ক্রিকেট

আফগানিস্তানকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ

 
ক্রিকেট করেসপন্ডেন্ট
ক্রিকেট করেসপন্ডেন্ট
ঢাকা

১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ এম

news-details

টস জিতে লিটন কুমার দাস বলেছিলেন, ১৬০ রান করতে পারলে ভালো হবে। শেষ দিকের ব্যাটিং ব্যর্থতায় তা করতে পারেনি বাংলাদেশ। তবে বোলাররা পুষিয়ে দিলেন সেই ঘাটতি। আফগানিস্তানকে বেধে রেখে সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। 


আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচে ৮ রানে জিতল বাংলাদেশ। আগে ব্যাট করে ১৫৪ রানের পুঁজি পায় তারা। জবাবে ১৪৬ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান। 


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের দুইশতম ম্যাচ জেতার পাশাপাশি গ্রুপে তিন ম্যাচে দুই জয় ও এক পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে বাংলাদেশ। এখনও সুপার ফোরের টিকেট নিশ্চিত নয় তাদের। 


আরও পড়ুন

দাবি না মানায় সংবাদ সম্মেলন বর্জন পাকিস্তানের দাবি না মানায় সংবাদ সম্মেলন বর্জন পাকিস্তানের


‘বি’ গ্রুপের শেষ ম্যাচে লড়বে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। শ্রীলঙ্কা জিতলে সরাসরি সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আর আফগানিস্তান জয় পেলে। তিন দলের হবে সমান ৪ পয়েন্ট। তখন নেট রান রেটের বিবেচনায় পরের রাউন্ডে যাবে দুই দল। 


বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখা জয়ের বড় কারিগর নাসুম আহমেদ। টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমেই বাঁহাতি স্পিনের জাদু দেখান তিনি। আফগান ইনিংসের প্রথম ওভারে উইকেট মেডেনসহ ৪ ওভারে মাত্র ১১ রানে ২ উইকেট নেন নাসুম।


এছাড়া ২৮ রানে ৩ উইকেট নেন অভিজ্ঞ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।


রান তাড়ায় নাসুমের প্রথম বলে এলবিডব্লিউ হন সেদিকউল্লাহ অতল। পরের ওভারে ইব্রাহিম জাদরানের ক্যাচ ছাড়েন রিশাদ হোসেন। তবে পঞ্চম ওভারে অভিজ্ঞ ওপেনারকেও এলবিডব্লিউ করে দেন নাসুম আহমেদ। 


আরও পড়ুন

রশিদদের ১৫৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ রশিদদের ১৫৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ


পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে মাত্র ২৭ রান করতে পারে আফগানিস্তান।


এরপর গুলবদিন নাইবকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন রহমানউল্লাহ গুরবাজ। তবে রানের গতি তেমন বাড়াতে পারেননি তারা দুজন। দলকে ৫০ পার করিয়ে রিশাদের বলে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন ১৪ বলে ১৬ রান করা নাইব। 


পরে গুরবাজও বেশিক্ষণ টিকতে পারেননি। রিশাদের পরের ওভারে ছক্কা মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন উইকেটরক্ষক-ব্যাটার। ২টি করে চার-ছক্কায় তার ব্যাট থেকে আসে ৩১ বলে ৩৫ রান।


আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে জুটি গড়ার চেষ্টায় সফল হননি মোহাম্মদ নবী। মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে যান ১৫ বলে ১৫ রান করা অভিজ্ঞ ব্যাটার। 


আরও পড়ুন

টানা দুই জয়ে সিরিজ সিকান্দার রাজাদের টানা দুই জয়ে সিরিজ সিকান্দার রাজাদের


এরপর সাইফ হাসানের বোলিংয়ে ঝড় তুলে সমীকরণ কিছুটা নিজেদের দিকে টানেন ওমরজাই। পরে তাসকিন আহমেদের বলেও ছক্কা মারেন আফগান অলরাউন্ডার। তবে পরের বলেই তাকে ফিরিয়ে দেন তাসকিন। 


১৬ বলে ৩০ রান করা ওমরজাইয়ের বিদায়ের পর ম্যাচে ফেরে বাংলাদেশ। শেষ ৪ ওভারে ৪৫ রান বাকি থাকে আফগানিস্তানের। মুস্তাফিজের ওভারে ছক্কা-চার মেরে ১৪ রান নেন রশিদ খান। তবে ১৮তম ওভারে নিজের স্পেলের শেষ ওভার করতে এসে মাত্র ৪ রান দেন নাসুম।  


