ক্রিকেট

মেশিনের সামনে পায়ে প্যাড ছাড়াও অনুশীলন করেছি: সাইফ

 
ক্রিকেট করেসপন্ডেন্ট
ক্রিকেট করেসপন্ডেন্ট
ঢাকা

১৭ অক্টোবর ২০২৫, ৪:২১ পিএম

news-details

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ। বড় লক্ষ্যে শুরুতেই তানজিদ হাসানের উইকেট হারিয়ে বেশ চাপে বাংলাদেশ। তখনই নুয়ান থুশারার লেগ স্টাম্পের ওপর করা কাটারে চমৎকার এক ফ্লিক শটে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে দিলেন সাইফ। সেই ছক্কার সঙ্গে যেন উড়ে গেল সব শঙ্কা। সহজেই জিতে গেল বাংলাদেশ।


পরে টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ঘটনার একটি হয়ে গেছে সাইফের ওই ছক্কা। শুধু ওই ছক্কা ছাড়াও পুরো এশিয়া কাপেই বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটার ছিলেন সাইফ। সেই ধারাবাহিকতা তিনি ধরে রাখেন আফগানিস্তানের বিপক্ষেও। এমনকি ওয়ানডে সিরিজে বাকিদের ব্যর্থতার ভিড়েও তুলনামূলক ব্যতিক্রম ছিলেন ২৬ বছর বয়সী ব্যাটার।


এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজ শেষ করে দেশে ফিরেও দম ফেলার ফুরসত নেই টপ-অর্ডার এই ব্যাটারের। শনিবার শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। যেখানে দলের ব্যাটিংয়ের বড় ভরসা সাইফ। 

ম্যাচের আগের দিন টি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আলোচিত ওই ছক্কা, নিজের সার্বিক প্রস্তুতি, দলের খারাপ সময় কাটিয়ে ওঠার প্রত্যয়সহ আরও অনেক কিছু নিয়ে কথা বলেছেন তিনি।


টি স্পোর্টস: দলে ফেরার পর থেকে দারুণ ছন্দে আছেন। প্রথমেই শুনতে চাই, কতটা খুশি আপনি?

সাইফ: আল্লাহর অশেষ রহমত। আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব না। আলহামদুলিল্লাহ। দলের জন্য কিছু অবদান রাখতে পেরেছি। চেষ্টা থাকবে জিনিসটা ধরে রাখার।


টি স্পোর্টস: গত কয়েক বছরের পরিশ্রমের ফল পাচ্ছেন। এখন কি মনে হচ্ছে, পরিশ্রম আরও বাড়িয়ে দেওয়া উচিত?

সাইফ: আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে, আধিপত্য দেখাতে অবশ্যই পরিশ্রম করতে হবে। এছাড়া আর উপায় নেই। পরিশ্রম করলে অবশ্যই এর ফল পাওয়া যায়। এখন (জাতীয় দলে) পরিশ্রমের পরিমাণ আরও বেশি হওয়া উচিত।


টি স্পোর্টস: আপনার সতীর্থরা আপনাকে অনেক পছন্দ করেন। সংবাদ সম্মেলনে কোচ ফিল সিমন্সও আপনার প্রশংসা করে গেলেন। সব মিলিয়ে কি মনে হচ্ছে, পরিশ্রমের ফলটাই এখন পাচ্ছে সাইফ?


সাইফ: ওমন কিছু (পরিশ্রমের ফল পাচ্ছি কিনা) ভাবছি না। যেখানেই খেলি, সবসময় চেষ্টা থাকে দলের জন্য অবদান রাখার। ছোটবেলা থেকেই এটা ছিল যে, দলের জন্য যদি অবদান রাখতে পারি নিজের খুব ভালো লাগে। ওই দায়িত্ব যেহেতু আছে, উপভোগের চেষ্টা করছি। যেখানে খেলছি, এই দায়িত্বটা (ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং) পাচ্ছি। শুধু উপভোগের চেষ্টা করছি।

টি স্পোর্টস: এশিয়া কাপে আপনি ১২টি ছক্কা মেরেছেন। টুর্নামেন্টে একসময় দলের বাকিদের সম্মিলিত ছক্কার চেয়ে আপনার ছক্কা বেশি ছিল। এই যে ছক্কার পারদর্শিতা, এর পেছনে কী কাজ করেছেন?


