১১ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৭ পিএম
মুঠোফোনের ওপারে অল্প হাসিতে শামসুন্নাহারের (জুনিয়র) সরল হাসিমাখা উক্তি- ‘গোল করলে কার না ভাল লাগে।’ ভুটান নারী লিগে সেই ভাল লাগার কাজটা প্রায় প্রতি ম্যাচে করে যাচ্ছেন বাংলাদেশের ২১ বছর বয়সী ফরোয়ার্ড।
আগের ম্যাচে দলের ৪০-০ ব্যবধানের রেকর্ড জয়ে শামসুন্নাহার করেছিলেন ডাবল হ্যাটট্রিক। বৃহস্পতিবার ফুয়েনসোলিং হিরো'স উইমেন ফুটবল ক্লাবের বিপক্ষে ২৫-০ গোলে জয় পেয়েছে রয়েল থিম্পু কলেজ এফসি। এই ম্যাচে ৫ গোল করেন শামসুন্নাহার।
আরও পড়ুন
বিসিসিআই প্রধান ‘হচ্ছেন না’ শচীন |
![]() |
৯ ম্যাচে সর্বোচ্চ ২৬ গোল করে বিশেষভাবে নজর কাড়েন সাবিনা খাতুন। কম যাননি সুমাইয়া মাতশুমিয়া ও ঋতুপর্ণা চাকমারা। নিজেদের গোলমেশিন হিসেবে বানিয়েছেন নতুন করে। সেই তালিকায় এবার যোগ হয়েছেন শামসুন্নাহার জুনিয়র।
থিম্পুর হয়ে এদিন মাঠে নামতে পারেননি দলটির নিয়মিত আরেক বাংলাদেশি ফুটবলার তহুরা খাতুন। খোঁজ নিয়ে জানা গেছে, জ্বর নিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে গেছেন নারী দলের অভিজ্ঞ ফরোয়ার্ড। তবে তহুরার জ্বর তেমন গুরুতর নয় বলেও জানা গেছে।
আগামী শনিবার ভুটান লিগে আছে থিম্পু ডার্বি। যেটাকে এক অর্থে বাংলাদেশ ডার্বিও বলা যায়। সেদিন মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়রদের ক্লাব থিম্পু সিটির বিপক্ষে মাঠে রয়েল থিম্পু।
No posts available.
১১ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৭ পিএম
১১ সেপ্টেম্বর ২০২৫, ৫:০১ পিএম
নিজ দেশে আরও একটি বড় স্বীকৃতি পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিগা পর্তুগাল কর্তৃক 'সর্বকালের সেরা' খেতাব পেলেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী তারকা।
জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে বুধবার এই ঘোষণা দিয়েছে লিগা পর্তুগাল। পরে বিবৃতিতেও এই খবর জানিয়েছে তারা।
“কোটি ভক্তের প্রেরণা, যিনি একটি নতুন যুগের সূচনা করেছেন এবং বিশ্ব ফুটবলে রাখছেন অমোচনীয় ছাপ, সেই সিআর সেভেনকে দেওয়া হয়েছে ‘বেস্ট অব অল টাইম’ পুরস্কার। যা তার সোনালি অধ্যায়ের এক যথার্থ স্বীকৃতি, এখনও যেগুলো লিখে চলেছেন ক্যারিয়ারে।”
“কঠোর পরিশ্রম, প্রতিযোগিতার মানসিকতা, গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জন্য স্বীকৃত, রোনালদোর প্রভাব কেবল পরিসংখ্যানের মধ্যেই সীমাবদ্ধ নয়। ব্যক্তিগত রেকর্ড, দলীয় সাফল্য, গণ মাধ্যমে প্রভাব- সব মিলিয়ে তিনি এমন এক লেগেসি গড়ে তুলেছেন, যা তাকে দাঁড় করিয়েছে সবার ওপরে... দ্য বেস্ট এভার।”
জাতীয় দলের হয়ে সবশেষ পাঁচ ম্যাচে তিনি করেছেন ৬ গোল। আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের হয়ে ২২৩ ম্যাচে তার গোল ১৪১টি। আর বিশ্বকাপ বাছাইয়ে করেছেন ৩৯ গোল। দুটিই বিশ্ব রেকর্ড।
পোর্তোতে হওয়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সশরীরে হাজির হতে পারেননি রোনালদো। তবে এক ভিডিও বার্তায় কৃতজ্ঞতা জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি জয়ী তারকা।
