
নিজ নিজ দেশের ক্রিকেটে সবচেয়ে বড় তারকা তাঁরা। মাঠে নামলে তাদের ব্যাটের পানে চেয়ে থাকেন ভক্ত সমর্থকরা। আর দীর্ঘ অপেক্ষার পর এই তারকাদের খেলতে দেখলে তো স্বাভাবিকভাবেই ভক্তকূলের আবেগ উথলে পড়ে। তবে উচ্ছাসে কিছুটা ভাটা পড়ে যদি প্রিয় ক্রিকেটার প্রত্যাবর্তনের ম্যাচেই খালি হাতে ফেরেন।
কদিন আগে দীর্ঘ বিরতির পর ভারতের জার্সিতে মাঠে ফেরেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ‘গোল্ডেন ডাক’ মেরে সাজঘরের পথ ধরেন ভারতের কিংবদন্তি ব্যাটার। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় নিউজিল্যান্ডের ব্যাটার কেন উইলিয়ামসনেরও। সবশেষ গতকাল পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফেরা বাবর আজমও শুন্য রানে আউট হলেন।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই বল খেলে শূন্য রানে কাভারে ধরা পড়েন বাবর আজম। পুরো গ্যালারিতে তখন নেমে আসে হতাশার ছায়া। ৩১৯ দিন পর ফেরার ম্যাচ রাঙাতে ব্যর্থ বাবর। দলের অন্যতম সেরা ব্যাটারের ব্যর্থতার ম্যাচে জয় পেল না পাকিস্তানও। রিজা হেনড্রিকসের ফিফটি, কর্বিন বশের ক্যারিয়ার সেরা বোলিং ও জর্জ লিন্ডার অলরাউন্ড নৈপুণ্যে তিন ম্যাচের কুড়ি ওভারের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।
আরও পড়ুন
| বিপিএল ফিক্সিং তদন্তের চূড়ান্ত প্রতিবেদন বিসিবিতে |
|
প্রথম টি-টোয়েন্টিতে গতকাল ৫৫ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাটিংয়ে নেমে ১৯৪ রানের পুঁজি গড়ে পাকিস্তানকে ১৩৯ রানে গুটিয়ে দিয়েছে সফরকারীরা। ম্যাচ সেরা হন ২২ বলে ৩৬ রান করার পর বল হাতে তিন উইকেট নেওয়া স্পিনিং অলরাউন্ডার জর্জ লিন্ডা।
টসে হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ব্যাটিং সহায়ক উইকেটে পাওয়ার প্লেতেই ৭৪ রান তোলে। প্রথম ১০ ওভারে ৩ উইকেটে হারিয়ে স্কোরবোর্ডে ১১১ জমা করে প্রোটিয়ারা। দুইশো রান তখন সহজই মনে হচ্ছিল প্রোটিয়াদের কাছে। তবে শেষদিকের ব্যাটারদের ব্যর্থতায় দুইশোর আগেই থামে সফরকারীদের ইনিংস।
বড় সংগ্রহের ভিত গড়ে দেন ওপেনার হেনড্রিকস। ৫ চার ও এক ছক্কায় ৪০ বলে ৬০ করেন ডান হাতি ব্যাটার। তিনে নামা টনি ডি জর্জি খেলেন ১৬ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস। শেষ দিকে ঝড় তুলেন লিন্ডা। ৪ ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচে পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ নেওয়াজ।
রান তাড়ায় নেমে শূন্য রানে জীবন পান পাকিস্তানের ওপেনার সায়েম সাইম। জীবন পেয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন সাইম আইয়ুব। বল হাতে তিন উইকেট নেওয়া নেওয়াজের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২০ বলে ৩৬ রান। বাকিরা ছিল কেবলই আসা-যাওয়ার মধ্যে।
৩১ রানে প্রথম উইকেট হারানো স্বাগতিকরা ১০০ রান করার আগেই ৭ ব্যাটার ড্রেসিংরুমে ফেরেন। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ১৩৯ রানে থামে পাকিস্তান। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে চার উইকেট নেন পেসার করবিন বশ। ৩১ রান দিয়ে তিনটি শিকার অলাউন্ডার লিন্ডার।
আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে লাহোরে।
No posts available.