সাইফ: নির্দিষ্ট কিছু না। অনুশীলনে রেঞ্জ হিটিং নিয়ে কাজ করেছি। তারপর পাওয়ার ট্রেনিং করেছি, জিমে কাজ করেছি। নাথান কেলির কথা বলতেই হয়। যখন জাতীয় দলে ছিলাম না, তখনও তার দেওয়া প্রোগ্রাম অনুসরণের চেষ্টা করেছি। 


যেখানে ক্যাম্পে গেছি, ইফতি ভাই... তো জিম ট্রেনিংয়ের অনেক গুরুত্ব আছে। এর সঙ্গে যেখানেই প্র্যাকটিস করেছি, রেঞ্জ হিটিংটা সঙ্গে রেখেছি। সবসময় ক্রিকেটিং শটস খেলার চেষ্টা করেছি। ফল পেয়েছি, তাই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। চেষ্টা করব আরও ভালো কিছু করার।


টি স্পোর্টস: ফ্লিকে দারুণ একটা ছক্কা মেরেছেন। পায়ের ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটারদের অনেক সময় দুর্বলতা দেখা যায়। তো ওই ছক্কাটার ব্যাপারে জানতে চাই


সাইফ: পায়ের ক্ষেত্রে যদি বলেন, ২-৩ বছর আগে পায়ের বিষয়ে আমি একটু ভুগছিলাম। পরে সালাউদ্দিন স্যারের সঙ্গে যখনই কথা বলেছি, তিনি বলেছেন, 'তুই পা ইম্প্রুভ কর। তোর অফসাইডটা খুব ভালো। তাই বোলার সবাই তোকে ভেতরে টার্গেট করবে। তাই এখানে যদি ভালো থাকিস, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে সহজ হবে।' 

তাই পায়ের অনেক কাজ করেছি। এমনও দিন গেছে প্যাড ছাড়া প্র্যাকটিস করেছি, মেশিনে পেস বলে। তারপর বলের ওপর পা রেখে... অনেক কাজ করেছি। এখন কিছুটা ম্যানেজ করতে পারছি। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আরও ভালো করার সুযোগ আছে।


টি স্পোর্টস: খারাপ সময় তো সবারই থাকে। ওই দুঃসময়েই কাছের মানুষ সবচেয়ে বেশি চেনা যায়। মাঝের খারাপ সময়ে কাদের পাশে পেয়েছেন?


সাইফ: সবাই অনেক সাপোর্ট করেছে। বিশেষ করে পরিবার। আমার বাবা, মা, আমার স্ত্রী। কঠোর পরিশ্রম করেছি সকাল থেকে রাত। যেখানে যখন কাজ করেছি, কোনো পিছুটান ছিল না। সবসময় সাপোর্ট করেছে। এছাড়া আমার বন্ধু যারা আছে... নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন সবসময় পুশ করেছে। 


নাঈমের কথা বলতে হয়। নাঈম সবসময় মেন্টালি অনেক সাহস দিয়েছে। যেখানে অনুশীলন করেছি, অঙ্কন সঙ্গে ছিল। একা অনুশীলন করলে যে অলসতা আসে, সেটা আসেনি ও থাকায়। আমরা উপভোগের চেষ্টা করেছি। এরকম অনেক কিছু আছে। মনে করতে পারছি না। অনেকেই সম্পৃক্ত ছিল।অনেকে কাছে ছিল। যা আমার জন্য অনেক সাহায্য হয়েছে।


টি স্পোর্টস: সমর্থকদের ব্যাপারে জানতে চাই। বিমানবন্দর থেকে আপনি যখন বের হচ্ছিলেন, সবাই বাহবা দিচ্ছিল। কিন্তু একইসময়ে আপনার সতীর্থদের কটুক্তি করেছে। এই ব্যাপারটা কীভাবে দেখেন? সমর্থকদের জন্য কিছু বলার আছে কিনা?


