৯ অক্টোবর ২০২৫, ১১:২৩ এম
শক্তিমত্তায় নাইজেরিয়া থেকে অনেকটাই এগিয়ে থাকা আর্জেন্টিনা জয় পেল সহজেই। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আজ নাইজেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা যুবা দল।
মাহের কারিজ্জোর জোড়া গোল, আলেহো সারকো ও মাতেও সিলভেত্তির গোলে হেসেখেলে শেষ ষোলোর বাধা উতরে গেল আলবিসেলেস্তারা। সর্বশেষ এই প্রতিযোগিতায় তারা কোয়ার্টার ফাইনালে উঠেছিল ২০১১ সালে। আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৫টায় শেষ আটে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।
চিলির সান্তিয়াগোয় ম্যাচের ১ মিনিট ৬ সেকেন্ডেই নাইজেরিয়ার জাল কাঁপিয়ে রেকর্ডই করে বসেন বায়ার লেভারকুসেনের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড আলেহো সারকো। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এটাই দ্রুততম গোলের রেকর্ড। এর আগে ২০০১ সালে ফ্যাব্রিসিও কোলোচ্চিনির ২ মিনিটে করা গোলের রেকর্ড ভাঙলেন সারকো।
২৩ মিনিটে মাহের কারিজ্জো ফ্রি কিক থেকে দারুণ এক গোলে ব্যবধান ২-০ করেন। বিরতির পর ৫৩ মিনিটে বাঁ পায়ের শটে জোড়া গোল পূর্ণ করেন এই উইঙ্গার।
আর্জেন্টিনার শেষ গোলটি আসে ৬৬ মিনিটে। ডান প্রান্তে বল পেয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিচু শটে হালি গোল পূর্ণ করেন দারুণ গোল করেন মাতেও সিলভেত্তি। ১৯ বছর বয়সী এই উইঙ্গার ইন্টার মায়ামিতে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সতীর্থ।
দুই বছর আগে ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে এই নাইজেরিয়ার কাছে হেরেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। সেই আসরে নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হারে আর্জেন্টিনার যুবা দল। শেষ ষোলোতে সেই হারের শোধটা কি দারুণভাবেই না তুলে নিল আর্জেন্টিনা।
অবশ্য বড় জয়ের ম্যাচে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ হয়ে এসেছে আলভেরো মন্তোরোর চোট। ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর এই অ্যাটাকিং মিডফিল্ডার কাঁধের চোটের কারণে বিশ্বকাপের বাকি অংশ থেকে ছিটকে গেছেন।
No posts available.
১০ অক্টোবর ২০২৫, ২:৫০ পিএম
১০ অক্টোবর ২০২৫, ১:৪৫ পিএম
ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে চুক্তি নবায়ন ঝুলে আছে রেয়াল মাদ্রিদের। ক্লাবটিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। এর মধ্যেই ইংলিশ সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসের প্রতিবেদন, ভিনিসিয়ুসকে বিক্রি করে আর্লিং হালান্ডকে দলে ভেড়াতে চায় স্প্যানিশ জায়ান্টরা।
একই সঙ্গে ইংলিশ তরুণ মিডফিল্ডার অ্যাডাম হুয়ার্টনকেও নজরে রেখেছে রেয়াল। স্প্যানিশ দৈনিক স্পোর্টের বরাতে জানায়, মাদ্রিদ ভিনিসিয়ুসকে রাখতে চাইলেও তাঁর নতুন চুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। গত গ্রীষ্মে দুই পক্ষের আলোচনায় অগ্রগতি না হওয়ায় বিষয়টি ঝুলে আছে। এখনো ১৮ মাসের চুক্তি বাকি থাকলেও খেলোয়াড় যদি নতুন শর্তে রাজি না হন, তবে ক্লাব তাঁকে বিক্রির চিন্তা করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুসের চুক্তি নবায়ন এখন স্থবির অবস্থায় আছে, রিয়ালের সঙ্গে করা প্রাক-চুক্তিও ভেঙে গেছে। তবে খেলোয়াড় এখন সম্পর্ক মেরামতের চেষ্টা করছেন। তিনি জানেন, ক্লাব তাকে পাঁচ বছরের চুক্তির জন্য ২৫ মিলিয়ন ইউরো নেট বেতন দিতে রাজি নয়।
