২৫ জানুয়ারি ২০২৪, ১২:১০ এম
লিগ পর্বের পর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ব্রিসবেন হিট ফেভারিট হিসেবেই ফাইনালে নেমেছিল। টপ অর্ডার ব্যাটারদের সাফল্যে আগে ব্যাটিং করে বড় সংগ্রহই পেলে ব্রিসবেন। রান তাড়ায় শুরুটা ভালো হলেও ব্যাটিং ধসে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সিডনি সিক্সার্সের ইনিংস। বিশাল জয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মত বিগ ব্যাশ লিগের (বিবিএল) শিরোপা জিতল ব্রিসবেন।
সিডনিতে বুধবারের ফাইনালে আগে ব্যাটিং করে ব্রিসবেন ২০ ওভার শেষে পায় ৮ উইকেটে ১৬৬ রানের স্কোর। ১৭.৩ ওভারে ১১২ রানেই গুটিয়ে যায় সিডনি। এর আগে বিবিএলের দ্বিতীয় আসরে (২০১২-১৩) চ্যাম্পিয়ন হয়েছিল ব্রিসবেন।
আরও পড়ুন: এবার বিবিএল থেকেও ছিটকে গেলেন মুজিব
টসে জিতে আগে ফিল্ডিং নেওয়া সিডনি শুরুতেই পায় সাফল্য। দলীয় ৯ রানে ওপেনার জিম্মি পিয়েরসনকে হারায় ব্রিসবেন। এরপরই তাদের প্রতিরোধের শুরু। ৬৭ বলে ৮৫ রানের জুটি গড়েন জশ ব্রাইন ও অধিনায়ক নাথান এ ম্যাকসুইনি। এই দুজনের জুটি শেষ হয় ম্যাকসুইনির বিদায়ে (৩৩ রান)।
তবে অন্যপ্রাতে রান বাড়িয়ে নেন ব্রাউন। আগ্রাসী ব্যাটিংয়ে তুলে নেন ফিফটি। ৩৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় সাজানো তার ৫৩ রানের ইনিংস দলটির বড় স্কোরের পথ খুলে দেয়। সেটা দারুণভাবে কাজে লাগান ম্যাট রেনশ। মাত্র ২২ বলে এই বাঁহাতি ব্যাটার খেলেন ৪০ রানের দারুণ কার্যকরী এক ইনিংস।
১৯ বলে ২৯ রানে তাকে যোগ্য সঙ্গ দেন ম্যাক্স ব্রিয়ান্ট। তাতে ব্রিসবেন পেয়ে যায় লড়াকু পুঁজি। ৩২ রানে চার উইকেট নেন শট অ্যাবট।
ইনিংসের শুরুটা ভালো হয়নি সিডনিরও। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ড্যানিয়েল হিউজেস। আরেক ওপেনার জ্যাক এডওয়ার্ডস থামেন ১৬ তে। রানের গতি কমে গেলেও এরপরও ম্যাচে কিছুটা হলেও টিকে ছিল সিডনি।
আরও পড়ুন: হেলিকপ্টারে চড়ে বিবিএল খেলবেন ওয়ার্নার
তবে ইনিংসের মাঝামাঝি সময়ে ব্যাটিং বিপর্যয়ে শেষ হয়ে দলটির জেতার আশা। ৫৬ থেকে ৭৩ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় সিডনি। ম্যাচ কার্যত শেষ সেখানেই। এরপর বাকিটা ছিল কেবলই আনুষ্ঠানিকতা। টেনেটুনে স্কোর পার হয় ১০০।
২৬ রানে ৪ উইকেট নিয়ে মূল সর্বনাশটা করেন বাঁহাতি পেসার স্প্যান্সার জনসন। দুটি করে উইকেট নেন জাভিয়ের বার্টলেট্ট ও মাইকেল সুইপসন।
দেশের যেকোনো প্রান্ত থেকে সর্বশেষ খেলার আপডেট জানতে চোখ রাখুন টি স্পোর্টসে এছাড়া ফেসবুকে আমাদের ফলো করতে এখানে ক্লিক করুন ও ইউটিউবে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।