২৯ অক্টোবর ২০২৫, ১:৩৭ পিএম
২৯ অক্টোবর ২০২৫, ১১:৫২ এম
২৮ অক্টোবর ২০২৫, ১১:৩১ পিএম

মারকাটারি ব্যাটিংয়ের টুর্নামেন্ট হংকং সিক্স-এ-সাইড। এই টুর্নামেন্টে ২১তম আসরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন আকবর আলি। তাকে অধিনায়ক করে বুধবার ৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
হংকংয়ের তিন কিয়ং রিক্রিয়েশন গ্রাউন্ডে আগামী ৭ থেকে ৯ নভেম্বর হবে ১২ দলের এই হংকং সিক্সেস টুর্নামেন্ট।
এখনও হংকং সিক্সেসের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। গত বছর সেমি-ফাইনালে হেরে বিদায় নিয়েছিল ইয়াসির আলি রাব্বির নেতৃত্বাধীন দল।
আরও পড়ুন
| দাবি না মানলে পিসিবির কেন্দ্রিয় চুক্তিতে সই করবেন না রিজওয়ান |
|
এবার উইকেটকিপার-ব্যাটার আকবরের নেতৃত্বাধীন দলে আছেন স্পিন বোলিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। এরই মধ্যে জাতীয় দলের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
এছাড়া ৭ সদস্যের স্কোয়াডে আছেন আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া দুই পেস বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি ও মোহাম্মদ সাইফউদ্দিন। তরুণ পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হানও আছেন দলে।
গত আসরে ৪ ম্যাচে ৭৬ গড়ে ১৫২ রান ও অফ স্পিনে ৬ উইকেট নেওয়া জিসান আলমকে এবারও হংকং সিক্সেস খেলতে পাঠাচ্ছে বিসিবি। দলের সবশেষ সদস্য বাঁহাতি স্পিনার রকিবুল হাসান।
হংকং সিক্সেসে বাংলাদেশ স্কোয়াড:
আকবর আলি (অধিনায়ক), আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত, জিসান আলম, মোহাম্মদ সাইফ উদ্দিন, তোফায়েল আহমেদ রায়হান, রকিবুল হাসান।

ইংল্যান্ডকে অল্পতে বেধে ফেলার পর সহজ জয়ের দিকেই এগোচ্ছিল নিউজিল্যান্ড। তবে মাঝে কিউদের কয়েকটি উইকেট তুলে নিয়ে খানিকটা ম্যাচ জমিয়ে তুলে ইংলিশরা। পথ হারালেও শেষ পর্যন্ত ছোটো লক্ষ্য তাড়ায় আর ভুল করেনি কিউইরা।
হ্যামিল্টনে আজ ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে সফরকারীদের ১৭৫ রানে থামিয়ে দেওয়ার পর পাঁচ উইকেট আর ১৬.৫ ওভার বাকি রেখেই লক্ষ্যে পৌঁছে যায় মিচেল সেন্টনারের দল। দুই বছর পর জাতীয় দলে ফিরে ক্যারিয়ার সেরা বল করা ব্লেয়ার টিকনার হন ম্যাচ সেরা। ডানহাতি এই কিউই স্পিনার ৩৪ রান দিয়ে চার উইকেট নেন।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল স্বাগতিকরা। ২০১৩ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড। পাশপাশি ঘরের মাঠে ২০০৮ সালের পর ক্রিকেটের এই সংস্করণে ইংলিশদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল কিউরা।
আরও পড়ুন
| দাবি না মানলে পিসিবির কেন্দ্রিয় চুক্তিতে সই করবেন না রিজওয়ান |
|
বিপরীতে ২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডেতে বাজে ছন্দের ধারা বজায় রাখল ইংল্যান্ড। বিশ্বকাপের ওই আসরের পর ২৫টি ওয়ানডে খেলে মাত্র ৮ জয়ের বিপরীতে ১৭টিতেই হেরেছে তারা। আইসিসির পূর্ণ সদস্য ১২ দলের মধ্যে জয়ের অনুপাতে ১০ নম্বরে আছে ইংলিশরা।
হ্যামিল্টনের সেডন পার্কে ১৭৫ রানে গুটিয়ে যাওয়া ইংল্যান্ডকে কিছুটা লড়াইয়ে রাখেন জফরা আর্চার। ১০ ওভারে মাত্র ২৩ রান দিয়ে চার উইকেট তুলে নেন এই পেসার। আগুন ঝরা বোলিংয়ে চারটি মেইডেন ওভার দেন তিনি। ২০০৮ সালের কোনো ইংলিশ বোলারের করা দ্বিতীয় সর্বোচ্চ মেইডেন ওভার করলেন তিনি।
