১৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:০৩ পিএম
নির্ধারিত সময়ের ২০ মিনিট আগেও মাঠ প্রস্তুতে ব্যস্ত ছিলেন গ্রাউন্ডসম্যানরা। তাতে ১১ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ। দেরিতে বাজা বাঁশি আর অস্বস্তির আবহও ঢাকা দিতে পারেনি প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ। বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের জমজমাট লড়াইতে শেষ হাসি হেসেছে কিংসরাই-১০ জনের দল নিয়েই তারা উঠেছে বসুন্ধরা গ্রুপ চ্যালেঞ্জ কাপের শিরোপার সিংহাসনে।
কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ শুক্রবার মোহামেডানকে ৪-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচে জোড়া গোল করেন দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো। একবার করে জাল কাঁপান ইমানুয়েল সানডে ও রাফায়েল আগুস্ত।
গত মৌসুম থেকে শুরু হয় এক ম্যাচের টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ। সেবারও মোহামেডানকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উল্লাস করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা।
ম্যাচঘড়ির ৪র্থ মিনিটে বক্সের সামনে ফ্রি কিক পায় মোহামেডান, মোজাফফর মোজাফফরভের শট প্রতিহত হয় বসুন্ধরা কিংসের রক্ষণে। সপ্তম মিনিটে পেনাল্টি থেকে লিড নেয় কিংস। দরিয়েলতন গোমেজ নাসিমেন্তোকে বক্সে ফেলে দেন মোহামেডানের ডিফেন্ডার মেহেদি হাসান মিঠু। সফল স্পট কিকে লক্ষ্যভেদ করেন ইমানুয়েল সানডে।
১৩ মিনিটে এবার পেনাল্টি পায় মোহামেডান। শট নিতে এসে হতাশ করেননি মোজাফফরভ। এই মিডফিল্ডারের গোলে ১-১ সমতায় ফেরে সাদা-কালোরা। আর খেলা শুরুর ১৪ মিনিটের মধ্যে ২ গোল দেখে চড়া রোদ উপেক্ষা করে খেলা দেখতে আসা দর্শকেরা। ৩১ মিনিটে ইউসুফ আলীর বদলি হিসেবে বসুন্ধরা কিংস কোচ মারিও গোমেজ মাঠে নামান তাজ উদ্দিনকে।
বিরতির আগে লিড রিড বাড়িয়ে নেওয়ার সুযোগ আসে বসুন্ধরা কিংসের সামনে। রাফায়েল আগুস্তর ক্রসে গোলরক্ষক সুজনের শরীর বরাবর মারেন দোরিয়েলতন গোমেজ। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।
স্কোরলাইন সমান থাকায় দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে আক্রমণ শানায় কিংস-মোহামেডান। প্রথম পনের মিনিটের মধ্যে কিংস দুবার সুযোগ তৈরি করে। সেগুলো সফলতার মুখ দেখিনি। প্রথমার্ধে নিষ্ক্রিয় থাকা মোহামেডানের স্যামুয়েল বোয়াটেং দ্বিতীয়ার্ধে নিজের ছায়া থেকে বের হওয়ার চেষ্টা করেন।
৬৩ মিনিটে মোহামেডানের বদলি খেলোয়াড় মিনহাজুর আবেদিন বাল্লুকে ফাউল করে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সোহের রানা সিনিয়র। এই মিডফিল্ডারের রেড কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় বসুন্ধরা কিংস।
৬৭ মিনিটে ডান দিক থেকে ফাহিমের ক্রসে গোলমুখের সামনে মিস করেন কিংসের দোরিয়েলতন গোমেজ। কয়েক মিনিট পর ফাহিমকে তুলে মিডফিল্ডার সোহেল রানা জুনিয়রকে নামান কোচ।
৭২ মিনিটে ১০ জনের দল নিয়ে ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে যায় গত আসরের চ্যাম্পিয়নরা। সোহেল রানার কর্নার কিক প্রথম প্রতিহত হয় মোহামেডানের রক্ষণে, বক্সের একটু সামনে থেকে দারুণ এক ভলিতে পোস্ট কাঁপান রাফায়েল আগুস্ত।
দুই মিনিট পর ব্যবধান ৩-১ করে বসুন্ধরা কিংস। রাফায়েলের ক্রসে আলতো টোকায় জালে বল জড়ান ইমানুয়েল সানডে। কিংসের জার্সিতে অভিষেকে এএফসি চ্যালেঞ্জ লিগে সিরিয়ান ক্লাব কারামাহ এফসির বিপক্ষে গোল পেয়েছিলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড। এবার নিজের সাবেক ক্লাবের বিপক্ষেই গোল করে জাত চেনান সানডে।
৮৬ মিনিটে সানডের পাস থেকে বল পেয়ে যান দোরিয়েলতন গোমেজ। বল নিয়ে মোহামেডানের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বক্সের ভেতর ঢুকে পড়েন ব্রাজিলিয়ান এই ফুটবলার। ডামি শট করে গোলরক্ষককে বোকা বানিয়ে দলের পক্ষে জয় সূচক (৪-১) গোলটি করেন দোরিয়েলতন।
ওই গোলোর পরই মোহামেডান গ্যালারি থেকে মাঠে ছোঁড়া হয় বোতল। বসুন্ধরা কিংসের গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ বেশ কয়েকবার রেফারির দৃষ্টি আকর্ষণ করেন। কর্ণপাত না করেই খেলা চালিয়ে যান রেফারি।
খানিকবাদে মোহামেডান সমর্থকেরা মাঠের পশ্চিম-পূর্ব কোনায় স্মোক ফ্লেয়ার ছুঁড়ে মারেন। তাতে খেলা বন্ধ থাকে প্রায় ৫ মিনিট। খেলা শুরুর পর ৯ মিনিটের যোগ করা সময়ের শেষ মিনিটে আবারও মাঠে স্মোক ফ্লেয়ার মারেন সাদা-কালো সমর্থকেরা। তাতে অবশ্য কিংসের শিরোপা উল্লাসে সময় ক্ষেপনই হলো।
No posts available.
২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
ম্যাচের পাঁচ মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন চেলসির গোলরক্ষক। এরপর প্রথামার্ধের যোগ করা সময়ে একই পরিণতি হলো ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাসেমিরোর। দুই জায়ান্ট ইংলিশ ক্লাবের ১০ জনের লড়াইয়ে শেষ পর্যন্ত নিজেদের পক্ষেই ফল আনলেন রেড ডেভিলরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে লাল কার্ডময় এক ম্যাচে চেলসিকে ২-১ গোল হারাল ম্যান ইউ। প্রথমে ব্রুনো ফার্নান্দেজের গোলের পর ব্যবধান দ্বিগুন করেন ক্যাসেমিরো। শেষ দিকে চেলসির হয় এক গোল শোধ করেন ট্রিবোহ চালোবা।
আরও পড়ুন
আরেক হ্যাটট্রিকে ছুটছেন কেইন |
![]() |
আগের মৌসুমের ধারাবাহিকত ধরে রেখে নতুন মৌসুমেও জিততে ভুলে যাওয়া ম্যান ইউর জন্য এই জয় বেশ স্বস্তি হয়েই এল। পাঁচ ম্যাচে মৌসুমের দ্বিতীয় জয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নয়ে আছে রুবেন আমোরিমের দল। অন্যদিকে সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে ছয় নম্বরে চেলসি।
ম্যান ইউর মাঠ ওল্ড ট্যাফোর্ডে শুরুতেই বড় ধাক্কা খায় চেলসি। সফরকারীদের গোলকিপার রবার্ত সানচেজ ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই লাল কার্ড দেখেন। ইউনাইটেড ফরোয়ার্ড ব্রায়ান এমবেউমোকে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। প্রিমিয়ার লিগ ইতিহাসে দ্রুততম লাল কার্ডের ঘটনা এটি। এরপর মাত্র সাত মিনিটের মাথায় ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেস। বিরতির আট মিনিট আগে কাছ থেকে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন ক্যাসেমিরো।