“সর্বকালের সেরা খেলোয়াড়ের এই পুরস্কারের জন্য আমি লিগাকে ধন্যবাদ জানাই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমার দেশের জন্য কিছু জেতা আমার কাছে কত বড় সম্মানের।”
“আমি ধন্যবাদ জানাতে চাই আমার সব সতীর্থকে, যারা আমার ক্যারিয়ার জুড়ে আমাকে এই দারুণ ট্রফি জিততে সাহায্য করেছে। ধন্যবাদ জানাই কোচদের এবং সবাইকে, যারা আমাকে আরও ভালো হতে সহায়তা করেছেন।”
একই আয়োজনে পর্তুগিজ লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ভিক্তর গিয়োকেরেস। এ নিয়ে টানা দুবার এই স্বীকৃতি পেয়েছেন স্পোর্টিং সিপির সুইডিশ ফরোয়ার্ড। গত মৌসুমে পর্তগিজ ফুটবলের সর্বোচ্চ ৫৪ গোল করেছিলেন তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগের একগাদা নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে চেলসির বিরুদ্ধে। ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে এজেন্টদের অর্থ পরিশোধ সংক্রান্ত ৭৪টি অভিযোগে চেলসিকে অভিযুক্ত করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। অভিযোগ প্রমাণিত হলে জরিমানা, ট্রান্সফার নিষেধাজ্ঞা এবং পয়েন্ট কেটে নেওয়ার নেওয়ার মতো শাস্তি হতে পারে লন্ডনের ক্লাবটির।
২০০৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্লাবটির নিয়ন্ত্রণে ছিলেন রামান আব্রামোভিচ। এরপর তিনি এটি বিক্রি করে দেন আমেরিকান বিনিয়োগকারী টড বোয়েলি এবং প্রাইভেট ইকুইটি ফার্ম ক্লিয়ারলেক ক্যাপিটালের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামের কাছে।
এফএ জানিয়েছে, রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের মালিকানাধীন চেলসির সেই সময়কালেই ক্লাবটির বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে। এর মধ্যে মূলত ২০১০-১১ থেকে ২০১৫-১৬ মৌসুমে বিভিন্ন অনিয়মের সঙ্গে চেলসির নাম জড়িয়ে গেছে।
রোমা আব্রামোভিচের সময়কালীন চেলসি এজেন্ট, মধ্যস্থতাকারী এবং খেলোয়াড়দের মধ্যে তৃতীয় পক্ষের বিনিয়োগ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করে। অবশ্য সম্ভাব্য নিয়ম ভাঙার বিষয়টি চেলসি আগেই নাকি এফএ কে অবহিত করে। এ বিষয়ে সদুত্তরের জন্য ইংলিশ ‘ব্লুজদের’ আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে চেলসি জানিয়েছে, ‘ক্লাব কেনা সম্পন্ন হওয়ার আগেই ব্যাপক যাচাই-বাছাইয়ের সময় মালিকা পক্ষ জানতে পারে, অতীতের কিছু লেনদেন সংক্রান্ত আর্থিক প্রতিবেদন অসম্পূর্ণ ছিল এবং এফএ’ এর নিয়ম ভঙ্গের সম্ভাবনা ছিল।’
যেকোনো অনিয়ম গোপন না রেখে স্বচ্ছতার পরিচয় দেওয়ার কথা বলে চেলসি, এবং প্রয়োজনে এ বিষয়ে এফএ সঙ্গে একযোগে ঝামেলা মেটাতেও প্রস্তুত ক্লাবটি, ‘এই প্রক্রিয়ায় ক্লাবটি নজিরবিহীন স্বচ্ছতা দেখিয়েছে, যার মধ্যে ক্লাবের ফাইল এবং অতীতের তথ্য-উপাত্তে পূর্ণ প্রবেশাধিকার দেওয়াও অন্তর্ভুক্ত ছিল। আমরা এফএ-এর সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাব, যেন যত দ্রুত সম্ভব এই বিষয়ে একটি সমাধানে পৌঁছানো যায়।’
এর আগে ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে ‘অসম্পূর্ণ আর্থিক তথ্য’ জমা দেওয়ার কারণে ২০২৩ সালের জুলাইয়ে চেলসিকে ইউরোপিয়ান ফুটবল সংস্থা ৮.৬ মিলিয়ন পাউন্ড জরিমানা করে। মূলত ফিনান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) নিয়ম লঙ্ঘনের কারণে এই আর্থিক শাস্তি পায় ক্লাবটি।
