
ইংলিশ প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ- দুই প্রতিযোগিতাতেই রাজত্ব এখন শুধুই আর্সেনালের। নিজেদের লিগে শীর্ষে থাকা গানাররা ইউরোপ সেরা প্রতিযোগতার চলতি আসরে শতভাগ জয়ের ধারা বজায় রেখেছে। সবক’টি ম্যাচেই জয় পাওয়া প্রতিযোগিতার একমাত্র দল তারা।
চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতে প্রতিপক্ষের মাঠে সহজ এক জয় পেয়েছে আর্সেনাল। বেলজিয়ামের ক্লাব ব্রুগের বিপক্ষে মিকেল আর্তেতার দল জিতেছে ৩-০ গোলে। সফকরীদের হয়ে জোড়া গোল করেন ননি মাদুয়েকে। অন্য গোলটি আসে গ্যাব্রিয়েল মার্টিনেলির নৈপুণ্যে।
ছয় ম্যাচে ছয় জয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় অবস্থান করা আর্সেনালের পয়েন্ট ১৮। আর ইউরোপ শ্রেষ্ঠত্যের প্রতিযোগিতায় এবারের মৌসুমে মাত্র এক ম্যাচে জয় পাওয়া ক্লাব ব্রুগ ৪ পয়েন্ট নিয়ে আছে ৩১ নম্বরে।
রাতের আরেক ম্যাচে গোলশূন্য ড্র করেছে প্যারিস সেন্ট জার্মেই। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে ১৮টি শট নিয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় লুইস এনরিকের দল। প্রতিপক্ষের মাঠে ৭২ শতাংশ বল নিজেদের কাছে রেখে আক্রমণের পসরা সাজালেও আসল কাজই করতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এই ড্রয়ের পর ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে পিএসজি। আর পাঁচ পয়েন্ট নিয়ে ২৮ নম্বরে অ্যাথলেটিক বিলবাও।
আরও পড়ুন
| দাপট দেখিয়েও সিটির কাছে হেরে খাদের কিনারায় রিয়াল |
|
ক্লাব ব্রুগের বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটেই দূরপাল্লার শট নেন আর্সেনালের মার্টিন ওডেগোর। তবেপ সেই শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলকিপার। ২১ মিনিটে আর্সেনালের ডিফেন্ডার পিয়েরো ইনকাপিয়ের শট পোস্টে লেগে ফিরে আসে।
অবশ্য গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি আর্সেনালের। ২৫ মিনিটে ব্যবধান ১-০ করে ইংলিশ ক্লাবটি। সতীর্থের পাস ধরে একজনকে কাটিয়ে, আরেকজনের বাধা এড়িয়ে ডি-বক্সের বাইরে থেকে মাদুয়েকের নেওয়া জোরাল শট জাল কাঁপায় ক্লাব ব্রুগের। মাঝেমধ্যে পাল্ট আক্রমণে গোলের সুযোগ তৈরি করে স্বাগতিকরাও।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মাদুয়েকে। বাঁ দিক থেকে মার্তিন জুবিমেন্দি দূরের পোস্টে দারুণ ক্রস বাড়ালে ছুটে গিয়ে হেডে ফাঁকা জালে বল পাঠান ইংলিশ ফরোয়ার্ড।
কিছুক্ষণ পর ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলে আর্সেনাল। ৫৬ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে সহজ জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্টিনেলি।
চ্যাম্পিয়ন্স লিগে রাতের অন্য ম্যাচের ফল :
জুভেন্টাস ২:০ পাফোস
বায়ার লেভারকুসেন ২:২ নিউক্যাসল
বেনফিকা ২:০ নাপোলি
বরুশিয়া ডর্টমুন্ড ২:২ বোদো/গ্লিমট
রিয়াল মাদ্রিদ ১:২ ম্যানচেস্টার সিটি
ভিয়ারিয়াল ২:৩ কোপেনহেগেন
No posts available.