আরও পড়ুন
৫ ম্যাচ, ৫ জয়, ৫ গোল—এমবাপে-রিয়ালের অদম্য যাত্রা চলছেই |
![]() |
দুই গোলের এই লিড নিয়ে ইউনাইটেড প্রথমার্ধ শেষ করলেও বিরতির ঠিক আগেই হোঁচট খেতে হয়। প্রথমার্ধের যোগ করা সময়ের একদম শেষ দিকে সান্তোসকে ফাউল করে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্যাসেমিরো।
মাঠে ম্যান ইউর সঙ্গে সদস্য সংখ্যায় সমতা ফিরে পেয়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় মারেস্কার চেলসি। তবে দুই গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফেরার চেষ্টায় বেশ দেরি করে ফেলে চেলসি। ৮০ মিনিটে রিস জেমসের অ্যাসিস্ট থেকে চালোবা দুর্দান্ত এক হেডে ব্যবধান কমান। তবে দ্বিতীয় গোল আর পাওয়া হয়নি চেলসির। তাতে মৌসুমে অপরাজিত যাত্রাও থেমে যায় ব্লুজদের।
হ্যারি কেইনের কাছে সবচেয়ে সহজ কাজ বোধহয় গোল করা। বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড রীতিমতো ছন্দের তুঙ্গে আছেন। মৌসুম শুরু হতে না হতেই দ্বিতীয় হ্যাটট্রিকের স্বাদ পেয়ে গেলেন কেইন।
বুন্দেসলিগায় আজ হফেনহাইমের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। বড় ব্যবধানে জয়ের ম্যাচে প্রথম তিনটি গোলই এসেছে কেইনের নৈপুণ্যে। বাভারিয়ানদের হয়ে শেষ গোলটি করেন সের্গে জিনাব্রি।
আরও পড়ুন
৫ ম্যাচ, ৫ জয়, ৫ গোল—এমবাপে-রিয়ালের অদম্য যাত্রা চলছেই |
![]() |
নতুন মৌসুমে এখন পর্যন্ত সবক’টি ম্যাচেই জয় পেল বায়ার্ন। বুন্দেসলিগায় ৪ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভিনসেন্ট কোম্পানির দল।
প্রতিপক্ষের মাঠে প্রথম গোল আসে প্রথমার্ধের শেষ মুহূর্তে। ডান পাশে থেকে আসা কর্নার থেকে কার্লের নিচু ক্রস পেয়ে বল জালে পাঠান কেইন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।
দ্বিতীয়ার্ধ শুরুতেই পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করেন কেইন। প্রতিপক্ষের ফুটবলার হজদারির হাতে বল লেগে পেনাল্টি পায় জার্মান জায়ান্টরা। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করতে ভুল করেননি আগের ম্যাচে জোড়া গোল করা কেইন।
আরও পড়ুন
ফুটসাল অভিষেকে 'এক ডজন' গোল হজম বাংলাদেশের |
![]() |
নির্ধারিত সময়ের ১৩ মিনিট আগে দ্বিতীয় পেনাল্টিতে হ্যাটট্রিক পূর্ণ করেন কেইন। এর আগে এই মৌসুমে লাইজিগের বিপক্ষেও হ্যাটট্রিক করেন ইংলিশ তারকা স্ট্রাইকার। চলতি মৌসুমে বুন্দেসলিগায় এ নিয়ে ৪ ম্যাচে ৮ গোল হলো তার।
৮২ মিনিটে কুফালের ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান কমায় হফেনহাইম। তবে আক্রমণ চালিয়ে যাওয়া বায়ার্ন প্রতিপক্ষের কফিরে শেষ পেরেক ঠুকে দেয় জিনাব্রির গোলে। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের ৯ মিনিটে ব্যবধান ৪-১ করেন বদলি নামা জার্মান উইঙ্গার।
