এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে
অংশ নিতে গতকাল দেশে ফেরেন হামজা চৌধুরী। কানাডা থেকে আজ রাত সাড়ে নয়টায় ঢাকায় এসে
পৌঁছান আরেক প্রবাসী ফুটবলার শমিত সোম।
শমিতকে বহনকারী বিমান রাত
সাড়ে আটটায় বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। ফ্লাইট বিড়মন্বায় এক ঘটনা বিলম্বে দেশে এসে
পৌঁছান শমিত। বিমান বন্দরে পৌঁছানোর পরই গণমাধ্যমের মুখোমুখি হতে হয় তাকে।
কানাডিয়ান প্রিমিয়ার
লিগের ক্লাব ক্যাভালরি এফসি-এর হয়ে খেলা শমিত গত আগস্টে চোটে পড়েন। নানা চড়াই উৎরায়ের
পর খেলায় ফেরেন। ক্লাবের জার্সিতে সবশেষ দুই ম্যাচে শুরুর একাদশে ছিলেন। হংকং, চায়নার
বিপক্ষেও ফুল রিদমে নিজেকে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী শমিত।
লাল-সবুজ জার্সিতে নিজেদের
দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে শমিত বলেছেন, ‘আমি আশাবাদী,
আমরা ভালো করতে পারি। ভালো খেলা হবে। তারা কঠিন দল, দেখি কীরকম হয়। তবে আমরা ভালো করতে
পারি, দুই খেলায়ই জিততে পারি।’
প্রস্তুতি ও চোট নিয়ে জাতীয়
দলের এই মিডফিল্ডার বলেছেন, ‘প্রস্তুতি ভালো হবে এতে আমার কোনো সন্দেহ নেই। আমি
খুব রোমাঞ্চিত। আশা করি দেখা হবে স্টেডিয়ামে। চোট এখন ঠিকঠাক।’
বাছাইপর্বে আগের দুই ম্যাচের
একটিতে হেরেছে এবং একটি ড্র করেছে বাংলাদেশ। হংকং, চায়নার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ
দুটি। ঢাকা থেকে পরিপূর্ণ পয়েন্ট আদায় করতে পারলে এশিয়ান কাপে ওঠা কিছুটা সহজ হবে জামাল
ভূঁইয়াদের জন্য।
আগামী ৯ অক্টোবর রাত ৮টায়
জাতীয় স্টেডিয়ামে হংকং, চায়নাকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
No posts available.
৮ অক্টোবর ২০২৫, ৯:২১ পিএম
৮ অক্টোবর ২০২৫, ৭:১২ পিএম
হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের অন্যতম সেরা অস্ত্র। হাভিয়ের কাবরেরার ফ্রন্টলাইনার সোলজার। বাংলাদেশি বংশোদ্ভূত এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে প্রতিপক্ষ বধের চক কোচের। আগামীকাল এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হংকং, চায়নার বিপক্ষে লাল সবুজ জার্সিতে নিজের চতুর্থ ম্যাচ খেলবেন হামজা।
লেস্টার সিটির অধিনায়কে এতটাই মুগ্ধ কাবরেরা, বাংলাদেশের কোচ জানিয়েছেন দলের প্রয়োজনে পজিশন পরিবর্তনে বাধা নেই হামজার। জাতীয় দলে যেখানে সম্মান তুল্য পর্যায়ে হামজা। সেখানে অতিথি দলের কোচ অ্যাশলে ওয়েস্টউড জানালেন, তার দলে (হংকং, চায়না) থাকলে হামজার জায়গা হতো বেঞ্চে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হংকং দলের হয়ে সংবাদ মাধ্যমের সামনে আসেন অ্যাশলে। যেখানে নানা প্রশ্নের সঙ্গে ‘বংশোদ্ভূত খেলোয়াড়’ নিয়েও কথা বলতে হয় তাকে।
বংশোদ্ভূত খেলোয়াড় নিয়ে প্রশ্ন করাটা স্বাভাবিকই ছিল। দু’দলে একাধিক প্রবাসী ফুটবলার। বাংলাদেশ স্কোয়াডে ইংল্যান্ড, কানাডা, ইতালি, যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার রয়েছেন; তেমনি হংকং, চায়না দলে রয়েছেন ব্রাজিল, ক্যামেরুনসহ একাধিক প্রবাসী খেলোয়াড়।
অ্যাশলেকে জিজ্ঞাসা করা হয়, হামজা চৌধুরী যদি হংকং, চায়না দলে থাকতেন তবে তাকে কোন পজিশনে খেলাতেন তিনি? উত্তরে তিনি বলেন–‘বেঞ্চে বসিয়ে রাখতাম।' হংকং কোচের এমন উত্তরে উপস্থিত সাংবাদিকদের অনেকেরই চক্ষু চড়ক গাছ হয়ে যায়।
