আর্সেনালের জার্সি গায়ে মাঠে নেমেই গড়লেন রেকর্ড। গত শনিবার প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে বড় জয়ের (৫-০) ম্যাচে অভিষেক হয় ম্যাক্স ডাওম্যানের। তখন তাঁর বয়স মাত্র ১৫ বছর ২৩৪ দিন। এত অল্প বয়সে মাঠে নামা খেলোয়াড় আর্সেনালের ইতিহাসে আর মাত্র একজন, ডাওম্যান দ্বিতীয়।
অভিষেক ম্যাচের পরই ডাওম্যানকে নিয়ে প্রশংসার ঝড় তুলেছেন আর্সেনালের সাবেক তারকা থিও ওয়ালকট।
ওয়ালকটের চোখে ডাওম্যানের খেলা অনেকটা লিওনেল মেসির মতো,
‘বল নিয়ে দৌড়ানোয় ওর গতি অন্যদের চেয়ে আলাদা। নিচু ভরকেন্দ্র ব্যবহার করে যেভাবে ডিফেন্ডারদের পাশ কাটিয়ে যায়, সেটা একেবারে মেসির খেলার স্টাইলের মতো। ওর খেলা দেখতে প্রশান্তি লাগে।’
আর্সেনালে টানা ১২ বছর খেলেছেন ওয়ালকট। তিনি জানেন প্রতিভাবান তরুণদের প্রতি কোচ মিকেল আর্তেতার আস্থা কেমন। এ ব্যাপারে ওয়ালকট বলেন,
‘সবচেয়ে মজার ব্যাপার হলো আর্তেতা ওকে নিজের মতো খেলতে দিচ্ছেন। কারণ সেটাই ওর সবচেয়ে বড় শক্তি। বল পায়ে থাকলেই সে যেন আরও দ্রুত হয়ে যায়।’
ডওম্যানকে মেসির মতো লাগে বললেন ওয়ালকট,
‘আমি মনে করি, মেসির বিপক্ষে খেলার অভিজ্ঞতা থেকে বলছি, ও যখন বল ছাড়া ছিল, তখন তেমন দ্রুত নয়। কিন্তু বল পায়ে থাকলেই যেন সবাইকে পাশ কাটিয়ে চলে যেত। ডাওম্যানের মাঝেও আমি সেটাই দেখি।’
আরও পড়ুন
ঝাল অপছন্দ, টটেনহ্যাম পছন্দের অন্য এক ‘হেমো’ |
![]() |
শুধু দক্ষতা নয়, মানসিক দিক থেকেও ডাওম্যান মুগ্ধ করেছেন সাবেক ইংলিশ ফরোয়ার্ড ওয়ালকটকে,
‘ওর খেলায় যে ইতিবাচক মনোভাব আছে, সেটা সত্যিই দারুণ। মনে হয় যেন সারাদিন এভাবেই খেলতে পারবে। ওর প্রতিবার বল পেলে সরাসরি আক্রমণাত্মক হওয়াটা এতটাই সতেজ যে দেখতেই ভালো লাগে। ফুটবল অনেক সময় বিরক্তিকর হয়ে যায়, কিন্তু ডাওম্যানকে দেখলে তা একেবারেই হয় না।’
তবে তরুণ এই প্রতিভাবান ফুটবলারের সামনে যে চাপও আসবে, সেটি মনে করিয়ে দিয়েছেন ওয়ালকট। নিজে যেমন ১৬ বছর বয়সে আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক করেছিলেন, আর এক বছর পরই ইংল্যান্ড দলে ডাক পান। ডাওম্যানও একই রকম পরিস্থিতির মুখোমুখি হবেন বলে মনে করছেন তিনি।
ওয়ালকটের মতে, সঠিক সহায়তা পাওয়াটাই হবে ডাওম্যানের সাফল্যের মূল চাবিকাঠি। তিনি বললেন,
‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাইরের চাপ আর ও কীভাবে সেটা সামলায়। স্কুলজীবন আর ফুটবল ক্যারিয়ারের মধ্যে ভারসাম্য রাখতে হবে। আবার রাস্তায় বের হলে মানুষ চিনবে, সেখান থেকেও চাপ আসবে। তার ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়া আছে, যেটা আমাদের সময়ে ছিল না। এখনকার তরুণদের জন্য সেটাই সবচেয়ে কঠিন পরীক্ষা।’
এক ম্যাচ খেলেই আর্সেনাল সমর্থক ও বিশ্লেষকদেরর নজর কাড়তে সক্ষম হয়েছেন ডাওম্যান। ওয়ালকট তাঁকে মেসির সঙ্গে তুলনা করলেন। সামনে কী অপেক্ষা করছে ডাওম্যানের জন্য, তা সময়ই বলে দেবে। তবে তাঁর শুরুটা নিঃসন্দেহে রূপকথার মতো।
