
দলের সংখ্যা থেকে ম্যাচের সংখ্যা এমনকি প্রাইজমানির অঙ্কও বেশ বেড়েছে ২০২৬ বিশ্বকাপে। ৪৮ দলের বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আসন্ন বিশ্বকাপে মোট ৬৫৫ মিলিয়ন ডলার বিশ্বকাপের পুরস্কার তহবিল ঘোষণা করেছে ফিফা। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৯৯৮ কোটি ৯৩ লাখ ৬ হাজার টাকা। ২০২২ কাতার বিশ্বকাপের থেকে ৫০ শতাংশ বেড়েছে আর্থিক পুরস্কার। আর চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৬১০ কোটি টাকা)।
তিন বছর আগে আজকের এদিনেই তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে মহাকাব্যিক সেই ফাইনাল জিতে লিওনেল মেসিরা ৪২ মিলিয়ন ডলার (৫০০ কোটি টাকা) পুরস্কার পেয়েছিল। ফ্রান্স রানার্সআপ হয়ে পেয়েছিল ৩০ মিলিয়ন ডলার বা ৩৬৬ কোটি টাকা। এবার চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ১১০ কোটি টাকা বাড়িয়েছে ফিফা।
রানার্স আপ পাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০২ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার টাকা। তৃতীয় হওয়া দল পাবে প্রায় ৩৫৪ কোটি ১৫ লাখ ১৫ হাজার টাকা। চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দল ৩২৯ কোটি ৭২ লাখ ৭৩ হাজার টাকা পাবে।
আরও পড়ুন
| পিএসজির ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের নায়ক সাফোনভ |
|
কোয়ার্টার ফাইনালে বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ২৩২ কোটি ৩ লাখ ৩ হাজার টাকা। শেষ ষোলো থেকে বাদ পড়া প্রত্যেক দলের জন্য বরাদ্দ ১৮৩ কোটি ১৮ লাখ ১৮ হাজার টাকা। অন্যদিকে রাউন্ড অফ ৩২ থেকে বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ১৩৪ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার টাকা।
এ ছাড়া গ্রুপ পর্বেই বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ১০৯ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা।
আগামী ১২ জুন পর্দা উঠবে বিশ্বকাপের ২৩তম আসরের। ৪৮ দলের বিশ্বকাপে এখনো টিকিট নিশ্চিত হয়নি ছয়টি দল। আগামী মার্চে আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে বিশ্বকাপ খেলবে দুটি দল আর ইউরোপীয় প্লে-অফ থেকে চারটি স্পট।
No posts available.
১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ এম

রিয়াল মাদ্রিদের তরুণ ডিফেন্ডার ভিক্টর ভালদেপেনাসকে দলে টানতে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু করেছে আর্সেনাল।
মিকেল আর্তেতা ও স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বেয়ার্তা ১৯ বছর বয়সী ডিফেন্ডারকে আর্সেনালের ভবিষ্যত হিসেবেই দেখছেন। তাদের মতে, আর্সেনালের গড়ে ওঠা স্কোয়াডের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিতে পারেন বার্নাব্যুয়ের এই তরুণ।
সম্প্রতি আলাভেসের বিপক্ষে রিয়ারের সিনিয়র দলে অভিষেক হয় ভালদেপেনাসের। আন্তোনিও রুডিগার, এদের মিলিতাও, ডিন হুইসেন, আলভারো কারেরাস ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের মতো ডিফেন্ডার থাকা সত্ত্বেও তাকে দলে অন্তর্ভুক্ত করে কোচ জাবি আলোনসো। এতে ফুটে ওঠে ভালদেপেনাসের প্রতি আগ্রহ ও আস্থার ব্যাপারটি।
আলাভেসের বিপক্ষে রদ্রিগোর একমাত্র গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। যদিও ম্যাচে রক্ষণভাগের ভঙ্গুরতা স্পষ্ট হয়। আলভারো কারেরাস নিষিদ্ধ থাকায়, স্বাভাবিকভাবে সেন্টারব্যাক হলেও বাঁ প্রান্তের ডিফেন্ডার হিসেবে ভালদেপেনাসকে নামান আলোনসো।
অভিষেক হলেও বার্নাব্যুতে নিয়মিত শুরুর একাদশে জায়গা পাওয়া ভালদেপেনাসের জন্য কঠিন। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বেয়ার্তা ইতিমধ্যে এই ডিফেন্ডারকে ঘিরে একটি ‘প্রস্তাব’ তৈরির সম্ভাবনা খতিয়ে দেখছেন। আর্সেনাল ২০২৬ সালকে তাকে দলে ভেড়ানোর বাস্তবসম্মত সময় হিসেবে দেখছে।
বুন্দেসলিগার ক্লাবগুলোর নজরও রয়েছে ভালদেপেনাসের ওপর। বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার লেভারকুসেন স্পেন অনূর্ধ্ব–১৯ দলের ডিফেন্ডারকে দলে টানতে আগ্রহ দেখিয়েছে।
বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে ভালদেপেনাসের চুক্তি রয়েছে ২০২৯ সাল পর্যন্ত।

