২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ পিএম
শারজাতে নতুন ইতিহাস লিখল নেপাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করে হিমালয়ের দেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্য দেশের বিপক্ষে প্রথমবারের মতো কোনো সহযোগী দেশ কুড়ি ওভারের সিরিজ জিতল।
গত শনিবার টি-টোয়েন্টির দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়ে রোহিত প্যাডেলরা। তার ঠিক ৪৮ ঘণ্টার মধ্যেই নেপাল খেরোখাতায় লিখল নতুন গল্প। আজ ৯০ রানের বিশাল জয় তুলে নিল তারা।
আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করে নেপাল ২০ ওভারে ৬ উইকেটে সংগ্রহ করে ১৭৩ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ থামে মাত্র ৮৩ রানে।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স দেখায় নেপাল। বিশেষ করে ব্যাটিংয়ে ছিল স্বস্তি ও নির্ভারতা। দলীয় ৪৩ রানে তিন ব্যাটার—কুশল বুথট্রেল, অধিনায়ক রোহিত এবং কুশাল মাল্লা ফিরলেও চাপ সামলে নেন আসিফ শেখ ও সন্দ্বীপ জরা। দুজনই তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আসিফ।
পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে নেপাল তোলে ৩৯ রান। ধীরে শুরু করলেও পরে গতি বাড়ান আসিফ। সন্দ্বীপকে সঙ্গে নিয়ে গড়েন ১০০ রানের জুটি। ৬৩ রানে সন্দ্বীপ ক্যাচ আউট হলে ভাঙে জুটি। যাওয়ার আগে তার বিধ্বংসী ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ৩টি চার। অপরদিকে আসিফ ৪৭ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন, যাতে ছিল ২টি ছক্কা ও ৮টি চার। তার কল্যাণেই নেপাল দাঁড় করায় ১৭৩ রানের পুঁজি।
রান তাড়ায় নেমে শুরু থেকেই দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৬ রান। দশম ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৩৮। শেষ পর্যন্ত থামে ৮৩ রানে।
এদিন উইন্ডিজের ব্যাটারদের মধ্যে কেবল তিনজন দুই অঙ্কের ঘর স্পর্শ করেন। দলের সর্বোচ্চ ২১ রান আসে জেসন হোল্ডারের ব্যাট থেকে, তিনি রাজবংশীর বলে ক্যাচ আউট হয়ে ফেরেন। দুই ওপেনার জুয়েল আন্দ্রে ও কাইল মায়ার্স মিলে করেন মাত্র ৮ রান। ব্যর্থ ছিলেন লোয়ার অর্ডারের ব্যাটাররাও।
নেপালের বোলিং আক্রমণ ছিন্নভিন্ন করে দেয় ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। মোহাম্মদ আদিল আলম ও কুশল মিলে নেন সাতটি উইকেট। আদিল ৪ ওভারে ২৪ রান খরচ করে তুলে নেন ৪ উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট ছিল কুশলের।
No posts available.
৩০ সেপ্টেম্বর ২০২৫, ৯:১২ পিএম
নেপালের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জয়ের দেখা পেল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছিল ক্যারিবীয়রা। তবে শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে সাবেক দু’বারের চ্যাম্পিয়নরা। রেকর্ড ১০ উইকেটের জয়ে শেষটা সুন্দর করল তারা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ টস হেরে ওয়েস্ট ইন্ডিজের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে সর্বসাকুল্যে স্কোরবোর্ডে ১২২ রান জমা করে নেপাল। রান তাড়ায় নেমে ১০ উইকেটে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
এদিন ব্যাটিংয়ে নেমে নেপাল শুরুটা ভালো করলেও মাঝখানে পথ হারায়। ওপেনার কুশল ভুর্তেল খেলেন দলের সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস। ২৯ বলের তার ইনিংসে ছিল ২ চার ও ৩ ছক্কা। তবে অন্যরা বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক রোহিত পাউডেল করেন ১৭, সুনদীপ জোরা ১৪, কুশল মাল্লা ১২ ও গুলশান ঝা করেন ১০ রান। বাকিদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১২২ রানে গুটিয়ে যায় নেপাল।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুর্দান্ত বোলিং করেন তরুণ পেসার রেমন সিমন্ডস। ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।
১২৩ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই দেখেশুনে খেলে ওয়েস্ট ইন্ডিজ। কোনো উইকেট না হারিয়ে তারা পাওয়ারপ্লেতে তোলে ৪৭ রান। শেষ পর্যন্ত মাত্র ১২.২ ওভারে কোনো উইকেট না হারিয়েই লক্ষ্য ছুঁয়ে ফেলে ক্যারিবীয়রা। ওপেনার আমির জঙ্গো ৪৫ বলে ৭৪ এবং আকিম অাগস্টে ২৯ বলে ৪১ রানে অপরাজিত থেকে দলকে জেতান।
টি-টোয়েন্টি ইতিহাসে এটিই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ১০ উইকেটের জয়। তবে শেষ ম্যাচে হেরে গেলেও ২-১ ব্যবধানে সিরিজ জয় করল নেপাল।
আগামী বৃহস্পতিবার নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বমঞ্চে পথচলার আগে দুঃসংবাদ পেলেন নিগার সুলতানা জ্যোতিরা। নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান স্ট্রোক করেছেন। নারী দলের সঙ্গে থাকা বিসিবির টিম ম্যানেজার এসএম গোলাম ফায়েজ বিষয়টি নিশ্চিত করেছেন।
গোলাম ফায়েজ বলেছেন, ‘গতকালকে হুট করেই বাম পায়ে একটু অবশ অনুভূত হচ্ছিল স্যারের। তো আমরা ঝুঁকি না নিয়ে দলের চিকিৎসক মঞ্জু ভাইকে নিয়ে হাসপাতালে চলে যাই। সেখানে এমআরআই করানোর পর জানা গেল, ব্রেইনে মাইনর একটা স্ট্রোক হয়েছে তার।’
তিনি আরও জানিয়েছেন, গতকাল হাসপাতালেই ছিলেন সরোয়ার ইমরান। আজকে হাসপাতালের চিকিৎসকরা ছাড়পত্র দিয়েছেন। দলের সঙ্গেই আছেন তিনি। আপাতত শঙ্কার কিছু নেই।
গত ফেব্রুয়ারিতে সারোয়ার ইমরানকে নারী ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়। তার অধীনে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূলপর্বের টিকিট কাটে বাংলাদেশ।
শ্রীলঙ্কার অভিজ্ঞ স্পিনার ইনোকা রানাভিরা আবারও প্রমাণ করলেন বয়স কেবলই একটি সংখ্যা। নারী ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ৩৯ বছর বয়সে। ভারতের বিপক্ষে ৯ ওভার হাত ঘুরিয়ে তুলেছেন ৪ উইকেট। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের দেওয়া তথ্যমতে, আজ ৩৯ বছর ২২৪ দিন বয়স রানাভিরার। নারী ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়সে চার উইকেট জমা করেছেন ঝুলিতে। এর আগে ২০১০ সালে ওয়েস্ট উইন্ডিজের পামেলা ল্যাভিন ৪১ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ রানে ৪ উইকেট শিকার করেছিলেন।
আজ রানাভিরার স্পেল শুরু হয় ১৯তম ওভারে প্রাতিকা রাওয়ালকে আউট করে। এরপর ২৫তম ওভারে ফিরে একাই ধস নামান ভারতের ব্যাটিংয়ে। একই ওভারেই ফেরান হরলিন দেওল, জেমিমাহ রদ্রিগেজ এবং অধিনায়ক হারমানপ্রীত কৌরকে। ফলে ২ উইকেটে ১২০ রান থেকে ৫ উইকেটে ১২২ রানে হয়ে যায় ভারতের স্কোর। এদিন ৪ উইকেট তুলতে রানাভিরা খরচ করেছেন ৪৬ রান। রানের বিচারে একটু বেশি মনে হলেও ম্যাচের মোড় তিনিই ঘুরিয়ে দেন।
ভারতের চতুর্থ থেকে ষষ্ঠ উইকেট জুটিতে যোগ হয় মাত্র ৪ রান। যা তাদের নারী ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন। আজ বৃষ্টিবিঘ্নিত ৪৭ ওভারের ম্যাচে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ায় ভারত। ৮ উইকেটে তোলে ২৬৯ রান। ফলে শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৭০ রান।
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ইস্যুতে অনেক জল ঘোলা হয়েছে। টসকালীন প্রতিবেশি দুই দেশের অধিনায়কের হাত না মেলানো, অদ্ভুত অঙ্গভঙ্গি এবং কথার যুদ্ধ ছিল সর্বত্র। সবচেয়ে বড় নাটক মঞ্চস্থ হয় ফাইনালে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অপরাগতা জানায় সূর্যকুমার যাদবরা।
ভারতের খেলোয়াড়দের অনুপস্থিতিতে ব্যক্তিগত পুরস্কার বিতরণের পর নাকভিসহ অতিথিরা মঞ্চ ছেড়ে চলে যান। পরে ট্রফিটি ভেতরে নেওয়া হয়। এরপর বিসিসিআই অভিযোগ তোলে, তাদের জেতা ট্রফি আর খেলোয়াড়দের পদক নাকভি হোটেলে নিয়ে গেছেন। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া দাবি করেন, ট্রফি ও পদক যত দ্রুত সম্ভব ফিরিয়ে দিতে হবে।
ভারতের অভিযোগের প্রেক্ষিতে নাকভি শর্ত জুড়ে দেন। পিসিবি প্রেসিডেন্টের শর্ত ছিল, একটি অনুষ্ঠানের আয়োজন করতে হবে, যেখানে তিনি অতিথি হিসেবে ভারতের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পদক তুলে দেবেন। যদিও সেখান থেকে সরে এসেছে তিনি।
সবশেষ তথ্যমতে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্যরা মঙ্গলবার বিকেলে দুবাইয়ে বৈঠক করেছেন। বৈঠকে সভাপতিত্ব করেছেন নাকভি। ভার্চুয়ালি অংশ নেন ভারতের প্রতিনিধি রজীব শুক্লা ও আভীশ শেলার।
সভার সিদ্ধান্ত, ট্রফি বিতর্কের চূড়ান্ত সমাধান নেওয়ার দায়িত্ব এসিসির পাঁচটি টেস্ট খেলুড়ে দেশ—ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের উপরই ছেড়ে দেওয়া হয়েছে। এশিয়ার এই পাঁচদেশের বোর্ড শিগগিরই আলোচনার টেবিলে বসবেন এবং সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাবেন।
সভার এজেন্ডায় আরও দুইটি বিষয় ছিল, সহ-সভাপতির নির্বাচন এবং এমার্জিং প্লেয়ারস ও অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের সময়সূচি চূড়ান্ত করা। তবে সভার সময় এই দুটি বিষয় আলোচনায় আনা হয়নি।
আইএল টি-টোয়েন্টিতে দল পেয়েছেন ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার দিনেশ কার্তিক। শারজাহ ওয়ারিয়র্সে শ্রীলঙ্কার কুশল মেন্ডিসের পরিবর্তে যোগ দিয়েছেন তিনি। আগামীকাল অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসরের নিলাম। তার আগেই আজ কার্তিককে দলে ভিড়ানোর কথা জানিয়েছে শারজাহ ওয়ারিয়র্স।
ওয়ারিয়র্সের প্রধান কোচ জেপি ডুমিনি বলেছেন, ‘দিনেশ কার্তিককে দলে পেয়ে আমি আনন্দিত। সবাই জানে ব্যাট হাতে তিনি কী করতে পারেন। তার বিস্ফোরক ব্যাটিং, প্রাণবন্ত ব্যক্তিত্ব আর অভিজ্ঞতা তরুণ খেলোয়াড়দের জন্য দারুণ সহায়ক হবে। আমি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।’
আইএল টি-টোয়েন্টিতে কার্তিক সতীর্থ হিসেবে পাচ্ছেন টিম ডেভিডকে। ৪০ বছর বয়সী দিনেশ কার্তিক ২০২৫ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে টিম ডেভিডের সঙ্গে ব্যাটিং কোচ ও মেন্টর হিসেবে কাজ করেছেন। এবার আইএল টি-টোয়েন্টি লিগে তারা একই দলের সতীর্থ হচ্ছেন।
শারজাহ ওয়ারিয়র্সে যোগ দিয়ে উচ্ছ্বসিত কার্তিক বলেন, ‘ডিপি ওয়ার্ল্ড আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে শারজাহ ওয়ারিয়র্স দলে যোগ দিতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। আমি জানি দলটি তারুণ্য নির্ভর, বিশেষ কিছু করার আকাঙ্ক্ষা রাখে এবং আমি এখানে থাকতে পেরে খুশি।’
আইপিএল ছাড়াও ২০২৪ আবুধাবি টি-টেনে বাংলা টাইগার্স, ২০২৪ লেজেন্ডস লিগে সাউদার্ন সুপারস্টারস এবং ২০২৫ এসএ টি-টোয়েন্টিতে পার্ল রয়্যালসে খেলেছেন কার্তিক। ২০২৪ সালের জুনে ভারত এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগে পা রাখেন কার্তিক।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪১২ ম্যাচ খেলে করেছেন ৭৫৩৭ রান। আইপিএলে ছয়টি দলে খেলেছেন কার্তিক, ছিলেন কলকাতার অধিনায়কও।
আইএল টি-টোয়েন্টিতে কার্তিকের সতীর্থ হিসেবে থাকতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে নাম লিখিয়েছেন তিনি। এছাড়া নিলামের তালিকায় আছেন সাবেক লেগস্পিনার পীযুষ চাওলা, যার ভিত্তিমূল্য ৪০ হাজার ডলার।