এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারানোর পর মহসিন নাকভির হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নেয়নি ভারত। তবে পুরস্কার বিতরণ পর্ব শেষে ট্রফি ছাড়াই অদ্ভুত উদযাপন করে তারা। এরপর থেকেই ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দী দেশের মধ্যে রীতিমত বাকযুদ্ধ চলেছে।
সেই তালিকায় যোগ দিলেন সাবেক পাকিস্তানি তারকা মোহাম্মদ ইউসুফ। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় দল ট্রফি না নিয়ে উল্টো নাটক-সিনেমা করায় ব্যস্ত ছিল।
“তোমরা সেদিন ট্রফি নিলে না। তাহলে এখন কেন এত তাড়াহুড়ো? যদি মনে পড়ে থাকে যে ট্রফি নিতে হবে, তাহলে মহসিন নাকভির অফিস থেকে ট্রফি নিয়ে আসতে পারো। মাঠে তো তোমরা সিনেমা বানানোর কাজে ব্যস্ত ছিলে।”
আরও পড়ুন
ভারত-পাকিস্তান ম্যাচের আগে মাঠে সাপ-আতঙ্ক |
![]() |
“আমি সেদিনও বলেছিলাম, তারা সিনেমার দুনিয়ায় আটকে আছে। এটা খেলা, এটা ক্রিকেট। সিনেমা এখানে চলবে না। সিনেমায় রিটেক থাকে, কিন্তু সিনেমায় হিরো হওয়া আর আসল খেলাধুলা খেলতে যাওয়া একেবারেই আলাদা। এখন তোমরা বলছ, ট্রফি চাই।”
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চেয়ারম্যান হিসেবে ফাইনালের জয়ী দলের হাতে ট্রফি তুলে দেয়ার কথা ছিল মহসিন নাকভির। তবে নাকভির হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারত। এরপর ট্রফি নিয়ে অনুষ্ঠান থেকে চলে যান নাকভি।
পরে তিনি শর্ত দিয়েছেন শুধুমাত্র ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবই এই ট্রফি নিতে পারবেন, কোনো প্রতিনিধি নয়। আর ট্রফি নেওয়ার জন্য সূর্যকুমারকে যেতে হবে দুবাইয়ে এসিসির কার্যালয়ে। এটি নিয়েও আলোচনা চলছে ঢের।
তবে ইউসুফ মনে করেন সঠিক কাজটিই করেছেন নাকভি।
“চেয়ারম্যান স্যার (নাকভি) যা করছেন, তা একেবারে সঠিক। তিনি সঠিক অবস্থান নিয়েছেন। ভারতের সেদিন ট্রফি গ্রহণ করা উচিত ছিল। এসিসি ও আইসিসি নিয়ম অনুযায়ী, তিনি সেখানে এসিসির প্রধান হিসেবে দাঁড়িয়ে ছিলেন এবং ট্রফি শুধু তার হাত দিয়েই দেওয়া উচিত ছিল।”
No posts available.