আগামীকাল এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং, চায়নাকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। প্রতিপক্ষ অচেনা হলেও স্বাগতিক দলের অধিনায়ক জামাল ভূঁইয়া জানালেন, তিনি হংকংয়ের দুর্বলতা জানেন। যদিও ম্যাচের আগে অভ্যান্তরীণ সেসব বিষয় প্রকাশ্যে আনতে রাজি নন তিনি।
এশিয়ান কাপ বাছাইয়ের দুই ম্যাচে একটি করে জয়-হার বাংলাদেশের। টুর্নামেন্টের টিকিট নিশ্চিতে হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই লাল সবুজ দলের। জামালদের চোখ পূর্ণ তিন পয়েন্টে। প্রতিপক্ষ জানাশোনার বাইরে থাকলেও হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে চায় বাংলাদেশ।
হংকংয়ের বিপক্ষে একবারই খেলার অভিজ্ঞতা জামালের। ২০১৪ সালে হংকং, চায়নার বিপক্ষে ১-২ গোলে ব্যর্থতার ম্যাচে দলে ছিলেন তিনি। সেটি ছিল অনূর্ধ্ব-২৩ পর্যায়ের ম্যাচ। এবার দলটির সিনিয়র দলের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় লাল সবুজেরা।
জামাল নিশ্চিত পূর্বের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবেন। তবে জয়ের জন্য ৯০ মিনিট ছন্দ ধরে রেখে খেলার কথা জানালেন বাংলাদেশের ডিফেন্সিভ এই মিডফিল্ডার। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ তিনি বলেন, 'ওদের (হংকং) শক্তি দুর্বলতা নিয়ে আলাপ (কথা) করছি। সবাই এক্সাইটেড। সবাই প্রস্তুত।'
হংকংককে হারাতে নিজেদের কৌশল সাংবাদিকদের জানাবেন না বলেও মজা করেন জামাল, 'হংকংয়ের দুর্বলতা আপনার সঙ্গে শেয়ার করব না (হাসি)। কাল যারা খেলবে তাদের জেতার মেন্টালিটি দেখাতে হবে।'
জয়ের মেন্টালিটি গড়ে তোলার অভ্যাস গড়ে তুলতে হবে বাংলাদেশকে, এমনটা চাওয়া দীর্ঘদিনের। গোলমুখের সামনে গিয়ে সুযোগ কাজে লাগানোসহ শেষ মুহূর্তে গোল হজম করাও দেশের ফুটবল দলের বড় দুর্বলতা। পুরো ম্যাচে ভাল খেলে জেতার জন্য নিজেদের প্রস্তুত রাখার কথা জানান জামাল।
গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে শেষ মুহূর্তে একাধিক আক্রমণ করেও গোলমুখ খুলতে পারেনি বাংলাদেশ। সেই ম্যাচের কথা মনে করে জামাল বলেন, 'আমি মনে করি সিঙ্গাপুর ম্যাচে আমরা শুরুটা ভালো করেছিলাম। তবে খেলা ছিল ৯৫ মিনিট। আপনি যদি শুরুর ১০ মিনিট ভালো খেলেন আর শেষদিকে ভালো খেলেন তবে হবে না। এর মধ্যে খেলা থাকে। খেলা এরমধ্যেই ঘুরে যায়। জিততে হলে পুরো সময়ই আপনাকে ভালো খেলতে হবে।'
পল্টনের জাতীয় স্টেডিয়ামে কাল রাত ৮টায় বাংলাদেশের মুখোমুখি হবে হংকং। খেলাটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস।
ফুটবল ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড় হলেন ক্রিস্তিয়ানো রোনালদো। স্বনামধন্য ব্যবসা ও অর্থনীতি ভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদন এমনটা জানিয়েছে। ব্লুমবার্গের বিলিয়নিয়ারস ইনডেক্স অনুযায়ী, আল নাসরের পর্তুগিজ তারকার মোট সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন মার্কিন ডলার।
প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর ক্যারিয়ারের উপার্জন, বিনিয়োগ ও বিভিন্ন ব্র্যান্ডের চুক্তির ভিত্তিতে এই হিসেব করা হয়েছে।
২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত রোনালদো বেতন হিসেবে পেয়েছেন ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার। নাইকির সঙ্গে এক দশকের চুক্তি থেকে বছরে পেয়েছেন প্রায় ১৮ মিলিয়ন ডলার, সব মিলিয়ে ১৮০ মিলিয়ন ডলার। ২০২২ সালে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দিয়ে তিনি ফুটবল ইতিহাসের সর্বোচ্চ বেতনের খেলোয়াড় হন। তখন তাঁর বার্ষিক বেতন ছিল ১৭৭ মিলিয়ন পাউন্ড। গত জুনে আল নাসরের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন রোনালদো, যার মূল্য ৪০০ মিলিয়ন ডলারের বেশি।