১২ ডিসেম্বর ২০২৫, ৯:১৩ পিএম
১২ ডিসেম্বর ২০২৫, ৮:২৫ পিএম

লিওনেল মেসির কলকাতা সফরের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছেন শাহরুখ খান। বলিউড বাদশাহ এক্সে লিখেছেন, মেসিকে স্বাগত জানাতে তিনি উপস্থিত থাকবেন কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে।
স্বভাবসুলভ রসিকতায় শাহরুখ লিখেছেন, “এবার কলকাতায় আসছি ঠিকই, তবে আমার নাইটদের জন্য নয়। আশা করছি, এই সফরটা হবে পুরোপুরি ‘মেসিময়’। দেখা হবে ১৩ ডিসেম্বর, সল্ট লেক স্টেডিয়ামে।”
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে—আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অন্যতম মালিক শাহরুখ। সাধারণত কলকাতার মাটিতে তিনি আসেন দলের খেলার জন্য। এবার তিনি আসছেন আরেক তারকার জন্য। শাহরুখ কেবল ক্রিকেট নয়, ফুটবলের প্রতিও অনুরাগী। মুম্বাই ও কলকাতার অনেক ফুটবল ইভেন্টে শুভেচ্ছাদূতের ভূমিকায় দেখা গেছে তাকে।
মেসি ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে অবস্থান করবেন। প্রথমে তিনি কলকাতা, এরপর মুম্বাই এবং সবশেষে দিল্লি যাবেন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ১৩ ডিসেম্বর কলকাতায় পা রাখবেন।
কলকাতা পুলিশ জানিয়েছে, মেসি শুক্রবার রাত দেড়টায় কলকাতায় নামবেন। বাইপাসের ধারে একটি পাঁচতারকা হোটেলে তার থাকার ব্যবস্থা করা হয়েছে।
মেসির ভোজের তালিকায় রয়েছে ইলিশ মাছের কয়েকটি পদ, মিষ্টি, ভেষজ চা–সহ আরও নানা ধরনের খাবার।

“জাবি আলোনসো চাকরি হারানোর কাছাকাছি—এ বিষয়ে আপনার কী মত?”—উপস্থিত সাংবাদিকের এমন প্রশ্ন বোধ হয় ভালো ঠেকেনি হান্সি ফ্লিকের কাছে। না হওয়াটাই স্বাভাবিক।
একে তো চিরপ্রতিদ্বন্দ্বী দল, তার ওপর দল-মালিকদের সাম্প্রতিক রেষারেষি চরমে। তাই তড়িৎভাবে প্রসঙ্গ ঘুরিয়ে নিলেন কাতালানদের কোচ। সাফ জানিয়ে দিলেন—নিজেদের দিকেই ফোকাস দিতে পছন্দ তাঁর।
লা লিগার ২০২৫-২৬ মৌসুমে পিছিয়ে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শুরুর পর মৃদু ধাক্কা খেলেও লিগে গত এক মাসে কোনো ম্যাচে হারেনি ফ্লিকের দল। সবশেষ তিন ম্যাচে আতলেতিকো মাদ্রিদ, রিয়াল বেতিস ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়েছে তারা।
বিপরীত অবস্থা রিয়াল মাদ্রিদের। লিগে শেষ ম্যাচে সেলতা ভিগোর বিপক্ষে হেরেছে লস ব্লাঙ্কোসরা। চার পয়েন্ট পিছিয়ে পড়েছে শীর্ষে থাকা বার্সা থেকে। ১৬ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্র কাতালানদের। সমান ম্যাচে ১১ জয় ও ৩ ড্র রিয়ালের।
দলের এমন খারাপ অবস্থায় গুঞ্জন উঠেছে—ছাঁটাই হতে পারেন জাবি আলোনসো। স্প্যানিশ কোচকে নিয়ে প্রশ্ন ওঠে ফ্লিকের সংবাদ সম্মেলনেও। যদিও বিষয়টি দূরপাল্লার শটের মতো প্রতিপক্ষের কোর্টে পাঠিয়ে দিয়েছেন ফ্লিক।
তিনি বলেন, “আমাদের নিজেদের প্রতি মনোযোগ দেওয়া উচিত, রিয়াল মাদ্রিদের দিকে নয়। শতভাগ বার্সার প্রতি মনোযোগ স্থাপন করা উচিত।”
ফ্লিক মনে করেন, তাঁর শিষ্যরা সঠিক পথেই আছে। তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে। এ সময় তিনি মার্কাস রাশফোর্ডের শুরুর একাদশে না থাকা নিয়েও কথা বলেন— “যখন আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলি, আমি তাদের বুঝিয়ে দিই কেন তারা খেলেনি।”
তিনি আরও বলেন, “যখন আমি রাশফোর্ডকে বোঝানোর চেষ্টা করি কেন সে শুরুর একাদশে ছিল না, সে আমাকে বলে, ‘আমাকে ব্যাখ্যা করার দরকার নেই। গুরুত্বপূর্ণ হলো দল যেন জেতে এবং আমরা তিন পয়েন্ট পাই। এর বাইরে কিছুই গুরুত্বপূর্ণ নয়।’’
বার্সা কোচের মতে, “এটাই সঠিক মানসিকতা। তাকে আমাদের সঙ্গে পেয়ে আমি খুশি।”

ম্যাচ শুরু হতে ৪৮ ঘণ্টার কম সময় বাকি। এরই মধ্যে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ আর্নে স্লটের কাছে এক সাংবাদিকের প্রশ্ন—মোহাম্মদ সালাহ যদি দলের প্রতি আরও আনুগত্যশীল হন, অতীত ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন, তবে কি তিনি দলে সুযোগ পাবেন?
প্রশ্নের উত্তরে রেডস ম্যানেজার সামান্য হাসলেও, ব্যাপারটা যে মোটেও মজার নয়—তা সবারই জানা। প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নরা এবার ধুঁকছে। প্রত্যাশার তুলনায় খারাপ খেলছে অ্যানফিল্ডের ক্লাব। এর পেছনে অনেক কারণ থাকলেও সবচেয়ে সহজ এবং দিবালোকের মতো স্পষ্ট—শৃঙ্খলাভঙ্গ ও অভিজ্ঞদের অফফর্ম।
অনাকাঙ্ক্ষিত এই দুই সমস্যার মধ্যেই আগামীকাল প্রিমিয়ার লিগে ঘরের মাঠ অ্যানফিল্ডে ব্রাইটনকে আতিথ্য দেবে লিভারপুল। লিগে শেষ দুই ম্যাচে ড্র করা দলটির লক্ষ্য জয়। অভিন্ন লক্ষ্য ব্রাইটনেরও। পয়েন্ট টেবিলে নিজেদের আরও উচ্চতায় নিয়ে পূর্ণ তিন পয়েন্টের বিকল্প নেই ফ্যাবিয়ান হুর্জেলারদের।
ইংল্যান্ডভিত্তিক ক্লাব ব্রাইটনকে স্লটের দলের তুলনায় অপেক্ষাকৃত দুর্বল মনে করা হলেও, পয়েন্ট টেবিলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের উপরে অবস্থান তাদের। হুর্জেলারের দল এখন পর্যন্ত লিগে ১৫টি ম্যাচ খেলেছে—৬ জয় ও ৫ ড্র; পয়েন্ট ২৩। সমান ২৩ পয়েন্ট লিভারপুলের, তবে একটি জয় বেশি অ্যানফিল্ডের দলের। আবার ব্রাইটনের তুলনায় লিভারপুলের হার দুইটি বেশি।
যদিও প্রিমিয়ার লিগে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে লিভারপুল। এখন পর্যন্ত দুই দল ২০ বার মুখোমুখি হয়েছে—১২টি ম্যাচ জিতেছে অল রেডস, ৪টি জিতেছে ব্রাইটন, বাকি ৪টি ড্র।
