
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আচরণবিধি ভেঙে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজমকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। ম্যাচ চলাকালে স্টাম্পে ব্যাট দিয়ে আঘাত করায় তাঁর বিরুদ্ধে লেভেল–১ কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগ গঠন করা হয়।
আইসিসির আচরণবিধির ২.২ ধারায় বলা আছে— কোনো খেলোয়াড় যদি আন্তর্জাতিক ম্যাচের সময় ক্রিকেট উপকরণ বা মাঠের যেকোনো স্থাপনায় অযথা আঘাত বা ক্ষতি করার আচরণ করেন, তা শাস্তিযোগ্য অপরাধ। বাবর সেই ধারাই ভঙ্গ করেছেন বলে ম্যাচ শেষে ম্যাচ রেফারির রিপোর্টে উল্লেখ করা হয়। এ কারণে তাঁর ডিসিপ্লিন রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটি তাঁর প্রথম অপরাধ।
আরও পড়ুন
| ‘উইন্ডিজ সিরিজের চেয়ে ভিন্ন হবে টেস্টের উইকেট’ |
|
ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ২১তম ওভারে। তখন আউট হয়ে মাঠ ছাড়ার আগে ক্ষোভে স্টাম্পে ব্যাট ছুঁড়ে মারেন বাবর। মাঠের আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও রশিদ রিয়াজ, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শাহিদ সৈকত এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি ঘটনার পর তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন। এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ম্যাচ রেফারি আলী নকভি শাস্তির প্রস্তাব দেন।
বাবর আজম অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল–১ অপরাধে সর্বনিম্ন সতর্কবার্তা থেকে শুরু করে সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট যোগ হতে পারে।
তবে শাস্তির মধ্যেও মাঠের পারফরম্যান্সে ছিলেন উজ্জ্বল। তিন ম্যাচ সিরিজে ১৬৫ রান করে ছিলেন সর্বোচ্চ রানসংগ্রহকারী, পেয়েছেন ব্যক্তিগতভাবে তাঁর রেকর্ড ২০তম ওয়ানডে সেঞ্চুরি। যার সৌজন্যে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করেছে পাকিস্তান।
No posts available.
১৮ নভেম্বর ২০২৫, ৬:৪৬ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারও চেন্নাই সুপার কিংসে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবারও আগের ভূমিকায় থাকতে পারেন বলে মনে করেন দেশটির সাবেক ব্যাটার মোহাম্মদ কাইফ।
নিজের ইউটিউব চ্যানেল ‘মোহাম্মদ কাইফ’ এ তিনি বলেন, ‘ধোনি এখন আর ব্যাটিং করতে আসেন না। তিনি খেলেন ২০ ওভার কিপিং করার জন্য, ২০ ওভার দলের নেতৃত্ব দেওয়ার জন্য। গাইড করার জন্যই তার মাঠে থাকা।’
গত মৌসুমে চোটের কারণে বেশিরভাগ ম্যাচে নেতৃত্ব দিতে পারেননি রুতুরাজ গায়কোয়াড়। তাঁর অবর্তমানে দায়িত্ব সামলান ধোনি। নতুন মৌসুমের অধিনায়ক ঘোষণা না করলেও ধারণা করা হচ্ছে, ২০২৬ মৌসুমে অধিনায়ক হবেন গায়কোয়াড়।
আরও পড়ুন
| বিসিবির দায়িত্বে বড় পরিবর্তন, নারী বিভাগের প্রধান রুবাবা |
|
রাজস্থানের হয়ে আইপিএল শিরোপাজয়ী কাইফের মতে, কাগজে কলমে গায়কোয়াড় অধিনায়ক হলেও মাঠে সিদ্ধান্ত নেবেন ধোনিই, ‘কাগজে কলমে গায়কোয়াড়ের নাম লেখা থাকতে পারে, কিন্তু ধোনি মাঠে থাকলে সবকিছু থাকবে ধোনির হাতেই থাকে।’
আগামী মৌসুমের জন্য রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসনকে দলে ভিড়িয়েছে চেন্নাই। কাইফ মনে করেন ধোনির হাতেই থাকবে গ্লাভস, ‘এখন এমন সময় নয় যে, এক দলে একটাই কিপার খেলবে। স্যামসন খেলবে ফিল্ডার হিসেবে। ধোনিই কিপিং করবে। কারণ, তাঁকে মাঠে বেশি সময় দরকার।’
গত মৌসুমে আইপিএলে তলানিতে লিগ শেষ করেছিল চেন্নাই। এবার শিরোপা জিততে মরিয়া পাঁচবারের চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন কমিটিতে বড় ধরনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনগুলো জানিয়েছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবির নারী বিভাগের নতুন চেয়ারম্যান করা হয়েছে রুবাবা দৌলাকে। এই বিভাগের চেয়ারম্যান হিসেবে কাজ করা আব্দুর রাজ্জাক রাজ এখন থেকে থাকবেন ভাইস-চেয়ারম্যানের দায়িত্বে।
রাজ্জাককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে হাই পারফরম্যান্স বিভাগের চেয়ারম্যান হিসেবে। এই পদে তিনি জায়গা নিচ্ছেন খালেদ মাসুদ পাইলটের স্থলাভিষিক্ত হিসেবে।
খালেদ মাসুদকে দেওয়া হয়েছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান পদে। তিনি এই পদে দায়িত্ব নেবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের জায়গায়। বুলবুল বোর্ডের নির্বাচনের পর থেকে এই কমিটির নেতৃত্বে ছিলেন।
বিসিবি জানিয়েছে, বোর্ডের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করতেই এই পুনর্বণ্টন করা হয়েছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে চলতি বছর বাংলাদেশের বড় চমক সাইফ হাসান। জাতীয় দলে ফেরার পর থেকে দারুণ ছন্দে আছেন এই ব্যাটার। এবার উজ্জ্বল পারফরম্যান্সের পুরস্কারও তিনি পেয়ে গেলেন বিসিবির কাছ থেকে।
লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কত্ব পেলেন সাইফ। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্বে থাকবেন লিটন। আর ডেপুটি হিসেবে তাকে সহযোগিতা করবেন ২৬ বছর বয়সী সাইফ।
সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এই খবর জানিয়েছে বিসিবি। অন্য দুই ফরম্যাটের সহ-অধিনায়কের নামও ঘোষণা করা হয়েছে।
ওয়ানডেতে এখন মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে খেলছে বাংলাদেশ। গত জুনে এক বছরের জন্য দায়িত্ব পেয়েছেন তিনি। তার সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে থাকবেন নাজমুল হোসেন শান্ত।
আর টেস্টে বর্তমানে অধিনায়কত্বের ভার আছে শান্তর কাঁধে। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শেষ হওয়া পর্যন্ত এই ফরম্যাটের দায়িত্ব তার। যেখানে এখন থেকে ডেপুটি হিসেবে তিনি পাচ্ছেন মিরাজকে।

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের তৃতীয় ম্যাচেও হারল সংযুক্ত আরব আমিরাত। প্রথম ও দ্বিতীয় ম্যাচে ভারত-ওমানের কাছে ব্যর্থ হওয়ার পর আজ পাকিস্তান শাহীনসের কাছেও ধরাশায়ী হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।
কাতারের রাজধানী দোহায় গ্রুপ ‘বি’ এর ম্যাচে আগে ব্যাটিং করে ৫৯ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। লক্ষ্য তাড়ায় নেমে মাত্র এক উইকেট হারিয়ে জয় বন্দরে পৌঁছে পাকিস্তান শাহীনস। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন মাজ সাদাকাত। তিনি ১৫ বলে ৩৭ রান করেন।
এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আমিরাতের অধিনায়ক আলিশান শারাফু। আহমেদ তারিককে নিয়ে ওপেনিং শুরু করেন তিনি। তাদের যাত্রা অশুভ করে দেন শাহীদ আজিজ।
আরও পড়ুন
| বাবরকে নিয়ে রমিজের বড় ইউ-টার্ন |
|
দলীয় ১ রানের মাথায় ক্যাচ তুলে দেন তারিক। ডাক মেরে ফেরেন তিনি। তিন রানের মাথায় ক্যাপ্টেন নিজেই এলবিডব্লিউর শিকার হন।
ওপেনিং জুটি ভাঙার পর আর দাঁড়াতে পারেনি আরব আমিরাত। দলীয় ২৪ রানের মধ্যে টপঅর্ডারের আরও দুটি উইকেট হারিয়ে বসে তাঁরা। তবে সর্বোচ্চ বিপর্যয় দেখা যায় ৪২ রানের মাথায়। ৫৯ রানের আগ পর্যন্ত আর ৬টি উইকেট হারিয়ে বসে তারা।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট তোলেন সুফিয়ান মুকিম। মাস সাদাকাত, আহমেদ দানিয়াল দুটি করে উইকেট তোলেন। বাকিগুলো ছিল শাহীদ আজিজ, আরাফাত মিনহাস ও মুহাম্মদ সাহজাদের।
সাদামাটা লক্ষ্যের বিপরীতে নেমে দলীয় ৭ রানে উদ্বোধনী জুটি ভাঙে পাকিস্তানের। পঞ্চম ওভারে ব্যক্তিগত ৬ রানে সাজঘর মুখো হন মোহাম্মদ নাইম। বাকি পথ পাড়ি দেন মাজ সাদাকাত ও গাজী গৌরি। দুজনের ৫৫ রানের পার্টনারশিপে আসরে তৃতীয় জয়ের দেখা পায় পাকিস্তান। মাজ ১৫ বলে ৩৭ এবং গাজী ১২ বলে ১৬ রান করেন।

সম্প্রতি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচের ৪৯তম ওভারের প্রথম বলের সময়। সে সময় বাবর আজমের রান ছিল মাত্র ১। দক্ষিণ আফ্রিকার স্পিনার সেনুরান মুথুসামির বলে ক্যাচ আউটের আবেদন মেনে তাঁকে আউট ঘোষণা করেন আম্পায়ার। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন বাবর। ঠিক তখনই ধারাভাষ্য দিতে দিতে রমিজ রাজা বলে বসেন, ‘এই আউট, এখন নাটক করবে।’
তার কিছু দিন আগে দলের বাইরে থাকলেও বাবরের সমালোচনা করেন রমিজ। তবে সম্প্রতি আবার ছন্দে ফিরেছেন বাবর। সেই সঙ্গে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পিসিবি চেয়ারম্যান রমিজও বড় ইউ-টার্ন নিয়েছেন। সম্প্রতি তারকা বাবরকে ব্যাটিংয়ের প্রশংসায় ভাসিয়েছেন। গত কয়েক বছরের তীব্র সমালোচনার মাঝেও বাবরের ধৈর্য ও মানসিক শক্তি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।
রমিজ রাজা বলেন, বাবর সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজে ৮০৭ দিন ও ৮৩ ইনিংসের পর আন্তর্জাতিক ক্রিকেটে শতক করেছেন। এটি তাঁর ছন্দে ফেরার রূপ হিসেবে দেখা হচ্ছে।
রমিজ নিজের ইউটিউব চ্যানেলে জানান, তিনি সম্প্রতি বাবরের সঙ্গে একটি ক্যাফেতে দেখা করেন, যেখানে বাবর ব্যক্তিগতভাবে তাঁর সমালোচনার ভিড়ের চাপ এবং দলের জায়গা নিয়ে মন্তব্য নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। রমিজ বাবরকে পরামর্শ দেন,
‘আপনার খেলার দিকে মনোযোগ দিন, বাইরের কথায় প্রভাবিত হবেন না। কেবল মাঠে পারফর্ম করতে হবে।’
রমিজ বলেন,
‘বাবর তার শ্রদ্ধাশীল আচরণ ও ধৈর্য ধরে রেখেছেন, যেখানে মিডিয়া ও ভক্তদের চাপ থাকলেও তিনি কখনো মুখোমুখি বিবাদে জড়াননি। তার খেলার ধরন এবং শৈলী বিশ্ব ক্রিকেটে দেখার মতো।’
রমিজ উল্লেখ করেন,
‘বাবরের ব্যাটিং স্টাইল এমন, প্রতিরোধের সময়ও দেখা মজা লাগে। তাঁর স্ট্রাইক রেট নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, বরং লম্বা সময় ব্যাটিং করাই গুরুত্বপূর্ণ।’
রমিজ অবশ্য বাবরের শুধু সমালোচনাই করেন না, বরং আস্থাও রাখেন বেমি। তাঁর সমর্থন দেখা যায় ২০২১ সালে তিন ফরম্যাটেই বাবরের অধিনায়ক হওয়ার সময়। চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার পরেও তিনি বাবরের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন।