১১ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৬ এম
ফিফা প্রীতি ম্যাচ খেলতে গিয়ে নেপালের কাঠমান্ডুতে সরকারবিরোধী আন্দোলনে আটকা পড়েন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। স্বাগতিকদের বিপক্ষে একটি ম্যাচ না খেলেই ‘হোটেল বন্দি’ থাকতে হয়েছে তাদের। দেশটির সামগ্রিক অবস্থা কিছুটা স্বাভাবিক হলে বাংলাদেশ সরকারের বিশেষ ব্যবস্থাপনায় দেশে ফিরছেন জামাল ভূঁইয়া ও প্রীতি ম্যাচ কাভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকদের।
গত বুধবার (১০ সেপ্টেম্বর) কাঠমান্ডুর ত্রিভুবন এয়ারপোর্ট খুলে দেওয়া হয়। আর আজ বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ ব্যস্থাপনায় বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০বি এয়ারক্রাফট (১৫৩৭) এর একটি বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরছেন তারা।
গত বুধবার দেশে ফেরার কথা ছিল জামালদের। সেদিনকার পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়ায় ফ্লাইটটি স্থগিত করা হয়। তবে নেপাল সরকারের পতন ও পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে খুলে দেওয়া হয় কাঠমান্ডুর ত্রিভুবন এয়ারপোর্ট। সেখানে থাকা টি-স্পোর্টসের রিপোর্টার মমিন রোহন জানিয়েছেন, ‘‘জাতীয় দলের ফুটবলার ও কাঠমান্ডুতে অবস্থানকারী বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকদের সামরিক বাহিনীর সহায়তায় বিশেষ একটি ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বৃহস্পতিবার দুপুর নাগাদ তারা দেশে ফিরবেন। এর জন্য সবার ইমিগ্রেশনও করতে বলা হয়েছে। ইতোমধ্যে ফুটবলার ও সাংবাদিকরা এয়ারপোর্টে অবস্থান করছেন।’’
নেপালে বেশ কিছুদিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। গত সোমবার রাজধানী কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন শহর ব্লক করে জনতা। সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাদের এই বিক্ষোভ। এমন অস্থিরতার কারণেই ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রত্যাশিত অস্থিরতা দেখে মঙ্গলবারই দেশে ফেরার চেষ্টা করেছিল বাংলাদেশ দল। কিন্তু বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় ফুটবলাররা আর টিম হোটেল থেকে বের হতে পারেননি।
জাতীয় ফুটবল দলের পরবর্তী মিশন এশিয়ান কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডে হংকং এর বিপক্ষে দুটি ম্যাচ। আগামী ৯ অক্টোবর ঢাকায় হবে একটা ম্যাচ, অন্যটা ১৪ অক্টোবর হংকংয়ে।
No posts available.
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৩ পিএম
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:০৬ পিএম
আন্তর্জাতিক বিরতি বার্সেলোনার বড় ক্ষতিই করে দিয়ে গেল। জাতীয় দলের দায়িত্ব পালন করতে গিয়ে কাতালান ক্লাবটির একাধিক ফুটবলার চোটে পড়েছেন। এবার চোটের এই তালিকায় যুক্ত হলো স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির সবচেয়ে বড় তারকা লামিনে ইয়ামাল।
আগামী ১৯ সেপ্টেম্বর নতুন মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে বার্সা। অফিসিয়াল এক বিবৃতিতে বার্সা জানিয়েছে ,পেশির চোটের কারণে প্রতিপক্ষের মাঠে ম্যাচটিতে অনিশ্চিত হয়ে পড়েছেন ইয়ামাল। আজ বার্সেলোনার অনুশীলনে ছিলেন না স্প্যানিশ এই উইঙ্গার।সোমবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে তার মাঠে না থাকা নিশ্চিতই।
