চোটের কারণে এশিয়া কাপের সুপার ফোরে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি লিটন কুমার দাস। এবার আফগানিস্তানের বিপক্ষে সামনের দুই সিরিজ থেকেও ছিটকে যাওয়ার শংকায় রয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এই খবর জানিয়েছেন জাতীয় দলের এক কর্মকর্তা।
“আমার মনে হয় লিটনের সেরে উঠতে কমপক্ষে তিন সপ্তাহ লাগবে। তাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ওকে পাওয়া কঠিন হবে।”
দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে গত ২২ সেপ্টেম্বর ব্যাটিং অনুশীলনের সময় পিঠের বাম দিকে টান পড়ে লিটনের। এরপর এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে খেলতে পারেননি তিনি।
লিটনের অনুপস্থিতিতে জাকের আলী অনিক নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ দলকে।
অক্টোবরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২ থেকে ৫ অক্টোবর শারজাহতে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ওয়ানডে ম্যাচগুলো হবে আবুধাবিতে ৮, ১১ ও ১৪ অক্টোবর। এই সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার থেকে অনুশীলনে ফিরবে বাংলাদেশ দল।
No posts available.
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩৪ পিএম
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩০ পিএম
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৬ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পরিষদের নির্বাচনে উত্তাপ ক্রমেই স্তিমিত হচ্ছে। শনিবার মনোনয়নপত্র সংগ্রহ করে বরিশাল বিভাগীয় কোটা থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পরিচালক পদে নির্বাচনের সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছিলেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শাখাওয়াত হোসেন। বিসিবির বর্তমান সভাপতির এই উপদেষ্টা রোববার নির্বাচন কমিশনকে মনোনয়নপত্র জমা দিয়ে সবার আগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়েছেন। সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে টিকে গেলে ৬ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে না তাকে। ২৯ সেপ্টেম্বরই আনুষ্ঠানিকভাবে বিসিবির পরিচালক পদে নির্বাচিত হবেন তিনি।
সিলেট বিভাগের ১টি পরিচালক কোটায় মাত্র ১ জন কাউন্সিলর রাহাত সামস মনোনয়নপত্র কিনে তা জমা দেয়ায় তিনিও বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিসিবির পরিচালক পদে নির্বাচিত হয়ে গেছেন।
আরও পড়ুন
টেইলরের বিধ্বংসী সেঞ্চুরিতে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড জিম্বাবুয়ের |
![]() |
এদিকে শনিবার জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব থেকে অব্যাহত দিয়ে বিসিবির পরিচালনা পরিষদের সদস্য হিসেবে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবদুর রাজ্জাক রাজ মনোনয়নপত্র কিনে নির্বাচনী যুদ্ধে লিখিয়েছিলেন নাম। শনিবার খুলনা বিভাগীয় কোটা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আসজাদুর রহমান মিঠু রোববার মনোনয়নপত্র জমা না দেয়ায় আবদুর রাজ্জাকের সঙ্গে খুলনা জেলা ক্রীড়া সংস্থার জুলফিকার আলী খানও বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিসিবির পরিচালক নির্বাচিত হয়ে গেছেন। বাকি শুধু মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক ঘোষনার।
১৯২ জন কাউন্সিলরের মধ্যে তিন ক্যাটাগরিতে আগের দিন মনোনয়নপত্র কিনেছিলেন ৬০জন। রোববার মনোনয়নপত্র জমা পড়েছে ৫১টি। জেলা ও বিভাগীয় সংস্থার ক্যাটাগরি ১-এ মনোনয়নপত্র বিক্রি হয়েছিল ২৮টি, জমা পড়েছে ১৮টি। এর মধ্যে ঢাকা বিভাগে ৩টি, চট্টগ্রামে ৪, খুলনায় ২, রাজশাহীতে ৪, রংপুরে ৩, সিলেটে ১, বরিশালে ১টি।
আরও পড়ুন
টসে আগার সঙ্গে শাস্ত্রী, সূর্যকুমারের সঙ্গে কথা বলেন ওয়াকার |
![]() |
ক্যাটাগরি-১ এ ২৫টি মনোনয়নপত্র বিক্রির মধ্যে যে ৭টি মনোনয়নপত্র জমা পড়েনি, তার প্রধান কারণ প্রস্তাবকও সমর্থকের ঘরে স্ব স্ব বিভাগের কাউন্সিলদের কারো স্বাক্ষর না পাওয়া। খোঁজ নিয়ে জানা গেছে তা।
রাজশাহী বিভাগের ১টি পরিচালক পদের লড়াইয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হাসিবুল আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মো. মুখলেসুর রহমান, জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার এস এম শামস মতিন ও পাবনা জেলা ক্রীড়া সংস্থার তৌহিদ তারিক খান। রংপুর বিভাগে জমা দিয়েছেন রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসানুজ্জামান, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার রেহাতুল ইসলাম ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নূর-এ শাহাদাৎ।