এরপর মুস্তাফিজের প্রথম বলেই নো লুক শটে বাউন্ডারি মেরে আবার রোমাঞ্চ ছড়ান রশিদ। তবে পরের বলেই তাকে আউট করে দেন অভিজ্ঞ পেসার। ওভারের তৃতীয় বলে আল্লাহ্ মোহাম্মদ গাজানফারকেও আউট করে ম্যাচ বাংলাদেশের পকেটে নিয়ে আসেন মুস্তাফিজ।


শেষ ওভারে ২২ রানের সমীকরণে দুইটি ছক্কা মেরে দেন নুর আহমেদ। তবে শেষ বলে তাকে আউট করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তাসকিন আহমেদ।


আরও পড়ুন

পাকিস্তানের পক্ষে ভুয়া মন্তব্য, মুখ খুললেন পন্টিং পাকিস্তানের পক্ষে ভুয়া মন্তব্য, মুখ খুললেন পন্টিং


এদিন খেলা শুরুর আগে পিচ রিপোর্টে রবী শাস্ত্রি ও রাসেল আর্নল্ড বলেন, পাওয়ার প্লের পূর্ণ ফায়দা নেওয়া জরুরি। সে যাত্রায় সফল হয় বাংলাদেশ। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান করতে পারে তারা। 


তবে এরপর হারিয়ে ফেলে ধারাবাহিকতা। ১০ ওভার পর্যন্ত দলের সংগ্রহ ছিল ১ উইকেটে ৮৭ রান। কিন্তু পরের ১০ ওভারে আর মাত্র ৬৭ রান করতে পারে তারা। 


পারভেজ হোসেন ইমন না থাকাতে তানজিদ হাসান তামিমের উদ্বোধনী সঙ্গী হন সাইফ হাসান। এশিয়া কাপে নিজেদের পূর্বের দুই ম্যাচে ব্যর্থ ছিল শুরুর জুটি। এদিন যখন উদ্বোধনী জুটিতে ফাটল ধরে, তখন দলীয় স্কোর ৬৩ রান। 


সপ্তম ওভারে রশিদ খানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান। আফগান অধিনায়কের বল স্লগ করতে চেয়েছিলেন সাইফ। লাইন মিস করে ঘটে তার বিপদ। তাতে ২৮ বলে ৩০ রান করতে পারেন।


সাইফের বিদায়ের পর ওয়ান ডাউনে নেমে সুবিধা করতে পারেননি লিটন কুমার দাস। নিজের স্পেলের প্রথম বলেই লিটনকে ফেরালেন আফগান বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমেদ। ১১ বলে ৯ রান করে এলবিডব্লিউ হন লিটন। 


আরও পড়ুন

'তোমরা আফ্রিদি হতে যেও না’ 'তোমরা আফ্রিদি হতে যেও না’


নুরের ফুল লেংথ ডেলিভারি সুইপ করার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি লিটন। এলবিডব্লিউর জোরাল আবেদনেও সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে সফল হয় আফগানিস্তান। ১১ বলে ৯ রান করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।


দুই উইকেট পতনের পরও ঝড়ো ব্যাটিংয়ের ধারা অব্যাহত রাখেন তানজিদ হাসান। মাত্র ২৮ বলে তিনি করেন ক্যারিয়ারের সপ্তম ফিফটি।  এরপর আর টিকতে পারেননি। নুরের বলে ছক্কা মারতে গিয়ে লং অফে ক্যাচ দেন তানজিদ। ৪ চার ও ৩ ছক্কায় করেন ৩১ বলে ৫২ রান।


তানজিদ ফেরার পরই গতি হারায় বাংলাদেশ। ক্রিজে থিতু হয়েও কিছু করতে পারেননি শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়রা। শেষ দিকে জাকের আলি অনিকও হতাশ করলে ১৬০ ছুঁতে পারেনি বাংলাদেশ। তবে বোলারদের কল্যাণে সেটিই জয়ের জন্য যথেষ্ট হয়।


সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (সাইফ ৩০, তামিম ৫২, লিটন ৯, হৃদয় ২৬, শামীম ১১, অনিক ১২*, সোহান ১২*; ফারুকি ৪-০-৩৭-০, ওমরজাই ৩-০-১৯-১, গাজানফার ৩-০-৩২-০, রশিদ ৪-০-২৬-২, নবী ২-০-১৭-০, নুর ৪-০-২৩-২)


আফগানিস্তান: ২০ ওভারে ১৪৬ (সেদিকউল্লাহ ০, গুরবাজ ৩৫, ইব্রাহিম ৫, নাইব ১৬, নবী ১৫, ওমরজাই ৩০, জানাত ৮, রশিদ ২০, নুর ১৪, গাজানফার ০, ফারুকি ২*; নাসুম ৪-১-১১-২, তাসকিন ৪-০-৩৪-১, মুস্তাফিজ ৪-০-২৮-৩, রিশাদ ৪-০-১৮-২, শামীম ১-০-১৬-০, সাইফ ৩-০-৩৯-০)


ফল: বাংলাদেশ ৮ রানে জয়ী 

No posts available.

bottom-logo

ক্রিকেট

দাবি না মানায় সংবাদ সম্মেলন বর্জন পাকিস্তানের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ পিএম

news-details

এশিয়া কাপের ম্যাচ রেফারি অপসারণের দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বরাবর চিঠি পাঠিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির সেই চিঠি নাকচ করে দেয় আইসিসি। যার জেরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাঁচা-মরা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন বর্জন করে দলটি। 


কেন বা কি কারণে সংবাদ সম্মেলনে বর্জন করেছে তার সমূহ কারণ জানায়নি পিসিবি। ধারণা করা হচ্ছে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে টসের সময়কার ঘটনায় (করমর্দন কাণ্ড) আইসিসির ভূমিকা নিয়ে অসন্তুষ্ট পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আবদার ছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ব্যাপারে সিদ্ধান্ত নেক আইসিসি। 


আরও পড়ুন

রশিদদের ১৫৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ রশিদদের ১৫৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ


আইসিসির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় হাত না মেলানো নিয়ে সৃষ্ট বিতর্কের সঙ্গে ম্যাচ রেফারি পাইক্রফটের কোনো ভূমিকা ছিল না। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, পাইক্রফট কেবল মাঠে উপস্থিত থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কর্মকর্তাদের বার্তা পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকে পৌঁছে দিয়েছিলেন। অর্থাৎ ভারতীয় দলের পক্ষ থেকে কিছু না বলে এসিসির নির্দেশই তিনি জানিয়েছেন।

ক্রিকেট থেকে আরও পড়ুন

bottom-logo

ক্রিকেট

রশিদদের ১৫৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

 
ক্রিকেট করেসপন্ডেন্ট
ক্রিকেট করেসপন্ডেন্ট
ঢাকা

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ পিএম

news-details

অবস্থা বুঝে ব্যবস্থা। মুদ্র নিক্ষেপণ পরীক্ষায় পাসে তাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে বিন্দুমাত্র ভাবেননি বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। আবু ধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামের কন্ডিশন বিবেচনায় আগে ব্যাটিং নিতেন, প্রতিপক্ষ দলের অধিনায়ক রশিদ খানেরও ছিল সহজ স্বীকারোক্তি। এশিয়া কাপে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে আফগানিস্তানকে ১৫৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।  


মঙ্গলবার সম্ভাবনা বাঁচিয়ে রাখার মিশনে চার পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে বাদ দেওয়া হয় পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। তাদের জায়গায় একাদশে ডাক পড়ে সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদের। 


আরও পড়ুন

পাকিস্তানের পক্ষে ভুয়া মন্তব্য, মুখ খুললেন পন্টিং পাকিস্তানের পক্ষে ভুয়া মন্তব্য, মুখ খুললেন পন্টিং


এদিন খেলা শুরুর আগে পিচ রিপোর্টে রবী শাস্ত্রি ও রাসেল আর্নল্ড বলেছেন, পিচটি এমন যে কিছু ডেলিভারি খুব গতির সঙ্গে চলে যাবে বাউন্ডারিতে। পাওয়ার প্লের পূর্ণ ফায়দা নেওয়া জরুরি। সে যাত্রায় অবশ্য সফল বাংলাদেশ। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান করতে পারে তারা। তবে ম্যাচ পুরোনো হওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলে ধারাবাহিকতা।  


১০ ওভারে ডিংকস বিরতির সময় পর্যন্ত দলের রান ছিল ৮৭। অর্থাৎ ওভার প্রতি রান টিম টাইগার্সের রান ছিল ৮.৭০। কিন্তু ইনিংস শেষে তা গিয়ে ঠেকে ওভারপ্রতি ৭.৭০ রানে।


আজ একাদশে ইমন না থাকাতে তানজিদ হাসান সাকিবের সঙ্গী হয়েছেন সাইফ হাসান। এশিয়া কাপে নিজেদের পূর্বের দুই ম্যাচে ব্যর্থ ছিল শুরুর জুটি। আজ যখন উদ্বোধনী জুটিতে ফাটল ধরে, তখন দলীয় স্কোর পার করে ৬৩ রান। সপ্তম ওভারের শেষ বলে রশিদ খানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান। আফগান অধিনায়কের বল স্লগ করতে চেয়েছিলেন সাইফ। লাইন মিসে ঘটে বিপদ। তাতে ২৮ বলে ৩০ রান করতে পারেন। 


আরও পড়ুন

বাংলাদেশ ফাইনাল খেললে খুব অবাক হবো না বাংলাদেশ ফাইনাল খেললে খুব অবাক হবো না


সাইফের বিদায়ের পর যথারীতি ওয়ান ডাউনে নামেন লিটন দাস। হংকং (৫৯) ও শ্রীলঙ্কার (২৮) বিপক্ষে দুর্দান্ত ইনিংস উপহার দেওয়া বাংলাদেশ অধিনায়ক আজ সুবিধা করতে পারেননি। মূলত সেট হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় তাকে। স্পেলের প্রথম বলেই লিটনকে ফেরালেন আফগান বাঁ-হাতি রিস্ট স্পিনার নুর আহমেদ। 


নুরের ফুল লেংথ ডেলিভারি সুইপ করার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি লিটন। এলবিডব্লিউর জোরাল আবেদনেও সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে সফল হয় আফগানিস্তান। ১১ বলে ৯ রান করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ক্রিজে নতুন ব্যাটার তাওহিদ হৃদয়। 


দুই উইকেট পতনের পরও ঝড়ো ব্যাটিংয়ের ধারা অব্যাহত রাখেন তানজিদ হাসান। এরই মাঝে বাংলাদেশকে একটি কীর্তির সাক্ষী করেন তিনি। ২০২৫ সালে এখন সবচেয়ে বেশি ছক্কা বাংলাদেশের। আজ টাইগার ব্যাটাররা মোট ৫ টি ছক্কা হাঁকায়। সবচেয়ে বেশি ছক্কা তানজিদের (৩টি)।  


১২তম ওভারে অর্ধশতকের দেখা পাওয়া তানজিদ ক্রিজ ছাড়েন পরের ওভারে। এবারও আফগানদের উৎসব এনে দেন নুর আহমেদ। তরুণ স্পিনারের বলে ছক্কা মারতে গিয়ে লং অফে ক্যাচ দেন তানজিদ। ৪ চার ও ৩ ছক্কায় ৩১ বলে ৫২ রান করে ফিরতে হয় তাকে।


আরও পড়ুন

'তোমরা আফ্রিদি হতে যেও না’ 'তোমরা আফ্রিদি হতে যেও না’


তানজিদ ফেরার পরই ম্যাচ কিছুটা গতি হারায়। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি শামীম হোসেন। বাইশ গজে থিতু হয়েও ২৬ রানে ফেরেন তাওহিদ হৃদয়। ১৯তম ওভারের প্রথম বলে ডিপ এক্সট্রা কাভারে ক্যাচ হয়ে ফেরেন তিনি। 


শ্রীলঙ্কার হয়ে দুটি করে উিইকেট তোলেন রশিদ খান ও নুর আহমেদ। অপর উইকেটটি ছিল আজমতউল্লাহ ওমরজাইয়ের।


সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (সাইফ ৩০, তামিম ৫২, লিটন ৯, হৃদয় ২৬, শামীম ১১, অনিক ১২*, সোহান ১২*; ফারুকি ৪-০-৩৭-০, ওমরজাই ৩-০-১৯-১, গাজানফার ৩-০-৩২-০, রশিদ ৪-০-২৬-২, নবী ২-০-১৭-০, নুর ৪-০-২৩-২)

bottom-logo

ক্রিকেট

টানা দুই জয়ে সিরিজ সিকান্দার রাজাদের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৬ পিএম

news-details

সিরিজের প্রথম ম্যাচে ৩৩ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচটাও নিজেদের করে নিল জিম্বাবুয়ে। সফরকারী নামিবিয়াকে চেপে ধরে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে গেল সিকান্দার রাজার দল। টানা দুই জয়ের ফলে আগামী বৃহস্পতিবার তৃতীয় ও শেষ ম্যাচ রূপ নিয়েছে নিয়মরক্ষার।