আরও পড়ুন
জুবিমেন্ডির প্রথম জোড়া, দাপুটে জয়ে শীর্ষে আর্সেনাল |
![]() |
আন্তর্জাতিক বিরতিতে বুলগেরিয়ার ও তুরস্কের বিপক্ষে বড় জয়ে দারুণ অবদান রাখেন ইয়ামাল। তবে এই দুই ম্যাচে খানিকটা অস্বস্তিতে ছিলেন ১৮ বছর বয়সী বার্সা তারকা।
আক্রমণভাগে দলের অন্যতম ভরসার চোটে ক্ষোভ ঝাড়েন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। জাতীয় দলে ইয়ামালের মতো ফুটবলারের যথাযথ যত্ন নিয়ে প্রশ্নও তোলেন তিনি।
‘দুঃখের বিষয়, আগামীকালের ম্যাচে লামিন থাকবে না। জাতীয় দলের হয়ে খেলার সময় সে চোটে ভুগছিল। অস্বস্তি নিয়েই স্পেনের হয়ে সে একটিতে ৭৯ মিনিট, অন্যটিতে ৭৩ মিনিট খেলেছে। ম্যাচগুলোর মাঝেই সে ট্রেনিংও করতে পারেননি এই ব্যথার জন্য। এটা কি আসলেই খেলোয়াড়ের যত্ন নেওয়া? আমি বলি, না।’
জাতীয় দলের দায়িত্ব পালনের সময় তরুণ ফুটবলারদের নিয়ে আরো সতর্ক হওয়া উচিত বলেন ফ্লিক।
আরও পড়ুন
জুবিমেন্ডির প্রথম জোড়া, দাপুটে জয়ে শীর্ষে আর্সেনাল |
![]() |
‘স্পেন দলে বিশ্বের সেরাদের সেরারাই খেলে । সব জায়গাতেই তারা অবিশ্বাস্যভাবে ভালো। কিন্তু হয়তো তাদের উচিত আমাদের খেলোয়াড়দের, বিশেষ করে তরুণদের একটু বেশি খেয়াল রাখা। এরপর অনুযোগের স্বরে ফ্লিক বলেন, ‘কিন্তু মনে হয় তারা যেন এভাবেই ফুটবলারদের ব্যবহার করছে।’
জার্মান জাতীয় দলের হয়ে কোচিং করানো ফ্লিক এ নিয়ে নাকি স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে খুদে বার্তার মাধ্যমে যোগাযোগ করেছেন। কিন্তু ভাষাগত বাধার কারণে ফলপ্রসু যোগাযোগের ঘাটতি ছিল বলে জানান ফ্লিক।
‘আমি জাতীয় দলের হয়ে কাজ করেছি, জানি কাজটা কত কঠিন। আমি কখনো তার (দে লা ফুয়েন্তে) সঙ্গে যোগোযোগ করিনি। বার্তা ছিল একটা, কিন্তু সরাসরি কথা হয়নি। আমার স্প্যানিশ ভালো না, আর তাঁর ইংরেজি ভালো না, হয়তো এটাই একটা সমস্যা। কিন্তু শেষ পর্যন্ত, যোগাযোগটা ভালো হওয়া উচিত। শুধু ইয়ামালই নয়, আমাদের আরও অনেক খেলোয়াড় রয়েছে যারা একই অবস্থা ভোগ করছে।’
শুরু থেকেই আক্রমণে একতরফা আধিপত্য ধরে রাখল আর্সেনাল। আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচটিতে সহজ এক জয়ই পেল মিকেল আর্তেতার দল। অন্যদিকে অ্যাঞ্জে পোস্তোকোগলুর অধীনে প্রথম ম্যাচটি হার দিয়ে শুরু হলো নটিংহ্যাম ফরেস্টের।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে হারালো আর্সেনাল। গানারদের হয়ে প্রথম গোলের সঙ্গে ক্যারিয়ারের প্রথম প্রথম জোড়া গোল করে দলের জয়ে দারুন অবদান রাখলেন মার্টিন জুবেমেন্দি। অন্য গোলটি আসে ভিক্টর গিয়োকেরেসের নৈপুণ্যে।
আরও পড়ুন
ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের গ্রুপে মোহামেডান |
![]() |
এই জয়ে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে গানারদের পয়েন্ট ৯।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৫৫ শতাংশ বল দখলে রেখে ১৬টি শট নেয় আর্সেনাল, লক্ষ্যে ছিল ৫টি। অন্যদিকে পুরো ম্যাচে ৫টি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখে ফরেস্ট।
৩২ মিনিটে কর্নার থেকে অসারধারণ এক ভলিতে প্রথম গোল করেন জুবেমেন্দি। ননি মাদুয়েকের একটি কর্নার ক্লিয়ার করতে গিয়ে ফরেস্টের ক্রিস উড বল পাঠান বক্সের প্রান্তে। যেখান থেকে বল পেয়ে জোরালো এক শটে বল জালে পাঠান জুবেমেন্দি। স্প্যানিশ এই মিডফিল্ডারের শট ফরেস্ট ডিফেন্ডার মুরিলোর সামান্য ডিফ্লেকশন থাকলেও ফরেস্ট গোলকিপার ম্যাটজ সেলস তা ঠেকাতে ব্যর্থ হন।
আরও পড়ুন
বিশ্বকাপে ফিরতে নেইমারকে বড় শর্ত দিলেন আনচেলত্তি |
![]() |
দ্বিতীয়ার্ধ শুরু হতেই ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল । প্রথমবারের মতো আর্সেনালের হয়ে শুরুর একাদশে খেলতে নামা এবেরেচি এজে পাস থেকে সহজেই লক্ষ্যভেদ করেন ভিক্টর গিয়োকেরেস।
ফরেস্টের হয়ে ব্যবধান কমানোর সবচেয়ে বড় সুযোগটি পেয়েছিলেন মর্গান গিবস-হোয়াইট। দ্রুত এক প্রতি-আক্রমণে আর্সেনালের ডি-বক্স থেকে শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়।
আরও পড়ুন
চ্যাম্পিয়নস লিগের আগে বড় দুঃসংবাদ পেল রিয়াল |
![]() |
৭৯ মিনিটে সুবিমেন্দি হেড থেকে ব্যবধান ৩-০ করেন জুবেমেন্দি। বদলি হিসেবে নামা লিয়ান্দ্রো ট্রোসারের দারুণ ক্রস থেকে হেডে জালে বল পাঠান ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার।
আর্তেতার বিপক্ষে টটেনহ্যামের সাবেক কোচ পোস্তোকোগলু আগের চারবারের মুখোমুখি লড়াইয়ে একবারও জয়ের দেখা পাননি। আর্সেনালের এই কোচের বিপক্ষে এ নিয়ে তিন হার ও একবার ড্র করেছেন অস্ট্রেলিয়ান এই কোচ।
ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আর গতবার প্রিমিয়ার লিগ শিরোপা জেতে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমে বাংলাদেশ ফেডারেশন কাপের একই গ্রুপে পড়েছে ঢাকার দুই জায়ান্ট ক্লাব।
ফেডারেশন কাপের ২০২৫-২৬ মৌসুমের ড্র চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ১০দল অংশ নিচ্ছে ফেডারেশন কাপে। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ১০ দল। ড্র-তে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অপর চার প্রতিপক্ষ- মোহামেডান, ফর্টিস এফসি, বাংলাদেশ পুলিশ এফসি ও আরামবাগ ক্রীড়া চক্র।
গ্রুপ ‘এ’-তে ফেডারেশন কাপের বর্তমান ফাইনালিস্ট ঢাকা আবাহনীর সঙ্গে আছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব ও পিডব্লিউডি।
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ফেডারেশন কাপের খেলা। সর্বশেষ ফেডারেশন কাপ ফাইনাল হয় ময়মনসিংহে। ঘটনাবহুল ফাইনালের টাইব্রেকারে ঢাকা আবাহনীকে হারিয়ে শিরোপা জেতে বসুন্ধরা কিংস।
এদিকে বিপিএল শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর। লিগের মাঝে হবে টুর্নামেন্টের খেলা। লিগের খেলাগুলো হবে শুক্রবার ও শনিবার। ফেডারেশন কাপের খেলা হবে মঙ্গলবার।
নতুন মৌসুমে হবে পাঁচটি টুর্নামেন্ট। লিগের মাঝেই ফেডারেশন কাপের পর হবে সুপার কাপ। লিগের শেষ হবে স্বাধীনতা কাপ। যে প্রতিযোগিতা হবে শুধু স্থানীয় ফুটবলার নিয়ে।
আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলে নেইমারের অন্তর্ভুক্তি নিয়ে চলছে আলোচনা। তবে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন— প্রতিভা নয়, জাতীয় দলে ফেরার জন্য নেইমারের সবচেয়ে বড় শর্ত হলো ফিটনেস।
৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে সাম্প্রতিক বিশ্বকাপ বাছাইপর্বের দলে রাখা হয়নি। আনচেলত্তি জানিয়েছিলেন, পায়ের পেশির হালকা চোটের কারণে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে নেইমারের দাবি ছিল, সিদ্ধান্তটি টেকনিক্যাল কারণে। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে সেলেসাওয়ের জার্সি গায়ে ওঠেনি তার। হাঁটুর লিগামেন্টের মারাত্মক চোটের পর থেকে জাতীয় দলে ফেরার প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে।
ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘নেইমারের প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু আধুনিক ফুটবলে সেই প্রতিভাকে কাজে লাগাতে হলে শারীরিকভাবে ফিট থাকা জরুরি। যদি সে তার সেরা অবস্থায় ফিরতে পারে, তবে দলে ফেরাটা কোনো সমস্যাই হবে না।’
নেইমারের সঙ্গে বসেছেন আনচেলত্তি। ব্রাজিল কোচ বলেন, ‘আমি ওর সঙ্গে আলোচনা করেছি। বলেছি, বিশ্বকাপের আগে এখনও যথেষ্ট সময় আছে নিজেকে প্রস্তুত করার। ভালো অবস্থায় ফিরতে পারলে জাতীয় দলের হয়ে সর্বোচ্চটা দেওয়ার সুযোগ ও পাবে।’
আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর মাঝেমধ্যে আলো ছড়ালেও ধারাবাহিক নন নেইমার। গত মাসে ভাস্কো দা গামার বিপক্ষে ৬-০ ব্যবধানের হারের দিনে কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন তিনি।
আনচেলত্তি জানালেন, নেইমারকে আর উইংয়ে দেখা যাবে না। তাঁকে মূলত খেলানো হবে আক্রমণভাগের কেন্দ্রে— ‘আধুনিক ফুটবলে উইঙ্গারদের প্রচুর দৌড়াতে হয়, শারীরিক সক্ষমতাও থাকতে হয়। নেইমার এখন সেই ভূমিকায় মানাবে না। তবে অ্যাটাকিং মিডফিল্ডার বা ফালস নাইন হিসেবে সে কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবে।’
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। আগামী অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ অক্টোবর খেলবে টোকিওতে জাপানের বিপক্ষে।
বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। বাঁ পায়ের চোট প্রায় তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। চ্যাম্পিয়নস লিগ ও লা লিগার বেশ কিছু ম্যাচ মিস করতে পারেন এই জার্মান তারকা ফুটবলার।
রিয়াল মাদ্রিদের চিকিৎসা বিভাগ জানিয়েছে, রুডিগারের রেক্টাস ফেমোরিস মাংসপেশীতে চোট পাওয়ায় তাঁকে দীর্ঘ সময় বিশ্রামে থাকতে হবে।
স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হবে রুডিগারকে। এই মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন ৩২ বছ বয়সী এই ডিফেন্ডার। গত মৌসুমেও চোটের সঙ্গে লড়াই করতে হয়েছিল তাঁকে। জাবি আলোনসো রিয়াল কোচের দায়িত্ব নেওয়ার পর এটাই রিয়ালের প্রথম বড় ধরনের চোটের ঘটনা।
লা লিগায় আজ রিয়াল সোসিয়েদাদের সঙ্গে দেখা হবে রিয়াল মাদ্রিদের। এই ম্যাচে খেলার জন্য জাবির তালিকায় ছিলেন রুডিগার। তবে ম্যাচের আগে অনুশীলন শুরু করলেও শেষ পর্যায়ে অস্বস্তি বোধ করেন তিনি। আগামী মঙ্গলবার নিজেদের মাঠে মার্শেইয়ের ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করবে ১৫ বারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা।