ফুটবল

লিভারপুল ছাড়ার ইঙ্গিত দিলেন সালাহ?

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৩০ আগস্ট ২০২৪, ১২:১৮ এম

news-details

গত দুই মৌসুম ধরেই গুঞ্জন রয়েছে মোহাম্মেদ সালাহর ক্লাব ছাড়ার। তবে সৌদি আরবের বিশাল অর্থের অফার থাকা স্বত্ত্বেও তিনি থেকে গেছেন লিভারপুলেই। এই মৌসুম শেষেই অল-রেডদের সাথে তার চুক্তি শেষ হবে। চুক্তি নবায়ন নিয়ে না ভেবে তার আগ পর্যন্ত নিজের খেলাটা উপভোগ করেতে চান বলেই জানিয়েছেন মিশরিয় তারকা। যেটিকে অনেকেই মিশরীয় তারকার দল ছাড়ার ইঙ্গিত হিসেবেই দেখছেন।


আরও পড়ুন: অনুশীলনে ফিরেছেন মেসি, মায়ামির জার্সিতে খেলবেন কবে থেকে?


কয়েক দিন আগেই লিভারপুলের নতুন কোচ আর্নে স্লট ইঙ্গিত দিয়েছিলেন, অভিজ্ঞরা পারফর্ম না করলে নতুন চুক্তি পাবেন না। অবশ্য সালাহ’র সেদিকে নজর নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন এমনটাই। “মৌসুম শুরু হওয়ার আগে আমি শুধু একটাই চিন্তা করেছি, আর এক মৌসুম বাকি আছে চুক্তির। তাই শুধু উপভোগই করতে চাই এই সময়টা চুক্তির দিকে তাকাতে চাই না।” 

ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে খেলাটা উপভোগ করতে চান বলেও জানিয়েছেন সালাহ। “আমি পরের বছর বা ভবিষ্যতের কথা ভাবতে চাই না, আমি শুধু (আমার চুক্তির) শেষ বছরটি উপভোগ করতে চাই। বাকিটা পরে দেখা যাবে।”


Download Now

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। ক্লপের অধীনে নিজেকে নিয়ে যান ভিন্ন উচ্চতায়। সব মিলিয়ে ৩৫১ ম্যাচ খেলে করেন ২১৩ গোল। চ্যাম্পিয়ন্স লিগ সহ জেতেন সম্ভাব্য সব শিরোপাই। 

নতুন কোচ স্লটের অধীনেও শুরুটা খুব একটা খারাপ হয়নি সালাহ’র। দুই ম্যাচে দুই গোলের পাশাপাশি করেছেন এক অ্যাসিস্ট।

ফুটবল থেকে আরও পড়ুন

No posts available.

bottom-logo