আরও পড়ুন
আর্জেন্টিনার ম্যাক অ্যালিস্টারের দৃষ্টিতে বিশ্বকাপ জয়ের দৌড়ে নেই ব্রাজিল |
![]() |
তবে যদি আলোচনা ব্যর্থ হয়, রিয়ালের বিকল্প পরিকল্পনাও প্রস্তুত—‘প্ল্যান বি’। সেই পরিকল্পনা অনুযায়ী, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বিক্রি করে আনা হবে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে, যিনি এই মৌসুমেও ম্যানচেস্টার সিটি ও নরওয়ের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন।
এ পর্যন্ত ১১ ম্যাচে ১৮ গোল করেছেন হালান্ড। স্পোর্টের দাবি, তাঁর নামটি রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের দীর্ঘদিনের ‘স্বপ্নের সাইনিং’ তালিকায় রয়েছে।
আরও বলা হয়েছে, মাদ্রিদ হালান্ডের দলে অন্তর্ভুক্তি চায়, যদি খেলোয়াড় নিজেই দল বদলে আগ্রহী হন। এতে সিটি থেকে তাঁর বিদায় সহজ হবে। পেরেজ বহুদিন ধরে হালান্ডকে রিয়ালের জার্সিতে দেখতে চান। ভিনিসয়ুসের প্রতি সৌদি ক্লাবগুলোরও দীর্ঘদিনের আগ্রহ রয়েছে, ফলে সম্ভাব্য বিক্রি হলে তাদের দিকেই যেতে পারেন তিনি।
এদিকে, ইংলিশ মিডফিল্ডার অ্যাডাম হুয়ার্টনকেও নজরে রেখেছে রিয়াল। এএস-এর প্রতিবেদন অনুযায়ী, ক্লাবটি চায় জুড বেলিংহামের সঙ্গে হুয়ার্টনকে জুটিতে দেখতে।
বলা হয়েছে, রিয়াল জানে, টনি ক্রুস ও লুকা মদ্রিচের বিদায়ের পর তাদের জায়গা পূরণে নতুন রক্ত দরকার। ২১ বছর বয়সী হুয়ার্টন এখন ক্রিস্টাল প্যালেসে খেলছেন। তাঁর বাজারমূল্য প্রায় ৪৫ মিলিয়ন ইউরো, তবে প্যালেস ৮০ মিলিয়নের নিচে বিক্রি করবে না।
হুয়ার্টনের সঙ্গে প্যালেসের চুক্তি ২০২৯ পর্যন্ত। ক্লাবটি এরই মধ্যে তাঁর চুক্তি নবায়নের প্রস্তুতি নিচ্ছে, কারণ ইউরোপের বড় বড় ক্লাবগুলো এখন তাঁর পেছনে লেগেছে।
ঘনিয়ে আসছে ২০২৬ বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর আয়োজিত ফিফা বিশ্বকাপের ২৩তম আসরে ৪৮ দলের মধ্যে ২০ দল নিশ্চিত করেছে টুর্নামেন্ট খেলার যোগ্যতা।
দক্ষিণ আমেরিকা থেকে ইতোমধ্যেই ছয় দলের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বিশ্বসেরার মঞ্চে সবচেয়ে সফল দল ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনা, ইকুয়েডর, উরুগুয়ে, প্যারাগুয়ে ও কলম্বিয়ার আছে এ তালিকায়।
বিশ্বকাপের আগে স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি আলোচনার বিষয়বস্তু ‘বিশ্বকাপ জয়ে সেরা প্রতিদ্বন্দ্বি কারা?’ সমর্থক থেকে শুরু করে অনেক ফুটবলবোদ্ধারাই নিজেদের মতামত জানান। আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টারও জানালেন তাঁর চোখে ২০২৬ বিশ্বকাপ জয়ে প্রধান প্রতিদ্বন্দ্বি কোন দল।
আরও পড়ুন
ভেনেজুয়েলার বিপক্ষে অনিশ্চিত মেসি |
![]() |
ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের আগে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপে তিন দলকে বেছে নেন লিভারপুলের তারকা মিডফিল্ডার অ্যালিস্টার। এবারের আসরে শিরোপা জয়ের দৌঁড়ে ব্রাজিলকে না রেখে তিনি বলেন, ‘স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের দৌঁড়ে আছে। চার নম্বর দল হিসেবে ব্রাজিলকেও রাখা যায়। তারা ফিরে আসছে।’
গত ক’বছর নিজেদের সেরা ছন্দে নেই ব্রাজিল। এরপরও বিশ্বকাপে সবচেয়ে সাফল্য পাওয়া দলের ইতিহাস যে অনেক সমৃদ্ধ সেটাও মনে করিয়ে দিলেন অ্যালিস্টার, ‘যদিও এখন হয়তো সেরা অবস্থায় নয়, তাদের দলে দারুণ খেলোয়াড় আছে এবং এখন একজন দারুণ কোচও এসেছে। ব্রাজিলের ইতিহাস বেশ ভারীই।’