পর্তুগিজ তারকার আয় শুধু ক্লাবের পারিশ্রমিকের সীমাবদ্ধ নয়। বিশ্ব বিখ্যাত বিভিন্ন ব্র্যান্ড যেমন নাইকি, আরমানি, ট্যাগ হুয়্যার, হার্বালাইফ এবং বাইন্যান্সের পাশাপাশি আরো অনেক নামিদামি ব্র্যান্ডের সঙ্গে তাঁর স্পন্সরশিপ চুক্তি রয়েছে। চলতি বছর আরওয়া ক্রুজেস ও ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেন রোনালদো। পাশাপাশি নিজের ব্রান্ড সিআরসেভেনও প্রতিষ্ঠা করেছেন তিনি। এই ব্রান্ডের মাধ্যমে হোটেল, ফ্যাশন, জিম এবং সুগন্ধি পণ্যের ব্যাবসা করছেন এই তারকা।
আর্জেন্টিনা ও ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি ক্যারিয়ারে এখন পর্যন্ত কর-পূর্ব বেতনে ৬০০ মিলিয়ন ডলার আয় করেছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ। বর্তমানে মায়ামিতে মেসি বছরে পান ২০ মিলিয়ন ডলার, যা রোনালদোর আয়ের প্রায় ১০ শতাংশ।
আন্তর্জাতিক বিরতিতে আগামী পরশু ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। আগামী মঙ্গলবার লাটভিয়ার বিপক্ষে খেলবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। তার আগে বড় ধক্কা খেল ইংলিশরা। ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচে অনিশ্চিত অধিনায়ক হ্যারি কেইন। চোটে গোড়ালিতে অস্বস্তি অনুভব করছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
চলতি মৌসুম সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের হয়ে ১০ ম্যাচে ১৮ গোল কেইনের। ইংল্যান্ডের ফুটবল ইতিহাসেও সর্বোচ্চ গোল তাঁর। ১০৯ ম্যাচে করেছেন ৭৪ গোল। স্কাই স্পোর্টসের প্রতিবেদন, কেইন ওয়েলসের বিপক্ষে ম্যাচে খেলার ব্যাপারে বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
কেইন গোড়ালিতে চোটের সমস্যায় ভুগছেন। বুধবার দলের সঙ্গে অনুশীলনও করেননি। কোচিং স্টাফদের রুটিন মেনে ইনডোরে আলাদা অনুশীলন করছেন তিনি। সঙ্গে আছেন বায়ার লেভারকুজেনের সেন্টার-ব্যাক জারেল কোয়ানসাহ।
গত শনিবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারানোর ম্যাচে বায়ার্নের হয়ে মৌসুমে ১৮তম গোল করেন। তবে ম্যাচের শেষ পাঁচ মিনিট বাকি থাকতে খুঁড়িয়ে মাঠ ছাড়েন। পরে বলেন, তিনি ‘ঠিক আছেন’ এবং ইংল্যান্ড দলে যোগ দেবেন।
কেইনকে না পাওয়া বড়সড় ধাক্কা কোট টমসা টুখেলের জন্য। হয়তো তাঁর বদলি হিসেবে অলি ওয়াটকিনস, মার্কাস রাশফোর্ড বা জ্যারড বোয়েনের মধ্যে কাউকে বেছে নিতে পারেন ইংল্যান্ড কোচ। নিউক্যাসলের হয়ে দারুণ খেলেছেন অ্যান্থনি গর্ডনও। তাঁকেও দেখা যেতে পারে।
তারকা ফুটবলার জ্যাক গ্রিলিশ, জুড বেলিংহাম ও ফিল ফোডেন দলে নেই। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতির ম্যাচগুলোয় যারা টুখেলকে মুগ্ধ করেছিলেন, তাঁদেরই আবার সুযোগ মিলেছে দলে।
আগামী মঙ্গলবার, ১৪ অক্টোবর ইংল্যান্ড লাটভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে। সেই ম্যাচে জিততে পারলে তারা নিশ্চিত করতে পারবে আগামী গ্রীষ্মের বিশ্বকাপে জায়গা, যদি না সার্বিয়া আলবেনিয়া ও অ্যান্ডোরাকে হারায়।
বয়স তো আর কম হলো না। অর্জনের পাল্লাও তো বেশ ভারী। এক বিশ্বকাপ বাদে সবকিছু জয়ের স্বাদও তো পেয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চাইলে তো এখনই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন পর্তূগিজ মহাতারকা। তবে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের ক্ষুধা কি আর সহজে মেটে?