৬ অক্টোবর ২০২৫, ৬:৫৯ পিএম
৬ অক্টোবর ২০২৫, ৬:৩৪ পিএম
টি-টোয়েন্টিতে ব্যর্থ মিশন শেষে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। আগামী ৮ অক্টোবর তিন ম্যাচের পঞ্চাশ ওভারের সিরিজের আগে ধাক্কা খেল হাসমতউল্লাহ শাহিদীর দল। ইনজুরিতে ছিটকে পড়েছেন দলটির তরুণ পেসার মোহাম্মদ সেলিম সাফি।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৩ বর্ষী সেলিমের ইনজুরির খবর জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
এসিবি নিশ্চিত করেছে, সেলিমের জায়গায় ভিড়ানো হয়েছে ডান হাতি মিডিয়াম পেসার বিলাল সামিকে। ২১ বর্ষী এই তরুণ দেশের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। ২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সে ম্যাচে মাত্র তিন ওভার বোলিংয়ের সুযোগ পেয়েছিলেন। ছিলেন উইকেট শূন্য। এবার সালেমের ইনজুরি তার কপাল খুলে দিয়েছে।
যদিও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দুর্দান্ত পারফরম্যান্স করে আসছেন সামি। সম্প্রতি তিনি ঘরোয়া টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার ৪ বছরের জন্য বিসিবি সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে সহ-সভাপতি হিসেবেও বিনা ভোটে নির্বাচিত হয়েছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সোমবার বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচনের পর জানা যায় ২৫ জন নতুন পরিচালকের নাম। পরে এই পরিচালকদের ভোটে নির্বাচিত হন সভাপতি ও দুজন সহ-সভাপতি।
বিসিবির ২০তম সভাপতি হলেন বুলবুল।
সভাপতি ও সহ-সভাপতি পদে অবশ্য ভোটের প্রয়োজন পড়েনি। কারণ সভাপতি পদে বুলবুল ছাড়া আর কেউ মনোনয়নপত্র তোলেননি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।
একইভাবে ক্যাটাগরি-১ থেকে পরিচালক হওয়া শাখাওয়াত ও ক্যাটাগরি-২ থেকে ফারুক আহমেদ ছাড়া আর কেউ সহ-সভাপতি পদে মনোনয়নপত্র তোলেননি। তাই তারা দুজনও বিনা ভোটেই সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।
এর গত ৩০ মে প্রথমবার বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেন বুলবুল। তখন তিনি বলেছিলেন, কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলার লক্ষ্য নিয়ে এসেছেন। তবে ৪ মাসের অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষে এবার নির্বাচন করে ৪ বছরের পূর্ণ মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পেলেন সাবেক এই অধিনায়ক।
বুলবুল দায়িত্ব নেওয়ার ঠিক আগে প্রায় ৯ মাসের জন্য বিসিবি সভাপতি ছিলেন ফারুক। এবার আগামী ৪ বছরের জন্য সহ-সভাপতি হিসেবে দেখা যাবে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া শাখাওয়াত হোসেন এবারই প্রথম বিসিবির পরিচালক হয়েছেন। তবে গত কিছু দিন আগে বুলবুলের ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা হিসেবে বোর্ডে কাজ করেছিলেন বরিশাল বিভাগ থেকে আসা এই পরিচালক।
নির্বাচনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদে এখন দেখা মিলেছে এক ঝাঁক নতুন মুখের। নির্বাচন শেষে প্রথমবারের মতো বিসিবিতে পরিচালক হিসেবে দায়িত্ব নেবেন ১৮ জন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত দুজনসহ এই সংখ্যা ২০ জনের।
অর্থাৎ বিসিবির পরিচালনা পরিষদের মোট ২৫ জন সদস্যের মধ্যে ২০ জন এবারই প্রথম বোর্ডের দায়িত্ব নেবেন।
ক্লাব ক্যাটাগরি থেকে আসা ১২ পরিচালকের মধ্যে ৯ জনই এবার প্রথম। এদের মধ্যে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর ইশতিয়াক সাদেক ও ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের শানিয়ান তানিন নাভিন পেয়েছেন সর্বোচ্চ ৪২টি করে ভোট।
এই দুজনের মতো ৪২ ভোট পেয়েছেন রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর ফারুক আহমেদ। তবে তিনি এর আগে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফারুকের পাশাপাশি ক্লাব থেকে আসা মনজুর আলম ও ইফতেখার রহমানও আগে বিসিবিতে পরিচালক হিসেবে ছিলেন।
এই ক্যাটাগরিতে ইশতিয়াক সাদেক ও শানিয়ান তানিমের মতো আদনান রহমান দীপন (৪০), ফায়াজুর রহমান (৪০), আবুল বাশার (৪০), আমজাদ হোসেন (৪১), মোখছেদুল কামাল (৪১), এম নাজমুল ইসলাম (৩৪) ও মেহরাব আলম চৌধুরী (৪১) প্রথমবার বিসিবি পরিচালক হয়েছেন।
জেলা ও ক্রীড়া সংস্থা থেকে ১০ জনের মধ্যে ৮ জনই প্রথমবার পরিচালক হয়েছেন। ঢাকা বিভাগ থেকে আসা আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিমের শুধু বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।
এছাড়া চট্টগ্রাম বিভাগের আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী, খুলনা বিভাগের আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, সিলেট বিভাগের রাহাত শামস এবং বরিশাল বিভাগের শাখাওয়াত হোসেন এবারই প্রথম বিসিবিতে পরিচালকের পদে বসবেন।
আর সাবেক ক্রিকেটারদের মধ্যে প্রথমবার বিসিবি পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। তাদের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
বিসিবির পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ
ক্যাটাগরি - ১
আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান, হাসানুজ্জামান, রাহাত শামস ও শাখাওয়াত হোসেন।
ক্যাটাগরি - ২
ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী ও ইফতেখার রহমান মিঠু।
ক্যাটাগরি - ৩
খালেদ মাসুদ পাইলট
জাতীয় ক্রীড়া পরিষদ
এম ইসফাক আহসান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক
বেশ কয়েকজন প্রার্থীর সরে দাঁড়ানো, কয়েকজনের নাম প্রত্যাহারের ফলে আগেই নিশ্চিত ছিল বিসিবির বেশিরভাগ পরিচালকের নাম। সব আগ্রহ ছিল সাবেক ক্রিকেটার কোটার ক্যাটাগরি-৩ এর পরিচালক নির্বাচন নিয়ে।
রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সোমবার হওয়া ভোটের পর সেখানে জয়লাভ করেছেন খালেদ মাসুদ পাইলট। তার অন্তর্ভুক্তির ফলে এখন বিসিবির পরিচালনা পরিষদে সাবেক ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল ৪ জনে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক। এছাড়া নির্বাচনের দিন নিশ্চিত হয়েছে আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদের নাম।
সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ প্রক্রিয়া শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে মোট ১৫৬টি ভোটের মধ্যে ১১৫ জন ভোট প্রদান করেন কাউন্সিলররা।
এর মধ্যে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রথম ক্যাটাগরিতে ৩৫টি ভোটের মধ্যে পড়েছে ৩০ ভোট। ক্লাব সংগঠকদের দ্বিতীয় ক্যাটাগরির ৭৬ ভোটের মধ্যে পড়েছে ৪২ ভোট। আর সাবেক ক্রিকেটারদের তৃতীয় ক্যাটাগরিতে ৪৫ ভোটের মধ্যে পড়েছে ৪৩ ভোট। যেখানে বাতিল হয়েছে ১টি।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রথম ক্যাটাগরিতে আগেই নিশ্চিত ছিল ৬ পরিচালকের নাম।
চট্টগ্রাম বিভাগ থেকে আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, সিলেট বিভাগ থেকে রাহাত শামস ও বরিশাল বিভাগ থেকে শাখাওয়াত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ভোটের দিন ঢাকা বিভাগ থেকে ১৫টি করে ভোট পেয়ে নির্বাচিত হন আমিনুল ইসলাম ও নাজমুল আবেদীন ফাহিম। গত রাতে ভোট থেকে সরে যাওয়া এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান কোনো ভোট পাননি।
এছাড়া রাজশাহী বিভাগে ৭ ভোট পেয়ে নির্বাচিত হন মুখলেসুর রহমান। আর রংপুর বিভাগ থেকে জয় লাভ করেন হাসানুজ্জামান। তিনিও ৭ ভোট পান।
ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ৪২টি ভোট পান ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম ও ফারুক আহমেদ। এর বাইরে নির্বাচিত আদনান রহমান দীপন (৪০), ফায়াজুর রহমান (৪০), আবুল বাশার (৪০), আমজাদ হোসেন (৪১), মোখছেদুল কামাল (৪১), এম নাজমুল ইসলাম (৩৪), মনজুর আলম (৩৯), মেহরাব আলম চৌধুরী (৪১) ও ইফতেখার রহমান মিঠু (৩৪)।
তৃতীয় ক্যাটাগরিতে ভোটের লড়াইয়ে ছিলেন সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট এবং সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও ম্যাচ রেফারি দেবব্রত পল। যেখানে ৩৫-৭ ভোটের বড় ব্যবধানে জয়লাভ করেন খালেদ মাসুদ।
এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় মনোনীত দুজন পরিচালক হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
২৫ জনের এই পরিচালনা পরিষদের সদস্যরা মিলে একজন সভাপতি ও দুজন সহ-সভাপতি নির্বাচন করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় হবে এই ভোট। এরপর রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে জানানো হবে তিন জনের নাম।
এখন পর্যন্ত সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া সহ-সভাপতি হতে পারেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম।
বিসিবির পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ
ক্যাটাগরি - ১
ঢাকা বিভাগ- আমিনুল ইসলাম (১৫), নাজমুল আবেদীন ফাহিম (১৫)
চট্টগ্রাম বিভাগ- আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর
খুলনা বিভাগ- আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান
রাজশাহী বিভাগ- মুখলেসুর রহমান (৭)
রংপুর বিভাগ- হাসানুজ্জামান (৭)
সিলেট বিভাগ- রাহাত শামস
বরিশাল বিভাগ- শাখাওয়াত হোসেন
ক্যাটাগরি - ২
ইশতিয়াক সাদেক (৪২), আদনান রহমান দীপন (৪০), ফায়াজুর রহমান (৪০), আবুল বাশার (৪০), আমজাদ হোসেন (৪১), শানিয়ান তানিম (৪২), মোখছেদুল কামাল (৪১), এম নাজমুল ইসলাম (৩৭), ফারুক আহমেদ (৪২), মনজুর আলম (৩৯), মেহরাব আলম চৌধুরী (৪১), ইফতেখার রহমান মিঠু (৩৪)
ক্যাটাগরি - ৩
খালেদ মাসুদ পাইলট (৩৫)
জাতীয় ক্রীড়া পরিষদ
এম ইসফাক আহসান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক
*ব্রাকেটে প্রাপ্ত ভোট সংখ্যা
নারী ওয়ানডে বিশ্বকাপে ভারত ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন পাকিস্তানের সিদরা আমিন। লেভেল-১ আচরণবিধি লঙ্ঘনের জন্য সতর্ক করা হয়েছে এই তারকা ব্যাটারকে। নামের পাশে যুক্ত করা হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট।
আইসিসি জানিয়েছে, সিদরা আইসিসি প্লেয়ারস এবং প্লেয়ার সাপোর্ট পারসোনেলদের আচরণবিধির- ধারা ২.২ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। এই ধারা আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জাম বা ফিক্সচার ও ফিটিংসের অপব্যবহারের সঙ্গে সম্পর্কিত।
ঘটনাটি ঘটেছে রান তাড়ার সময় পাকিস্তানের ইনিংসের ৪০তম ওভারে, যখন সিদরা আউট হওয়ার পর রাগ করে তাঁর ব্যাটকে মাঠে জোরে আঘাত করেন। আউট হওয়ার আগে ১০৬ বলে ৮১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ব্যাটার।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, সতর্কবার্তার পাশাপাশি সিদরার শৃঙ্খলাবিভাগে এক ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। এটি তাঁর গত ২৪ মাসের মধ্যে প্রথম অপরাধ। লেভেল ১ লঙ্ঘনের জন্য ন্যূনতম শাস্তি হলো অফিশিয়াল সতর্কবার্তা, সর্বোচ্চ শাস্তি হলো খেলোয়াড়ের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট।
মাঠের আম্পায়ার লরেন এজেনবাগ ও নিমালি পেরেরা, থার্ড আম্পায়ার কেড়িন ক্লাস্টে এবং চতুর্থ আম্পায়ার কিম কটন অভিযোগটি করেছিলেন ম্যাচ রেফারিকে।
সিদরা নিজের অপরাধ স্বীকার করেছেন। এমিরেটস আইসিসি আন্তর্জাতিক প্যানেল অফ ম্যাচ রেফারি শ্যান্ড্রে ফ্রিৎসের প্রস্তাবিত শাস্তি গ্রহণ করেছেন, ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
সিদরা লড়াই একা করলেও ভারতের বিপক্ষে পাকিস্তান হেরে যায় ৮৮ রানে। আগামী পরশু কলম্বোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবেন সিদরারা।