বিশ্বকাপে যে দলই এগিয়ে থাকুক নিজেদের ওপর সবসময়ই বিশ্বাস রাখেন অ্যালিস্টার, ‘আমি এখন দেখছি স্পেন এবং ফ্রান্স বিশ্বের সেরা দলের মধ্যে আছে। আমাদের দলও সেখানে আছে, আরও কয়েকটি দল যোগ হতে পারে। কিছু দলের বিশ্বকাপ নিয়ে ভালো পরিকল্পনা আছে। কিন্তু আমরা সবসময় নিজের ওপর বিশ্বাস রাখি।’
ল্যাটিন আমেরিকা থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনা আগামীকাল ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। এরপর আন্তর্জাতিক বিরতিতে দ্বিতীয় ম্যাচটি পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে ব্রাজিল। আন্তর্জাতিক বিরতিতে এশিয়া সফরে কোরিয়া ও জাপানের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। আজ বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।
জাতীয় দলের সঙ্গে আছেন রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রও। এর মধ্যেই এক দূর্ঘটনার খবর পেলেন ভিনি। মাদ্রিদের লা মোরালেজায় তাঁর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকালে ভিনিসিয়ুসের বাসায় আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছে টিএনটি স্পোর্টস ব্রাজিল।
অবশ্য অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ভবনের প্রথম তলায় ফলস সিলিংয়ের বৈদ্যুতিক গোলযোগের কারণে। স্থানীয় সময় সকাল ১১টায় আগুনের খবর পেয়ে জরুরি সেবা থেকে দু’জন মাদ্রিদ কমিউনিটির দমকলকর্মী পাঠানো হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে ক্ষতিগ্রস্ত এলাকায় বায়ুচলাচলের মাধ্যমে নিরাপদ করেন তারা।
যদিও ভিনিসিয়ুসের বাসার সৌনা (গরম বাতাসে শরীর শিথিল করার রুম) ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির বাকি অংশ মূলত ঘন ধোঁয়া-র কারণে ক্ষতি হয়। দুই তলা জুড়ে ছড়িয়ে যায় ধোঁয়া। দমকলকর্মীদের মতে, দুপুরের আগেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার সময় ভিনিসিয়াস জুনিয়র দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলতে ব্রাজিল জাতীয় দলের সঙ্গে সিয়োলে অনুশীলনে ছিলেন।
জাতীয় দলের হয়ে খেলার পর আগামী ২০ অক্টোবর ক্লাব ফুটবলের দায়িত্বে ফিরবেন ভিনিসিয়ুস। লা লিগায় হেতাফের মুখোমুখি হবে তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদ।
যুক্তরাষ্ট্রে লিওনেল মেসির ডেরায় এখন আর্জেন্টিনা জাতীয় দল। মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে আগামীকাল মাঠে নামবে আলবিসেলেস্তারা। বাংলাদেশ সময় সকাল ছয়টায় মুখোমুখি হবে দুই দল।
আন্তর্জাতিক বিরতিতে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে প্রথম ম্যাচে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের মহাতারকা লিওনেল মেসিকে পাওয়া নিয়ে আছে অনিশ্চিয়তা।
ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটির পরদিনই মেসির ক্লাব ইন্টার মায়ামির ম্যাচ। এমএলএসে (মেজর লিগ সকার) আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে যদি খেলেন মেসি তবে জাতীয় দলের হয়ে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ম্যাচে শুরুর একাদশে না থেকে বদলি হয়েও নামতে পারেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।