এরও আগে ২০২২ সালের মার্চে আব্রামোভিচকে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে যুক্তরাজ্য সরকার নিষেধাজ্ঞা দেয়, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
নেপালে তিন দিন অবরুদ্ধ থাকার পর আজ বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন জাতীয় দলের ফুটবলাররা। দেশটিতে গত সোমবার রাত থেকে ছাত্র-জনতার বিক্ষোভে আতঙ্ক ছড়িয়ে পরে টিম হোটেল ও তার আশপাশের এলাকা। খেলোয়াড়দের মধ্যে কেউ কেউ মানসিকভাবে ভেঙে পড়েন। ফুটবলারদের ট্রমা কাটাতে কাজ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে টিম কন্টিনজেন্টের সদস্যরা ছাড়াও ছিলেন বাংলাদেশ থেকে ম্যাচ কাভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকেরা। সবাইকে অভ্যর্থনা জানাতে ঢাকা সেনানিবাসের এ কে খন্দকার ঘাঁটিতে আজ উপস্থিত ছিলেন বিমান বাহিনী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
সেখানেই তাবিথ আউয়াল বলেন, ‘আমাদের চিকিৎসার প্রক্রিয়া রয়েছে। সেখানে অবশ্যই আমরা মানসিক কোচিং, সাইকোলজিক্যাল সাপোর্ট দেব- যাদের প্রয়োজন হয়। যাদের লাগবে না তাদেরও আমরা অ্যাসেসমেন্ট করব, কারণ অনেক সময় এ রকম পরিস্থিতিতে ফিজিক্যাল শক হয়। আমরা এই বিষয়ে সচেতন রয়েছি। পাশাপাশি বাংলাদেশ আর্মড ফোর্সের মেডিকেল টিম প্রস্তুত ছিল ফুটবলারদের বিশেষভাবে চিকিৎসাজনিত কিছু প্রয়োজন হলে।’
মঙ্গলবার টিম হোটেল থেকে একটি ভিডিও করেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সেখানে দেখা যায় একটি ভবনে আগুন জ্বলছে। পরে জানা যায় সেটি ছিল হোটেলের পাসের ভবন।
আন্দোলনকারীরা জামালদের হোটেল ক্রাউনেও ভাংচুরের চেষ্টা করে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ভিডিও ভাইরাল হলে আতঙ্ক ছড়ায় বাংলাদেশেও। ওই সময় তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে রাখে বাফুফে। তাবিথবলেন, 'আমাদের টিম হোটেলের পাশে আগুন লেগেছিল। আমরা কিন্তু আগেই আমাদের টিমের জন্য দ্বিতীয় ও তৃতীয় লোকেশন ঠিক করে রেখেছিলাম।’
গত ৯ সেপ্টেম্বর বাফুফে একটি বিমান পাঠানোর চেষ্টা করে। নেপাল থেকে সবুজ সংকেত না পাওয়ায় শেষ পর্যন্ত সেটি করা হয়নি। শেষ পর্যন্ত বিমান বাহিনী, সরকার ও সেনাবাহিনীর প্রচেষ্টায় নেপালে থাকা ফুটবলার, সাংবাদিকদের ফিরিয়ে আনা গেল। এ নিয়ে বাফুফে সভাপতি বলেন, 'সবাই মিলে আমরা ফুটবল ও ক্রীড়া পরিবার। শুধু ২৩ জন ফুটবলার নন, মিডিয়াসহ সবাইকে নিয়েই আমরা ফুটবলাঙ্গন। যখন আমরা রেসকিউ মিশনের পরিকল্পনা করেছি তখন কাঠমান্ডুতে থাকা মিডিয়ার ভাই-বোনদের নিয়েই কাজ করেছি।’
বাংলাদেশ ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। প্রথম প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। তবে সোমবার থেকে নেপালে আন্দোলন শুরু হলে ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) নির্ধারিত দ্বিতীয় ম্যাচটি আর মাঠে গড়ায়নি।
গত মঙ্গলবার দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়। সেদিন হোটেল চেকআউটও হয়েছিল জামালদের। অবশেষে আজ নিরাপদে দেশে ফেরেন তাঁরা।