২৬ আগস্ট ২০২৫, ৮:৫০ পিএম
পাঁচ দিনের ব্যবধানে তিন ম্যাচ। আজ আবারও মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে তাদের ফিরতি লড়াই। আগের ম্যাচেই প্রথম দেখায় তাদের ৩-০ গোলে হারাং বাংলাদেশ। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা ৬টায় ভারতের প্রতিদ্বন্দ্বী ভুটান।
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত তিন ম্যাচ শেষে এগিয়ে ভারত। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করে টেবিলের শীর্ষে তারা। বাংলাদেশ নিজেদের তিন ম্যাচের একটিতে হেরেছে ভারতের বিপক্ষে। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে তারা। ভুটানকে হারিয়ে পাওয়া তিন পয়েন্ট নিয়ে তালিকায় ৩ নম্বরে নেপাল। আর ভুটান তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া প্রতিযোগিতায় প্রত্যেকটি দলের এখনও বাকি তিনটি করে ম্যাচ। ৬ মাচ শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটি জিতবে শিরোপা। যেখানে বাংলাদেশকে ২-০ গোলে হারিয়ে কিছুটা হলেও এগিয়ে আছে ভারত। এখন পর্যন্ত এই প্রতিযোগিতায় শিরোপার দাবিদার বলা যেতে পারে বাংলাদেশ ও ভারতকে। নেপালের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। তবে ভারতের কাছে ৭-০ গোলে এবং বাংলাদেশের কাছে ৩-০ গোলে হারা দলটিকে নিয়ে আশাবাদী হওয়ার মতো অবস্থা নেই বললেই চলে।
আরও পড়ুন
৬ ছক্কায় হৃদয়ের ঝড়ো ফিফটি, সৌম্যর ব্যাটে রান |
![]() |
প্রতিযোগিতার মুকুট পরতে বাংলাদেশকে জিততে হবে পরের তিন ম্যাচ। ভারতের বিপক্ষে জিতলেও সমীকরণ মেলাতে হতে হবে। তবে আপাতত আজ নেপাল ম্যাচ নিয়ে ভাবছে তারা। ভুটান থেকে এমনটাই জানালেন দলের সঙ্গে থাকা সহকারী কোচ আবুল হোসেন।
গতকাল ম্যাচ ভেন্যুতে দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুশীল করেছে মাহবুবুর রহমান টিটুর শিষ্যরা। আগের ম্যাচে করা ভুল শুধরে এই ম্যাচে জয়ে চোখ মেয়েদের। দলে কোনো চোট শঙ্কা নেই বলেও জানা গেছে।
২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট এরই মধ্যে নিশ্চিত করেছে ব্রাজিল। কোচ আনচেলত্তির নজর এখন বিশ্বকাপ সামনে রেখে দল গোছানো এবং ভালো প্রস্তুতি। সেই প্রস্তুতির অংশ হিসেবেই এশিয়া সফরে আসছেন নেইমার-ভিনিসিয়ুসরা। আগামী অক্টোবরে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
আজ এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। ১৪ অক্টোবর টোকিওতে স্বাগতিক জাপানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের বাছাইপর্বে আগেই জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। সেপ্টেম্বরে বাছাইয়ের শেষ দুটি ম্যাচ খেলবে তারা। ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে। এরপরই শুরু হবে এশিয়া সফরের প্রস্তুতি।
আরও পড়ুন
মুন্সীগঞ্জে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল |
![]() |
আগামী বছরের জুন–জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে বিশ্বকাপের ২৩তম আসর। সেই বড় টুর্নামেন্টকে সামনে রেখে এখন থেকেই বিশ্বজুড়ে বিভিন্ন দলের বিপক্ষে খেলে নিজেদের কৌশল ও মানসিক প্রস্তুতি ঝালিয়ে নিতে চায় ব্রাজিল।
ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের জেনারেল কোঅর্ডিনেটর রদ্রিগো কাইতানো জানিয়েছেন, এশিয়া সফর শেষ করে নভেম্বরে আফ্রিকার শীর্ষ দলগুলোর বিপক্ষেও খেলবে ব্রাজিল। শুধু তাই নয়, আগামী বছরের মার্চ ও জুনে শক্তিশালী ইউরোপীয় প্রতিপক্ষের মুখোমুখি হওয়ারও পরিকল্পনা রয়েছে তাদের।
কাইতানো বলেন,
‘দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচের পর নভেম্বরে আফ্রিকান দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলব আমরা। এরপর মার্চ ও জুনে ইউরোপের শীর্ষ দলগুলোর বিপক্ষে লড়াইয়ের পরিকল্পনা আছে। আমরা চাই বিশ্বকাপের আগে সব ধরনের ফুটবল সংস্কৃতির মুখোমুখি হতে। এতে করে আমাদের অভিজ্ঞতা বাড়বে এবং কঠিন পরিস্থিতিতে খেলতে শিখব, যা আসল টুর্নামেন্টে খুব কাজে দেবে।’
মুন্সীগঞ্জে আজ থেকে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে পেনাল্টি শুট আউটে সিরাজদিখান উপজেলাকে ৪-১ গোলে হারিয়েছে মুন্সিগঞ্জ সদর উপজেলা। নির্ধারিত সময়ে গোল করতে ব্যর্থ হয় দুই দলই। পরে খেলা গড়ায় টাইব্রেকার।
শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করে, তবে গোলের দেখা পায়নি কোনো দল। দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা পুরস্কার হাতে তোলেন সদর উপজেলার অদূর মণ্ডল।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে মুন্সিগঞ্জের সব উপজেলা ও পৌরসভা মিলিয়ে মোট ৮টি দল। ফাইনাল হবে ৩ সেপ্টেম্বর।
আরও পড়ুন
থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলবেন ঋতুপর্ণারা |
![]() |
তার আগে ফেস্টুন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তারা।
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তৈরিতে এই ধরনের আয়োজন বড় ভূমিকা রাখবে বলে মনে করেন প্রধান অতিথি শরফ উদ্দিন। এই টুর্নামেন্ট থেকে ফুটবলার বাছাই করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে বলে জানান জেলা প্রশাসক ফাতেমা।
আগামী বছর দুটি এএফসি নারী এশিয়ান কাপের মূল প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ। মার্চে অস্ট্রেলিয়ায় খেলবে জাতীয় ফুটবল দল। এপ্রিলে থাইল্যান্ডে হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে খেলবেন মোসাম্মৎ সাগরিকারা। এই দুটি প্রতিযোগিতা সামনে রেখে বড় পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০২৬ সালের ১-১৮ এপ্রিল থাইল্যান্ডে হবে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। যে কারণে বেশ কিছু বয়সভিত্তিক দলের খেলোয়াড়কে দেখা যাবে সিনিয়র দলের এই প্রীতি ম্যাচে। ২৫ ও ২৮ অক্টোবর হবে অ্যাওয়ে ম্যাচ দুটি। আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