সাইফ: আমি দেখিনি। তবে শোনার পর ফিল করতে পেরেছি, যাদের নিয়ে এসব কটুক্তি করা হয়েছে। একটা জিনিস হলো, ক্রিকেটারদের খারাপ সময় যেতেই পারে। আমারও খারাপ যেতে পারত। তখন আমার সঙ্গেও এমন হতে পারত। তাই এটা আমি পুরোপুরি ফিল করতে পারি। আমার মনে হয়, সাপোর্ট দেওয়া উচিত। 


হ্যাঁ আমরা ওয়ানডেতে একটা খারাপ সময়ের মধ্যে যাচ্ছি। তবে দেখেন টি-টোয়েন্টিতে আমরা ভালো করছি। যদিও কাপ আনতে পারিনি। কিছুটা ক্লোজ ছিল। পাকিস্তানের বিপক্ষে ফলটা যদি আমাদের পক্ষে আসত, আমরা ফাইনাল খেলতে পারতাম। ইনশাআল্লাহ্‌ আমরা কামব্যাক করব। সমর্থকদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের সমর্থন দিয়েন। কেউ ইচ্ছা করে খারাপ খেলে না। সবাই শতভাগ দেওয়ার চেষ্টা করে। ইনশাআল্লাহ্‌ আমরা কামব্যাক করব।


টি স্পোর্টস: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা জেতা যাবে তো?

সাইফ: আমরা আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। সবাই মানসিকভাবে প্রস্তুত। আমার মনে হয়, আমাদের জন্য খুব ভালো একটা সিরিজ হবে। তাই কালকের ম্যাচের ওপরেই পূর্ণ মনোযোগ। 


No posts available.

bottom-logo

ক্রিকেট

টেস্ট ক্যাপ্টেন্সির পাশাপাশি বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে শান মাসুদ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৪ অক্টোবর ২০২৫, ১০:৫৪ পিএম

news-details

ব্যাপারটি সত্যিই অদ্ভুতুড়ে! বিশ্ব ক্রিকেটে সাধারণত ‘কোনো খেলোয়াড় একই সময়ে দলের নেতৃত্বের পাশাপাশি বোর্ডের প্রশাসনিক দায়িত্বও পালন করছেন’ এমনটা দেখা যায়নি। সেটার ব্যতিক্রম ঘটল এবার। পাকিস্তানের টেস্ট ক্যাপ্টেন শান মাসুদকে দেশটির আন্তর্জাতিক ক্রিকেট পরামর্শকের দায়িত্ব দিয়েছে পিসিবি। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।


শান মাসুদ বর্তমানে পাকিস্তানের লাল বলের ফরম্যাটের ক্যাপ্টেন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেছে তার দল। ২৮ অক্টোবর থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। মাঝখানের বিরতিতে আজ অতিথিদের নিয়ে ডিনার পার্টির আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।


মহসিন নকভির সভাপতিত্বে পিসিবির সেই পার্টিতে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই শান মাসুদকে দেশটির আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরামর্শদাতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। 


সম্প্রতি ডিরেক্টর অফ ক্রিকেট পদের জন্য বিজ্ঞাপন দেয় পিসিবি। এশিয়া কাপে করমর্দনকাণ্ডে উসমান ওহালাকে সাময়িকভাবে বরখাস্ত করে বোর্ড। তাকে পুনর্বহাল করা হয়েছে এদিন। তবে শান মাসুদকে নতুন পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করার পর ওহালাকে পিএসএল সংক্রান্ত দায়িত্বে স্থানান্তর করা হবে বলে জানা গেছে।


পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, এই পদটি একটি নেতৃত্বমূলক দায়িত্ব, যেখানে পাকিস্তান দলের ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনা করা হবে। প্রধান কাজ হলো আন্তর্জাতিক টুরগুলো পরিকল্পনা, আয়োজন, সম্পাদনা এবং তদারকি করা।

bottom-logo

ক্রিকেট

৭ বছর পর জিম্বাবুয়ে দলে ফিরলেন ক্রেমার

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৪ অক্টোবর ২০২৫, ১০:২৩ পিএম

news-details

ক্রিকেটে সাত বছর তুলনামূলক দীর্ঘ বলা চলে। অনেকের ক্যারিয়ারও এতটা দীর্ঘ হয় না। অথচ দল থেকে বাদ পড়ার সাত বসন্ত পর জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরেছেন গ্রায়েম ক্রেমার। 


আজ এক বিজ্ঞপ্তিতে আফগানিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। যেখানে বড় চমক স্পিনার ক্রেমার।


৩৯ বছর বয়সি ক্রেমার সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৮ সালে। এরপর আর মাঠে নামা হয়নি। পেসার ট্রেভর গওয়ান্ডুর জায়গা স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। 


জিম্বাবুয়ে দলের নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা। এ দলে উল্লেখযোগ্য আর কোনো পরিবর্তন নেই। সবশেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের সবাই রয়েছেন দলে। 