পর্তূগাল ফুটবল গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে গতকাল প্রথমবারের মতো 'প্রেস্টিজ অ্যাওয়ার্ড' গ্রহণ করেন রোনালদো। পুরস্কার নেওয়ার পর নিজের ফুটবল ভবিষ্যত নিয়ে মন খুলে কথা বলেন আল নাসর তারকা। এখনই ফুটবল অধ্যায়ের ইতি টানতে নারাজ রোনালদো বলেন, ‘আমি আরও কয়েক বছর খেলতে চাই, সত্যি কথা বলতে হয় খুব বেশি নয়। আমার সব সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। কারণ সবার থেকে কিছু না কিছু শিখেছি, এমনকি এই তরুণ প্রজন্ম থেকেও। তাদের সঙ্গে থাকতে পারা আমার জন্য এক বিশাল সৌভাগ্য।’
বয়স এখন ৪০ ছুঁয়েছে। ফুটবলকে এক পাশে রেখে এই বয়সে অনেকেই পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। পুরো সময়টা স্ত্রী-সন্তানের পেছনে ব্যয় করতেই পচ্ছন্দ করেন অনেকে। পরিবারেরও তো চাওয়া থাকে সবসময় প্রিয়জনকে পাশে পাওয়ার।
রোনালদোর পরিবারও ব্যাতিক্রম নয়। পাঁচ সন্তানের জনক রোনালদোকে নাকি তাঁর পরিবার প্রায়ই অবসরের কথা বলেন। ‘সিআর সেভেনের’ ভাষায়, ‘লোকেরা, বিশেষ করে আমার পরিবার বলে, “এখন থেমে যাও। তুমি সবকিছুই অর্জন করেছ। এখন আর ১ হাজার গোলের পেছনে দৌড়াচ্ছ কেন?”
কিন্তু আমি সেটা ভাবছি না। আমার এখনও মনে হয়, আমি আমার দলকে ভালো কিছু দিচ্ছি, ক্লাব এবং জাতীয় দলকে সাহায্য করছি, তাহলে চালিয়ে যেতে দোষ কোথায় ?’
আত্মতৃপ্তি নিয়েই একদিন বুটজোড়া তুলে রাখার কথা বলেন রোনালদো, ‘ আমি নিশ্চিত, যেদিন সব শেষ হবে, আমি আত্মতৃপ্তি নিয়ে বিদায় নিতে পারব— কারণ আমি আমার সবটুকু দিয়েছি।
আমি জানি, আমার হাতে আর বেশি সময় নেই, কিন্তু আমি যা আছে, তাতে প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে চাই।’
ক্যারিয়ারের অন্তিম লগ্নে এসে একটু একটু করে এগোনোর পক্ষে রোনালদো। খানিকটা দার্শনিকের সুরে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বলেন, ‘বয়স মানুষকে ভিন্নভাবে ভাবতে শেখায়। এখন আমার জীবনদর্শন হলো একদিন করে বাঁচো। সময় খুব দ্রুত চলে যায়। সময় খুব দ্রুত চলে যায়, পরিস্থিতি বদলায়, আর তাই দীর্ঘমেয়দি পরিকল্পনা বাস্তবসম্মত নয়।’
রোনালদো আরও বলেন, ‘এখন আমি স্বল্পমেয়াদী পরিকল্পনা করি, কারণ এতে আমার মধ্যে বাঁচার আকাঙ্ক্ষা বাড়ে, উৎসাহ বাড়ে। আমি প্রতিদিন, প্রতিটা অনুশীলন, প্রতিটা ম্যাচ— একটা একটা করে উপভোগ করার চেষ্ট করছি। বাকি সব পরে দেখা যাবে।’
বর্ণাঢ্য ক্যারিয়ারে এখন পর্যন্ত রোনালদোর গোলসংখ্যা ৯৪৬। সহস্রতম গোলের অনন্য মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন আর ৫৪ গোল। সেই ‘মিশন’ চালিয়ে যাওয়ার পথে রোনালদোর পরবর্তী ধাপ— পর্তুগালের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।
রবার্তো মার্তিনেজের পর্তূগাল দল আগামী শনিবার মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। তিন দিন পর রোনালদোর দল খেলবে হাঙ্গেরির বিপক্ষে। দুটি ম্যাচই হবে লিসবনের জোসে আলভালাদে স্টেডিয়ামে।