অবশ্য ঘরের মাঠে সবসময় দাপট দেখিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে দুই দলের ৯ ম্যাচের মধ্যে ৬ বার জিতেছে স্বাগতিকরা। ব্রাইটন জিতেছে মাত্র ১ বার; বাকি ২টি ড্র। অবশ্য গত মৌসুমের শেষ দেখায় অ্যানফিল্ডের ম্যাচটি ড্র হয়েছিল। তার আগের ম্যাচে ব্রাইটনের মাঠে ৩-১ ব্যবধানে হেরেছিল সালাহরা।
ঘরের মাঠ, পরিচিত পরিবেশ—সবই লিভারপুলের পক্ষে। ব্রাইটনের জন্য বড় হুমকি হতে পারেন ডমিনিক সোবস্লাই। চ্যাম্পিয়নস লিগ এবং প্রিমিয়ার লিগের শেষ দুই ম্যাচে গোল পেয়েছেন হাঙ্গেরির এই রাইট উইঙ্গার। সালাহর অনুপস্থিতি দারুণভাবে কাজে লাগাচ্ছেন তিনি। হুগো একিতিকে লিগের শেষ ম্যাচে করেছেন জোড়া গোল; ফরাসি ফরোয়ার্ড আরও ভালো কিছু করতে মুখিয়ে আছেন। ফ্লোরিয়ান ভির্টজ এবং ম্যাক অ্যালিস্টারের জন্যও এটি গোলখরা কাটানোর দারুণ সুযোগ হতে পারে।
ব্রাইটন যে সহজ প্রতিপক্ষ নয় তা নিশ্চিত। লিগে গোলস্কোরারদের দৌড়ে এগিয়ে থাকা ড্যানি ওয়েলব্যাক খুব চাইবেন গোলের অ্যানফিল্ডে ডেডলক ভাঙতে। এখন পর্যন্ত ১৬ ম্যাচে ৭ গোল করা এই ইংলিশ স্ট্রাইকার হয়ে উঠতে পারেন ব্রাইটনের উৎসবের কেন্দ্রবিন্দু।
রাইট উইঙ্গার ইয়ানকুবা মিনতেহ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু গোল মুখ খুলতে পারছেন না। গাম্বিয়ান এই ফরোয়ার্ডের ওপর দলের যে আস্থা, সেটির প্রতিদান দেওয়ার চেষ্টা থাকবে তাঁর।
ইনজুরি আপডেট:
ছোটখাটো “হাসপাতাল” বলা যায় লিভারপুলকে। কনর ব্রাডলি লাল কার্ডের কারণে থাকতে পারবেন না আগামীকাল। আলেক্সান্ডার ইসাককে পাওয়া যাবে না—এটা নিশ্চিত। ফেদেরিকো চিয়েসা অসুস্থ। জেরেমি ফ্রিংপং কিংবা কোডি গাকপোকে পাওয়ার সম্ভাবনা নেই। এর মধ্যে মোহাম্মদ সালাহর ব্যাপারটি স্পষ্ট—ব্রাইটনের বিপক্ষে তাকে দেখা যাবে না।
ইতোমধ্যে স্লট জানিয়েছেন, সালাহর ব্যাপারে দল এখনো সিদ্ধান্ত নেয়নি। আগামীকাল, অর্থাৎ ম্যাচের আগে মিশরীয় ফরোয়ার্ডের সঙ্গে বসবেন তিনি। এরপরেই চূড়ান্ত সিদ্ধান্ত।
ব্রাইটনের ডিফেন্সিভ মিডফিল্ডার জেমস মিলনার চোটের সঙ্গে লড়ছেন। তবে সমর্থকদের জন্য সুখবর—কাওরু মিতোমা, জেমস মিলনার এবং টম ওয়াটসন পুরোপুরি ফিট।
দুই কোচের মন্তব্য:
বিভিন্ন সমস্যায় কিছুটা বিরক্ত স্লট। দলকে কীভাবে এগিয়ে নেওয়া যায়—সেটিই এখন তাঁর মূল লক্ষ্য। ব্রাইটনের বিপক্ষে শুরুর একাদশ কেমন হবে তা নিয়ে এখনো কিছু জানাননি নেদারল্যান্ডস কোচ।
শুধু বলেছেন,
“আমি সবসময় তাদের (লিভারপুলের স্পোর্টিং ডিরেক্টর রিচার্ড হিউজেস ও প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস) সঙ্গে যোগাযোগ রাখি। কিন্তু দলের একাদশ বা স্কোয়াড নির্বাচন করার সিদ্ধান্তের বিষয়টি সম্পূর্ণ আমার ওপরই ছেড়ে দেওয়া হয়।”
