টনি ক্রুস ফুটবলকেই বিদায় বলে দিয়েছেন। রিয়াল মাদ্রিদ ছেড়েছেন আগে, পরে জার্মানি জাতীয় দলে অধ্যায় শেষ হয়েছে। ক্লাবের হয়ে শেষ ম্যাচে আবার চ্যাম্পিয়নস লিগটাও জিতেছেন। কিন্তু এরপর আর রিয়ালের ডেরায় ঘুরতেও যাওয়া হয়নি ক্রুসের। পাছে আবার কার্লো আনচেলত্তি না থেকে যেতে বলেন, সেই ভয়ে নাকি এখনও যাননি রিয়ালের ট্রেনিং-এ।
“ভালদেবেবাসে (রিয়াল মাদ্রিদের ট্রেনিং সেন্টার) যাব? তাহলে তো একটা ঝুঁকি থেকে যায়। যাওয়ার পর যদি কার্লো বলে বসে থেকে যেতে হবে!”- বলেই হেসেছেন টনি ক্রুস।
রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ক্রুসের ৮ নম্বর জার্সিটা পেয়েছেন ফেদেরিকো ভালভার্দে। উরুগুইয়ান ফুটবলারকে দিয়েই ক্রুসের অভাবটা সামলে নিচ্ছেন আনচেলত্তি। তবে রিয়ালের খেলায় ক্রুসের না থাকাটা টের পাওয়া যাচ্ছে এখনও। সে হিসেবে মজা করেই এ কথা বলেছেন ক্রুস।
৩৪ বছরে ফুটবলকে বিদায় বলাটা একটু দ্রুত হয়ে গেল কি না- এমন প্রশ্নের জবাবে ক্রুস অবশ্য সায় দিচ্ছেনা। জানাচ্ছেন, ক্যারিয়ারের চূড়ায় থেকেই তিনি অবসরে যেতে চেয়েছিলেন, “নিয়মিত ভ্রমণ আর পরিবার থেকে দূরে থাকা অনেক বছর ধরে আমাকে ক্লান্ত করে দিচ্ছিল। জানিনা, হয়ত পাঁচ বছর পর মনে হতেও পারে যে আরেকটা বছর খেলে যেতে পারতাম। কিন্তু এখন এটা মনে হচ্ছে না। ভালো আছি।“
ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় এবারও আছেন টনি ক্রুস। টেনিস তারকা অ্যালেক্সান্ডার যেভরেভের সঙ্গে পডকাস্ট ‘এ টু জেড’-এ তিনি বলছেন তার কাছে ব্যক্তিগত পুরস্কার কোনো অর্থ বহন করে না, “এগারো জন ক্রুসকে একসঙ্গে খেলালে কোনো কাজ হবে না। কিন্তু যে যেখানে সেরা তাকে সেভাবে ব্যবহার করলে একটা লাভ আছে। তাহলে আপনি একটা কিছু জিততে পারবেন।“
নিজেরা এখন ইউরোপ সেরা দল। গত মৌসুমে ট্রেবল জয়ী পিএসজি এবারের ক্লাব বিশ্বকাপেও খেলছে দারুণ। ফাইনালে যাওয়ার লড়াইয়ের তাদের সামনে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের আগে ফরাসি ক্লাবটির কোচ লুইস এনরিকে প্রতিপক্ষকে দিচ্ছেন প্রাপ্য সম্মান। তার মতে, শেষ চারে জায়গা করে নেওয়া এবং রিয়ালের সাথে খেলা একটা গর্বের ব্যাপার।
বুধবার রাতে ক্লাব সেমিফাইনালে মুখোমুখি হবে পিএসজি ও রিয়াল, যে ম্যাচটিকে ধরা হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ হিসেবে। গত মৌসুমের ফর্ম বিবেচনায় অবশ্য এনরিকের দলের ধারেকাছেও নেই রিয়াল। প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগ জেতা পিএসজি যেখানে পার করে সেরা সময়, সেখানে শিরোপাহীন মৌসুমে এমবাপে-ভিনিসিয়ুসরা লা লিগায় হন রানার্সআপ। ক্লাব বিশ্বকাপেও সেমিতে খেললেও জাবি আলোনসোর দলের মাঝে নেই ধারাবাহিকতা।
এরপরও দলটার নাম রিয়াল বলেই এনরিকে প্রতিপক্ষকে জানালেন বাড়তি সম্মান।
“রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা সবসময়ই বিশেষ কিছু। এই ধরনের ম্যাচ খেলার মানে হল আপনি সঠিক পথে আছেন আর সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গেছেন, যা অবশ্যই গর্বের ব্যাপার।”
চলতি ক্লাব বিশ্বকাপে তুমুল সমালোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া নিয়ে। রিয়াল ও পিএসজির ম্যাচটি হবে নিউ জার্সির তীব্র গরমের মধ্যেই, যেখানে বিকেলে মাঠে গড়াবে। এর আগে এই ভেন্যুতে চেলসি ও ফ্লুমিনেন্সের সেমিফাইনালের ম্যাচের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা ৯৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গিয়েছিল। আর আর্দ্রতা ছিল ৫৪ শতাংশের বেশি, যার প্রেক্ষিতে জাতীয় আবহাওয়া সার্ভিস সতর্কতা জারি করে।
এসবের মাঝে বাড়তি আকর্ষণ সাবেক ক্লাবের বিপক্ষে এমবাপের খেলার বিষয়টি। ২০২৪ সালে ফ্রান্সের ক্লাবটির সাথে বেশ সমস্যা করেই ক্লাব ছাড়তে হয়েছিল এই তারকা ফরোয়ার্ডকে। মাঝে চলেছে আইনি লড়াইও। এনরিকের কোচিংয়েও এক মৌসুম পিএসজিতে খেলেছিলেন এমবাপে। এই ম্যাচে তাই বাড়তি আগ্রহের বিষয় হয়ে দাঁড়াচ্ছে সাবেক ক্লাবের সাথে তিনি কেমন করেন, সেই দিকটি।
এনরিকে অবশ্য এমবাপেকে নিয়ে বাড়তি কিছু বলতে নারাজ।
“বিশ্বের সবচেয়ে সফল দলের সাথে খেলাটা নিঃসন্দেহে আমাদের বাড়তি প্রেরণা যোগাবে। এটা (এমবাপে) অতীত হয়ে গেছে আর আমি এখানে অতীত নিয়ে কথা বলতে আসিনি।”
মর্মান্তিক এক গাড়ি দুর্ঘটনায় দিয়োগো জতার প্রয়াণের প্রায় এক সপ্তাহ পর নতুন তথ্য দিয়েছে স্প্যানিশ পুলিশ। তদন্ত চলমান থাকা অবস্থায় তাদের ধারণা, আগে পর্তুগিজ এই ফুটবলার দুর্ঘটনার আগে গতিসীমা অতিক্রম করে গাড়ি চালাচ্ছিলেন, যা ডেকে আনে বিপদ।
গত বৃহস্পতিবার স্পেনে গাড়ি বিস্ফোরণে শিকার হয়ে নিহত হন জতা ও তার ভাই আন্দ্রে সিলভা। তবে এতদিন পর্যন্ত পুলিশ এটা জানায়নি যে, গাড়িটি তাদের মধ্যে কে চালাচ্ছিলেন। গত মঙ্গলবার তারা জানিয়েছে, সম্ভবত জতাই গাড়িটি চালাচ্ছিলেন।
আরও পড়ুন
রিয়ালের সাথে খেলা গর্বের ব্যাপার, বললেন পিএসজি কোচ |
![]() |
স্পেনের সিভিল গার্ড গত মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, গত বৃহস্পতিবারের সেই দুর্ঘটনার তদন্ত এখনও চলমান রয়েছে। তবে প্রাথমিকভাবে তারা মনে করছেন, জতা সম্ভবত খুব দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিলেন।
নিয়ন্ত্রণ হারিয়ে টায়ার বিস্ফোরণের পর জতাদের ল্যাম্বরগিনি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। এরপর নির্জন হাইওয়েতে গাড়িটিতে আগুন ধরে গেলে দুই ভাই সেখানেই মারা যান। উল্লেখ্য, ওই সময়ে সড়কের গতিসীমা ছিল ১২০ কিমি/ঘণ্টা (৭৪.৫ মাইল/ঘণ্টা)।
দুর্ঘটনার আগে ২৮ বছর বয়সী জতা স্পেনের উত্তরাঞ্চলীয় শহর সানতান্দের যাচ্ছিলেন ইংল্যান্ড ফেরার উদ্দেশ্যে, যেখান থেকে ফেরিতে করে তার ইংল্যান্ডে গিয়ে লিভারপুলের অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল। সম্প্রতি ফুসফুসে একটি চিকিৎসার কারণে তাকে বিমান ভ্রমণ করতে নিষেধ করা হয়েছিল।