ঢাকা বিভাগীয় কোটা থেকে ২টি পরিচালক পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিসিবির বর্তমান সভাপতিও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার আমিনুল ইসলাম বুলবুল , বিসিবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার নাজমূল আবেদীন ফাহিম এবং বিসিবির সাবেক পরিচালক ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।
আরও পড়ুন
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণাঙ্গ সূচি |
![]() |
চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আহসান ইকবাল চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আসিফ আকবর ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হোসেন জমা দিয়েছেন মনোনয়নপত্র।
ক্যাটাগরি ২–এ ৩২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। মনোনয়নপত্র পূরণ করে জমা দিয়েছেন ৩০জন। মনোনয়নপত্র জমা দেননি ব্রাদার্স ইউনিয়নের ইশরাক হোসেন এবং বিসিবির বর্তমান পরিচালকও কাকরাইল বয়েজ ক্লাবের সালাহউদ্দিন চৌধুরী।
সংস্থা, বিশ্ববিদ্যালয় ও সাবেক ক্রিকেটারের ক্যাটাগরি ৩-এ বিক্রি হওয়া তিনটি মনোনয়নপত্রই জমা পড়েছে। ১টি পরিচালক পদের বিপরীতে শেষ পর্যন্ত ৩ জন নির্বাচন যুদ্ধে আছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর এবং বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার জমাকৃত মনোনয়নপত্র বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। ৩০ সেপ্টেম্বর প্রার্থীদের আপত্তি ও শুনানি হবে।
আরও পড়ুন
পাওয়ার হিটিংয়েই নাকাল বাংলাদেশ |
![]() |
ক্যাটাগরি-২ তে নির্বাচনে সমঝোতার মাধ্যমে একক প্যানেলে নির্বাচনের উদ্যোগে এক হতে পারেননি প্রার্থীরা। এই ক্যাটাগরিতে ২টি পক্ষ পরিস্কার হয়েছে। এই ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের ২টি ভিন্ন প্লাটফর্মে নির্বাচনী যুদ্ধের আভাস পাওয়া গেছে। মনোনয়নপত্র জমা দিয়ে সমমনাদের নিয়ে সংবাদ সম্মেলনে এসে সে আভাসই দিয়েছেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক এবং ইন্দিরা রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু-
‘সমঝোতা বলে কিছু নেই। নির্বাচনে যদি প্রতিপক্ষই না থাকে, সেটাকে নির্বাচন বলা যায় না। আমরা চাই যোগ্যরা নির্বাচনে আসুক। তাহলে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে। ক্লাব ক্যাটাগরিতে আমরা সমমনা ১২ জনের প্যানেল দেব। সেভাবেই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।’
এদিকে দুই প্যানেলের দড়ি টানাটানি থেকে বেরিয়ে এসে স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামান।
আইসিসির আরেকটি সহযোগী সদস্য দলকে রানবন্যায় ভাসিয়ে দিল জিম্বাবুয়ে। আফ্রিকা অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বতসোয়ানার বিপক্ষে ২৫৯ রান করেছে তারা। কুড়ি ওভারের ক্রিকেটে এটি তাদের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ।
২০২৪ সালে গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান এখন পর্যন্ত জিম্বাবুয়ে সর্বোচ্চ। আইসিসির পূর্ণ ও সহযোগী সদস্য মিলিয়ে এটি সর্বোচ্চ। একই বছরেই সিশেলেস বিপক্ষে তারা করে ২৮৬ রান। এবার গাম্বিয়ার বিপক্ষে ২৫৯ রান নিজেদের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ হিসেবে জায়গা পেল।
বতসোয়ানার বিপক্ষে বড় সংগ্রহে বিধ্বংসী এক সেঞ্চুরি করেন ব্রেন্ডন টেইলর। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে জিম্বাবুয়ের অভিজ্ঞ এই ব্যাটার ৫৪ বলে ১২৩ রানের ইনিংস খেলেন। ২২৭ স্ট্রাইকরেটে ১৬ চার ও ৪ ছয়ে এই ইনিংস সাজিয়েছেন টেইলর। এ ছাড়া ৩৩ বলে ৬৫ রানের আরেকটি ঝোড়ো ইনিংস খেলে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ব্রায়ান ব্রেনেট।
আরও পড়ুন
টসে আগার সঙ্গে শাস্ত্রী, সূর্যকুমারের সঙ্গে কথা বলেন ওয়াকার |
![]() |
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২৯ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর দ্বিতীয় উইকেটে ব্রেনেট-টেইলর মিলে বতসোয়ানার বোলারদের ওপর তান্ডব চালান। ১০.৪ ওভারে দলীয় ১৪১ রানে ভাঙে তাদের জুটি। এরপর সিকান্দার রাজা ( ১০ বলে ২১), রায়ান বার্ল (৯ বলে ১২) ও তাসিঙ্গা মুসেকিয়ার (৪ বলে ১১) ছোটো ছোটো ক্যামিও ইনিংসে আড়াইশো ছাড়ায় জিম্বাবুয়ের রান।
দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফেরা টেইলরের সুযোগ ছিল টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংসের মালিক হওয়ার। তবে চোটে পড়ে ১২৩ রানেই থামেন তিনি।গাম্বিয়ার বিপক্ষে ৪৩ বলে ১৩৩ রান করা সিকান্দার রাজার ইনিংস দলটির সর্বোচ্চ।
এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শিরোপার মঞ্চে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। যথারীতি টসকালীন আজও ব্যতিক্রম হয়নি একটি ঘটনা, ১৩তম আসরে তৃতীয়বারের দেখাতেও হাত মেলাননি দুই দলের অধিনায়ক।
১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্ব ও ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচের মতো আজও সূর্যকুমার যাদব টসের পর পাকিস্তান অধিনায়ক আগা সালমানের পাশ থেকে সরে গেছেন। আরও একটি ঘটনা ঘটেছে এদিন। যা সচারচর দেখা যায়নি ক্রিকেটে।
আরও পড়ুন
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণাঙ্গ সূচি |
![]() |
শিরোপার মঞ্চে ভারতীয় অধিনায়কের সঙ্গে কথা বলে ধারাভাষ্যকার হিসেবে আসা পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস। আর পাকিস্তানের সঙ্গে কথা বলেন ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী।
আসরে দুইবারের দেখায় একবার প্রতিবেশি ভারতের সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তান। সুপারফোরের ম্যাচটি একটু প্রতিদ্বন্দ্বীতা হলেও শেষ হাসি হেসেছে সূর্যকুমাররা। আজ ফাইনাল মঞ্চে কি ঘটে সেটিই দেখার অপেক্ষায়।
৮ দলের অংশগ্রহণে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়, বাকি সব ম্যাচ ভারতের বিভিন্ন ভেন্যুতে।
নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। লিগপর্ব শেষে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে, সেখান থেকে নির্ধারিত হবে ফাইনালের দুই দল।
আরও পড়ুন
পাওয়ার হিটিংয়েই নাকাল বাংলাদেশ |
![]() |
বাংলাদেশের নিগার সুলতানাদের প্রথম ম্যাচ ২ অক্টোবর, প্রতিপক্ষ পাকিস্তান। এরপর পর্যায়ক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ভারতের মুখোমুখি হবে লাল-সবুজরা।
বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের ম্যাচসূচি:
২ অক্টোবর
বাংলাদেশ বনাম পাকিস্তান
কলম্বো
দুপুর সাড়ে ৩টা
৭ অক্টোবর
বাংলাদেশ বনাম ইংল্যান্ড
গোয়াহাটি
দুপুর সাড়ে ৩টা
১০ অক্টোবর
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
গোয়াহাটি
দুপুর সাড়ে ৩টা
১৩ অক্টোবর
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা
বিশাখাপত্তম
দুপুর সাড়ে ৩টা
১৬ অক্টোবর
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া
বিশাখাপত্তম
দুপুর সাড়ে ৩টা
২০ অক্টোবর
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
ডি ওয়াই পাতিল
দুপুর সাড়ে ৩টা
২৬ অক্টোবর
বাংলাদেশ বনাম ভারত
ডি ওয়াই পাতিল
দুপুর সাড়ে ৩টা
অবিশ্বাস্য ব্যাটিং ধ্বসের পর বোলারদের নৈপুণ্যে জয়ের আশা জাগাল পাকিস্তান। কিন্তু তিলক ভার্মার দুর্দান্ত ব্যাটিংয়ে মিলিয়ে গেল তাদের সব সম্ভাবনা। আরেকটি চমৎকার জয়ে এশিয়া কাপের অপরাজিত চ্যাম্পিয়ন হলো ভারত।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববারের ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত। ১৪৭ রানের লক্ষ্য ছুঁতে ১৯.৪ খেলে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল।
এশিয়া কাপে ভারতের এটি নবম শিরোপা। দ্বিতীয় সর্বোচ্চ ছয় শিরোপা শ্রীলঙ্কার। আর বাকি দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।
পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ১৬ ম্যাচে ভারতের এটি ১৬তম জয়।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৯.১ ওভারে ১৪৬ (ফারহান ৫৭, ফাখার ৪৬, সাইম ১৪, হারিস ০, সালমান ৮, তালাত ১, নাওয়াজ ৬, আফ্রিদি ০, ফাহিম ০, রউফ ৬, আবরার ১*; দুবে ৩-০-২৩-০, বুমরাহ ৩.১-০-২৫-২, বরুণ ৪-০-৩০-২, অক্ষর ৪-০-২৬-২, কুলদিপ ৪-০-৩০-৪, তিলক ১-০-৯-০)
ভারত: ১৯.৪ ওভারে ১৫০/৫ (অভিষেক ৫, গিল ১২, সূর্যকুমার ১, তিলক ৬৯*, স্যামসন ২৪, দুবে ৩৩, রিঙ্কু ৪*; আফ্রিদি ৪-০-২০-১, ফাহিম ৪-০-২৯-৩, নাওয়াজ ১-০-৬-০, রউফ ৩.৪-০-৫০-০, আবরার ৪-০-২৯-১, সাইম ৩-০-১৬-০)
ফল: ভারত ৫ উইকেটে জয়ী