ব্রাইটন ম্যানেজারের চাওয়া—সালাহ যেন তাদের বিপক্ষে মাঠে থাকেন। তিনি বলেন,
“আমরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আমরা চাইবো সালাহ আগামীকাল মাঠে থাকুন। আমরা সেরা খেলোয়াড়ের মুখোমুখি হতে ভালোবাসি।”
দলের অবস্থা সম্পর্কে হুর্জেলার বলেন,
“আমরা এই মৌসুমে উত্থান-পতনের মধ্যে দিয়ে গেছি। আমার মনে হয়, এই মুহূর্তে লিগে হয়তো মাত্র দুইটি ক্লাবই ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে।”
ব্রাইটন নিজেদের সবশেষ ম্যাচে ড্র করেছে ওয়েস্ট হ্যামের বিপক্ষে। লিভারপুল টানা দুই ম্যাচ ড্র করেছে। দুই দলের সমান লক্ষ্য—জয়ে ফেরা। অ্যানফিল্ডে বাংলাদেশ সময় রাত দুইটার মহারণে নিশ্চিত হবে কাদের কপাল খুলছে।

বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) পুরোনো দ্বৈরথ মোহামেডান-আবাহনীর মধ্যে। দুই দলের সেই লড়াইয়ের ঝাঁঝ কিছুটা কমলেও ফুরিয়ে যায়নি। সেখানে নতুন করে যোগ হয়েছে বসুন্ধরা কিংস-মোহামেডান দ্বৈরথ। গত কয়েক বছর ধরেই এই দুই দলের লড়াই পৌঁছেছে অন্য মাত্রায়। সেটি সমর্থকেরা যেমন উপভোগ করেন তেমনি বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানও উপভোগ করেন। এই দ্বৈরথ আরও যত বেশি বাড়বে ততই ফুটবলের জন্য ইতিবাচক হবে, জানান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান।
শুক্রবার কিংস অ্যারেনায় লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামে মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলায় ২-০ গোলে জেতে পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা। এই ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইমরুল হাসান। সেখানে প্রশ্ন রাখা হয় বসুন্ধরা কিংস-মোহামেডান দ্বৈরথ কতটা উপভোগ করেন। উত্তরে ইমরুল হাসান বলেন, ‘বসুন্ধরা কিংস এর বাইরে আমি আসলে মোহামেডানের সমর্থক। ছোটবেলা থেকে মোহামেডানকে সমর্থন করতাম। এই যে আবাহনী-মোহামেডানের দ্বৈরথ এখন কিছুটা বসুন্ধরা-মোহামেডানের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং এ রকম দ্বৈরথ যত বেশি বাড়বে আমাদের ফুটবলের জন্য সেটা ততবেশি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমি এটা খুব উপভোগ করি। মাঠের বাইরেও অনেক আলোচনা হয়। সব কিছুই আসলে আমি খুব উপভোগ করি।’

এই ম্যাচের আগে আলোচনায় ছিল কিংসের মোহামেডানকে মাঠ না দেওয়া নিয়ে। মোহামেডান অভিযোগ করে বসে ম্যাচের আগের তারা মাঠ চেয়ে পায়নি। আজ সেটির ব্যাখ্যা দিয়েছেন বসুন্ধরা কিংস সভাপতি, ‘আসলে গতকাল (বৃহস্পতিবার) আপনারা জানেন আমাদের এখানে বাংলাদেশের সবচাইতে বড় একটা ইভেন্ট হয়েছে মুক্তিযুদ্ধ এবং একাত্তর নিয়ে। একটা চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, যেখানে প্রায় ২০ হাজার লোকের সমাগম ছিল। সে কারণে মাঠ দেওয়ার মতো অবস্থা ছিল না। সেজন্য মাঠ দেওয়া হয়নি। এর বাইরে এখানে আর কিছু নেই।’
