
অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে সেভাবে আলো না ছড়াতে পারলেও দ্বিতীয় ইনিংসে অগ্নিঝরা এক স্পেল উপহার দেন তাসকিন আহমেদ। টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার উপহার দেন অভিজ্ঞ এই পেসার। তার একটা দারুণ স্বীকৃতি পেলেন তিনি। বোলারদের টেস্ট র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তাসকিন।
বুধবার আইসিসি প্রকাশ করেছে আইসিসি র্যাঙ্কিংয়ের হালনাগাদ। সেখানে ১৬ ধাপ এগিয়ে ৫১তম স্থানে উঠে এসেছেন তাসকিন। ডানহাতি এই পেসারের রেটিং পয়েন্ট এখন ৩৮৩, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ। প্রথম ইনিংসে দুই উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬৪ উইকেটে নেন ৬ উইকেট। টেস্ট ক্রিকেটে এটাই ছিল তাসকিনের প্রথম ফাইফার।
প্রথম টেস্টে সেরা ছন্দে না থাকা তাইজুল ইসলাম কিছুটা পিছিয়ে গেছেন। বাঁহাতি এই স্পিনার ৫ ধাপ নেমে এখন আছেন ২৩তম স্থানে। দুই ইনিংসে চার উইকেট নিলেও আরেক স্পিনার ও বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজের এক ধাপ অবনমনে অবস্থান ২৬তম।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে অবশ্য দারুণ উন্নতি করেছেন ম্যাচে ব্যাট হাতেও ভালো করা মিরাজ। ২৩ ও ৪৫ রানের দুটি ইনিংস ও সাথে চার উইকেট তাকে নিয়ে এসেছে যৌথভাবে সাকিব আল হাসানের সাথে তৃতীয় অবস্থানে। দুজনেরই রেটিং পয়েন্ট ২৬৯।
প্রথম ইনিংসে ৪০ রান করা লিটন দাস এক ধাপ উন্নতি করেছেন ব্যাটারদের র্যাঙ্কিংয়ে। যৌথভাবে তিনি এখন আছেন ৩২তম। প্রথম ইনিংসে ঠিক ৫০ রান করা অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকেরও উন্নতি হয়েছে। এক ধাপ এগিয়ে তিনি এখন আছেন ৪৭তম অবস্থানে। চোটের কারণে এই সিরিজ মিস করা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিন ধাপ পিছিয়ে চলে গেছেন ৫৯তম স্থানে।
No posts available.

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচে ছিলেন না হারিস রউফ। দ্বিতীয় ওয়ানডেতেও তাকে পাবে না পাকিস্তান। কারণ আইসিসির দেওয়া দুই ম্যাচের শাস্তি ভোগ করছেন পাকিস্তানের এই গতিতারকা।
গত সেপ্টেম্বরে এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে গ্যালারির দিকে লক্ষ্য করে ৬-০ ভঙ্গি করেন হারিস। অর্থাৎ দুই দেশের রাজনৈতিক অস্থিরতার মাঝে অপারেশন সিঁদুর চলাকালে ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, সেটিই যেন বোঝান তিনি।
আইসিসির শুনানিতে অবশ্য এটি অস্বীকার করেছেন পাকিস্তানি পেসার। পরে ফাইনাল ম্যাচেও আগ্রাসী উদযাপন করেন তিনি। সব কিছু বিবেচনায় এনে সব মিলিয়ে মোট ৪টি ডিমেরিট পয়েন্ট পান ৩২ ছুঁইছুঁই পেসার। তাই তাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।
এশিয়া কাপ চলাকালেই অবশ্য ছড়িয়ে পড়েছিল এই শাস্তির গুঞ্জন। প্রায় দেড় মাস পর মঙ্গলবার রাতে এই শাস্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আইসিসি।
হারিস রউফ ছাড়াও এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ভিন্ন তিন ম্যাচ ঘিরে শাস্তি পেয়েছেন আরও তিন ক্রিকেটার। প্রথম রাউন্ডের ম্যাচে বিতর্কিত মন্তব্যের জেরে দুটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
সুপার ফোরের ম্যাচে নিয়ম বহির্ভূত উদযাপন করায় আনুষ্ঠানিক সতর্কতার সঙ্গে ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে পাকিস্তান ওপেনার সাহিবজাদা ফারহানকে। ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহও আগ্রাসী উদযাপনের জন্য পেয়েছেন ১টি ডিমেরিট পয়েন্ট।

এক বছর পেরোতেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সম্পর্কের ইতি টানছেন মোহাম্মদ সালাহউদ্দীন। আয়ারল্যান্ড সিরিজের পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে এই খবর। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, নিজের দায়িত্ব উপভোগ করছেন না সালাহউদ্দীন। এরই মধ্যে বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
এই বিষয়ে সালাহউদ্দীন বিস্তারিত কোনো মন্তব্য করেননি। তবে ক্রিকবাজকে নিশ্চিত করেছেন চাকরি ছাড়ার খবর, “হ্যাঁ! আমি পদত্যাগ করছি।”
গত বছরের নভেম্বরে দেশের বরেণ্য কোচ সালাহউদ্দীন জাতীয় দলে যুক্ত করে বিসিবি। সিনিয়র সহকারী কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে তার চুক্তি ছিল ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু এর অনেক আগেই শেষ হতে চলেছে সেটি।
ডেভিড হেম্পকে সরিয়ে দেওয়ার পর থেকে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন সালাহউদ্দীন। তবে সাম্প্রতিক সময়ে দলের ব্যাটিং ব্যর্থতার কারণে বেশ সমালোচনার শিকার হয়েছেন তিনি।
এরই মধ্যে আয়ারল্যান্ড সিরিজের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দিয়েছে বিসিবি।
দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে বৃহস্পতিবার বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। সিলেটে প্রথম টেস্ট শুরু ১১ নভেম্বর। এরপর ঢাকায় ১৯ তারিখ থেকে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
পরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রাম চলে যাবে দুই দল। ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর।

ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়ে জাতীয় দলের দরজা খুলে নিলেন মার্নাস লাবুশেন। সবশেষ সাত ম্যাচে পাঁচ সেঞ্চুরি করে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দলে ডাক পেলেন অভিজ্ঞ ব্যাটার।
পার্থে আগামী ২১ নভেম্বর শুরু হবে এবারের অ্যাশেজ সিরিজ। ওই ম্যাচের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যেখানে জায়গা হয়নি স্যাম কন্সটাসের। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জ্যাক ওয়েদারাল্ড।
বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন লাবুশেন। এরপর ঘরোয়া ক্রিকেটে ফিরে রানের বন্যা বইয়ে দেন। প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট মিলিয়ে সবশেষ সাত ম্যাচের ৮ ইনিংসে পাঁচটি সেঞ্চুরি করেন অভিজ্ঞ ব্যাটার৷
পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ক্যামেরন গ্রিন ও বাউ ওয়েবস্টারকে দলে রেখেছে অস্ট্রেলিয়া। সবশেষ ৪ টেস্টে দুজনই খেলেছেন একাদশে। অ্যাশেজেও অস্ট্রেলিয়া সেই পথে হাঁটবে কিনা, সেটি দেখার।
নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের চোটে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। পেস বিভাগে জশ হেজেলউড, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের সঙ্গে আছেন শন অ্যাবট ও ব্রেন্ডন ডগেট।
প্রথম টেস্টের অস্ট্রেলিয়া স্কোয়াড
স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, জশ হেজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারাল্ড, বাউ ওয়েবস্টার।

