১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪৩ পিএম
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু হয়েছে লেভেল থ্রি কোচিং কোর্স। পাঁচ দিনের এই কোর্সে স্থানীয় অভিজ্ঞ কোচদের আধুনিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা ও পেশাদার সরঞ্জাম দিয়ে সমৃদ্ধ করার পরিকল্পনা বিসিবির। যাতে তারা সর্বোচ্চ স্তরে কার্যকরভাবে কাজ করতে পারেন।
সোমবার শুরু হওয়া এই কোর্স চলবে আগামী শুক্রবার পর্যন্ত। এই কোর্সের জন্য আনা হয়েছে বিশেষজ্ঞ তিন কোচ রস টার্নার, অ্যালান ক্যাম্পবেল ও জিওফ লসনকে।
বিসিবি সভাপতি ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ দলের স্পিন কোচ মুশতাক আহমেদ ও নাতাশা ক্যাম্পবেলও আছেন প্রশিক্ষকদের তালিকায়।
লেভেল থ্রি কোচিং কোর্সে অংশ নিয়েছেন বিসিবি ও বিসিবির বাইরের প্রায় ২০ জন কোচ। জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের মধ্যে আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম, হান্নান সরকার, তালহা জুবায়ের, রাজিন সালেহ, ফয়সাল হোসেন ডিকেন্স, শাহরিয়ার নাফীস, তুষার ইমরান, এনামুল হক জুনিয়ররা আছেন এতে।