বসুন্ধরা কিংস এদিন মোহামেডানকে হারিয়ে মোট ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করেছে। দুইয়ে থাকা ফর্টিস এফসির সঙ্গে পয়েন্টের ব্যবধান ৫। প্রথম ম্যাচে পিডব্লিউডির বিপক্ষে ২-২ গোলে ড্রয়ে শুরুর পর টানা ৫ ম্যাচ জিতেছে মারিও গোমেজের দল। দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট ক্লাব সভাপতি, ‘গতবছর আপনারা জানেন প্রত্যাশা অনুযায়ী আমরা ফলাফল পাইনি। তো চেষ্টা করেছি এ বছর দলটাকে গুছিয়ে নেয়ার জন্য এবং এখন পর্যন্ত যা হচ্ছে আমরা আমাদের প্রত্যাশামাফিক রেজাল্ট দেখতে পাচ্ছি। আসলে মাত্র ৬টা ম্যাচ গিয়েছে। এখনই কোনো কিছু বলা যাবে না, আপাতদৃষ্টিতে ভালো একটা অবস্থানে আছি। দল যেভাবে খেলছে এতে এখন পর্যন্ত আমরা তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট।’
চার দিন পর মাঠে গড়াবে আরও একটি কিংস-মোহামেডান বিগ ম্যাচ। আগামী ১৬ ডিসেম্বর ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপের খেলায় পল্টনের জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সংস্কারের পর এই প্রথম ঘরোয়া ফুটবলের কোনো ম্যাচ ফিরছে জাতীয় স্টেডিয়ামে। সামনে এই মাঠে আরও বেশি ঘরোয়া ফুটবল ম্যাচ আয়োজনের পক্ষে ইমরুল হাসান, ‘ব্যক্তিগতভাবে মনে করি লিগের ম্যাচ না হোক অন্তত টুর্নামেন্টের কিছু বড় বড় খেলা জাতীয় স্টেডিয়ামে আমি ব্যক্তিগতভাবে দেয়ার পক্ষে।’

ঘরের মাঠে শুরুতেই এগিয়ে গেল বসুন্ধরা কিংস। এরপর ম্যাচে ফরিতে মরিয়া হয়ে উঠল মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধে দাপট দেখালেও মিললো না গোলের দেখা। পরের অর্ধে স্বরুপে ফেরে লাল-সাদা ব্রিগেডরা। তার সঙ্গে আর পেরে উঠল না অতিথিরা; উত্তাপ ছড়ানো ম্যাচে শেষ হাসি হাসলো মারিও গোমেজের দল।
বাংলাদেশ ফুটবল লিগে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার মোহামেডানকে ২-০ গোলে হারায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। রাকিব হোসেন এগিয়ে দেওয়ার পর লিড দ্বিগুণ করেন দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো।
এ নিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে লিগ টেবিলে ৬ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পোক্ত করল বর্তমান ফেডারেশন কাপের চ্যাম্পিয়নরা। সমান খেলায় ৭ পয়েন্ট নিয়ে তালিকার চারে আলফাজ আহমেদের দল। ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে ফর্টিস এফসি। এক পয়েন্ট কম পেয়ে তিনে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
