৫ নভেম্বর ২০২৪, ১০:০১ পিএম
নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য ২৮ সদস্যের আর্জেন্টিনা দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। অক্টোবরের মতো নভেম্বরেও আলবিসেলেস্তেদের জার্সি গায়ে দেখা যাবে লিওনেল মেসিকে। তবে ২৮ দলের এই স্কোয়াড বড় এক তারকাকে ছাড়াই ঘোষণা করতে হয়েছে লিওনেল স্কালোনিকে।
শেষ বিশ্বকাপ বাছাইয়ের দুটো ম্যাচ নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি এমি মার্তিনেজ, তিনি জাতীয় দলে ফিরবেন সেটা অনুমিতই ছিল। কিন্তু দলের সার্বিক ফর্মের কারণে আলবিসেলেস্তেদের স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি রোমা ফরোয়ার্ড পাওলো দিবালা। বাদ পড়েছেন রিভার প্লেটের লেফট ব্যাক মার্কোস আকুনিয়াও।
তবে চোট কাটিয়ে দলে ফিরছেন ইয়্যুভেন্তস উইঙ্গার নিকোলাস গঞ্জালেস। চোটের আশঙ্কা থাকলেও ক্রিশ্চিয়ান রোমেরো আর জিওভান্নি লো সেলসো জায়গা করে নিয়েছেন দলে। জাতীয় দলে আবারও ডাক পেয়েছেন ভ্যালেন্সিয়ার প্লেমেকার এনজো বারেনেচেয়া ও লাৎ্সিও স্ট্রাইকার তাতি কাসতেয়ানোস।
১৫ নভেম্বর শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫ টায় আসুনসিওনে পারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর পাঁচদিন পর ২০ নভেম্বর পেরুর সঙ্গে বিশ্বকাপ বাছাই ম্যাচ বুয়েনস আইরেসের লা বম্বোনেরাতে। ১০ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের টেবিলের শীর্ষে আছে লিওনেল স্কালোনির দল।
২৮ সদস্যের আর্জেন্টিনা দল
গোলকিপার:
এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), ওয়াল্টার বেনিতেজ (পিএসভি), হেরোনিমো রুই (অলিম্পিক মার্সেই)
ডিফেন্ডার:
নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনজালো মনতিয়েল (সেভিয়া), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহাম), হেরমান পেৎ্জেল্লা (রিভার প্লেট), লিওনার্দো বালেরদি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)
মিডফিল্ডার:
এনজো ফেরনান্দেজ (চেলসি), লিয়ান্দ্রো পারেদেস (এএস রোমা), ইজিকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), আলেক্সিস ম্যাকঅ্যালাস্টার (লিভারপুল), গিওভান্নি লো সেলসো (রিয়াল বেতিস), এনজো বারেনেচেয়া (ভালেন্সিয়া), থিয়াগো আলমাদা (বোতাফোগো), ফাকুন্দো বুয়োনানতে (লেস্টার সিটি), নিকোলাস পাজ (কোমো ১৯০৭)
ফরোয়ার্ড:
লিওনেল মেসি (ইন্টার মায়ামি), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গঞ্জালেস (ইয়্যুভেন্তস), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেজ (ইন্তারনাৎ্সিওনাল), ভালেন্তিন কাসতেয়ানোস (লাৎ্সিও)
১৩ নভেম্বর ২০২৪, ২:২৬ পিএম
সান্তোস নামটি শুনলে ফুটবলপ্রেমীদের মনে সবার আগে ভেসে ওঠে একটি নাম - পেলে। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের কল্যাণে বিশ্ব মানচিত্রে পরিচিতি পাওয়া ব্রাজিলের এই ক্লাবটিতে তার পরবর্তী সময়ের সেরা প্রতিভাবানদের একজন নেইমার। পেশাদার ক্যারিয়ার এখানে শুরু করার পর ছেড়েছেন ঠিকানা। তবে এক বছর বাদে দেশটির শীর্ষ লিগে ফিরে সাবেক বার্সেলোনা তারকাকে ক্লাবে টানার জন্য বেশ আশাবাদী হয়ে উঠছে সান্তোস।
২০২৩ সালে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিলের শীর্ষ লিগ থেকে রেলিগেটেড হয় সান্তোস। তবে গত সোমবার রাতে সেরি বি-এর ম্যাচে করিতিবাতেকে ২-০ গোলে হারিয়ে ব্রাজিলের সেরি আ-তে তার স্থান নিশ্চিত করেছে আবার।
আরও পড়ুন
নেইমারের চুক্তি বাতিলের ‘চিন্তা করছে’ আল হিলাল! |
