১৪ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৪ পিএম
চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপের লড়াইয়ে এগিয়ে গেল ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২৮ রানের লক্ষ্য ২৫ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে ভারত।
এর আগে ভারতের স্পিনারদের জাদুতে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৭ রান করতে পারে পাকিস্তান।
পরপর দুই ম্যাচে বড় ব্যবধানের জয়ে সুপার ফোরের টিকেট অনেকটাই নিশ্চিত করে ফেলল ভারত। আর দুই ম্যাচে একটি করে জয়-পরাজয় পাওয়া পাকিস্তানকে সুপার ফোরের টিকেটের জন্য অপেক্ষায় থাকতে হবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের জন্য।
রান তাড়ায় ভারতকে উড়ন্ত শুরু এনে দেন অভিষেক শর্মা। মাত্র ১৩ বলে ৩১ রান করেন তিনি। এরপর তিলক ভার্মা ৩১ বলে করেন ৩১ রান। আর শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৩৭ বলে ৪৭ রানের ইনিংস খেলেন সুর্যকুমার যাদব।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১২৭/৯ (সাইম ০, ফারহান ৪০, হারিস ৩, ফাখার ১৭, সালমান ৩, হাসান নাওয়াজ ৫, মোহাম্মদ নাওয়াজ ০, ফাহিম ১১, আফ্রিদি ৩৩*, মুকিম ১০, আবরার ০*; পান্ডিয়া ৩-০-৩৪-১, বুমরাহ ৪-০-২৮-২, বরুণ ৪-০-২৪-১, কুলদিপ ৪-০-১৮-৩, অক্ষর ৪-০-১৮-২, অভিষেক ১-০-৫-০)
ভারত: ১৫.৫ ওভারে ১৩১/৩ (অভিষেক ৩১, গিল ১০, সুর্যকুমার ৪৭*, তিলক ৩১, দুবে ১০*; আফ্রিদি ২-০-২৩-০, সাইম ৪-০-৩৫-৩, আবরার ৪-০-১৬-০, নাওয়াজ ৩-০-২৭-০, মুকিম ২.৫-০-২৯-০)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
No posts available.
১৪ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৪ পিএম
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে থাকায় শেষ ম্যাচ রূপ নেয় অঘোষিত ফাইনালে। অথচ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ ম্যাচটি ভেস্তে গেছে বৃষ্টির বাগড়ায়। একটি বলও মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে ট্রেন্টব্রিজ স্টেডিয়ামে।
রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়ানোর কথা ছিল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের তৃতীয় টিটোয়েন্টি। কিন্তু ম্যাচের আগে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। মুষলধারে বৃষ্টির কারণে কভার দিয়ে ডাকা ছিল উইকেট। কয়েক ঘণ্টা অপেক্ষার পর সিদ্ধান্ত হয় ওয়াশ আউটের।
এর আগে কার্ডিফে সিরিজের প্রথম ম্যাচটি ছিল বৃষ্টিবিঘ্নিত। বৃষ্টির কারণে ওভার কেটে সেটা ৯ ওভারের ম্যাচে পরিণত হয়। ৭.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ যখন ৫ উইকেটে ৯৭, তখন আবারও বাধ সাধে বৃষ্টি। পরে আর দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নামতে পারেনি। ম্যাচটি শেষ পর্যন্ত হেরে বসে স্বাগতিকরা।
আরও পড়ুন
কুলদিপ-অক্ষরের স্পিন বিষে নীল পাকিস্তান |
![]() |
বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়াতে হতাশা প্রকাশ করেছেন হ্যারি ব্রুক। তিনি বলেন,