ফিফা চূড়ান্ত করেছে ২০২৪ সালের কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার দিন-তারিখ। কাতারের লুসাইল স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ সময় শুরু হবে সেই প্রতীক্ষিত ম্যাচ।
ফিনালিসিমার সূচি চূড়ান্ত করতে ফিফাকে অপেক্ষায় রেখেছিল স্পেন ফুটবল ফেডারেশন। স্পেনের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা ম্যাচটি খেলতে আগ্রহী। তবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার আগে বিষয়টি নিয়ে ভাবতে চায় না তারা। গত মাসে স্পেনের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে।
২০২৪ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। অন্যদিকে ইউরো ২০২৪ ফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন।
নিয়ম: ফিনালিসিমার ম্যাচ সাধারণত ৯০ মিনিটের হয়ে থাকে। এখানে অতিরিক্ত সময় নেই। অর্থাৎ ৯০ মিনিট শেষে ম্যাচের ফল নির্ধারিত হবে সরাসরি পেনাল্টি শুটআউটের মাধ্যমে।
দুই কনফেডারেশন যৌথভাবে ম্যাচের রেফারি নিয়োগ দেবে। ম্যাচে ব্যবহার করা হবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর), গোললাইন প্রযুক্তি এবং সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি (এসএওটি)।
ফিনালিসিমার আলো থাকবে দুই প্রজন্মের দুই তারকা—লিওনেল মেসি ও লামিন ইয়ামালের ওপর। বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা দুজনেরই শুরু ক্যাম্প ন্যুতে। একজনের ক্যারিয়ার যেখানে শেষ লগ্নে, অন্যজনের যাত্রা সেখানে কেবল শুরু।

মেজর লিগ সকারের অন্যতম জনপ্রিয় ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি করেছেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।
লিওনেল মেসির পথ ধরে ২০২৪ সালে মায়ামিতে যোগ দেন সুয়ারেজ। এরপর ২০২৫ মৌসুমে ক্লাবকে এমএলএস কাপ ও ইস্টার্ন কনফারেন্স শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
২০২৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচ খেলে ১৭ গোল করেছেন সুয়ারেজ, অ্যাসিস্ট করেছেন ১৭ টি।
ইউরোপে বার্সেলোনা, লিভারপুল ও আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলা এই স্ট্রাইকার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও লিগ কাপসহ একাধিক বড় শিরোপা।
নতুন চুক্তি প্রসঙ্গে মায়ামি এক বিবৃতিতে জানায়,
‘ঐতিহাসিক ২০২৫ মৌসুম শেষ করার পর সুয়ারেজ নতুন চুক্তিতে সই করেছেন। এটি ছিল ক্লাবের সঙ্গে তার দ্বিতীয় মৌসুম।’
বিবৃতিতে আরও বলা হয়, সুয়ারেজের অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছে। তাঁর সহায়তায় মায়ামি ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়নশিপ ও এমএলএস কাপ জিতে তৃতীয় ও চতুর্থ শিরোপা ঘরে তোলে। পাশাপাশি ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে ওঠা এবং কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে সেমিফাইনালে পৌঁছানোও ছিল ক্লাবের জন্য উল্লেখযোগ্য সাফল্য।

‘রাফা সম্ভবত বাস্কেটবল প্লেয়ার’—আজ সোশ্যাল প্ল্যাটফর্ম ইনস্ট্রাগ্রামে করা বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়ার স্ত্রী নাতালিয়া রদ্রিগেজের পোস্টের বাংলা অনুবাদ ঠিক এমনই। তিনি যে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্তা সংস্থাকে (ফিফা) খোঁচা দিয়ে পোস্টটি দিয়েছেন, তা হলফ করে বলা যায়।
মঙ্গলবার কাতারে ফিফা দ্য বেষ্ট ঘোষণা করা হয়। যেখানে বর্ষসেরা প্লেয়ার নির্বাচিত হন উসমান দেম্বেলে। এর আগে ব্যালন ডিঅর পুরস্কার জিতেন ফরাসি ফরোয়ার্ড।
২০২৪-২৫ মৌসুমে পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ-ফরাসি কাপ ও লিগ আঁ জিতিয়ে ট্রেবল জেতান দেম্বেলে। এরপর উয়েফা সুপার কাপ এবং সবশেষ ফ্ল্যামেঙ্গোকে হারিয়ে ইন্টার কন্টিনেন্টাল কাপ জেতাতে বড় ভূমিকা ছিল এই ফরাসি ফুটবলারের। এককথায় গতবছর স্বপ্নের মতো পার করেছেন দেম্বেলে।
ব্যালন ডিঅর কিংবা ফিফা দ্য বেষ্ট-সব জায়গায় ফরাসি ফরোয়ার্ডের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রাফিনিয়া। ব্রাজিল লেফট ব্যাক গত মৌসুমে বার্সেলোনে লা লিগা, কোপা দেল রে জেতাতে সাহায্য করেন। ব্যক্তিগত প্রদর্শনীও ছিল দেখার মতো।
২০২৪-২৫ মৌসুমে ক্লাব বার্সার জার্সিতে ৬৪ ম্যাচে ৩৮ গোল ও ২৪ অ্যাসিস্ট ছিল রাফিনিয়ার। তারপরও ব্যালেন ডিঅর ও ফিফা দ্য বেষ্ট হতে পারেননি। এমনকী বর্ষসেরা একাদশেও স্থান হয়নি রাফিনিয়ার।
ফিফা বর্ষসেরা একাদশে ফরোয়ার্ড হিসেবে জায়গা হয়েছে বর্ষসেরা প্লেয়ার উসমান দেম্বেলে ও রাফিনিয়ার ক্লাব সতীর্থ লামিন ইয়ামালের। তাতেই কিছুটা তিতিবিরক্ত রদ্রিগেজ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন।
প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ১৩টি জেলার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ মোট ২৬টি কলেজ অংশ নিয়েছে। উদ্বোধনী ম্যাচে গোপালগঞ্জের হাজী লালমিয়া সিটি কলেজকে ৩–০ গোলে হারায় ঢাকার কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ।
আগামী ২৪ ডিসেম্বর ২০২৫ বিকেল ৩টায় একই মাঠে টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক, সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. মুমিনুল হাসান এবং নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী।