
হেনরি থমাস ডোনাল্ড—নামটি অনেক দিন মনে রাখবেন তাসকিন আহমেদ। ২৮ বছর বয়সি এই ইংলিশ ব্যাটার রীতিমতো তাণ্ডবলীলা চালিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসারের ওপর। বলা যায়, কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাসকিনকে।
আবু ধাবির টি–টেন লিগে আজ আজমান টাইটান্সের মুখোমুখি হয় তাসকিন আহমেদদের নর্দার্ন ওয়ারিয়র্স। যেখানে প্রথমে ব্যাটিং করে ১১৮ রান তোলে থিসারা পেরেরা নেতৃত্বাধীন নর্দার্ন। লক্ষ্য তাড়া করতে মোটেও বেগ পেতে হয়নি আজমানকে। প্রতিপক্ষ বোলারদের তুলোধুনো করে ৪ উইকেটে জেতে তারা।
এদিন হারের সব পূর্বাভাস আগেই দিয়ে রেখেছিল নর্দার্নের ব্যাটাররা। অল্প রানে আটকে যায় তারা। বোলাররা এসে ষোলোকলা পূর্ণ করেন। তাসকিন আহমেদ ও তাবরাইজ শামসি যেন রান খরচের প্রতিযোগিতায় নেমেছিলেন।
শুরুটা হয়েছিল তাসকিনকে দিয়েই। ইনিংসের প্রথম ওভারেই তিনটি চার ও দুটি ছক্কা হজম করেন এই পেসার। রান দেন ২৪।
তাসকিন নিজের দ্বিতীয় ওভারেও ছিলেন খরুচে। প্রথম বলে চার, দ্বিতীয় বলে এক রান। তৃতীয় বলে রাইলি রুশোকে ফেরান। চতুর্থ বলে আবারও বাউন্ডারি। পরের দুই বল ওয়াইড। এরপরের বৈধ বলটি ডট দিয়ে রেহাই পান তিনি।
নিজের দুই ওভারে ১৮ ইকোনমি রেটে ৩৬ রান দেন তাসকিন। যদিও তার চেয়েও বেশি ইকোনমি রেটে বল করেছেন শাহনেওয়াজ ধাহানি। পাকিস্তানি এই পেসার ১ ওভারে খরচ করেছেন ২৪ রান।
আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে নর্দান ওয়ারিয়র্স। পয়েন্ট টেবিলে দলটির অবস্থান চারে।
No posts available.
২২ নভেম্বর ২০২৫, ১০:২৪ পিএম
২২ নভেম্বর ২০২৫, ৭:০৮ পিএম
২২ নভেম্বর ২০২৫, ৭:০২ পিএম

ওয়ানডেতে ধবলধোলাইয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও শ্রীলঙ্কাকে উড়িয়ে শুরু করল পাকিস্তান। সাহিবজাদা ফারহানের ছক্কার রেকর্ডের দিনে লঙ্কানদের রীতিমতো বিধ্বস্ত করেছে স্বাগতিকরা।
আজ রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান। প্রথমে ব্যাটিংয়ে নামা সফরকারীদের ১২৮ রানেই থামিয়ে দেয় পাকিস্তান। এরপর সাহিবজাদা ফারহানের ৪ ছক্কা ও ৫ ছয়ে ৪২ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংসে ২৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সালমান আলি আগার দল।
রান তাড়ায় নেমে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হন ওপেনার সাহিবজাদা। পাকিস্তানের প্রথম ক্রিকেটার এক বছরে টি-টোয়েন্টিতে ১০০ ছক্কা হাঁকানোর দারুণ এক রেকর্ডে নাম লেখান ২৯ বছর বয়সী এই ব্যাটার। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে দলকে জিতিয়ে অপরাজিত থেকে যখন মাঠ ছাড়ছিলেন, সাহিবজাদার কুড়ি ওভারের ক্যারিয়ারে তখন ছক্কার সংখ্যা ১০২।
সাহিবজাদার আক্রমণাত্বক ব্যাটিংয়ের বিপরীতে অপর প্রান্তে সায়েম আইয়ুব রয়েসয়ে খেলেন। ১৮ বলে ২০ রান করা সায়েমকে ফিরিয়ে ৪৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন দাসুম শানাকা।
এরপর বাবর আজমকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন সাহিবজাদা। দ্বিতীয় উইকেটে ৬৯ রানের এই জুটিতে বাবরের অবদান কমই। ৩৩ বলেই ফিফটি করেন শাহিবজাদা। টি-টোয়েন্টিতে ৩১ ম্যাচে এটি তাঁর ষষ্ঠ ফিফটি।