আন্তর্জাতিক বিরতি বেশ দারুণ কাটল ক্রিস্টিয়ানো রোনালদোর। বিশ্বকাপ বাছাইয়ে পর্তুগাল জিতেছে নিজেদের দুটি ম্যাচ। রোনালদো গোল করেছেন দুই ম্যাচেই। তবে আর্মেনিয়া থেকে পর্তুগিজ ফরোয়ার্ড ফিরছেন বিতর্ক সঙ্গে করে।
গত ৬ সেপ্টেম্বর আর্মেনিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেয় পর্তুগাল। জোড়া গোল করেন রোনালদো। সেখানেই ভক্তকে ধক্কা দিয়ে গালি দেন সিআর-সেভেন।
স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন, হোটেলের লবিতে সেলফি তুলতে আসা এক ভক্তকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন রোনালদো। ওই সময় তিনি ভক্তকে 'ফাক অফ' বলেছিলেন বলে দাবি করেছেন এক লিপ রিডার (ঠোঁট পাঠক)।
আরও পড়ুন
নেপাল থেকে ফুটবলারদের নিয়ে বিমান নামল ঢাকায় |
![]() |
ঘটনাটি ঘটে রোনালদোর হোটেল থেকে বের হওয়ার সময়। ভিডিও ফুটেজে দেখা যায়, মোবাইল ফোন হাতে এক সমর্থক দৌড়ে এসে তাঁর কাছাকাছি পৌঁছে যান। বিষয়টি রোনালদোর পছন্দ হয়নি। তিনি ওই ভক্তকে ধাক্কা দেন এবং কিছুটা বিরক্ত হয়ে সেখান থেকে সরে যান।
স্বনামধন্য লিপ রিডার নিকোলা হিকলিং ফুটেজ বিশ্লেষণ করে জানান, রোনালদো প্রথমে ভক্তকে বলেন, ‘আর নয়, সরে যাও!’ এরপর নিচু স্বরে বলেন, ‘ইচ্ছা হয় এরা সব ফা*ক অফ করুক।’
৪০ বছর বয়সী রোনালদো আর্মেনিয়ার বিপক্ষে করেছেন জোড়া গোল। এর ফলে আন্তর্জাতিক ম্যাচে তাঁর গোল সংখ্যা ১৪১। রোনালদোর এমন আচরণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তাঁর প্রতিক্রিয়াকে অপ্রয়োজনীয় ও কঠোর বলেও মন্তব্য করছেন।
বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে নেপাল থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। অস্থিতিশীল পরিস্থিতির কারণে কাঠমান্ডুতে আটকে পড়েন জামাল ভূঁইয়ারা। আজ বিকাল ৪টায় ৩৫ মিনিটে কুর্মিটোলা বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে। খেলা কাভার করতে যাওয়া সংবাদিকেরাও ফিরেছেন একই ফ্লাইটে।
এর আগে স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ঢোকেন ফুটবলাররা। ইমিগ্রেশনে কাজ সেরে অপেক্ষা করতে হয় তাঁদের। বেলা ২টা ৫৫ মিনিটে অবশেষে দল নিয়ে কাঠমান্ডু ছাড়ে বিমান।
দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল বাংলাদেশ। গত ৬ সেপ্টেম্বর প্রথম প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। তবে গত সোমবার থেকে নেপালে আন্দোলন শুরু হলে ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) নির্ধারিত দ্বিতীয় ম্যাচটি আর মাঠে গড়ায়নি।
গত মঙ্গলবার দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়। সেদিন হোটেল চেকআউটও হয়েছিল জামালদের। তবে নেপাল সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভে হোটেলে অবরুদ্ধ হয়ে পড়েন বাংলাদেশ দলের ফুটবলাররা।
পরের দিন বাংলাদেশ দলকে দেশে ফেরাতে চেস্টা চালায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে ত্রিভুবন এয়ারপোর্ট বন্ধ থাকায় সব চেষ্টাই বৃথা যায়। শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ ব্যস্থাপনায় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন জামাল-তপুরা।