আজ জিম্বাবুয়ের বুলাওয়েতে টস জিতে অতিথিদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সিকান্দার রাজা। শুরুতে ব্যাটিং নেমে বেশ ভালোভাবেই এগোতে থাকেন নামিবিয়ার দুই ওপেনার জ্যান ফ্রাইলিঙ্ক ও ম্যালান বিনমেন ক্রুগার। ফ্রাইলিঙ্ক বোল্ড হলে দলীয় ২৭ রানে উদ্বোধনী জুটি ভাঙে। 


ওয়ানডাউনে নামা জান নিকোল লফটি-ইটনকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন ম্যালান ক্রুগার। দলকে বিপদমুক্তের পাশাপাশি নিজেদের স্কোর লম্বা করার মিশনে নামেন দুজন। এ যাত্রায় দল পায় ৭১ রানের জুটি। ওপেনার ম্যালান ৪৫ রানে সাজঘর মুখো হলে লম্বা এই জুটি ভাঙে। তার দেখানো পথে হাঁটেন লফটি-ইটনও। তিনি ৩০ বলে স্কোরকার্ডে তোলেন ৪৭ রান।


আরও পড়ুন

পাকিস্তানের পক্ষে ভুয়া মন্তব্য, মুখ খুললেন পন্টিং পাকিস্তানের পক্ষে ভুয়া মন্তব্য, মুখ খুললেন পন্টিং


টপঅর্ডারের তিন ক্রিকেটারের বিদায়ের পর লেজের সারির ব্যাটাররা সুবিধা করতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৬৯ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় নামিবিয়াকে। 


জবাবে শুরু থেকেই আগ্রাসী ছিলেন স্বাগতিক দলের দুই ওপেনার মারুমানি ও ব্রায়ান বেনেট। ইনিংসের ৫.৫ ওভারের সময় বেনেট যখন কট আউট হয়ে বাইশগজ ছাড়েন ততক্ষণে অনেকটা বিপদমুক্ত দল। ক্রিজ ছাড়ার আগে নিজ আমলনামায় ৪০ রান যোগ করেন বেনেট, তখন দলীয় স্কোর ছিল ৫৯।


পরের হিসাব সহজ করে দেন মারুমানি। ৩৬ বলে ৫০ রানের ইনিংস খেলেন স্বাগতিক ওপেনার। এরপর ব্রেন্ডন টেইলর ও রায়ান বার্ল মিলে জয়ের হিসাব মিলিয়ে দেন। 

bottom-logo

ক্রিকেট

এশিয়া কাপ ২০২৫ : সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

 
ক্রিকেট করেসপন্ডেন্ট
ক্রিকেট করেসপন্ডেন্ট
ঢাকা

১৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:০০ পিএম

news-details

টস জিতে লিটন কুমার দাস বলেছিলেন, ১৬০ রান করতে পারলে ভালো হবে। শেষ দিকের ব্যাটিং ব্যর্থতায় তা করতে পারেনি বাংলাদেশ। তবে বোলাররা পুষিয়ে দিলেন সেই ঘাটতি। আফগানিস্তানকে বেধে রেখে সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। 


আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচে ৮ রানে জিতল বাংলাদেশ। আগে ব্যাট করে ১৫৪ রানের পুঁজি পায় তারা। জবাবে ১৪৬ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান। 


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের দুইশতম ম্যাচ জেতার পাশাপাশি গ্রুপে তিন ম্যাচে দুই জয় ও এক পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে বাংলাদেশ। এখনও সুপার ফোরের টিকেট নিশ্চিত নয় তাদের। 


'বি' গ্রুপের শেষ ম্যাচে লড়বে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। শ্রীলঙ্কা জিতলে সরাসরি সুপার ফোরে উঠে যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আর আফগানিস্তান জয় পেলে। তিন দলের হবে সমান ৪ পয়েন্ট। তখন নেট রান রেটের বিবেচনায় পরের রাউন্ডে যাবে দুই দল। 


বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখা জয়ের বড় কারিগর নাসুম আহমেদ। টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমেই বাঁহাতি স্পিনের জাদু দেখান তিনি। আফগান ইনিংসের প্রথম ওভারে উইকেট মেডেনসহ ৪ ওভারে মাত্র ১১ রানে ২ উইকেট নেন নাসুম।


এছাড়া ২৮ রানে ৩ উইকেট নেন অভিজ্ঞ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।


সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (সাইফ ৩০, তামিম ৫২, লিটন ৯, হৃদয় ২৬, শামীম ১১, অনিক ১২*, সোহান ১২*; ফারুকি ৪-০-৩৭-০, ওমরজাই ৩-০-১৯-১, গাজানফার ৩-০-৩২-০, রশিদ ৪-০-২৬-২, নবী ২-০-১৭-০, নুর ৪-০-২৩-২)


আফগানিস্তান: ২০ ওভারে ১৪৬ (সেদিকউল্লাহ ০, গুরবাজ ৩৫, ইব্রাহিম ৫, নাইব ১৬, নবী ১৫, ওমরজাই ৩০, জানাত ৮, রশিদ ২০, নুর ১৪, গাজানফার ০, ফারুকি ২*; নাসুম ৪-১-১১-২, তাসকিন ৪-০-৩৪-১, মুস্তাফিজ ৪-০-২৮-৩, রিশাদ ৪-০-১৮-২, শামীম ১-০-১৬-০, সাইফ ৩-০-৩৯-০)


ফল: বাংলাদেশ ৮ রানে জয়ী 

bottom-logo

ক্রিকেট

পাকিস্তানের পক্ষে ভুয়া মন্তব্য, মুখ খুললেন পন্টিং

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৬ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৮ পিএম

news-details

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের পর থেকে দুই দলের পক্ষে-বিপক্ষে নানান মন্তব্য করছেন সাবেক ক্রিকেটাররা। তেমনই একটি মন্তব্য ভাইরাল হয়েছে রিকি পন্টিংয়ের নামে। তবে সেটিকে ভুয়া বলে টুইট করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক। 


দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত রোববার মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। যেখানে সহজ জয় পায় ভারত। তবে সেদিনের ফলাফলের চেয়ে মূল আলোচনায় দুই দলের ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনা। 


ম্যাচে টসের সময় কোনো ধরনের কথা বলেননি দুই দলের অধিনায়ক সুর্যকুমার যাদব ও সালমান আলি আগা। এমনকি সৌজন্যতামূলক হাতও মেলাননি। পরে ম্যাচ জিতে যাওয়ার পরও একই কাণ্ড ঘটায় ভারতের ক্রিকেটাররা। হাত না মিলিয়েই তারা চলে যায় ড্রেসিং রুমে। 


আরও পড়ুন

বাংলাদেশ ফাইনাল খেললে খুব অবাক হব না বাংলাদেশ ফাইনাল খেললে খুব অবাক হব না


এই ঘটনায় ৪৮ ঘণ্টা ধরে পক্ষে-বিপক্ষে চলছে নানান আলোচনা। সেই ধারাবাহিকতায় পন্টিংয়ের একটি ভুয়া মন্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে পাকিস্তানের পক্ষে রায় দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। 


“এই ম্যাচ চির দিন মনে রাখা হবে। যেখানে ভারতই বড় পরাজয়ের শিকার। ম্যাচে পরাজয়ের পরও হাত মেলানোর যে সৌজন্যরা পাকিস্তান দেখিয়েছে, তা তাদেরকে ভদ্রলোকের খেলায় প্রকৃত চ্যাম্পিয়ন হিসেবে অমর করে তুলেছে। আর ভারত থেকে গেছে চিরকালীন পরাজিত হিসেবে।”


আরও পড়ুন

'তোমরা আফ্রিদি হতে যেও না’ 'তোমরা আফ্রিদি হতে যেও না’


তবে এই মন্তব্যের উৎস কী তা কোথাও উল্লেখ করা হয়নি। আর মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় পন্টিং নিজেই জানিয়েছেন, এই ধরনের কোনো মন্তব্য তিনি কোথাও করেননি।


“আমি জানি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মন্তব্যের সঙ্গে আমার নাম জুড়ে দিয়ে প্রচার করা হচ্ছে। তবে দয়া করে জেনে রাখুন, আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি এসব মন্তব্য করিনি। আর আসলে এশিয়া কাপ নিয়ে আমি কোনো ধরনের প্রকাশ্য মন্তব্যই করিনি এখন পর্যন্ত।”
bottom-logo