‘সহজ ম্যাচ কঠিন বানিয়ে জেতা’ পাকিস্তানের পুরনো অভ্যাস। ফয়সালাবাদে আজ তেমনই নাটকীয়তা দেখা গেছে। সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পেতে একটা সময় ২৭ বলে মাত্র ২৩ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। হাতে ছিল ৬ উইকেট। সেখানেই নামে ধস। যদিও শেষ পর্যন্ত নিস্তার মেলেছে শাহিন শাহ আফ্রিদের। ২ বল হাতে রেখে ২ উইকেটে কষ্টার্জিত জয় তুলেছে তাঁরা।
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরে এসেছে ফয়সালাবাদে। প্রর্ত্যাবর্তনের এই দিনে শাহিনদের আমন্ত্রণে আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ২৬৩ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে একটা সময় পাকিস্তান পথ হারিয়ে বসে। শেষ পর্যন্ত কূলের দেখা পায় তারা। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
দক্ষিণ আফ্রিকাকে ভালো শুরু এনে দেন কুইন্টন ডি কক ও লহুয়ান দ্রে প্রিটোরিয়াস। অভিষিক্ত প্রিটোরিয়াস ফিরলে ৯৮ রানের জুটি ভেঙে যায়। পাকিস্তানকে আনন্দ দেন স্পিনার সাইম আইয়ুব। প্রিটোরিয়াস ৬০ বলে ৫৭ রান করেন, সাতটি চার ও একটি ছক্কা আসে তার ব্যাট থেকে।
ডি ককও হাঁকান হাফ-সেঞ্চুরি। টনি ডি জর্জির সঙ্গে ৪৩ রানের জুটি গড়ে বিদায় নেন তিনি। নাসিম শাহর বলে বোল্ড হওয়ার আগে করেন ৭১ বলে ৬৩ রান। আটটি চার ও দুইটি ছক্কা আসে ডি ককের ব্যাট থেকে। ম্যাথু ব্রিটজের ব্যাট থেকে আসে ৫৪ বলে ৪২ রান। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে করবিন বশ করেন ৪০ বলে ৪১ রান। ৪৯.১ ওভারে ২৬৩ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙে ৮৭ রান পর, সাইম আইয়ুব ৪২ বলে ৩৯ রানে ফিরলে। আরেক ওপেনার ফখর জামান করেন ৫৭ বলে ৪৫ রান। সফল হতে পারেননি বাবর আজম। ১২ বলে ৭ রান করে আউট হন তিনি। এরপর বড় জুটি গড়ে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। ৯১ রান আসে তাদের জুটিতে। ৭৪ বলে ৫৫ রান করে আউট হন রিজওয়ান।
একটা সময় ২৭ বলে মাত্র ২৩ রান দরকার ছিল পাকিস্তানের। ক্রিজে দুই থিতু ব্যাটসম্যান সালমান ও হুসেইন তালাত। দুজনকে সাজঘরমুখো করে খেলা জমিয়ে দেয় প্রোটিয়াররা। তবে শেষ জয় পায় পাকিস্তান।

আবুধাবি টি-১০ লিগে দল পেয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার খেলবেন রয়্যাল চ্যাম্পসে। প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন ইংলিশ ওপেনার জেসন রয়।
টি-টেন লিগে দল পাওয়ার পর সাকিব আল হাসান বলেন,
“রয়্যাল চ্যাম্পসে যোগ দিতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। আবুধাবি টি-১০ লিগ একটি রোমাঞ্চকর ফরম্যাট, যেখানে দ্রুততা, দক্ষতা ও দলগত সমন্বয়ই মূল চাবিকাঠি। আমাদের দলে অভিজ্ঞতা, প্রতিভা ও দক্ষতার চমৎকার মিশ্রণ রয়েছে—আশা করছি আমরা একসাথে দারুণ কিছু করতে পারব।”
তিনি আরও যোগ করেন,
“রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলা একটি নতুন চ্যালেঞ্জ। আমরা একটি শক্তিশালী দল গঠন করেছি, যারা দর্শকদের উপভোগ্য ক্রিকেট উপহার দেবে। প্রথম ম্যাচ থেকেই আমি শতভাগ দিতে প্রস্তুত।”
রয়্যাল চ্যাম্পসের আইকন খেলোয়াড় জেসন রয় বলেন,
“এই লিগের উদ্বোধনী মৌসুমে রয়্যাল চ্যাম্পসের অংশ হতে পেরে আমি সত্যিই উচ্ছ্বসিত। দ্রুততম এই ফরম্যাটে নিজের সেরাটা দিতে চাই। আমাদের দলে আন্তর্জাতিক তারকা ও তরুণ প্রতিভাদের দুর্দান্ত সমন্বয় রয়েছে।”
দলের প্রধান কোচ স্যার কার্টনি ওয়ালশ বলেন,
“সাকিব ও রয় এমন দুটি নাম, যারা অভিজ্ঞতা ও নেতৃত্ব দিয়ে দলের মনোবল বাড়াবে। তাদের উপস্থিতি রয়্যাল চ্যাম্পসকে আরও শক্তিশালী করে তুলবে।”
আগামী ১৯ নভেম্বর ২০২৫ তারিখে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ভিস্তা রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু রয়্যাল চ্যাম্পসের অভিযান।