আফগানিস্তানের হারারেতে সিরিজের তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে অনুষ্ঠিত হবে ২৯, ৩১ অক্টোবর ও ২ নভেম্বর। 


জিম্বাবুয়ে দল

সিকান্দার রাজা (ক্যাপ্টেন), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্ডে, টিনোতেন্ডা মাপোসা, তাদিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড নাগারভা, ব্রেন্ডন টেলর।

bottom-logo

ক্রিকেট

জ্বর-শ্বাসকষ্ট নিয়ে সাইফের অদম্য ইনিংসের প্রশংসা সৌম্যের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৪ অক্টোবর ২০২৫, ৭:৫৮ পিএম

news-details

সৌম্য সরকার ও সাইফ হাসান যেভাবে ছুটছিলেন, তাতে মনে হচ্ছিল ওপেনিং জুটিতে তামিম ইকবাল ও লিটন দাসের রেকর্ড ভেঙে দেবেন। তবে ১৭৬ রানে থামে তাদের ইস্পাত লৌহ এই জুটি। তাতে চূড়ায় না উঠলেও পেছনে ফেলেন সাবেক ওপেনার মেহেরাব হোসেন ও শাহরিয়ার নাফিসের ১৭৯ রানের জুটি। দেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি এখন সৌম্য-সাইফের।


সৌম্য-সাইফের তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ না হলেও গতকাল ঠিকই বাংলাদেশ জিতেছে। তাতে ২-১ ব্যবধানে নিশ্চিত হয়েছে ওয়ানডে সিরিজ। এখন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে অবস্থান করছে দুই দল।


ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ১৭৯ রানের বড় জয় উপহারের ম্যাচে অসুস্থ শরীর নিয়ে খেলেছেন সাইফ হাসান। ওয়ানডে অভিষেক হওয়া স্পিন অলরাউন্ডার কাল সিরিজের শেষ ওয়ানডেতে করেছেন ৭২ বলে ৮০ রান। দুর্দান্ত এ ইনিংসের পর তার ওপেনিং সঙ্গী সৌম্য সরকার বলেন, 

‘সে (সাইফ) সত্যিই দারুণ ব্যাটিং করেছে। তার শট সিলেকশন অসাধারণ। যখনই সে সমস্যায় পড়েছে কথা বলেছে আমার সঙ্গে। ওর শ্বাসকষ্ট হচ্ছিল। এরপরও যেভাবে ও ব্যাটিং করেছে, লড়ে গেছে, সেটার জন্য ওকে কৃতিত্ব দেওয়া উচিত।’


সাত মাসের বেশি সময় পর ওয়ানডেতে ফেরা সৌম্য ৭ চার ৪ ছক্কায় করেছেন ৮৬ বলে ৯১ রান। নার্ভাস নাইন্টির ঘরে আউট হওয়া ছোঁয়া হয়নি তিন অঙ্কের রান। মাঠে যতক্ষণ ছিলেন সর্বোচ্চ উজাড় করে খেলেছেন বাঁ-হাতি এই ব্যাটার। তাকেও প্রশংসায় ভাসিয়েছেন সাইফ, 

‘দাদা (সৌম্য) আমাকে অনেক সাহায্য করেছেন। তিনদিন ধরে আমি জ্বর এবং ঠান্ডাজনিত সমস্যা ভুগছিলাম। আমি দাদার (সৌম্য) সঙ্গে অনেক সময় খেলেছি। আমি তার সঙ্গে ব্যাট করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।’


সাইফ আর বলেছেন, 

‘সেঞ্চুরি না হওয়াতে খারাপ লাগছে। আমরা উইকেটে সেট ছিলাম। খুবই স্বাচ্ছন্দ্য খেলছিলাম। তবে হ্যাঁ, আমরা দলের জয়ে ভূমিকা রেখেছি এবং ম্যাচ জিতেছি, এটাই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এমন সুযোগ এলে কাজে লাগানোর চেষ্টা করবো।’


সাইফের মতো সেঞ্চুরি মিসে আফসোস নেই সৌম্য সরকারের। এই ওপেনার জানিয়েছেন, ব্যক্তিগত কোনো লক্ষ্য ও মাইলস্টোনের জন্য তিনি মাঠে নামেননি। তিনি বলেছেন, 