বসুন্ধরা কিংসের জন্য ম্যাচটি ছিল প্রতিশোধের। গত মৌসুমে লিগে দুবারই হারতে হয়েছে মোহামেডানের কাছে। এমনকি খোয়াতে হয়েছে শিরোপাও। ফুটবল লিগের চলতি মৌসুমে প্রথম দেখায় ঠিকই প্রতিশোধ নিল কিংস। ঘরের মাঠে মোহামেডানকে ২-০ গোলে হারিয়েছে তারা।
এদিন১৫ মিনিটে রাকিব হোসেনের গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। বাঁ প্রান্ত দিয়ে শাকিল আহাদ তপুকে পেছনে ফেলে বক্সে ক্রস বাড়ান ফয়সাল আহমেদ ফাহিম। ফাঁকায় থাকা রাকিব সেই ক্রসে প্রথম স্পর্শেই জালে পাঠান বল।
চার মিনিট পর ফাহিমের কর্নার থেকে ইমানুয়েল আগবাজি টনির হেড বারের উপর দিয়ে চলে যায়। ২১ মিনিটে বক্সের বাইরে থেকে ইমানুয়েল সানডের শট বারে লেগে ফিরে আসে। ম্যাচের ২২ মিনিট না পেরোতেই হলুদ কার্ড পেয়ে বসেন বসুন্ধরা কিংসের ইউসুফ আলী ও তাজ উদ্দিন।
৩৩ মিনিটে গোলের ভালো সুযোগ হাতছাড়া করেন মোহামেডানের স্যামুয়েল বোয়াটেং। বা প্রান্ত দিয়ে দারুণ একটা ক্রস দেন মাহবুব; গোলমুখের সামনে পা ছোঁয়াতে পারলেই হতে পারতো গোল; কিন্তু বোয়াটেং পারলেন না বলে পা ছোঁয়াতে।
৪৩ মিনিটে পরপর দুটি সেভ করেন কিংসের গোলকিপার আনিসুর রহমান জিকো। প্রথমে মুজাফফরভের সরাসরি ফ্রি কিক শট ঠেকান কর্নারের বিনিময়ে। এরপর কর্নারে নিজেদের বক্সে জটলা তৈরি হয়। এলি কেকের হেড পেছনের পা দিয়ে টোকা দেন রহিম উদ্দিন, তবে সতর্ক ছিলেন জিকো।
বিরতির পর ধার বাড়াতে কিউবা মিচেলকে মাঠে নামায় কিংস। যদিও খুব একটা গোছাল আক্রমণ দেখা যায়নি। ৭৫ মিনিটেও গোলের ভাল সুযোগ পেয়েছিল স্বাগতিকেরা। তবে বক্সের ভেতর থেকে কিউবার শট খুঁজে পায়নি লক্ষ্য। ৮২ মিনিটে শাহরিয়ার ইমনকে গোলবঞ্চিত করেন মোহামেডান গোলকিপার সুজন হোসেন।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দোরিয়েলতন। সোহেল রানা সিনিয়রের লং পাসে নিয়ন্ত্রণে নিয়ে মোহামেডান অধিনায়ক মেহেদী হাসান মিঠুকে গতিতে পেছনে ফেলেন তিনি। এরপর গোলরক্ষক সুজন হোসেনকে বোকা বানাতে কোনো অসুবিধা হয়নি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের।
এর পরের মিনিটে হলো গোলমাল। সোহেল রানা সিনিয়রের মুখে মোহামেডানের মুজাফ্ফর মুজাফ্ফরভ হাত দিয়ে আঘাত করেন ফলে উত্তেজনা ছড়িয়ে যায় মাঠে। রেফারি সরাসরি লাল কার্ড দেখালে উল্টো আরও মেজাজ হারিয়ে ফেলেন মুজাফ্ফর। এমনকি রেফারিকে দিকে তেড়ে যাওয়ার জন্য হম্বিতম্বি করতে থাকেন তিনি। সতীর্থরা কোনোমতে ঝাপটে ধরে তাঁকে মাঠের বাইরে পাঠান। রেফারি মো. আলমগীর সরকার অবশ্য আগে সোহেল রানাকে হলুদকার্ড দেখান।