২০১১ সালে নেইমারের হাত ধরেই সান্তোস তাদের প্রথম কোপা লিবার্তাদোরেস শিরোপা জিতেছিল। ২০১৩ সালে যোগ দেন বার্সেলোনায়। এরপর সেখান থেকে পিএসজি ঘুরে এখন আছেন সৌদি আরবের ক্লাব আল হিলালে, যেখানে তার চুক্তি শেষ আগামী বছরের জুনে।
গত মঙ্গলবার সান্তোসের সভাপতি মার্সেলো তেক্সেইরা বলেছেন, তিনি নেইমারকে ফেরানোর আশা ছাড়ছেন না-
“আমরা নিজেদের লক্ষ্যের ব্যাপারে সুনির্দিষ্ট আছি। তার (নেইমারের) বাবা এবং তার কর্মীরাও এটা জানেন। তারা আমাকে চেনেন, তারা সান্তোসকেও ভালোভাবে জানেম। আমাদের অপেক্ষা করতে হবে, কারণ (আল হিলালে) তার একটি চুক্তি আছে।"
তেক্সেইরা আরও বলেছেন, আগামী রোববার সান্তোস ও সিআরবির ম্যাচে নেইমারকে তাদের স্টেডিয়ামে স্বাগত জানানো হবে। এই ম্যাচে জয় পেলে তা সান্তোসের সেরি বি শিরোপা নিশ্চিত করবে।
আরও পড়ুন
মাঠে ফিরে আনন্দের সীমা নেই নেইমারের, ব্রাজিলের জার্সিতে ফিরবেন কবে? |
গত বছরের অক্টোবরে এসিএল চোটের শিকার হন নেইমার। সেরে উঠে মাঠে ফেরেন গত মাসে। তবে মাত্র দুটি ম্যাচ বদলি হিসেবে খেলার পর আবার পেশীতে চোট পেয়েছেন। ডিসেম্বরের আগে তার আর মাঠে ফেরার সম্ভাবনা নেই।
দুই বছরের চুক্তির একটা বড় সময় নেইমার চোটের কারণে খেলতে না পারায় আল হিলালের মালিকপক্ষ তাকে আগেই ছেড়ে দিতে চান বলে খবর। গুঞ্জন রয়েছে, আগামী জানুয়ারিতে দুই পক্ষের সম্মতিতে বাতিল হতে পারে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের চুক্তি।
আরও পড়ুন
১ বছর পর প্রস্তুত নেইমারের ফেরার মঞ্চ |
আর এই কারণেই উঠে আসছে সান্তোসের নাম। কারণ, এসিএল চোট থেকে সেরে ওঠার পর নেইমার বারবার সান্তোসের ম্যাচ দেখার এবং দলের খেলোয়াড়দের সাথে কথা বলার ছবি এবং ভিডিও পোস্ট করেছে সামাজিক যোগাযোগমাধ্যে। সব দিক মিলিয়ে তাই বাস্তবিকভাবেই তার আগামী বছর সান্তোসে ফেরার সম্ভাবনা জোড়াল বলেই ধরা হচ্ছে।
বাংলাদেশে গত জুলাই-আগস্টের গণ-অভ্যুথ্যানে ঝড়ে গেছে কিছু তাজা প্রাণ। একটু নতুন দেশের চাওয়ায় জীবন দেয়া এই শহীদদের অধিকাংশই ছিলেন সাধারণ শিক্ষার্থী। শহীদদের স্মরণে বসুন্ধরা এবিজি স্পোর্টস ফিল্ডে অনুষ্ঠিত হচ্ছে স্টুডেন্ট আপরাইজিং মেমোরিয়াল কাপ। যার মূল উদ্দেশ্য জুলাইয়ের শহীদদের খেলাধুলার মাধ্যমে শ্রদ্ধা জানানো। এই মহৎ উদ্দেশ্যে সবাইকে এক করতে পেরে আনন্দিত এই টুর্নামেন্টের আয়োজকরা।
গণ-অভ্যুথ্যানে যারা শহীদ হয়েছেন, তাদের অনেকেই স্টুডেন্ট আপরাইজিং মেমোরিয়াল কাপে যারা অংশ নিয়েছেন, তারা কেউ তাদের বন্ধু, কারও ভাই, কারও আবার খেলার সাথী। আর তাই সেই মহান শহীদদের স্মরণে ওদের আরেকবার একসাথে হওয়া। ফুটবল মাঠেই তারা স্বরণ করলো হারিয়ে যাওয়া অসংখ্য প্রাণকে।
এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে মোট ২৪ টি বিশ্ববিদ্যালয়। ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। যারা অংশ নিয়েছেন তাদের মধ্যেও কাজ করছে এক বাড়তি অনুপ্রেরণা। কারণ, এই আয়োজনটি তো তাদেরই বন্ধুদের জন্য। যারা নিজের জীবন উৎসর্গ করেছেন একটা নতুন বাংলাদেশের জন্য।
বাংলাদেশের তরুণ প্রজন্ম করে দেখিয়েছে, তাদের এক হওয়ার শক্তি ঠিক কতখানি। তাইতো নিজেদের এই ঐক্য ধরতে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আয়োজন গুলো। দেশের ক্রীড়া ক্ষেত্রে সুনাম কুড়াবেন বাংলাদেশের তরুণরা, এমনটাই প্রত্যাশা আয়োজক, পৃষ্ঠপোষক থেকে শুরু করে সকলের।
১৩ ঘণ্টা আগে
১৬ ঘণ্টা আগে
১ দিন আগে
১ দিন আগে
১ দিন আগে
৪ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে
১৮ দিন আগে
২৮ দিন আগে