শুরুতেই ০-২ গোলে পিছিয়ে পড়া। এরপর এক গোল শোধ করলেও হারই চোখ রাঙাচ্ছিল টটেনহ্যামকে। তবে ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের এক ভুলে অন্তত এক পয়েন্ট ‘উপহার’ পেল তারা।
ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্র করেছে টটেনহ্যাম। এই ড্রয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠে থমাস ফ্রাঙ্কের দল। ৫ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ক্লাবটির সংগ্রহ ১০ পয়েন্ট। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ব্রাইটন।
আরও পড়ুন
৫ ম্যাচ, ৫ জয়, ৫ গোল—এমবাপে-রিয়ালের অদম্য যাত্রা চলছেই |
![]() |
ব্রাইটনের মাঠ আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে শুরুতে গোলের দেখা পায় ব্রাইটন। মাত্র ৮ মিনিটে জর্জিনিও রুটারের নিখুঁত পাসে অফসাইড ফাঁকি দিয়ে ইয়ানকুবা মিন্তেহ গোলরক্ষক ভিকারিওকে কাটিয়ে গোল করেন। ভিএআর চেকে নিশ্চিত হয় গোলটি বৈধ ছিল। ২৩ মিনিট পর দূরপাল্লার দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করেন স্বাগতিক দলে মিডফিল্ডার ইয়াসিন আয়ারি।
তবে ০-২ হোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি স্পারস। বিরতির ঠিক আগ মূহুর্তে ব্রাইটনের ভুল পাস থেকে দ্রুত কাউন্টার অ্যাটাকে যায় টটেনহ্যাম। বেন্টাঙ্কুর, কুদুস ও ওদোবার্টের যৌথ প্রচেষ্টায় বল পেয়ে রিচার্লিসন প্রথমে বাধা পেলেও দ্বিতীয় চেষ্টায় জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান উইঙ্গার। কুদুসের অ্যাসিস্টে এ মৌসুমে তার এটি তৃতীয় গোল।
আরও পড়ুন
ডার্বি জিতে লিভারপুলের পাঁচে পাঁচ |
![]() |
দ্বিতীয়ার্ধে টটেনহ্যাম আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। বদলি নামা জাভি সিমন্স মাঠে নেমে দারুণ কিছু সুযোগ তৈরি করেন। তার একটি বাঁকানো শট অল্পের জন্য জালে জড়ায়নি।
শেষ দিকে ব্রাইটরে উপহার দেওয়া সমতাসূচক গোলটি পেয়ে যায় টটেনহ্যাম। ৮৩তম মিনিটে কুদুসর বাঁ দিক থেকে ক্রস করার পর ব্রাইটনের ডিফেন্ডার জান পল ফন হেকে বল ক্লিয়ার করতে গিয়ে ভুলবশত নিজেদের জালেই পাঠিয়ে দেন। আর তাতে ব্যবধান হয়ে যায় ২-২।
বাকি সময়ে দুই দলই জয়ের লক্ষ্যে আক্রমণ করতে থাকে। তবে ব্যবধান তৈরি করা গোলের দেখা পায়নি কেউই। তাতে পয়েন্ট ভাগাভাগিতেই শেষ হয় ম্যাচ। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম।
রিয়াল মাদ্রিদ মাঠে নামবে আর কিলিয়ান এমবাপ্পে গোল পাবে না, সেটাও কি হয়? নতুন মৌসুমে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির হয়ে এই তারকা ফরোয়ার্ড যেমন গোল করেই যাচ্ছেন, তেমন টানা জয় পাচ্ছে তার ক্লাবও।
লা লিগায় আজ এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। আর যথারীতি বল জালে পাঠিয়েছেন এমবাপে। অন্য গোলটি আসে এদের মিলিতাওয়ের নৈপুণ্যে। এ নিয়ে লিগে পাঁচ ম্যাচে পাঁচ গোল হলো এমবাপের। আর শতভাগ জয়ের ধারা ধরে রেখে শীর্ষে আরও পোক্ত হলো রিয়াল।
আরও পড়ুন
ফুটসাল অভিষেকে 'এক ডজন' গোল হজম বাংলাদেশের |
![]() |
৫ ম্যাচে ১৫ পয়েন্ট রিয়ালের। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তিনে এস্পানিওল।
পুরো ম্যাচে রিয়ালের আধিপত্য ছিল চোখে পড়ার মতোই । নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে ২২ মিনিটে দূরপাল্লার এক চোখধাঁধানো শটে গোল করেন এদের মিলিতাও। ভালভের্দের সাদামাটা এক পাস থেকে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের দুর্দান্ত গোলটি এখন পর্যন্ত মৌসুমের সেরা গোলের তালিকায় সবার উপরে জায়গা পেতেই পারে।
আরও পড়ুন
ডার্বি জিতে লিভারপুলের পাঁচে পাঁচ |
![]() |
ম্যাচের ৩০ মিনিটে দারুণ এক মূহূর্ত উপহার দেন রিয়ালের আর্জেন্টাইন মিডফিল্ডার মাস্তানতুয়োনো। এস্পানিওলের বক্সে দারুণ ড্রিবলিংয়ে একজনকে কাটিয়ে ক্রস করেন তিনি। অবশ্য তার ক্রসটি কাজে লাগাতে পারেনি রিয়াল।
প্রথামার্ধে রিয়ালের দাপটে তেমন সুযোগ তৈরি করতে পারেনি এস্পানিওল। তবে ৪৫ মিনিটে এস্পানিওরের ডিফেন্ডার কালেরোর দারুণ এক ফ্রি-কিক অল্পের জন্য জালে জড়ায়নি।
আরও পড়ুন
ফ্রান্স নয়, জিদানের ছেলে খেলবেন আলজেরিয়ার জার্সিতে |
![]() |
বিরতির পরপরই ব্যবধান ২-০ করেন এমবাপে। দূরপাল্লার এক জোরালো শটে জাল কাঁপান ফরাসি ফরোয়ার্ড। সেরা গোলের প্রতিযোগিতায় মিলিতাওয়ের প্রথম গোলটিকে জোর টেক্কা দেওয়ার মতোই ছিল এমবাপের গোলটি। তারকা ফরোয়ার্ডের নেওয়া শট এস্পানিওলর গোলরক্ষক যেন দেখতেই পেলেন না। ফরাসি তারকার মিসাইল শট দাঁড়িয়ে দাঁড়েয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না তার।
ম্যাচের বাকি সময় আরো কিছু গোলের সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। অন্যদিকে পুরো ম্যাচে মাত্র একবারই লক্ষ্যে শট রাখে এস্পানিওল।
মালয়েশিয়ায় চলছে ফুটসাল এশিয়ান কাপ বাছাই। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ফুটসালে অভিষেক হলো বাংলাদেশের। তবে ঐতিহাসিক ম্যাচটা একদমই সুখকর হলো না তাদের। আজ এশিয়ার ১৩ বারের চ্যাম্পিয়ন ইরানের বিপক্ষে ১২ গোলে হেরেছে বাংলাদেশ।
টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ‘জি’ গ্রুপে। তাদের সঙ্গে একই গ্রুপের দুই প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক মালয়েশিয়া।
২২ সেপ্টেম্বর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। শেষ ম্যাচ ২৪ সেপ্টেম্বর, প্রতিপক্ষ আরব আমিরাত।
ফুটসালের অভিষেক টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় দলের দায়িত্ব দিয়েছে ইরানের কোচ সাঈদ খোদারাহমিরকে।
বাছাইপর্ব হচ্ছে আট গ্রুপে ভাগ হয়ে। গ্রুপসেরা আট দল ও সেরা সাত রানার্সআপ দল উঠবে উঠবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে।
স্বাগতিক ইন্দোনেশিয়া খেলবে সরাসারি। আগামী বছর ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি হবে ফুটসাল এশিয়ান কাপ।