ফুটবল ভক্ত হিসেবে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব একটা খ্যাতি নেই। তবে নিজ দেশে চলমান ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প ঘোষণা দেন মাঠে হাজির থেকে ফাইনাল দেখার।
আগামী রোববার মেটলাইফ স্টেডিয়ামে হবে ক্লাব বিশ্বকাপ ফাইনাল, যেখানে আবার ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে এবারের ৩২ দলের ক্লাব বিশ্বকাপকে দেখা হচ্ছে আগামী বছরের বিশ্বকাপের জন্য একটি মহড়া হিসেবে। উল্লেখ্য, আগামী বিশ্বকাপ যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আয়োজন করবে। অংশ নেবে রেকর্ড ৪৮টি দল।
আরও পড়ুন
মায়ামিতে মেসির সঙ্গী হচ্ছেন দি পল? |
![]() |
মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপচারিতার এক পর্যায়ে ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখতে চান কিনা, সেই প্রসঙ্গে ট্রাম্প দেন ইতিবাচক জবাব। “আমি ম্যাচটা দেখতে যাচ্ছি।”
একই দিনে ফিফাও দিয়েছে বড় ঘোষণা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে নিজেদের একটি নতুন প্রতিনিধিত্বমূলক অফিস খোলার কথা নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প ক্রীড়াঙ্গনের আলোচনায় নিজেকে বেশ সরব রেখেছেন। তবে তার অভিবাসন নীতি এবং ১২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ২০২৬ সালের বিশ্বকাপ নিয়ে নানা মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।
সব ঠিক থাকলে একদিন আগে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু হত, যেখানে যোগ দিতেন দিয়াগো জতা। তবে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় পর্তুগাল উইঙ্গারের মৃত্যুর কারণে ভেস্তে যায় লিভারপুলের পরিকল্পনা। মঙ্গলবার শোকাবহ আবহেই অনুশীলনে ফিরেছেন লিভারপুলের খেলোয়াড়রা।
জতা ও তার ভাই আন্দ্রে সিলভা গত বৃহস্পতিবার ভোরে স্পেনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। ধারণা করা হচ্ছে, লিভারপুলের প্রাক-মৌসুমের ক্যাম্পে যোগ দিতেই দুই ভাই মিলে গাড়ি চালিয়ে যুক্তরাজ্যে যাওয়ার ফেরি ধরতে যাচ্ছিলেন। তবে মাঝপথে তাদের ল্যাম্বরগিনি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে যায় এবং সেখানে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই নিহত হন দুই ভাই।
লিভারপুল স্কোয়াডের কয়েকজন খেলোয়াড়ের গত শুক্রবার থেকেই অনুশীলন শুরুর কথা ছিল। তবে জতার মৃত্যুর পর লিভারপুল সাথে সাথে সব অনুশীলনের পরিকল্পনা স্থগিত করে। এরপর গত শনিবার পর্তুগালে জতার অন্ত্যেষ্টিক্রিয়া লিভারপুল কোচ আর্নে স্লটসহ দলের অনেক খেলোয়াড়ই হাজির হন।
মঙ্গলবার দিনের শুরুতে লিভারপুলের খেলোয়াড়রা ক্লাবের ট্রেনিং সেন্টারে উপস্থিত হন। সেখানে ক্লাবটির অ্যান্থেম ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’ লেখা সংবলিত ফুলের তোড়া সহ জতার প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজন করা হয়। গত কয়েক দিনে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে হাজার হাজার ফুল ও বার্তা রেখে জতা ও তার ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানান ক্লাবটির সমর্থকরা।
নতুন মৌসুমকে সামনে রেখে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের প্রথম প্রস্তুতি ম্যাচ আগামী ১৩ জুলাই, প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে। তবে জতার প্রয়াণের পর এই ম্যাচটি নির্ধারিত দিনে অনুষ্ঠিত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই স্পেনের দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ জানিয়েছিল দাবিটি। এই টুর্নামেন্টে শেষ চার বা এরপর যেতে পারলে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচ পিছিয়ে দেওয়ার দাবি ছিল দল দুটির। আতলেতিকো বাদ পড়লেও শেষ চারে চলে যাওয়া রিয়াল এবার আনুষ্ঠানিকভাবে লা লিগার প্রথম ম্যাচটি পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে, একাধিক সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে ইএসপিএন।
পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী নতুন মৌসুমে আগামী ১৯ আগস্ট সান্তিয়াগো বার্নাবেউয়ে ওসাসুনার বিপক্ষে লি লিগায় প্রথম ম্যাচ খেলার কথা রিয়ালের। ফলে আগামী বুধবার ক্লাব বিশ্বকাপের সেমিফানালে পিএসজির সাথে খেলতে যাওয়া জবি আলোনসোর দলের জন্য এই টুর্নামেন্ট শেষে নির্ধারিত ছয় সপ্তাহের বিশ্রাম ও প্রস্তুতির সময় পাবে না।
ফলে সেটা বাঁধা হয়ে দাঁড়াচ্ছে ক্লাব বিশ্বকাপ শুরুর আগে রিয়াল ও আতলেতিকোর সাথে স্প্যানিশ ফুটবল খেলোয়াড়দের ইউনিয়ন, লা লিগার মধ্যকার চুক্তি, যেখানে খেলোয়াড়দের জন্য তিন সপ্তাহের বিশ্রাম এবং অন্তত তিন সপ্তাহের প্রাক-মৌসুম প্রস্তুতির সময় থাকা আবশ্যক রাখা হয়েছিল।
তবে চলমান ক্লাব বিশ্বকাপের সূচির কারণে লা লিগার জন্য এই শর্ত ধরে রাখাটা সমস্যার কারণ হতে যাচ্ছে। লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস এই বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, এই সময়ে ক্লাব বিশ্বকাপ যাতে আর না হয় আগামীতে, তিনি সেটা নিশ্চিত করতে লড়াই করবেন।
অন্যদিকে ১৯ আগস্টের ম্যাচটিকে সামনে রেখে খেলোয়াড়দের স্বার্থ রক্ষায় কাজ করা স্প্যানিশ ফুটবল ইউনিয়ন গত সোমবার একটি চিঠি পাঠিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশন, লা লিগা, রিয়াল ও ওসাসুনাকে। সেখানে সব পক্ষকে তারা খেলোয়াড়দের বিশ্রাম ও পর্যাপ্ত প্রস্তুতির গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষায় সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে।
৩ দিন আগে
৪ দিন আগে
৪ দিন আগে
১৫ দিন আগে
১৫ দিন আগে
১৬ দিন আগে
১৮ দিন আগে
১৮ দিন আগে
২৫ দিন আগে
২৫ দিন আগে
২৮ দিন আগে