ক্রিকেট

হাসান-তাসকিনদের বোলিংয়ে ইতিবাচক প্রাপ্তি খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২২ সেপ্টেম্বর ২০২৪, ৪:০৬ পিএম

news-details

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বড় অবদান রেখেছিলেন বাংলাদেশের পেসাররা। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে, বিশেষ করে প্রথম ইনিংসেও তারা সেই ধারাবাহিকতা বজায় রাখেন। তবে দুই ইনিংসেই ব্যাটারদের ব্যর্থতায় বড় পরাজয় সঙ্গী হয়েছে সফরকারীদের। নিজেদের পারফরম্যান্সে হতাশ অধিনায়ক নাজমুল হোসেন তাই এই টেস্ট থেকে প্রাপ্তি দেখছেন কেবল পেসারদের বোলিংয়েই। 


পাকিস্তানের মাটিতে তাদের সিরিজ হারালেও ভারতের বিপক্ষে বাংলাদেশ দলকে কঠিন চ্যালেঞ্জের মুখে যে পড়তে হবে, সেটা আগেই ধারণা করা হচ্ছিল। সেই পরীক্ষায় প্রথম দুই সেশন নিজেদের করে নেয় শান্তর দল, ১৪৪ রানেই শিকার করে ভারতের ছয় উইকেট। তবে টেল এন্ডারদের অবিশ্বাস্য ফাইটব্যাকে স্বাগতিকরা করে প্রায় চারশর কাছাকাছি স্কোর, যা শেষ পর্যন্ত ম্যাচে গড়ে দেয় ব্যবধান। ভারতের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন হাসান মাহমুদ। পুরো ম্যাচে অন্য দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাও ছিলেন ভালো ছন্দে। তবে দুই ইনিংসঃ মিলে এক শান্ত ছাড়া ব্যাটারদের সবাই করেছেন হতাশ। 


ম্যাচের পর তাই বোলারদের জন্য আলাদা প্রশংসাই ঝরল বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে। “হাসান, তাসকিন ও রানা প্রথম (প্রথম দিন) ২-৩ ঘন্টায় বোলিং করেছে, সেটাই ইতিবাচক দিক। আসলেই দুর্দান্ত ছিল। পেসারদের সবাই অবদান রেখেছে। এরপর তারা সত্যিই ভালো ব্যাটিং করেছে। নতুন বলে আমরা যেভাবে বল করেছি, সেটা দেখার মত ছিল। গত কয়েকটি সিরিজে আমরা খুব ভালো বোলিং করেছি। তবে আমাদের সেটা চালিয়ে যেতে হবে।”


বোলারদের পাশাপাশি চেন্নাই টেস্টে বাংলাদেশের জন্য প্রাপ্তি শান্তর ফর্মে ফেরাও। প্রথম ইনিংসে ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে অন্যপ্রান্তে সতীর্থদের ব্যর্থতার মধ্যেও শেষ পর্যন্ত লড়ে গেছেন একাই। তৃতীয় দিনে দুর্দান্ত কিছু শটে ১১ ইনিংস পর তুলে নেন টেস্ট ফিফটি। আর চতুর্থ দিন পরাজয়ের মুখে দাঁড়িয়ে আরও কিছু আগ্রাসী শটে এগিয়ে যাচ্ছিলেন শতকের পথে। শেষ পর্যন্ত আউট হন ৮ চার ও ৩ ছক্কায় ৮২ রান করে। 


নিজে ভালো করলেও শান্ত নজর দিচ্ছেন পরের টেস্টে অন্য ব্যাটারদের ভালো করার দিকে। “ব্যাটার হিসেবে আমি সবসময় অবদান রাখার চেষ্টা করি। আমি আমার ব্যাটিংটা উপভোগ করি। ফলাফলের কথা চিন্তা না করে আমরা যতক্ষণ সম্ভব ব্যাট করার চেষ্টা করেছি। প্রক্রিয়া অনুসরণ করার চেষ্টা করা এবং শক্তির জায়গা দিয়ে খেলার, আমরা এটাই করতে চেয়েছিলাম। বোলাররা দারুণ করেছে, আশা করি (দ্বিতীয় টেস্টে) ব্যাটাররা বিশেষ কিছুই করবে।”


চেন্নাই টেস্টে ভারতের ৩৭৬ রানের জবাবে মাত্র ১৪৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ভারত দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৪ উইকেটে ২৮৭ রানে, ছুঁড়ে দেয় ৫১৫ রানের টার্গেট। ২৩৪ রানে অলআউট হয়ে বাংলাদেশ ম্যাচ হেরেছে ২৮০ রানের বিশাল ব্যবধানে।

No posts available.

bottom-logo