দলীয় ১১৬ রানে আউট হন বাবর আজম। ২২ বলে ১৬ করা বাবর আউট হওয়ার পরের ডেলিভারিতেই দুশমান্থা চামেরা ফেরান অধিনায়ক আগাকে। তবে জয়ের জন্য তখন ৩৭ বলে মাত্র ১৩ রান লাগে পাকিস্তানের। শেষে চার মেরে দলকে জেতান সেই সাহিবজাদাই।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা প্রথম উইকেট হারায় ৩১ রানে। ফাহিম আশরাফের বলে ফখল জামানের তালুবন্দি হওয়ার আগে ১২ বলে ২২ করেন কামিল মিশারা। স্কোরবোর্ডে ৭ রান যোগ হতেই তিনে নামা কুশল মেন্ডিস রান আউট হন। এরপর কুশল পেরেরাকে নিয়ে ২২ রানের জুটি গড়েন পাথুম নিশাঙ্কা। তবে এই জুটি ভাঙতেই হঠাৎ ধসে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইন আপ।
এক পর্যায়ে ৮৬ রানেই ছয় উইকেট হারায় শ্রীলঙ্কা। দলের রান কিছুটা ভদ্রস্থ করেন ৩৮ বলে ৪১ করা জানিথ লিয়াঙ্গে। চার ওভারে ১৬ রান দিয়ে তিন উইকেট নেওয়া মোহাম্মদ নেওয়াজ পাকিস্তানের সফলতম বোলার।

সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের পর সংযুক্ত আরব আমিরাতের ইন্টান্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহ আগে আজ তাকে বদলি খেলোয়াড় হিসেবে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে দুবাই ক্যাপিটালস।
আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে আইএল টি–টোয়েন্টির চতুর্থ আসর। এই আসর সামনে রেখে গত আগস্টেই মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে নেওয়ার কথা জানিয়েছিল দুবাই। নিলামের আগে ইংল্যান্ডের পেসার লুক উডের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নেয় দুবাই। তবে কদিন পরই বাঁহাতি পেসারের সঙ্গে চুক্তি বাতিল করে তারা। বদলি হিসেবে ঘোষণা দিয়েছিল হায়দার আলীর নাম।
এবার আবার মুস্তাফিজকে দলে নেওয়ার ঘোষণা দিল দুবাই। এর আগে আইএল টি-টোয়েন্টির নিলাম থেকে সাকিবকে দলে নেয় এমআই এমিরেটস। ভিত্তিমূল্য ৪০ হাজার মার্কিন ডলারে বাংলাদেশের সাবেক অধিনায়ককে পেয়েছে আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন দলটি। এ ছাড়া ভিত্তিমূল্য ৮০ হাজার ডলারে তাসকিনকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।
অবশ্য এই টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগে মুস্তাফিজের খেলা নিয়ে আছে অনিশ্চয়তাও। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএল। আইএল টি-টোয়েন্টি শেষ হবে ৪ জানুয়ারি পর্যন্ত। ডিসম্বরের তৃতীয় সপ্তহে শুরু হতে পারে বিপিএল। তাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্রের ওপর নির্ভর করছে মুস্তাফিজের খেলা। সাকিবেল খেলা নিশ্চিত হলেও মুস্তাফিজের সঙ্গে তাসকিনকেও অপেক্ষা করতে হবে বিসিবির এনওসির।

অলৌকিক কিছু না ঘটলে জয়ের পথেই হাঁটছে বাংলাদেশ। ২০২২ সালের মে মাসের পর প্রথমবার পঞ্চম দিনে যাচ্ছে মিরপুর টেস্ট। আর শততম টেস্টে সেঞ্চুরি ও সপ্তম ক্রিকেটার হিসেবে জয়ের কীর্তি গড়ার হাতছানি মুশফিকুর রহিমের সামনে।
মুশফিকময় টেস্টে সাকিব আল হাসানকে ছাড়িয়ে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নিয়ে আলো ছড়ালেন তাইজুল ইসলামও। তবে নিজের শততম টেস্ট আরো দুর্দান্ত করার সুযোগ ছিল মুশফিকের। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ৫৩ রানে।
মমিনুল আউট হওয়ার পরই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। শততম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি ও ফিফটি করা মাত্র দ্বিতীয় ব্যাটার মুশফিক। এর আগে শুধু রিকি পন্টিংয়ের ছিল এই কীর্তি। তিনি দুই ইনিংসেই করেন সেঞ্চুরি। মুশফিকেরও সুযোগ ছিল সেই কীর্তি গড়ার। তবে কেন তাঁকে ইতিহাস গড়তে দিল না টিম ম্যানেজমেন্ট?