‘‘বৃষ্টিতে খেলা নষ্ট হওয়াটা দুঃখজনক। আমরা একটাই টি-টোয়েন্টি খেলতে পেরেছি, সেদিন (দ্বিতীয় টি টোয়েন্টি) যেভাবে খেলেছি, সেটা ছিল অসাধারণ। এত শক্তিশালী দলের বিপক্ষে ওভাবে খেলতে পারা আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে। আমাদের ব্যাটিং লাইন-আপ এত শক্তিশালী যে আমরা চাইলে তিন-চারবার ৩০০ রান তুলতে পারি।’’
হতাশা প্রকাশ করেছেন সফরকারী দলের অধিনায়কও। এইডেন মার্করাম বলেন,
“ইংল্যান্ড সফর কঠিন ছিল। প্রথম ম্যাচটা খুব দ্রুত শেষ হয়। দ্বিতীয় ম্যাচে আমরা পুরোপুরি হার মানলাম। পরিকল্পনা ছিল আজ খেলায় মানিয়ে নিতে হয়। অস্ট্রেলিয়া থেকে এখানে আসা পর্যন্ত অনেক শিক্ষা পেয়েছি।’’
প্রথম ওভারে ড্রেসিং রুমে ফিরলেন সাইম আইয়ুব। পরের ওভারে একই পথ ধরলেন মোহাম্মদ হারিস। শুরুর জোড়া ধাক্কা আর সামলে উঠতে পারল না পাকিস্তান। চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খুব বড় সংগ্রহ পেল না তারা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববারের ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করেছে পাকিস্তান। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদি ৪ ছক্কায় ১৬ বলে ক্যারিয়ার সেরা ৩৩ রান করায় লড়াইয়ের পুঁজি পেয়েছে তারা।
পাকিস্তানকে অল্পে বেধে রাখার কারিগর মূলত ভারতের স্পিনাররা। শুরুতে দুই পেসার হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহ উইকেট নিলেও, পরে জাদু দেখান কুলদিপ যাদব ও অক্ষর প্যাটেল।
আরও পড়ুন
হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক |
![]() |
প্রথম ম্যাচে ৪ উইকেট নেওয়া কুলদিপের এবার শিকার ৩ উইকেট। বাঁহাতি অক্ষর নেন ২ উইকেট। দুজনই ৪ ওভারে খরচ করেন ১৮ রান করে।
টস জিতে ব্যাটিং নিয়ে গড়পড়তার চেয়ে বেশি রানের লক্ষ্যের কথা বলেছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। কিন্তু শুরুতেই দুই উইকেট হারানোর পর আর সেটি করতে পারেনি তারা।
চার নম্বরে নেমে ফাখার জামান অবশ্য পাল্টা আক্রমণের চেষ্টা করেছিলেন। যার সুবাদে পাওয়ার প্লেতে ৪২ রান করে পাকিস্তান।
এরপর স্পিনাররা আক্রমণে আসতেই কমতে থাকে রান রেট। পরপর দুই ওভারে ফাখার (১৫ বলে ১৭) ও সালমানকে (১২ বলে ৪) আউট করেন অক্ষর। দশ ওভারে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে মাত্র ৪৯ রান।
আরও পড়ুন
বিসিবি নির্বাচনে কাউন্সিলর মনোনয়নের সময় বাড়ল |
![]() |
পরে উইকেট শিকারে যোগ দেন কুলদিপ। ১৩তম ওভারে পরপর দুই বলে হাসান নাওয়াজ ও মোহাম্মদ নাওয়াজকে আউট করেন বাঁহাতি রিস্ট স্পিনার। মাত্র ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে যায় পাকিস্তান।
এক প্রান্তে দাঁড়িয়ে একের পর এক ব্যাটারের বিদায় দেখছিলেন ওপেনার সাহিবজাদা ফারহান। ১৭তম ওভারে নিজের স্পেল শেষ করতে এসে তাকে ফেরান কুলদিপ। ছক্কা মারতে গিয়ে লং অনে ধরা পড়েন ৪৪ বলে ৪০ রান করা ব্যাটার।
এরপর ক্রিজে গিয়ে রান বাড়ানোর চেষ্টা করেন শাহিন শাহ আফ্রিদি। তার ঝড়ে শেষ ৪ ওভারে ৪৪ রান করে পাকিস্তান। কুলদিপ ও বরুণ চক্রবর্তীর বলে একটি করে ছক্কা মারেন বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার।
তবে অন্যপ্রান্ত থেকে সমর্থন পাননি আফ্রিদি। বরুণের বলে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন ফাহিম আশরাফ।
আরও পড়ুন
ছিটকে গেলেন সাকিব, স্কটিশ পেসারকে নিলো ইংল্যান্ড |
![]() |
১৯তম ওভারে বুমরাহর বলে পরপর দুটি চার মেরে রান কিছুটা বাড়ান সুফিয়ান মুকিম। ওভারের শেষ বলে তাকে বোল্ড করে দেন অভিজ্ঞ পেসার।
শেষ ওভারে পান্ডিয়ার বলে দুটি ছক্কা মারেন আফ্রিদি। তার ব্যাটেই লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১২৭/৯ (সাইম ০, ফারহান ৪০, হারিস ৩, ফাখার ১৭, সালমান ৩, হাসান নাওয়াজ ৫, মোহাম্মদ নাওয়াজ ০, ফাহিম ১১, আফ্রিদি ৩৩*, মুকিম ১০, আবরার ০*; পান্ডিয়া ৩-০-৩৪-১, বুমরাহ ৪-০-২৮-২, বরুণ ৪-০-২৪-১, কুলদিপ ৪-০-১৮-৩, অক্ষর ৪-০-১৮-২, অভিষেক ১-০-৫-০)
টস শেষে দু’দলের অধিনায়ক সাধারণত হাত মেলান। এটা খেলার রীতি না হলে ‘সৌজন্যতা’র অংশ হিসেবে যুগ যুগ ধরেই চলমান। কিন্তু এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান ম্যাচে হাত মেলাননি সূর্যকুমার যাদব ও আগা সালমান। করমর্দন না করেই ডাগ আউটে ফিরে যান দু’জন।
কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটে বয়কটের ঘোষণা দেয় ভারত। এমনকি আইসিসি ও এসিসির কোনো টুর্নামেন্টেও যেন ভারতকে পাকিস্তানের মুখোমুখি হতে না হয়, সে দাবিও ওঠে। যা অংশ হিসেবে সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত লিজেন্ডস ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিলেন শিখর ধাওয়ানরা। ফলে এশিয়া কাপে দুই দলের মুখোমুখি হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যদিও সে শঙ্কা উবে গেলে আজ রাত সাড়ে আটটায় মাঠে নামে ভারত-পাকিস্তান।
আরও পড়ুন
বিসিবি নির্বাচনে কাউন্সিলর মনোনয়নের সময় বাড়ল |
![]() |
ভারত-পাকিস্তান ম্যাচে যে ধরনের উত্তেজনা থাকে, ম্যাচের শুরুতেই আজ সেটা লক্ষ্য করা গেল। টস শেষে সৌজন্যসূচক হাত না মেলানো ছাড়াও দুই অধিনায়ক একে অন্যের দিকে তাকিয়ে কথাও বলেননি।
আগেই জানা গিয়েছিল অক্টোবরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। চলতি মাসের শুরুতে এমনটা নিশ্চিত করেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আর গতকাল (শনিবার) মিরপুরে নির্বাচন কমিশনারদের সঙ্গে নিয়ে বৈঠক করেছে বিসিবি। বৈঠক শেষে জানা যায়, আসন্ন বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের তারিখ ঠিক করা হয়েছে ৪ অক্টোবর।
বৈঠকে বিসিবি নির্বাচনে কাউন্সিলর মনোনয়নের সময় বেধে দেওয়া হয়েছিল ১৭ সেপ্টেম্বর। তবে আজ রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়, নতুন সময়সীমা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
আরও পড়ুন
এশিয়া কাপ ২০২৫ : পান্ডিয়ার পর বুমরাহর আঘাত |
![]() |
সময় বাড়ানোর কারণ হিসেবে বিসিবি জানিয়েছে, যোগ্য অংশগ্রহণকারীরা যেন যথাযথভাবে তাদের মনোনয়নপত্র পূরণ ও জমা দেওয়ার জন্য পর্যাপ্ত সময় পান। সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে যেন নতুন নির্ধারিত তারিখটি মনে রাখার এবং সময়মতো জমা নিশ্চিত করার।
