৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৪ পিএম

সিরিজের শেষ ম্যাচে আর টস জিততে পারলেন না লিটন কুমার দাস। তাই বদলে গেল বাংলাদেশের ভাগ্য। এবার টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিলেন স্কট এডওয়ার্ডস। সিরিজে প্রথমবার আগে ব্যাট করতে নামবে বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলায় এই ম্যাচের একাদশে ৫টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমকে।
এর বাইরে দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকেও রাখা হয়েছে একাদশের বাইরে। এই ম্যাচে খেলছেন না অফ স্পিনার শেখ মেহেদি হাসান।
হোয়াইটওয়াশ করার মিশনে শেষ টি-টোয়েন্টি সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন। আর প্রথম ম্যাচের পর আবার একাদশে ফেরানো হয়েছে শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনকে।
আরও পড়ুন
| ঝুঁকি নিয়ে হলেও অ্যাশেজে তোপ দাগতে চান কামিন্স |
|
এক্ষেত্রে বলে রাখা যায়, চলতি বছর মুস্তাফিজুর রহমানকে একাদশের বাইরে রেখে এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। তাই এবার নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করতে হলে ভিন্ন কিছুই করতে হবে তাদের।
বাংলাদেশ একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ।
নেদারল্যান্ডস একাদশ:
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং,অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), নোয়াহ ক্রোয়েস, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শরিজ আহমাদ, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল।
No posts available.
২৫ অক্টোবর ২০২৫, ৩:২৫ পিএম
২৫ অক্টোবর ২০২৫, ১:৩৫ পিএম
২৫ অক্টোবর ২০২৫, ১১:৫৫ এম
২৪ অক্টোবর ২০২৫, ১০:৫৪ পিএম

কয়েক সপ্তাহ আগে পাকিস্তান
ক্রিকেট বোর্ড (পিসিবি) হঠাৎ করেই ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনাপত্তিপত্র (এনওসি)
অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল। অবশেষে এই সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসেছে তারা।
তারকা ক্রিকেটারদের অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ
লিগে (বিবিএল) খেলার এনওসি দিয়েছে পিসিবি।
আগামী ১৪ ডিসেম্বর থেকে
শুরু হবে বিবিএল। এই প্রতিযোগিতায় দেখা যাবে পাকিস্তানের তারকা ক্রিকেটারদের। ক্রিকেট
অস্ট্রেলিয়া ও পিসিবি আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়েছে- যাঁরা এনওসি স্থগিতাদেশের আগে
চুক্তি করে ফেলেছিলেন, সেই খেলোয়াড়দের বিবিএলে খেলতে বাধা নেই।
পাকিস্তানের সামা টিভির
প্রতিবেদন, বিবিএলে খেলতে আগ্রহী খেলোয়াড়দের অনাপত্তিপত্র (এনওসি) ইতিমধ্যেই দিয়েছে
পিসিবি। যারা এই অনুমতি পেয়েছেন, তারাই লিগে অংশ নিতে পারবেন। কয়েক সপ্তাহ আগেও বিদেশি
লিগে অংশ নেওয়ার জন্য এনওসি ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছিল পিসিবি, তবে এবার তা তুলে
নেওয়া হয়েছে।
বাবর আজম (সিডনি সিক্সার্স),
শাহিন শাহ আফ্রিদি (ব্রিসবেন হিট), হাসান আলি (অ্যাডিলেড স্ট্রাইকার্স), মোহাম্মদ রিজওয়ান
(মেলবোর্ন রেনেগেডস), হারিস রউফ (মেলবোর্ন স্টারস) ও সাদাব খান (সিডনি থান্ডার)—আগামী
বিবিএলে অংশ নিচ্ছেন।
বিবিএলের একই সময়ে হওয়ার
কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পাকিস্তানের ক্রিকেটারদের বিপিএলে পাওয়া যাবে
কি না, এই অনিশ্চয়তা এখনো কাটেনি। তবে স্পষ্টই, নিজেদের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে
পিসিবি। যদি শেষে পর্যন্ত বিপিএলের এনওসি পেয়েও যান পাকিস্তানের ক্রিকেটাররা, তবে বিগ
ব্যাশের কারণে তারকা ক্রিকেটারদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকছেই।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জেতে অস্ট্রেলিয়া। তৃতীয় এক দিনের ম্যাচেও দাপুটে শুরু পেল স্বাগতিকরা। বড় স্কোরের আভাস মিলছিল উদ্বোধনী জুটিতে। এরপর মোহাম্মদ সিরাজ এনে দিলেন ব্রেক থ্রু। বাকি কাজটা করলেন আরেক পেসার হরষিত রানা। তাতে দারুণ শুরুর পরও অল্পতে গুটিয়ে গেল মিচেল মার্শের দল।
শনিবার সকালে সিডনিতে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ভারত। ২ ওভার ও দুই বল বাকি থাকতে ২৩৬ রানে অলআউট হয় অজিরা। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে রোহিত শর্মা, বিরাট কোহলিদের দরকার ২৩৭ রান। অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিতে বল হাতে নেতৃত্ব দিয়েছেন হরষিত। ৮.৪ ওভারে ৩৯ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। দুটি পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট দখলে- সিরাজ, প্রসিদ কৃষ্ণা, কুলদ্বীপ যাদব ও অক্ষর প্যাটেলের।
অথচ দিনের শুরুটা কী দারুণ ছিল অস্ট্রেলিয়ার। অধিনায়ক মার্শ ও ট্রাভিস হেড ৯.১ ওভারে স্কোরকার্ডে তোলেন ৬১ রান। ওই ওভারের পরের বলে ব্যক্তিগত ২৯ রানে হেডকে বিদায় করে সিরাজ। দ্বিতীয় উইকেটে ২৭ রানের জুটির পর মার্শ প্যাভিলিয়নে ফেরেন ৪১ রান করে।
এরপরও জুটি হয়েছে অস্ট্রেলিয়া ইনিংসে। কিন্তু ছোট-ছোট জুটি বড় করতে পারেননি অজি ব্যাটাররা। প্রথম ৬ ব্যাটারই ব্যক্তিগত রানটাকে নিয়েছেন বিশের উর্ধ্বে। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় পাওয়া যায়নি লড়াই করার মতো পুজি।
অস্ট্রেলিয়ার পক্ষে এদিন সর্বোচ্চ ৫৬ রান করেন ম্যাট রেনশো। ম্যাথু শর্ট ৩০, অ্যালেক্স ক্যারি ২৪ ও কুপার কনোলি ফেরেন ২৩ রান করে। শেষ তিন উইকেট যায় ৫ ওভারের মধ্যে, ২৮ রানের বিনিময়ে।
এর আগে পার্থে সিরিজের প্রথম ৫০ ওভারের ম্যাচে ৭ উইকেট এবং ২৯ বল হাতে রেখে জেতে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে ২৬৪ রান করেও জেতা হয়নি ভারতের; অজিরা জয় তুলে নেয় ২২ বল আর ২ উইকেট হাতে রেখে।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন। শনিবার বে ওভালে অনুশীলনের সময় চোট পেয়েছেন ৩০ বছর বয়সি ডানহাতি পেসার। অতীতেও এমন ইনজুরিতে পড়েছেন এবং স্ট্রেস ফ্র্যাকচারের কারণে পিঠে মেরুদন্ড স্ট্যাবিলাইজেশন সার্জারি বিবেচনায় তাকে এই সিরিজের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে জেমিসনকে আরও সতেজ পাওয়ার আশা নিউজিল্যান্ডের। দলটির কোচ রব ওয়াল্টার বলেন,
‘ট্রেনিংনের সময় আজ সে নিজের হাত কিছুটা শক্ত অনুভব করে, যে কারণে তাঁকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। আমি মনে করি অকল্যান্ডে ৫ নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে এটি তার রিকভারির ভালো সুযোগ।’
আপাতত রিকভারির জন্য জেমিসন ফিরে যাবেন ক্রাইস্টচার্চে। কিউই কোচ জানান এই পেসারের বদলি হিসেবে আজকের মধ্যেই ডাকবেন কাউকে। ঘরোয়া একদিনের টুর্নামেন্ট ফোর্ড ট্রফির ওপেনিং রাউন্ড শেষ হওয়ার কথা আজ। এরপরই জেমসিনের বদলি ক্রিকেটার নেবেন কিউইদের দক্ষিণ আফ্রিকান কোচ।
এর আগে বষ্টিবাধায় ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্ট সিরিজে ১-০ ব্যবধানে হারে নিউজিল্যান্ড। সফরকারীদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল ২৬ অক্টোবর, মাউন্ট মঙ্গানুইয়ে। ২৯ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে হ্যামিল্টন এবং ১ নভেম্বর শেষ ওয়ানডে মাঠে গড়াবে ওয়েলিংটনে।
নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড : মিচেল স্যান্টনার (অধিনায়ক), কেন উইলিয়ামসন, উইল ইয়ং, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, টম লাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, রাচিন রবিন্দ্র, জ্যাকব ডাফি, মাইকেল ব্রেসওয়েল, জ্যাক ফুলকস, ম্যাট হেনরি, নাথান স্মিথ।

ব্যাপারটি সত্যিই অদ্ভুতুড়ে! বিশ্ব ক্রিকেটে সাধারণত ‘কোনো খেলোয়াড় একই সময়ে দলের নেতৃত্বের পাশাপাশি বোর্ডের প্রশাসনিক দায়িত্বও পালন করছেন’ এমনটা দেখা যায়নি। সেটার ব্যতিক্রম ঘটল এবার। পাকিস্তানের টেস্ট ক্যাপ্টেন শান মাসুদকে দেশটির আন্তর্জাতিক ক্রিকেট পরামর্শকের দায়িত্ব দিয়েছে পিসিবি। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
শান মাসুদ বর্তমানে পাকিস্তানের লাল বলের ফরম্যাটের ক্যাপ্টেন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেছে তার দল। ২৮ অক্টোবর থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ। মাঝখানের বিরতিতে আজ অতিথিদের নিয়ে ডিনার পার্টির আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
মহসিন নকভির সভাপতিত্বে পিসিবির সেই পার্টিতে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই শান মাসুদকে দেশটির আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরামর্শদাতা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সম্প্রতি ডিরেক্টর অফ ক্রিকেট পদের জন্য বিজ্ঞাপন দেয় পিসিবি। এশিয়া কাপে করমর্দনকাণ্ডে উসমান ওহালাকে সাময়িকভাবে বরখাস্ত করে বোর্ড। তাকে পুনর্বহাল করা হয়েছে এদিন। তবে শান মাসুদকে নতুন পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করার পর ওহালাকে পিএসএল সংক্রান্ত দায়িত্বে স্থানান্তর করা হবে বলে জানা গেছে।
পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, এই পদটি একটি নেতৃত্বমূলক দায়িত্ব, যেখানে পাকিস্তান দলের ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনা করা হবে। প্রধান কাজ হলো আন্তর্জাতিক টুরগুলো পরিকল্পনা, আয়োজন, সম্পাদনা এবং তদারকি করা।

ক্রিকেটে সাত বছর তুলনামূলক দীর্ঘ বলা চলে। অনেকের ক্যারিয়ারও এতটা দীর্ঘ হয় না। অথচ দল থেকে বাদ পড়ার সাত বসন্ত পর জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরেছেন গ্রায়েম ক্রেমার।
আজ এক বিজ্ঞপ্তিতে আফগানিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। যেখানে বড় চমক স্পিনার ক্রেমার।
৩৯ বছর বয়সি ক্রেমার সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৮ সালে। এরপর আর মাঠে নামা হয়নি। পেসার ট্রেভর গওয়ান্ডুর জায়গা স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
জিম্বাবুয়ে দলের নেতৃত্ব দেবেন সিকান্দার রাজা। এ দলে উল্লেখযোগ্য আর কোনো পরিবর্তন নেই। সবশেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের সবাই রয়েছেন দলে।
আফগানিস্তানের হারারেতে সিরিজের তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে অনুষ্ঠিত হবে ২৯, ৩১ অক্টোবর ও ২ নভেম্বর।
জিম্বাবুয়ে দল
সিকান্দার রাজা (ক্যাপ্টেন), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্ডে, টিনোতেন্ডা মাপোসা, তাদিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিওঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড নাগারভা, ব্রেন্ডন টেলর।