এ ছাড়া এই দুই প্রীতি ম্যাচটিকে তরুণ ফুটবলারদের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ হিসেবে দেখছেন কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলার বিপক্ষে মেসির খেলার সম্ভাবনা নিয়ে স্কালোনি বলেন, ‘
‘আমরা তার (মেসি) সঙ্গে কথা বলেছি। এখনো দলে কারা খেলবে সেটা ঠিক করিনি। এই ম্যাচগুলো আসলে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ, তাই আমরা আজই তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমি কিছু ভিন্ন বিকল্পও দেখতে চাই, কারণ এমন ম্যাচগুলো এসবের জন্যই উপযুক্ত।’
আর্জেন্টিনার ২৬ জনের স্কোয়াডে এবার একাধিক নতুন মুখ আছে। দলের অনেক তারকা ফুটবলারের সঙ্গে নতুন তারকাদের সংযোজনে তৃপ্ত স্কালোনি। তবে মাঠের পারফরম্যান্সেই নিজেদের প্রমাণ করতে হবে বলেন মেসিদের কোচ, ‘২৬ জনের স্কোয়াডের বাইরেও আমাদের হাতে আরও অনেক খেলোয়াড় আছে, এটা বরং ভালো দিক। যারা সুযোগের অপেক্ষায় আছে, তাদের এই ম্যাচগুলোতেই নিজেদের প্রমাণ করতে হবে।’
ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে দারুণ ছন্দে থাকা হোসে লোপেজও আছেন অভিষেকের অপেক্ষায়। ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে নিয়ে স্কালোনি বলেন, ‘হোসে লোপেজ দলে ডাক পাওয়ার পর সত্যিই এক ধাপ এগিয়ে গেছে। সে দারুণ এক মৌসুম কাটিয়েছে, কিন্তু এখন ও বুঝতে পেরেছে—ও সত্যিই ভালো খেলোয়াড় এবং নিজের সেরাটা দিতে পারে। আমরা ওকে সেটাই বোঝাই, যেন সে নিজের ওপর বিশ্বাস রাখে এবং নিজের খেলায় আস্থা রাখে।’
৪৮ দলের বিশ্বকাপে ২০তম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করল আলজেরিয়া। সোমালিয়ার বিপক্ষে গতকাল ৩-০ গোলের জয়ে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে বিশ্বকাপের টিকিট কাটলো রিয়াদ মাহরেজের দল।
দীর্ঘ এক যুগের অবসান ঘটিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আলজেরিয়া। ২০১৪ আসরের পর প্রথমবার বিশ্বসেরার মঞ্চে ফিরল তারা। ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া চতুর্থ আফ্রিকান দেশ আলজেরিয়া।
মরক্কো, তিউনিসিয়া ও মোহামেদ সালাহের মিশরের পর এবার আফ্রিকার প্রতিনিধি হয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলবে ভ্লাদিমির পেটকোভিচের দল। আফ্রিকা থেকে সরাসরি বিশ্বকাপে খেলবে নয়টি দল।
আরও পড়ুন
শমিত বললেন, ‘এটাই ফুটবল’ |
![]() |
আলজেরিয়ার এটি পঞ্চম বিশ্বকাপে অংশগ্রহণ। এখন পর্যন্ত একবারই গ্রুপ পর্ব পেরিয়েছে তারা। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে শেষ ষোলোতে জার্মানির কাছে হেরে বিদায় নেয় দেশটি।
আলজেরিয়ার মিলুদ হাদেফি অলিম্পিক কমপ্লেক্সে দেশটির সমর্থকরা উপভোগ করেছেন দলের তারকা উইঙ্গার রিয়াদ মাহরেজের দুর্দান্ত পারফরম্যান্স। ম্যানচেস্টার সিটির সাবেক এই ফুটবলার ম্যাচে একটি গোলের সঙ্গে দু’টি অ্যাসিস্টও করেন।
সোমালিয়ার বিপক্ষে জোড়া গোল করেন মোহামেদ আমৌরা। ৬ মিনিটে ও ৫৮ মিনিটে তাঁর দু’টি গোল এসেছে ৩৪ বছর বয়সী মাহরেজের সহায়তায়। মাঝে ১৯ মিনিটে নিজেই এক দুর্দান্ত শটে বল জালে জড়ান তিনি।
গ্রুপ ‘জি’ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল আলজেরিয়া। ৯ ম্যাচে ৭ জয়, এক ড্র ও এক হারে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে মাহরেজের দল। চার পয়েন্ট কম নিয়ে দুইয়ে উগান্ডা। আর মাত্র এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে সোমালিয়া। বাছাইপর্বের শেষ রাউন্ডে আলজেরিয়ার ম্যাচ উগান্ডার বিপক্ষে।