বিসিবির সংবিধান অনুযায়ী, ঢাকা ভিত্তিক ক্লাবগুলো (ক্যাটাগরি-১) থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হন ৭৬ জন ক্লাব কাউন্সিলরের মাধ্যমে।
আরও পড়ুন
ছিটকে গেলেন সাকিব, স্কটিশ পেসারকে নিলো ইংল্যান্ড |
![]() |
ক্যাটাগরি-২, যেখানে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকে, সেখান থেকে আট বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলরের ভোটে ১০টি পদ পূরণ হয়।
ক্যাটাগরি-৩ এ ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায় একজন পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হন দুই পরিচালক। এভাবে ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। তারপর বোর্ড পরিচালকেরা মিলেই সভাপতি নির্বাচন করেন।
হাঁটুর চোটে আয়ারল্যান্ড ও নিউ জিল্যান্ডের বিপক্ষে সামনের সিরিজগুলো থেকে ছিটকে গেলেন সাকিব মাহমুদ। তার জায়গায় আয়ারল্যান্ড সফরের ইংল্যান্ড দলে সুযোগ পেলেন হ্যাম্পশায়ার ও স্কটল্যান্ডের পেসার স্কট কারি।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্কোয়াডে পরিবর্তনের খবর জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলেছেন সাকিব। এরপর টি-টোয়েন্টি সিরিজে আর মাঠে নামতে দেখা যায়নি ২৮ বছর বয়সী পেসারকে।
আরও পড়ুন
শেষ বলের ছক্কায় প্লে-অফে গায়ানা |
![]() |
ইসিবি জানিয়েছে, হাঁটুর সমস্যা সমাধানে ছোট্ট একটি অস্ত্রোপচার করাতে হবে সাকিবের। এর আগে পিঠের চোটের কারণে প্রায় দুই বছর মাঠের বাইরে ছিলেন তিনি। সম্প্রতি খেলায় ফিরলেও, আবার বড় ধাক্কা খেলেন এই পেসার।
সাকিবের জায়গায় সুযোগ পাওয়া কারি এরই মধ্যে স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন ৩টি ওয়ানডে ম্যাচ। গত বছর মার্চে ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় ডিভিশনে খেলা ওই ৩ ম্যাচে ৩ উইকেট নেন এই পেস বোলিং অলরাউন্ডার। তবে বিশ্বকাপে জায়গা পায়নি স্কটিশরা।
তাই বাবার জন্মস্থান ইংল্যান্ডের হয়ে নতুন অধ্যায় শুরুর পরিকল্পনা সাজিয়েছেন কারি। তার ভাই ব্র্যাড কারি এখনও স্কটল্যান্ড দলের নিয়মিত সদস্য। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৩২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ব্র্যাড।
আরও পড়ুন
বৃষ্টিতে ভেসে গেল মুশফিক-নাসিরদের খেলা |
![]() |
ভাইটালিটি ব্লাস্টে হ্যাম্পশায়ারের হয়ে ফাইনাল খেলার ২৪ ঘণ্টার মধ্যে ইংল্যান্ডের জাতীয় দলের ডাক পেলেন কারি। ফাইনালস ডেতে খেলা দুই ম্যাচেই ২টি করে উইকেট নিয়েছেন কারি। সব মিলিয়ে ১৭ ম্যাচে ২৭ উইকেট নিয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট তার।
আয়ারল্যান্ডের মালাহিডে আগামী ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ খেলবে ইংল্যান্ড। সামনের অ্যাশেজের জন্য নিয়মিত দলের অনেককেই বিশ্রামে রেখেছে তারা। ফলে প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দেবেন জ্যাকব বেথেল।