অবশ্য আর্চারের সেই চেষ্টাও ইংল্যান্ডের জয়ের জন্য যথেষ্ট হয়নি। লক্ষ্যে তাড়ায় শুরুতে আর মাঝে হোঁচট খাওয়ার পরও জয় পেতে কোনো সমস্যা হয়নি নিউজিল্যান্ডের। রাচিন রবিন্দ্র (৫৮ বলে ৫৪) ও ডেরি মিচেলের ( ৫৯ বলে ৫৬) ফিফটির পর শেষে মিচেল সেন্টনারের ১৭ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংসে ৩৩.১ ওভারেই ম্যাচ জিতে নেয় কিউরা।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আগের ম্যাচের মতোই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। দলীয় রান ১০০ হওয়ার আগেই ড্রেসিংরুমের পথ ধরেন সফরকারীদের পাঁচ ব্যাটার। বেন ডাকেটকে ফিরিয়ে শুরুটা করেন জেকব ডাফি। এরপর ১৭ বলে ১৩ রান করা জেমি স্মিথ আউট হন জ্যাকারি ফকসের বলে।
২৯ রানে দুই উইকেট পতনের পর ব্যাটিং ধস সামলান জো রুট। তবে বেশিক্ষণ টিকতে পারেননি এই ব্যাটারও। ব্লায়ার টিকনারের বলে টম লেথামের ক্যাচ হয়ে ৩৪ বলে ২৫ রান করেন রুট। দলের বিপদ আরও বাড়িয়ে ২৮ বলে ১৮ করে আউট হন চারে নামা জ্যাকব বেথেল।
আরও পড়ুন
| কোহলি-কেনের পথ ধরে বাবরের 'ডাক', হার পাকিস্তানের |
|
নিয়মিত বিরতিতে উইকেট হারানো ইংল্যান্ড ৮১ রানে পঞ্চম ১০৫ রানে ষষ্ঠ উইকেট হারায়। অধিনায়ক হ্যারি ব্রুকের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৩৬ রান। ইংলিশদের লোয়ার অর্ডারের ব্যাটারদের উইকেট তুলে নেওয়ার বাকি কাজ সারেন টিকনার। স্রোতের বিপরীতে গিয়ে ২৮ বলে ৪২ রানের ইনিংস খেলে দলের রান কিছুটা ভদ্রস্থ করেন জেমি ওভার্টন। টিকনারের চার উইকেটের সঙ্গে দু’টি শিকার নাথান স্মিথের।
আগামী শনিবার ওয়েলিংটনে হবে সিরিজের শেষ ম্যাচ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে ক্রিকেটারদের ২০২৪-২৫ মৌসুমের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। নতুন মৌসুম শুরু হয়ে গেলেও এখন পর্যন্ত ২০২৫-২৬ মৌসুমের চুক্তিতে সই করেননি মোহাম্মদ রিজওয়ান।
পিসিবির নতুন বেতন কাঠামোতে ক্যাটাগরি বি-তে আছেন রিজওয়ান। তবে নতুন চুক্তিতে সই করতে রাজি নন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার। পিটিআইয়ের (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) প্রতিবেদন জানিয়েছে, পাকিস্তানের ৩০ জন চুক্তিবদ্ধ খেলোয়াড়ের মধ্যে একমাত্র রিজওয়ানই এখনও সই করেননি।
ক্যাটাগরি ‘এ’ থেকে ‘বি’তে অবনমনে মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন রিজওয়ান। সিনিয়র খেলোয়াড়দের জন্য আবার ক্যাটাগরি ‘এ’ প্রতিষ্ঠা করার পাশাপাশি অধিনায়কদের জন্য স্পষ্ট মেয়াদ ও পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন রিজওয়ান, যাতে বোর্ডের হস্তক্ষেপ ছাড়া তারা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন।
আরও পড়ুন
| কোহলি-কেনের পর বাবরের 'ডাক', হার পাকিস্তানের |
|
সম্প্রতি পাকিস্তানের ওয়ানডে নেতৃত্ব থেকে রিজওয়ানকে সরিয়ে দেয় দেশটির বোর্ড। তার স্থলাভিষিক্ত হন শাহিন শাহ আফ্রিদি। ছন্দহীনতার কারণে ২০২৪ সালের ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি দলেরও বাইরে আছেন ৩৩ বছর বয়সী ব্যাটার। ব্যাট হাতে ছন্দহীনতার সঙ্গে দলের ব্যর্থতা মিলিয়ে গত আগস্টে এলিট ক্যাটাগরি ‘এ’ থেকে ‘বি’ তে অবনমন হয় তাঁর। রিজওয়ানের সঙ্গে অন্য দুই সিনিয়র খেলোয়াড় বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরও অবনমন ঘটে।
পিসিবির নতুন বেতন কাঠামোর আওতায় ক্যাটাগরি বি-তে আছেন ১০ জন ক্রিকেটার। রিজওয়ান বোর্ডকে জানিয়েছে, যতক্ষণ না তার দাবিগুলো মেনে নেওয়া হবে, সে চুক্তিতে সই করবেন না। মূলত অবনমন আর ওয়ানডের অধিনায়কত্ব চলে যাওয়াতেই ক্ষুদ্ধ তিনি।
অবশ্য সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পিসিবি রিজওয়ানের দাবি মেনে নিতে নারাজ। কর্মকর্তারা জানিয়েছেন, এই পুনর্গঠন একটি বৃহত্তর নীতি পরিবর্তনের অংশ। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটারদের পুরস্কৃত করা এবং নতুন প্রতিভা খুঁজে বের করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিতর্কের মধ্যেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে রিজওয়ানকে রেখে পাকিস্তানের ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়। আগামী ৩ নভেম্বর থেকে শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি।

পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন দক্ষিণ আফ্রিকার গতির তারকা আনরিখ নরকিয়া। ঘরোয়া প্রতিযোগিতা সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ দিয়েই মাঠে ফেরার অপেক্ষায় তিনি। চলতি বছরের মে মাসে আইপিএলে খেলার পর থেকেই মাঠের বাইরে নরকিয়া।
স্ট্রেস রিঅ্যাকশনের কারণে জুনে মেজর লিগ ক্রিকেটে খেলতে পারেননি নরকিয়া। একই কারণে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও ছিলেন না দলের সঙ্গে। সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন ৩১ বছর বয়সি এই পেসার।
টি-টোয়েন্টি চ্যালেঞ্জের নতুন আসরে ডলফিনসের হয়ে খেলবেন নরকিয়া । শনিবার কিংসমিডে টাস্কার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা রয়েছে। তাঁর। দীর্ঘ পুনর্বাসনের পর মাঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত ডান হাতি এই পেসার বলেছেন, ‘পুনর্বাসনের শেষ সময়টা সবচেয়ে কঠিন মনে হয়েছে। কারণ তখন মাঠে ফেরার আগ্রহ আরও বেড়ে যায়। এখন আবার খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত।’
টি-টোয়েন্টি চ্যালেঞ্জ শুরু হবে ২৯ অক্টোবর এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আটটি দল একবার করে একে অপরের বিপক্ষে খেলবে। এরপর এলিমিনেটর ও কোয়ালিফায়ারের মাধ্যমে অনুষ্ঠিত হবে ফাইনাল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগে তদন্ত শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত আগস্টে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয় তিন সদস্যের তদন্ত কমিটি। আজ মঙ্গলবার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, চূড়ান্ত তদন্ত প্রতিবেদনও তাদের কাছে জমা পড়েছে।
বিসিবিকে দেওয়া প্রতিবেদনের আকার প্রায় ৯০০ পৃষ্ঠা। এতে বিপিএলের দুর্নীতিগ্রস্ত কার্যপ্রণালি ও পরিচালনাগত ত্রুটি তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, ফ্র্যাঞ্চাইজি প্রক্রিয়া, খেলোয়াড়দের সুরক্ষা বাড়ানো, ঝুঁকি পর্যবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং সবার জন্য যোগাযোগ কাঠামো আরও শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়েছে।
তদন্ত কাজ শেষ হলেও এখনই বিসিবি সব তথ্য প্রকাশ করবে না। চলমান প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো অভিযোগের বিষয়ে মন্তব্যও করেনি দেশের নিয়ন্ত্রক সংস্থা। স্বাধীন তদন্ত কমিটির সুপারিশগুলো বিসিবি বিবেচনায় নেবে এবং আইসিসির দুর্নীতি দমন কোড অনুযায়ী নির্দিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনে আরও তদন্ত করবে।
দেশীয় ক্রিকেটকে নিরাপদ রাখতে বিসিবি একটি স্বাধীন ইন্টিগ্রিটি ইউনিট গঠন করেছে। ইউনিটটির নেতৃত্বে থাকবেন একজন স্বাধীন চেয়ারম্যান, যা বোর্ডের স্বচ্ছতা ও নিয়মভিত্তিক সংস্কারের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে।