠিন চ্যালেঞ্জেরমুখে পড়তে পারে বাংলাদেশ। ‘বি’গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আগামী পরশু হংকংয়ের ম্যাচ দিয়ে অভিযানে নামবে বাংলাদেশ দল।
এরই মধ্যে হার্ষা ভোগলে, আকাশ চোপড়া, রাসেল আর্নল্ডদের মতো সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকেরা সেমিফাইনালের দৌড়ে ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকেই এগিয়ে রেখেছেন। তবে লিটন জানালেন, কাউকে ভুল প্রমাণ করার বাড়তি চাপ নিয়ে খেলতে চান না তাঁরা।
আরও পড়ুন
এশিয়া কাপের আগে ধোঁয়াশায় ভারত |
![]() |
বাংলাদেশ অধিনায়ক বললেন শুধু খেলায় মনোযোগ দিতে চান,
‘কাউকে ভুল প্রমাণ করার বাড়তি তাগিদ আমাদের নেই। আমরা সম্প্রতি ভালো ক্রিকেট খেলছি, প্রস্তুতি ক্যাম্পও দারুণ কেটেছে। এশিয়া কাপ চ্যালেঞ্জিং হবে কারণ সব দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করার অপেক্ষায় আছি। আমাদের মনোযোগ শুধু সর্বোচ্চটা দেওয়ার দিকে।’
একাধিকবার ফাইনাল খেলে শিরোপা না জেতার আক্ষেপের কথাও ছিল লিটনের কণ্ঠে। তাঁর বিশ্বাস এবার সেই ইতিহাস বদলানোর সময়,
‘আমরা কয়েকবার রানার্সআপ হয়েছি, কিন্তু কখনো শিরোপা জিততে পারিনি। ইতিহাস ভাঙার জন্যই, আমরা এবার সেটি পাল্টানোর চেষ্টা করব। সহজ হবে না, তবে দল হিসেবে কোথায় উন্নতি করা যায় সেটায় মনোযোগ দেব এবং সেরা ক্রিকেট খেলব।’
আইসিসির সব সদস্য দেশকে টি-টোয়েন্টি স্ট্যাটাস দিয়ে দেওয়ার পর থেকে নিয়মিতই আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায় অদ্ভুত সব রেকর্ড আর কীর্তি। তেমনই এক অনন্য রেকর্ডের জন্ম দিয়েছেন ভানুয়াতু নারী দলের অধিনায়ক রাচেল অ্যান্ড্রু।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইস্ট-এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে মঙ্গলবার ইন্দোনেশিয়ার বিপক্ষে একই ম্যাচে ফিফটি ও হ্যাটট্রিক করেছেন রাচেল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়কদের মধ্যে এটিই প্রথম ফিফটি ও হ্যাটট্রিকের ঘটনা।
আরও পড়ুন
এশিয়া কাপের আগে ধোঁয়াশায় ভারত |
![]() |
ম্যাচের প্রথম ইনিংসে ১৪ চার ও ১ ছক্কায় ৭১ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন রাচেল। পরে বল হাতে ৪ ওভারে মাত্র ১০ রানে নেন ৩ উইকেট। ইন্দোনেশিয়ার ইনিংসে ১৯তম ওভারে পরপর তিন বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ভানুয়াতু অধিনায়ক।
রাচেলের ইতিহাস গড়া পারফরম্যান্সের পর ৭ রানে ম্যাচ জিতে বাছাইয়ে যাত্রা শুরু করে ভানুয়াতু।
সব মিলিয়ে একই ম্যাচে ফিফটি ও হ্যাটট্রিক করা দ্বিতীয় ক্রিকেটার রাচেল। চলতি বছরের শুরুর দিকে ফ্রান্সের বিপক্ষে এক ম্যাচে তারই সতীর্থ সেলিনা সোলমান ফিফটি ও হ্যাটট্রিকের প্রথম কীর্তি গড়েন।
ওই ম্যাচে ব্যাট হাতে ৫৬ রানের সঙ্গে বোলিংয়ে কোনো রান খরচ না করেই ৪ উইকেট নিয়েছিলেন সোলমান।
আরও পড়ুন
শেষ ম্যাচ খেলার ৬ বছর পর পাকিস্তানি পেসারের অবসর |
![]() |
ইন্দোনেশিয়াকে হারিয়ে যাত্রা শুরুর পর বাছাইয়ে 'বি' গ্রুপের দুই নম্বরে অবস্থান করছে ভানুয়ারু। সবার ওপরে রয়েছে স্বাগতিক ফিজি।
আট দলের বাছাইপর্ব থেকে শীর্ষে থাকা দল পাবে বৈশ্বিক বাছাইপর্বের টিকেট। যেখানে এরই মধ্যে ঠিক হয়েছে বাকি ৯ দল- বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, নেপাল, স্কটল্যান্ড, নামিবিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
এশিয়া কাপ আসে, যায়। লিপিবদ্ধ হয় অজস্র রেকর্ড-গল্প আর সুখ-দুখের কল্পকাহিনি। ১৬শ শতাব্দীতে মাঠে গড়ানো ক্রিকেট ধারে-ভারে-ঐতিহ্যে এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। ব্যাট-বলের ময়দানি লড়াই আরও চিত্তাকর্ষক করে তুলতে বদলে ফেলা হয়েছে এর ফরম্যাট। যার আধুনিকতম সংস্করণ টি-টোয়েন্টি ও টি-টেন। আজ মঙ্গলবার রাত সাড়ে আটটায় শুরু হচ্ছে আট জাতির টুর্নামেন্টের ১৭তম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান-হংকং। আগামীকাল (বুধবার) একই সময়ে আসরের অন্যতম ফেভারিট ভারতের সঙ্গে খেলবে সংযুক্ত আরব আমিরাত।
১৯৮৪ সালে যাত্রা শুরু করা এশিয়া কাপে সবচেয়ে বেশি (৮ বার) শিরোপাজয়ী দল ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যান ইন ব্লুজরা এবার পড়েছে ‘এ’ গ্রুপে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ছাড়াও সূর্যকুমার যাদবদের গ্রুপে রয়েছে ওমান ও সংযুক্ত আরব-আমিরাত। আগামীকাল স্বাগতিক আরব আমিরাতের ম্যাচের আগে দলের একাদশ, বিশেষ করে বোলিং-ব্যাটিং বিভাগ নিয়ে কথা বলেছেন দলের বোলিং কোচ মর্নে মরকেল। যদিও মোহাম্মদ ওয়াসিমদের বিপক্ষে কেমন একাদশে হতে পারে তা নিয়ে স্পষ্ট ধারণা দেননি সাবেক প্রোটিয়া এই তারকা পেসার।
আরও পড়ুন
স্টোকসকে নিয়ে সুসংবাদ পেল ইংল্যান্ড |
![]() |
দুবাইয়ে সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চারজন স্পিনার নিয়ে আক্রমণভাগ সাজিয়েছিল ভারত। মরকেল মনে করেন, এবারের পরিস্থিতি ভিন্ন। কন্ডিশন বিবেচনায় এবার তাদের ভিন্ন পরিকল্পনায় এগোতে হতে পারে। তিনি বলেন, ‘দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট আবারও দেখতে হবে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সময় এখানে অনেক ম্যাচ হয়েছে। আমার মনে হয়, ক্রিকেট কিছুটা সারফেস হারিয়েছে। ক্লান্ত বলা যেতে পারে।’
তিনি যোগ করেন, ‘সবকিছু বিবেচনায় আমরা রাতের দিকে আরেকবার উইকেট দেখব। আমার ধারণা, উইকেটে ঘাস রয়েছে। ফলে, প্রথম ম্যাচে নামার আগে আমরা বুঝে নিতে পারব কোন কৌশল সবচেয়ে ভালো কাযকর হবে। তবে আপাতত আমরা সব ধরনের বিকল্পের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং ম্যাচের দিন সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
যদি ভারত অতিরিক্ত একজন পেসার খেলানোর সিদ্ধান্ত নেয়, তবে নতুন বলে জাসপ্রিত বুমরাহর সঙ্গী হতে পারেন আর্শদীপ। একই সঙ্গে, তরুণ পেসার হার্ষিত রানা ও অভিজ্ঞ অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া—এই দুইজনও পেস আক্রমণের অংশ হতে পারেন। আর ভারতের ভাণ্ডারে রয়েছে একাধিক স্পিনার। বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব—এই তিনজন প্রথম ম্যাচে কেউ কারো থেকে পিছিয়ে নেয়।
স্পিন বিভাগ, বিশেষ করে কুলদ্বীপকে বেশ আশাবাদী কোচ মরকেল। তিনি বলেন, ‘আমি মনে করি, কুলদ্বীপ বেশ প্রফেশনাল। ইংল্যান্ড সফরে সে তার সর্বোচ্চটা দেখিয়েছে। তাছাড়া কুলদীপ তার ক্যারিয়ারে অনেক ওভার বল করেছে। সে জানে কী করতে হবে টি-টোয়েন্টি এবং সাদা বলের ক্রিকেটে। যখন আমরা ট্রেনিং করি, তখন সেটা যেন ফোকাসড হয়, যেন এর পেছনে একটা লক্ষ্য থাকে এবং আমরা যেন সেই লক্ষ্য অনুযায়ী কাজ করি।’
আরও পড়ুন
আমাদের দলের ১৬ জনই ট্রাম্প কার্ড: লিটন |
![]() |
সবচেয়ে জরুরি যে অংশ-ওপেনিং জুটি। উদ্বোধনী জুটিতে নির্দ্বিধায় থাকবেন অভিষেক শর্মা। অভিজ্ঞ এই ব্যাটারের ওপেনিং সতীর্থ কে হবেন, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। সঞ্জু বেশ ভালো ফর্মে রয়েছেন। ওপেনিংয়ে তিনিই সব থেকে বড় দাবিদার। শুভমান গিলকে নিয়েও কথা হচ্ছে বেশ। ভারতেরও ওপেনিং জুটি হিসেবে অভিষেক শর্মা এবং গিলকে দেখা যেতে পারে। সঞ্জুকে নিয়েও সাসপেন্স রয়েছে।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টিতে বলা যায় অপ্রতিরোধ্য ভারত। শুভমান গিল, সাঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, রিঙ্কু সিং, অভিষেক শর্মাদের মত ব্যাটার, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেলদের মতো অলরাউন্ডারদের পাশাপাশি জসপ্রিত বুমরাহর নেতৃত্বে শক্তিশালী বোলিং আক্রমণ।
দীর্ঘ দিন ধরে জাতীয় দলে সুযোগ না পাওয়ার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন উসমান শিনওয়ারি। পাকিস্তান জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন ৩৪ বছর বয়সী বাঁহাতি এই পেসার।
২০১৯ সালে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শিনওয়ারি। প্রায় ৬ বছর পর এলো তার থেমে যাওয়ার ঘোষণা।
পাকিস্তানের জার্সিতে প্রায় ৬ বছরের ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে ৩৪ ম্যাচ খেলেছেন শিনওয়ারি। ২০১৩ সালের শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তার। এরপর একই দলের বিপক্ষে টেস্ট আর ওয়ানডেতেও অভিষেক হয় তার।
আরও পড়ুন
আমাদের দলের ১৬ জনই ট্রাম্প কার্ড: লিটন |
![]() |
ওয়ানডেতেই তুলনামূলক সফল ছিলেন শিনওয়ারি। ১৭ ম্যাচে তার শিকার ৩৪ উইকেট। ২০১৭ সালে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম চার ম্যাচে তিনি নেন ১২ উইকেট।
২০১৯ সালের অক্টোবরে আবার শ্রীলঙ্কার বিপক্ষেই ৫১ রানে ৫ উইকেট নেন বাঁহাতি এই পেসার। কিন্তু এরপর আর এক ম্যাচ খেলেই শেষ হয়ে যায় তার ওয়ানডে ক্যারিয়ার।
ওই বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র টেস্ট ম্যাচটি খেলেন শিনওয়ারি। বৃষ্টির বাগড়া পড়া ম্যাচে একমাত্র ইনিংসে ১৫ ওভারে ৫৪ রান খরচ করে তিনি পান ১ উইকেট।
অ্যাশেজের আগে বড় সুসংবাদ পেল ইংল্যান্ড। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দেশটির টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস।
গত জুলাইয়ে ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে কাঁধে চোট পেয়েছিলেন স্টোকস। এরপর আর মাঠে নামা হয়নি ইংলিশ অধিনায়কের। তবে সম্প্রতি তিনি অনুশীলনে ফিরেছেন। নিজের কাউন্টি দল ডারহামের সঙ্গে নেটে লম্বা সময় ব্যাটিং করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
ডারহাম কোচ রায়ান ক্যাম্পবেল স্টোকসের অনুশীলনে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
“স্টোকস ব্যাটিংয়ে ফিরেছে এবং (অ্যাশেজ সিরিজের) প্রথম টেস্টের জন্য তৈরি হচ্ছে। গত সপ্তাহে তিনি ব্যাটিং শুরু করেছেন এবং খুব ভালো সেশন হয়েছে। স্কট বার্থউইক এবং কোচ উইল গিডম্যান প্রায় দুই ঘণ্টা তাকে বল ছুঁড়েছে। ব্যাটিং দিকটা ভালো যাচ্ছে। বোলিংয়ে আরও সময় লাগবে।”
এদিকে গত ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আঘাত পাওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মার্ক উড। আগামী সপ্তাহে ডারহামের লাল বলের ম্যাচে ফিটনেস প্রমাণ করার জন্য মাঠে নামার সম্ভাবনা রয়েছে এই পেসারের।
২০১১ সালের পর অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জিততে পারেনি ইংল্যান্ড। অ্যাশেজের জন্য এখন থেকেই তাই প্রস্তত হচ্ছে ইংলিশরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ থেকে প্রত্যাহার করা হয়েছে ব্যাটার বেন ডাকেট ও জেমি স্মিথকে।
অ্যাশেজ সিরিজে পুরোপুরি ফিট পাওয়ার জন্যই মূলত তাদের বিশ্রামে রেখেছেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
অস্ট্রেলিয়ার মাঠে ২০২১-২০২২ অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যাবধানে হেরেছিল ইংল্যান্ড। সবশেষ ২০২৩ অ্যাশেজে নিজেদের ঘরের মাঠে ২-২ ব্যাবধানে ড্র করেছিল তারা। এবার অ্যাশেজ পুনরুদ্ধারের লক্ষ্যে ২১ নভেম্বর পার্থে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা।