২৬ অক্টোবর ২০২৪, ৭:৩৯ পিএম
চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি শেষ হওয়ার কথা পেপ গার্দিওলার। যদিও গুঞ্জন রয়েছে, আরও এক মৌসুম সিটির সাথে চুক্তি বাড়াবেন এই স্প্যানিয়ার্ড। তাতে সিটি সমর্থকদের মনে কিছুটা অস্বস্তি থাকারই কথা। বিশেষ করে গার্দিওলার অনুপস্থিতিতে ইংলিশ চ্যাম্পিয়নরা কেমন করবে, তা নিয়ে আছে সংশয়। কিংবদন্তি স্যার অ্যালেক্স ফার্গুসন যাওয়ার পর যে পথ হারিয়ে ফেলেছে আরেক জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। গার্দিওলা অবশ্য সমর্থকদের দিয়েছেন ভরসা। তিনি চলে গেলেও সিটির অবস্থা ইউনাইটেডের মতো হবে না বলেই তার বিশ্বাস।
অ্যালেক্স ফার্গুসন ইউনাইটেড ছাড়ার পর থেকে হেভিওয়েট থেকে গড়পড়তা একটা দল হয়েছে রেড ডেভিলরা। ২০১৩ সালে তার অধীনেই শেষবার প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ইউনাইটেড। ঠিক বিপরীত চিত্র সিটির। গেল সাত বারের মধ্যে ছয়বারই প্রিমিয়ার লিগের শিরোপা গেছে তাদের ঘরে। এই সময় দলটি প্রথমবারের মতো জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।
সিটিকে গার্দিওলা বানিয়েছেন ইউরোপের অন্যতম পরাশক্তি। যদিও তিনি না থাকলে দল সে ধারাটা ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে আছে শঙ্কা। যা গার্দিওলা উড়িয়ে দিয়েছেন নিজেই।
“আমি জানিনা ইউনাইটেডে কী হয়েছে। তবে কেউ একজন চলে ক্লাব ভেঙে পড়া এটা খুবই বাজে দিক। আমি গেলে সিটিও হয়তো বিপদে পড়বে, তবে সেটা কিভাবে কাটাতে হবে তারা সেটা জানে। তারা জানে কিভাবে এই ধরণের পরিস্থিতি সামাল দিতে হয়।”
সিটি যে স্রেফ একজনের ওপর নির্ভরশীল নয়, সেটাও মনে করিয়ে দিয়েছেন সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ কোচ।
“ক্লাব বেশ ভালোভাবেই পরিচালিত হচ্ছে, কাঠামো বেশ ভালো। ভালো ক্লাবগুলো একজনের ওপর নির্ভরশীল থাকে না। ক্লাবের কাঠামো শক্তিশালী হলে অন্য কিছু খুব একটা সমস্যা হয় না। এছাড়া সেটা ভালো ক্লাব হতে পারে না।”
গেল মৌসুমেও প্রিমিয়ার লিগে শিরোপা ঘরে তুলেছিল সিটি। এবার অবশ্য ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তারা আছে লিভারপুলের পেছনে।
মেসি-রোনালদো হ্যাটট্রিকের একই ব্রাকেটে |
পর্তুগিজ ক্লাব স্পোর্তিং সিপি’র কোচ রুবেন আমোরিমকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কাছাকাছি ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ গণমাধ্যমের দাবি, নভেম্বরে আন্তর্জাতিক বিরতি শেষে ইউনাইটেডের দায়িত্ব নেবেন আমোরিম। সে পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন রুড ফন নিস্টলরয়।
দ্য আথলেটিকস তো দাবি করছে, এরই মধ্যে দুই পক্ষের মধ্যে চুক্তিও হয়ে গেছে। একই তথ্য দিচ্ছে ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। তার মতে, দুই পক্ষ চুক্তি করতে সম্মত হয়েছে। আন্তর্জাতিক বিরতী শেষে আগামী ২৪ নভেম্বর ইপসউইচ টাউনের সাথে ম্যাচ দিয়ে ইউনাইটেডের ডাগআউটে অভিষেক হবে আমোরিমের।
২০২৭ সাল পর্যন্ত ইউনাইটেডের সাথে আমোরিমের চুক্তি হতে যাচ্ছে বলে জানাচ্ছেন রোমানো। ৩৯ বছর বয়সী এই কোচকে নিয়োগ দিতে বড় অঙ্কের অর্থই খরচ করতে হচ্ছে রেড ডেভিলদের। রিলিজ ক্লজের ১০ মিলিয়ন পুরটাই স্পোর্তিং সিপিকে দিতে হবে বলে দাবি করছেন রোমানো।
আরও পড়ুন
আমি চলে গেলেও সিটির অবস্থা ইউনাইটেডের মত হবে না : গার্দিওলা |
এর আগে পুর্তুগিজ এই কোচকে নিয়ে গুঞ্জন ছিল লিভারপুলের সাথেও। আরেক ইংলিশ ক্লাব ওয়েস্ট হামের সাথেও জোড়া হয়েছিল তার নাম। শেষ পর্যন্ত অবশ্য সব গুঞ্জনই থেকে গেছে।
লম্বা সময় পর ২০২১ সালে স্পোর্তিং সিপিকে লিগ জিতিয়ে আলোচনায় আসেন আমোরিম। দুই মৌসুম পর আবারও গেল মৌসুমে স্পোর্তিং সিপিকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। চলতি মৌসুমেও তার দল লিগা পর্তুগালে শুরুটা করেছে দারুণ। ৯ ম্যাচের সব কয়টাতেই জয় তুলে নিয়েছে তারা।
ফুটবল ক্যারিয়ারে আমোরিম বেশিরভাগ সময়ই কাটিয়েছেন পর্তুগালের ক্লাব বেনফিকাতে। ২০১৭ সালে ফুটবলকে বিদায় জানান তিনি।