‘সেঞ্চুরি না পাওয়াতে আমার কোনো দুঃখ নেই। আমি খুবই খুশি যে, টাফ উইকেটে ব্যাটিং করতে পেরেছি। যদি আমার সেঞ্চুরিতে রূপ দেওয়া যেত, তাহলে আরও ভালো লাগতো। তবে, আবারও মনে করিয়ে দিতে চাই, আমি দলের জন্য অবদান রাখতে পেরেছি, দল জিতেছে এবং এটাই আসল।’


নিজের ব্যাটিং কৌশল নিয়ে তিনি বলেছেন, 

‘কঠিন উইকেটে ব্যাট করে ভালো লাগছে, আমরা আমাদের দক্ষতার ওপর ভরসা রাখতে পারি। উইকেটে অনেক বড় টার্ন ছিল না, তাই রিভার্স সুইপ আমার কাছে সবচেয়ে ভালো বিকল্প মনে হয়েছে।’


‘সাইফও একবার এই শটটা খেলেছিল। ও বুঝেছিল যে স্পিনারদের বিপক্ষে রিভার্স সুইপই ভালো বিকল্প।’

-তিনি যোগ করেন


 সর্বোপরি, সাইফ মনে করেন পজিটিভ মাইন্ডসেটের কারণেই সিরিজের শেষ ম্যাচে জিততে পেরেছে বাংলাদেশ।

bottom-logo

ক্রিকেট

পিসিবির আইনি নোটিশ ছিঁড়ে ফেললেন মুলতানের মালিক

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৪ অক্টোবর ২০২৫, ৪:৪৬ পিএম

news-details

পিসিবির পাঠানো আইনি নোটিশ ছিঁড়ে ফেলেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল মুলতান সুলতানসের স্বত্বাধিকারী আলি তারিন। বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, এটি সমালোচকদের ভয় দেখানোর চেষ্টা ছাড়া কিছু নয়।


তারিনের দাবি, পিসিবির পাঠানো নোটিশে তাঁকে সতর্ক করা হয়েছে—তিনি যদি সম্প্রতি দেওয়া সমালোচনামূলক বক্তব্য প্রত্যাহার না করেন এবং আনুষ্ঠানিক ক্ষমা না চান, তবে তাঁর ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিল করা হবে এবং তাঁকে পিএসএল থেকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে তিনি স্পষ্ট বলেছেন, ‘আমি চুপ করে থাকব না।’


তারিন জানিয়েছেন, ভয় দেখিয়ে চুপ করানো যাবে না তাঁকে। মুলতানের স্বত্বাধিকারী বলেন, ‘এই নোটিশ আসলে ভয় দেখানোর জন্যই পাঠানো হয়েছিল, কিন্তু আমি এমন কৌশলের সামনে মাথা নত করব না।’


তারিনের দাবি, পিএসএলের ব্যবস্থাপনা নিয়ে তাঁর মন্তব্যগুলো কোনো আক্রমণ নয়, বরং গঠনমূলক সমালোচনা,  ‘আমি পিএসএলকে ভালোবাসি—এটা পুরো পাকিস্তানের লিগ। আমি শুধু চেয়েছি, যোগ্য ও দক্ষ মানুষদের ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করা হোক।’


ব্যঙ্গ করে তারিন বলেন, ‘যদি লিগে পেশাদারিত্বের দাবি তোলা অপরাধ হয়, তাহলে আমি সেই অপরাধের জন্য ক্ষমা চাই। তারিনের অভিযোগ, পিসিবি কর্মকর্তারা স্টেকহোল্ডারদের সঙ্গে একত্রে কাজ করতে চান না এবং সামান্য সমালোচনাও সহ্য করতে পারেন না। তিনি বলেন, ‘আপনারা মালিকদের সঙ্গে কাজ করতে চান না। আপনারা চান, সবাই নিঃশব্দে আপনাদের কথামতো চলুক, কোনো প্রশ্ন তুলবে না।’


তারিন বললেন তাঁর উদ্বেগের বিষয়গুলো নিয়ে এখনো কেউ যোগাযোগ করেনি, ‘আজ পর্যন্ত কেউ বলেনি, অফিসে আসুন, বসে সমস্যা সমাধান করি।’


ভিডিও বার্তায় প্রতীকী প্রতিবাদ হিসেবে পিসিবির পাঠানো আইনি নোটিশ ছিঁড়ে ফেলেন তারিন। ঘোষণা দেন, লিগের সমস্যা নিয়ে তিনি খোলাখুলি কথা বলা চালিয়ে যাবেন। দৃঢ় কণ্ঠে বলেন, ‘নোটিশে দেওয়া হুমকিতে আমি ভয় পাব না।’


এর একদিন আগে পিসিবি মুলতান সুলতানসকে পিএসএল থেকে স্থগিত করে পিসিবি এবং চুক্তি বাতিলের সতর্কবার্তাসহ একটি নোটিশ পাঠানো হয়। অভিযোগ, ফ্র্যাঞ্চাইজিটি চুক্তির শর্ত ভঙ্গ করেছে। নোটিশে বলা হয়, ফ্র্যাঞ্চাইজিটি লিগের নিয়মনীতি লঙ্ঘন করেছে এবং চুক্তি বাতিলের ঝুঁকিতে রয়েছে। পিসিবির মতে, মুলতান সুলতানস লিগের বিধিবিধান মেনে চলতে ব্যর্থ হয়েছে।

bottom-logo

ক্রিকেট

কোহলির অবসরের ইঙ্গিত সাবেক সতীর্থের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২৪ অক্টোবর ২০২৫, ৪:১৫ পিএম

news-details

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজে আলোচনার কেন্দ্রে বিরাট কোহলি ও রোহিত শর্মা। সাত মাস পর ওয়ানডেতে ফিরেছেন এই দুই তারকা। সিরিজের প্রথম দুই ম্যাচেই শুন্য রানে আউট হয়েছেন কোহলি। রোহিত প্রথম ম্যাচে ৮ করার পর দ্বিতীয় ম্যাচে করেছেন ৭৩ রান। এই দুই তারকার প্রত্যাবর্তন সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই হেরেছে ভারত। গুঞ্জন উঠেছে এই সিরিজই দিয়েই ইতি ঘটতে পারে কোহলি কিংবা রোহিতের আন্তর্জাতিক ক্যারিয়ার।


অ্যাডিলেডে গতকাল শুন্য রানে আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফেরার সময় দর্শকদের উদ্দেশ্যে অনেকটা বিদায় নেওয়ার ইঙ্গিতপূর্ণ ভঙ্গি করেন কোহলি। তাতে দর্শকদের মধ্যে নতুন করে জেগেছে প্রশ্ন, তবে কি এই সিরিজেই ভারতের জার্সিতে শেষ কোহলির। 


আরও পড়ুন

টি-টোয়েন্টি সিরিজে স্পিন শক্তি বাড়াল ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজে স্পিন শক্তি বাড়াল ওয়েস্ট ইন্ডিজ


এমন সময়েই সাবেক আইপিএল সতীর্থ পার্থিব প্যাটেলের একটি পোস্ট কোহলির অবসরের গুঞ্জন আরও জোরালো হলো। আইপিএলে কোহলির সঙ্গে খেলা পার্থিব তাঁর এক্স ( টুইটার) পোস্টে লিখেছেন 'এটা সিডনিতেই!' যা দেখে অনেকেই ধারণা করছেন, অস্ট্রেলিয়ার এই ভেন্যুতেই বুঝি হতে যাচ্ছে ভারতের জার্সিতে কোহলির শেষ আন্তর্জাতিক ম্যাচ।


কোহলি-রোহিতের ভারতের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিন ধরেই। তবে জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে আপাতত সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। সিরিজ শেষ না হওয়া পর্যন্ত কোহলি ও রোহিতকে নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে বলছেন তিনি। 


চলতি বছরের মে মাসে টেস্ট থেকে অবসর নেন কোহলি। অষ্ট্রেলিয়ার মাটিতে সবশেষ বোর্ডার–গাভাস্কার ট্রফিতে ভালো পারফরম্যান্স করতে পারেননি তিনি। গত নভেম্বর-জানুয়ারিতে হওয়া সেই সিরিজে ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেন কোহলি। তারপর থেকেই আলোচনা চলছিল কোহলির টেস্ট ভবিষ্যৎ নিয়ে। এবার ওয়ানডে সিরিজও অষ্ট্রেলিয়ায় এমন সময় হচ্ছে যখন কোহলির ওয়ানডে ক্যারিয়ার দোলাচলে রয়েছে।


সিরিজের শেষ ওয়ানডেতে ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে কাল মাঠে নামবে ভারত। এই ম্যাচের জয় পরাজয় ছাপিয়ে কোহলি-রোহিতের দিকে তাকিয়ে ভক্তকূল। দুজনের ওয়ানডে ভবিষ্যত নিয়ে জানা যেতে পারে কালই। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায়। 

bottom-logo