১১ নভেম্বর ২০২৫, ৩:০৮ পিএম

ফুটবল ইতিহাসের সেরা কে— এই বিতর্ক যত পুরোনো, ততটাই জটিল। অনেকের মতে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোই সর্বকালের সেরা দুজন। তবে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও বিষয়টি দেখছেন ভিন্নভাবে।
ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে দুবারের বিশ্বকাপজয়ী রোনালদো স্পষ্ট জানিয়েছেন— ক্রিস্তিয়ানো তাঁর চোখে সর্বকালের সেরা নন। তবে রোনালদো নাজারিওর মতে, পর্তুগিজ অধিনায়ক ইতিহাসের শ্রেষ্ঠ ১০ জন ফুটবলারের একজন।
নাজারিও বলেন, ‘ক্রিস্তিয়ানো অবিশ্বাস্য। সব পজিশন থেকে, সবভাবে গোল করেছেন। এটা সহজ নয়। তিনি নিঃসন্দেহে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ। কিন্তু সর্বকালের সেরা? আমি একমত নই। আমি তাকে টপ ১০-এর মধ্যে রাখব।’
আরও পড়ুন
| হলান্ডের সামনে মেসির ঐতিহাসিক রেকর্ড ভাঙার হাতছানি |
|
নিজেকে নিয়ে বাড়তি মন্তব্য করা পছন্দ করেন না নাজারিও। নিজের অর্জন নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘আমি এসব আলোচনায় অংশ নিতে পছন্দ করি না। কিছু মানুষ নিজেদের নিয়ে খুব বেশি আত্মবিশ্বাসী। আমি চাই, মানুষ আমার পারফরম্যান্স নিয়ে কথা বলুক—আমি নিজে না।’
নাজারিওর মন্তব্যের আগে পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস্তিয়ানো রোনালদো নিজের ক্যারিয়ার ও উত্তরাধিকার নিয়ে কথা বলেছিলেন। তাঁর মতে, নিজের সাফল্য বিশ্বকাপ জয়ের ওপর নির্ভর করে না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিস্তিয়ানো বলেন, ‘বিশ্বকাপ না জিতলেও আমার অর্জন কম নয়। মানুষ বলে, ক্রিস্তিয়ানোকে বিশ্বকাপ জিততেই হবে। না। আমি দেশকে তিনটি ট্রফি এনে দিয়েছি। আগে পর্তুগালের কোনো শিরোপা ছিল না। আমি খুশি— এটাই যথেষ্ট।’
২০২৬ বিশ্বকাপ হতে পারে ক্রিস্তিয়ানোর শেষ বড় টুর্নামেন্ট—যেখানে তিনি ইতিহাস পুনর্লিখনের সুযোগ পাবেন।
No posts available.

বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ড দল থেকে ছিটকে পড়েছেন ক্রিস্টাল প্যালেস ডিফেন্ডার মার্ক গুয়েহি। তাঁর জায়গায় সুযোগ মিলেছে চেলসি ডিফেন্ডার ট্রেভোহ চালোবার। আজ এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করেছে বিবিসি।
গত সপ্তাহে কনফারেন্স লিগে পায়ের চোটে পড়েন গুয়েহি। ফলে ১৪ নভেম্বর সার্বিয়া ও ১৬ নভেম্বর আলবেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে ডাকা হয়েছে চালোবাকে।
চলতি বছর মে মাসে প্রথমবারের মতো ইংল্যান্ড দলে ডাক পান চালোবা, সেনেগালের বিপক্ষে হয় অভিষেক। সেপ্টেম্বরে অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচগুলোর দলে স্থান পাননি। অক্টোবরেও দলের বাইরে ছিলেন তিনি।
ইংল্যান্ড দলে আরও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নিউক্যাসল কোচ এডি হাও জানিয়েছেন, ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন (হিপ ইনজুরি) এবং গোলকিপার নিক পোপ (মাথায় আঘাতজনিত কারণে) দল থেকে পড়তে পারেন।
ইংল্যান্ড ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। অক্টোবরে লাটভিয়াকে ৫-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে দলটি। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে আলবেনিয়া। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে সার্বিয়া।

দেশের পথে রওনা দিয়েছেন কানাডা প্রিমিয়ার লিগ ফুটবলে খেলা সমিত সোম। আজ মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন কাভালরি এফসি তারকা।
নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী ১৩ নভেম্বর। ওই ম্যাচে মাঠে নামার আগে একদিন দলের সঙ্গে প্রাকটিস করার সময় পাবেন সমিত। আগামীকাল অংশ নেবেন হাভিয়ের কাবরেরার প্রাকটিস সেশনে।
সমিত আসার পর পূর্নাঙ্গ স্কোয়াড নিয়ে আগামীকাল অনুশীলন করতে পারবেন কাবরেরাও। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ প্রাকটিস সেশনের পর সমিতকে নিয়ে স্প্যানিশ কোচ বলেন, 'আজ রাতে আসার পর দেখে নিতে হবে তাঁর কি অবস্থা। প্রথমত আমরা তাঁদের (হামজা-সমিত) যত্ন নেব ভারত ম্যাচের জন্য। আশা করছি দুজনেই নেপালের বিপক্ষে খেলতে পারবে।'
এর আগে গতকাল সোমবার বিকেলে ঢাকায় আসেন হামজা চৌধুরী। দলের সঙ্গে আজ প্রথমবার করেছেন অনুশীলন। সব ঠিক থাকলে নেপাল ম্যাচের শুরু থেকেই মাঠে দেখা যাবে লেস্টার সিটির তারকাকে। সমিত খেলতে পারেন বদলি হিসেবে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের খেলায় ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবেন জামাল ভুঁইয়ারা। পল্টনের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। ১৩ নভেম্বর একই সময়ে হামজাদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে নেপাল।

সবকিছু ঠিকঠাকই ছিল। আন্তর্জাতিক বিরতিতে লামিনে ইয়ামালকে রেখে স্কোয়াড ঘোষণা করে স্পেন। জাতীয় দলের সঙ্গে যোগও দেন বার্সেলোনার তারকা উইঙ্গার। তবে হঠাৎ আজ স্কোয়াড থেকে ইয়ামালের ছিটকে পড়ার খবর দিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
‘পিউবালজিয়া’ চোটে ভুগা ইয়ামালকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বে জর্জিয়া ও তুরস্কের মুখোমুখি হবে স্পেন।
গত সোমবার বার্সেলোনায় ছোট একটি চিকিৎসা করানো হয় ইয়ামালের। এ বিষয়ে জ্ঞাত ছিল না স্পেন। এক বিবৃতিতে বার্সার সিদ্ধান্তে ‘বিস্মিত’ বলে জানায় তারা। ১৮ বছর বয়সী তারকা উইঙ্গারের ৭-১০ দিনের বিশ্রামের প্রয়োজন, তাই তাকে বার্সেলোনায় ফেরার অনুমতি দেওয়া হয়েছে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিবৃতিতে লিখেছে,
‘সোমবার সকালে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে বেলা ১টা ৪৭ মিনিটে আমরা জানতে পেয়েছি যে ইয়ামাল তার পিউবিক অঞ্চলের অস্বস্তি কমানোর জন্য একটি ইনভেসিভ রেডিওফ্রিকোয়েন্সি চিকিৎসা করিয়েছেন। এই প্রক্রিয়াটি জাতীয় দলের চিকিৎসা দলকে কোনো তথ্য দেওয়া ছাড়াই সম্পন্ন হয়েছে। আমরা এই তথ্য পেয়ে বিস্মিত এবং উদ্বিগ্ন। রাতেই একটি রিপোর্ট থেকে বিস্তারিত জানলাম, যেখানে মেডিকেল বিভাগ ইয়ামালের ৭-১০ দিনের বিশ্রামের সুপারিশ করেছে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে,
‘এই পরিস্থিতিতে, খেলোয়াড়ের স্বাস্থ্যের উপর সর্বদা অগ্রাধিকার দিয়ে, আরএফইএফ সিদ্ধান্ত নিয়েছে তাকে বর্তমান দলে থেকে ছাড় দেওয়ার।’
এই ঘটনায় বার্সেলোনা এবং স্পেন দলে মধ্যে সম্পর্কের টানাপোড়েন আরও বাড়াতে পারে। গত কয়েক মাসই ইয়ামালের চোট নিয়ে বার্সা কোচ হান্সি ফ্লিক স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের মধ্যে রেষারেষি দেখা গিয়েছে।
এর আগে গত শনিবার ফ্লিক বলেছিলেন,
‘আমাদের তার যত্ন নিতে হবে। সে নিজের শৃঙ্খলায় পরিবর্তন এনেছে। এখন সে অনেক ভালো, সত্যিই ভালো করে অনুশীলন করছে, জিমে যাচ্ছে এবং প্রতিদিন চিকিৎসা নিচ্ছে। এই চোটের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি সে নিজের সেরা অবস্থায় ফিরছে, কিন্তু চোট এখনও পুরোপুরি ঠিক হয়নি। আমরা শুধু আমাদের পক্ষ থেকে নয়, জাতীয় দলের পক্ষ থেকেও তার যত্ন নিতে হবে।’

গত কয়েক বছরই অতিরিক্ত খেলার চাপ নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে ফুটবলাররা। ক্লাব ফুটবলের ব্যস্ততা বেড়ে যাওয়ার সঙ্গে জাতীয় দলের ম্যাচে ফুটবলারদের অবস্থা হয়েছে, ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’। ঠাসা সূচির কারণে ফুটবলারদের চোটের আঘাতেও জর্জরিত ইউরোপের ক্লাবগুলো। গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে পদক্ষেপ নিচ্ছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
গত রোববার ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের ফাইনালের দিন মরক্কোর রাবাটে বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছে ফিফার শীর্ষ কর্মকর্তারা। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ফিফা সেক্রেটারি জেনারেল ম্যাটিয়াস গ্রাফস্ট্রোম এবং অন্যান্য ফিফা কর্মকর্তারা ছিলেন সভায়।
সভায় ৩০টি খেলোয়াড় ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। গত জুলাইয়ে নিউ ইয়র্কে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের প্রেক্ষাপটে ফিফা ও খেলোয়াড় ইউনিয়নের মধ্যে হওয়া ইতিবাচক আলোচনার ধারাবাহিক এটি।
সভায় অনেক সিদ্ধান্তের মধ্যে ফুটবলারদের চোট থেকে সুরক্ষায় গত জুলাইয়ের ঘোষণা অনুযায়ী নতুন নীতিমালা বাস্তবায়নে পুনঃসমর্থন জানানো হয়। চারটি প্রধান নীতিমালার মধ্যে প্রথমত দুটি ফুটবল ম্যাচের মধ্যে ন্যূনতম ৭২ ঘণ্টার বিরতি নিশ্চিত করা। দ্বিতীয়ত দুই মৌসুমের মাঝে তিন সপ্তাহের ছুটি পাবেন ফুটবলাররা। প্রতি সপ্তাহে একটি বিশ্রাম দিন এবং দীর্ঘ দূরত্বের আন্তঃমহাদেশীয় ভ্রমণ ও আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করা।
ফিফা প্রেসিডেন্ট সভায় বলেন, ‘ফিফায় আমরা বিশ্বজুড়ে খেলোয়াড়দের কল্যাণ ও কর্মপরিস্থিতি আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বাস্তব ও অর্থবহ পদক্ষেপ গ্রহণ করে ফুটবলকে ভবিষ্যতের জন্য আরও ভালো করার লক্ষ্যে কাজ করছি।’
অবশ্য এখনই এসব প্রস্তাব কার্যকর হচ্ছে না। বিষয়গুলো অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে আরও পরামর্শের আওতায় আসবে, বিশেষত আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার নিয়ে চলমান আলোচনার প্রেক্ষাপটে সিদ্ধান্ত নেওয়া হবে।

বার্সেলোনা যেন একের পর এক সংকটের কেন্দ্রবিন্দু। দীর্ঘদিনের আর্থিক সঙ্কট সামলাতে না সামলাতেই এবার তিন সাবেক খেলোয়াড়ের আইনি দাবি ঘিরে নতুন ঝড় বইছে। উসমান দেম্বেলে, সার্জিও আগুয়েরো ও থমাস হেউর্টেল— এই তিনজন ক্লাবের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের দাবি, বার্সেলোনার কাছে মোট ১৭ মিলিয়ন ডলারেরও বেশি পাওনা তাঁরা।
দেম্বেলে ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দেন। তাঁর দাবি, বার্সেলোনা এখনও ১১ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করেনি। খেলোয়াড়ের এজেন্টের অভিযোগ, ২০২২ সালে নতুন চুক্তির সময় আর্থিক ফেয়ার প্লের নিয়ম সামাল দিতে ক্লাব জটিল আর্থিক কাঠামো তৈরি করে, যার ফলে দেম্বেলে প্রাপ্য অর্থ পাননি। মামলাটি ২০২৪ সালে দায়ের হয়েছে, শুনানি হবে ২০২৫ সালের ডিসেম্বর।
আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো ২০২১ সালে হৃদরোগজনিত কারণে অবসরে যেতে বাধ্য হন। আগুয়েরোর দাবি, অবসর নেওয়ার পর ক্লাব তার প্রথম বছরের বেতন বাবদ ৩ মিলিয়ন ডলারের বেশি পরিশোধ করেনি। বার্সেলোনা জানায়, এটি বীমা কাভারের মধ্যে পড়ে। তবে আগুয়েরোর দাবি, বীমা থেকে কোনো অর্থই পাননি তিনি। এই মামলার শুনানি নির্ধারিত হয়েছে ২০২৭ সালের এপ্রিলে।
এদিকে বার্সেলোনা বাস্কেট দলের সাবেক খেলোয়াড় থমাস হেউর্টেল ক্ষতিপূরণ হিসেবে দাবি করছেন ১.৮ মিলিয়ন ডলার। তাঁর অভিযোগ, ক্লাব মৌখিকভাবে তাঁকে দলে ভেড়ানোর প্রতিশ্রুতি দিলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে চুক্তি বাতিল করে। এখনও তাঁর মামলার শুনানির তারিখ নির্ধারিত হয়নি।
এই তিন মামলাই বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তার প্রশাসনের ওপর বড় চাপ তৈরি করেছে। খেলোয়াড়দের দাবি এবং ক্লাবের আর্থিক অনিশ্চয়তা—দুই মিলিয়ে বার্সেলোনা আবারও অস্থিরতার মধ্যে।
বার্সেলোনার বর্তমান দেনা এখনও ১.১ বিলিয়ন ডলারের বেশি। খরচ কমানো, বেতন কাঠামো পুনর্বিন্যাস এবং মাঠে প্রতিযোগিতামূলক থাকা—সব মিলিয়ে লাপোর্তা প্রশাসন এমনিতেই চাপে ছিল। তার ওপর নতুন মামলাগুলো ক্লাবের সুনাম ও স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মুখে ফেলছে।
লাপোর্তা দাবি করেছেন, বড় ক্লাব পরিচালনার ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি স্বাভাবিক। তবে বিশেষজ্ঞদের মতে, ক্লাব যদি মামলাগুলিতে হেরে যায়, তা হলে তাৎক্ষণিক বড় অঙ্কের ক্ষতির মুখে পড়তে হবে বার্সাকে—যা ইতিমধ্যেই নড়বড়ে আর্থিক অবস্থাকে আরও বিপদে ফেলবে।
আইনি লড়াই, আর্থিক সংকট ও প্রশাসনিক চাপ—বার্সেলোনার সামনে কঠিন সময় কাটছে। আর দেম্বেলে–আগুয়েরো–হেউর্টেলের মামলাগুলো সামনে আরও বড় ঝড়ের ইঙ্গিত দিচ্ছে।