সবশেষ বাফুফের ইসি কমিটির মিটিংয়ের পর জানা গিয়েছিল, অক্টোবরে নারী দলের প্রীতি ম্যাচ খেলার বিষয়টি। আজ এল আনুষ্ঠানিক ঘোষণা। বাফুফে ভবনে সাংবাদমাধ্যমকে কিরণ বলেন,
‘অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলব (তাদের মাঠে)। সেপ্টেম্বরে অনুশীলন করে, পরে আমরা অক্টোবরে খেলব। ৩০ অক্টোবর দল চলে যাবে জাপানে। ফিরবে ২০ নভেম্বর। সেখানে আমাদের ৪০ জনের স্কোয়াড থাকবে। অনূর্ধ্ব-২০ দলের কিছু খেলোয়াড়ও নেব সঙ্গে। সব মিলিয়ে জাপানকে আমরা চিঠি পাঠিয়েছি, এটার নিশ্চয়তা এখনো আসেনি। তবে এসে যাবে।’
আরও পড়ুন
‘মেসির মতো খেলে সে’ |
![]() |
এবারই প্রথম নারী দল খেলবে এশিয়ান কাপে। গত জুন-জুলাইয়ে মিয়ানমারে হওয়া বাছাই খেলেই মূলপর্বে জায়গা করে নেন ঋতুপর্ণা চাকমরা। দুটি সাফজয়ীদের কাছে সমর্থকদের প্রত্যাশা বেড়ে যায় আরও। সাফল্য আনতে নারী দলকে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিতে চায় বাফুফে। হেড কোচ পিটার বাটলারের আসার কথা আগামী মাসের শুরুর দিকে। এরপর ক্যাম্প হবে। কিরণ জানান, খেলোয়াড়দের নিয়ে এবার ক্যাম্প হবে হোটেলে কিংবা উন্নতমানের কোনো রিসোর্টে রেখে।
এছাড়া কিরণ বলেন,
‘সিনিয়র দলের মতো একইভাবে অনূর্ধ্ব-২০ নারী জন্যও থাকবে অনুশীলন, হোটেল সুযোগ-সুবিধা।’
আর্থিক ব্যাপারে বাফুফে প্রেসিডেন্টে তাবিথ আউয়ালের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
মাস তিনেক আগে পিএসজির কাছে ৫-০ গোলে হেরে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন ভঙ্গ হয় ইন্টার মিলানের। সেই ক্ষতে প্রলেপ দিতে নতুন মৌসুমের শুরুতে প্রতিপক্ষের জালে ঠিক ৫টি গোলই করল তারা।
ইতালিয়ান সিরি আ'র ম্যাচে সোমবার রাতে তুরিনোকে ৫-০ গোলে হারায় ইন্টার। ঘরের মাঠে দলের এত বড় জয়ে জোড়া গোল করেন মার্কাস থুরাম। একবার করে স্কোর শিটে নাম তোলেন আলেসান্দ্রো বাস্তোনি, লাউতারো মার্তিনেস ও আঙ্গে-ইয়োন বনি।
আরও পড়ুন
নেইমারকে না নেওয়ার কারণ জানালেন ব্রাজিল কোচ |
![]() |
দীর্ঘ ৬৪ বছর পর লিগের প্রথম ম্যাচে এত বড় জয় পেল ইন্টার। এর আগে ১৯৬১ সালে আটালান্টাকে ৬-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছিল তারা।
ম্যাচজুড়ে দাপুটে ফুটবল খেলেন লাউতারো, থুরাম, ডামফ্রেসরা। গোলের জন্য ২০টি শট করে তারা। এর মধ্যে ৯টি ছিল লক্ষ্য বরাবর। যার ৫টি প্রবেশ করে জালে।
ম্যাচের ১৮ মিনিটে প্রথম গোলটি করেন বাস্তোনি। এর ১৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন থুরাম। প্রথমার্ধে আর গোল পায়নি ইন্টার।
দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫১ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেস। ৬২ মিনিটে থুরামের দ্বিতীয় গোলে পূর্ণ হয় ইন্টারের হালি। আর ৭২ মিনিটে তুরিনোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন বনি।
২৩ ঘণ্টা আগে
২৩ ঘণ্টা আগে
১ দিন আগে
১ দিন আগে
১ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
২ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে
৭ দিন আগে
৭ দিন আগে