চতুর্থ দিনের খেলা শেষে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল দিলেন জবাব,
'এটা একটা টিম গেম, আলাদা গেম চিন্তা করে না। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি আলাদা (ব্যক্তিগত) পারফরম্যান্স করলেই টিম পারফরম্যান্সটা হয়। কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল আমাদের তখন ৫০০ রান হয়ে গিয়েছে। হ্যাঁ আপনি চাইলে আরো এক ঘণ্টা খেলাতে পারতেন। কিন্তু আসলে জিনিসটা সুন্দর লাগবে না স্পিরিট অফ ক্রিকেটে।'
আশরাফুল বলেন,
'হয়তোবা এই কারণেই আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করেছে, না যেহেতু মমিনুল কাছাকাছি আছে তাকে সুযোগটা দেওয়া হয়েছিল (সেঞ্চুরির), কিন্তু দুর্ভাগ্য সে করতে পারেনি। সেই কারণেই আসলে আর খেলা হয়নি।'

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন সৌম্য সরকার। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে ময়মনসিংহের বিপক্ষে ১৮৬ রান করেন বাঁহাতি ওপেনার। খুলনার হয়ে ২২২ বলের ইনিংসে ২৪ চারের সঙ্গে ৫টি ছক্কা মারেন তিনি।
প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটিই সৌম্যর ষষ্ঠ সেঞ্চুরি। তার আগের সেরা ছিল ১৫০ রান। সৌম্যর ইনিংসের সৌজন্যে প্রথম দিন শেষে খুলনার সংগ্রহ ৬ উইকেটে ৩২৮ রান। তিন নম্বরে নেমে কালাম সিদ্দিকি এলিন করেন ৭৭ রান। তৃতীয় উইকেট জুটিতে সৌম্য-এলিন যোগ করেন ২৩০ রান।
কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে তিন অঙ্কের দেখা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার মার্শাল আইয়ুব। দিন শেষে তিনি ১১৮ রানে অপরাজিত। এছাড়া ঢাকার হয়ে ৬৪ রানের ইনিংস খেলেন আশিকুর রহমান শিবলি।
দিন শেষে ঢাকার সংগ্রহ ৭ উইকেটে ২৪৬ রান।
এই সেঞ্চুরি করার পথে ৪২তম রান নিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১০ হাজার রান পূর্ণ হয়েছে মার্শালের। বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। আগের তিন জন হলেন- তুষার ইমরান, নাঈম ইসলাম ও মুমিনুল হক।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ। মাত্র ৪২ রানে এই কৃতিত্ব দেখান তিনি। রাজশাহী অলআউট হয়ে যায় ২৬৮ রানে। মাত্র ৭২ বলে ৮৪ রান করেন সাব্বির হোসেন। এছাড়া রহিম আহমেদের ব্যাট থেকে আসে ৭৭ রান।
রাজশাহীকে অলআউট করে দিন শেষে রংপুরের সংগ্রহ বিনা উইকেটে ৩৭ রান।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে ২৫৫ রানে অলআউট হয়েছে সিলেট। দলের সর্বোচ্চ ৭৩ রান করেন জাকির হাসান। এছাড়া পেসার রেজাউর রহমান রাজার ব্যাট থেকে আসে অপরাজিত ৫৭ রান। বল হাতে ইফরান হোসেন নেন ৬৫ রানে ৫ উইকেট।
পরে ৬.৪ ওভার ব্যাটিং করে ১৯ রানে ১ উইকেট হারিয়েছে চট্টগ্রাম।

‘হেডমাস্টার’। ইংল্যান্ডকে আদতে হেডমাস্টারের মতোই শাসিয়েছে ট্র্যাভিস হেড। ইংলিশদের আবিষ্কার ‘বাজবল’ ক্রিকেটকে বুড়ো আঙুল দেখিয়ে খুনে মেজাজের এক সেঞ্চুরি করেছেন। অস্ট্রেলিয়ার দাপুটে জয়ের মধ্য দিয়ে দুই দিনেই শেষ হয়েছে পার্থে অ্যাশেজের প্রথম টেস্ট। আর তাতেই যেন খানিকটা মন খারাপ হেডের।
পার্থ টেস্টে রেকর্ডের ফুলঝুরিতে নিশ্চয়ই দারুণ বিনোদনই পেয়েছে দর্শকরা। ক্ষণিকের জন্য চোখ সরালেই ম্যাচের দুর্দান্ত কোনো মুহূর্ত হয়তো মিস করতে হতো দর্শকদের। তবে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া সেই লড়াইকে একেবারেই এক পেশে বানিয়ে দিয়েছে। আরও স্পষ্ট করে বললে কাজটা করেছেন হেডই। ৮৩ বলে ১২৩ রানের রেকর্ড গড়া ইনিংস ইংলিশদের মাথা তুলে দাঁড়ানোর নুন্যতম সুযোগই দেয়নি।
এমন ‘ভূমিধস’ জয়ের পরও হেডের খারাপ লাগছে পাঁচ দিনের টিকিট কাটা দর্শকদের জন্য। মাত্র দুই দিনেই শেষ হওয়া ম্যাচ শেষে মারকুটে অজি ব্যাটার বলেন,
‘চমৎকার শুরু। ওরা সত্যিই ভালো দল, আর আমরা স্টার্কের ৭–৫৮ এর স্পেলকে বিফলে যেতে দিতে পারি না। সিরিজের প্রথম ম্যাচেই ছন্দ তৈরি করা জরুরি। তবে আগামীকাল যে ৬০ হাজার দর্শক আসার কথা ছিল, তাদের জন্য খারাপই লাগছে।’
পার্থে দুই দিনেই শেষ হওয়া এই টেস্ট গড়ে নতুন রেকর্ডও। অ্যাশেজে দুই দিনে শেষ হওয়া এটি ষষ্ঠ টেস্ট। এর আগে তিন দিন বাকি থাকতে ম্যাচ শেষ হওয়ার পাঁচটি নজিরই ইংল্যান্ডের মাটিতে হয়েছে। আর গত ১০০ বছরের মধ্যে অ্যাশেজে এটিই প্রথম। বলের হিসেবে পার্থের এই টেস্ট তৃতীয় সংক্ষিপ্ততম। সব মিলিয়ে ৮৪৭ বল খেলা হয়েছে এই টেস্টে। ১৮৮৮ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার ৭৮৮ বলে শেষ হওয়া টেস্ট এই তালিকায় সবার উপরে।
অ্যাশেজে নতুন ইতিহাস গড়ার প্রতিশ্রুতি দেওয়া ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকে ভড়কেই দিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে এই পেস বোলিং অলারাউন্ডার বলেন,
‘আমি একটু স্তম্ভিত—আজকের ঘটনাগুলো দেখে চোখ কপালে ওঠছে, বিশেষ করে প্রথম দিনের পর। আমাদের তৃতীয় ইনিংসের ব্যাটিং, তারপর হেড যা করলো। তাঁর ইনিংসটা সত্যিই অসাধারণ ছিল। যখন স্কোরবোর্ডে চোখের পলকেই রান উঠে যেতে থাকে, তখন পরিকল্পনায় স্থির থাকা কঠিন হয়।’