স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলানোর চেষ্টা বেশ আগে থেকেই চালিয়ে যাচ্ছেন হাভিয়ের তেবাস। যদিও ফিফা থেকে সবুজ সংকেত এখনো মেলেনি তাদের। তবে ধারণা করা হচ্ছে এবার এই চেষ্টায় সফলই হতে যাচ্ছেন লা লিগা সভাপতি। তাতে ক্লাবগুলো মাঝে মধ্যেই লা লিগার ম্যাচ খেলতে পাড়ি জমাতে দেখা যেতে পারে যুক্তরাষ্ট্রে।
সেই ধারা শুরু হতে পারে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের ম্যাচ দিয়ে। আগামী ২২ ডিসেম্বর দুই দলের ম্যাচটা মাঠে গড়ানোর কথা। যেটি লা লিগা কতৃপক্ষ চেষ্টা চালাচ্ছে মায়ামিতে আয়োজন করতে। যদিও এখন পর্যন্ত তারা ফিফা থেকে পায়নি সবুজ সংকেত। ফিফার গভর্নিং বডি এনিয়ে পর্যালোচনা করছে। কবে নাগাদ তারা সিদ্ধান্ত জানাবে তার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
স্প্যানিশ সুপার কাপ সৌদি আরবে আয়োজন হলেও এখন পর্যন্ত লা লিগার কোনো ম্যাচ অন্য দেশে আয়োজন হয়নি। যেটি এবার হওয়ার সম্ভাবনা প্রবল। তাতে ধারণা করা হচ্ছে বেশ বড় অঙ্কের অর্থই আয় করবে লা লিগা।
যদিও এর আগে ২০১৯ সালে বার্সেলোনা একই পথে হাঁটতে চেয়েছিল। জিরোনার সাথে লা লিগার একটা ম্যাচ তারা খেলতে চেয়েছিল যুক্তরাষ্ট্রে। তখন স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের বাঁধায় সেটি খেলা হয়নি তাদের।
অবশ্য ভিন্ন দেশে লিগ আয়োজন নিয়ে লা লিগা আগ্রহ দেখালেও, অন্য লিগগুলো তেমন আগ্রহ দেখায়নি। ইংলিশ প্রিমিয়ার লিগ আয়োজন দেশের বাইরে নয়- এমন কথা শুরুতেই জানিয়ে দিয়েছে এফএ।
গত মৌসুমের বিতর্কিত এক ঘটনায় শাস্তির মুখে পড়লেন প্রিমিয়ার লিগের রেফারি ডেভিড কুট। লিভারপুল ও দলটির সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপকে তিনি অপমান করেছেন, এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হওয়ার পর একটি সম্পূর্ণ তদন্ত হওয়া পর্যন্ত তাকে বরখাস্ত করেছে রেফারিং কমিটি পিজিএমওএল।
ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, কুট লিভারপুল দল ও সেই সময়ের কোচ ক্লপ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করছেন। তবে এই ভিডিওটি কোন ম্যাচ বা কোন মাসের, তা এখনও তা স্পষ্ট নয়। উল্লেখ্য, গত মে মাসে অ্যানফিল্ড অধ্যায় শেষ করেছেন জার্মান কোচ ক্লপ।
আরও পড়ুন
নতুন চাকরি পেলেন ইয়ুর্গেন ক্লপ |
বিবৃতিতে পিজিএমওএল বলেছে,
“সম্পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত ডেভিড কুটকে অবিলম্বে বরখাস্ত করা হয়েছে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পিজিএমওএল আর কোনো মন্তব্য করবে না।”
কুটের বিরুদ্ধে এই তদন্তের ব্যাপারে অবগত থাকলেও এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি লিভারপুল বা ক্লপ কেউই।
আরও পড়ুন
লিভারপুলে উড়ন্ত ফর্ম বিস্মিত করছে কোচ স্লটকেও |
৪২ বছর বয়সী কুট গত শনিবার অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে লিভারপুলের প্রিমিয়ার লিগে ২-০ গোলে জয়ে ম্যাচেও রেফারি করেছেন। ২০১৮ সাল থেকে তিনি প্রিমিয়ার লিগের একজন ম্যাচ অফিসিয়াল হিসেবে কাজ করছেন।
ধারণা করা হচ্ছে, ছড়িয়ে পড়া ভিডিওটি ২০২০ সালের জুলাই মাসে লিভারপুল ও বার্নলির প্রিমিয়ার লিগ ম্যাচের, যা ১-১ গোলে ড্র হয়েছিল। ওই ম্যাচের পর ক্লপ প্রকাশ্যে কুটের কড়া সমালোচনা করেছিলেন। অভিযোগ করেছিলেন লিভারপুলের খেলোয়াড়দের প্রতি করা করা ট্যাকলের যথাযথ শাস্তি না দেওয়ার।
রুদ ফন নিস্টেলরয়ের অন্তবর্তীকালীন দায়িত্বের সমাপ্তিটা এর চাইতে মধুর বোধহয় হতে পারত না। চার ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে রেড ডেভিলসরা। তার কোচিংয়ে শেষ ম্যাচে লেস্টার সিটিকে ৩-০ গোলে সহজে হারিয়েছে দলটি। যেখানে গোলের দেখা পেয়েছেন আলেহান্দ্রো গারনাচো। ফর্মেও আছেন বেশ এই মৌসুমে। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে প্রশংসা করে ব্রুনো বলেছেন, গারনাচো বিশেষ প্রতিভা।
ইউনাইটেডের শেষ গোলে ফার্নান্দেজের পাস থেকে বাম হাফ স্পেসে এসে বাঁকানো শটে ফিনিশ করেন গারনাচো। কিন্তু গোলের পর তেমন একটা উদ্যাপন করতে দেখা যায়নি তাকে। ম্যানচেস্টার ইউনাইটেড যেখানে জিতে যাচ্ছে, গারনাচোও এই মৌসুমের সপ্তম গোল পেয়েছেন– উদ্যাপন না করার তো কোনো কারণ ছিল না।
আরও পড়ুন
চুক্তির মেয়াদ বাড়িয়ে ইউনাইটেডে শিরোপার দিকে চোখ ব্রুনো ফের্নান্দেসের |
কিন্তু দলের অধিনায়ক বিবিসি স্পোর্টসকে জানাচ্ছেন, গারনাচোর এই ‘নিশ্চুপ’ থাকার পেছনে ছিল বিশেষ কারণ। একই সঙ্গে তার সতীর্থকে ভাসিয়েছেন প্রশংসায়-
“গারনাচো দুর্ধ্বর্ষ একটা গোল করেও উদ্যাপন করেনি কারণ সে মনে করছে ও ভক্তদের বিশ্বাস হারিয়েছে। আমি ওকে বলেছি মানুষ সবসময়ই গালমন্দ করবে, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা তোমার খেলাটাকেই পছন্দ করে।”
গারনাচোর গোল উদযাপন না করার উৎস ঘাটতে হলে ফেরত যেতে হবে গত সপ্তাহে ইউরোপা লিগের ফিক্সচারে। ওল্ড ট্র্যাফোর্ডে গ্রিসের চ্যাম্পিয়ন পাওকেকে ২-০ গোলে হারালেও গারনাচোকে সেদিন হজম করতে হয় এক ভক্তের গঞ্জনা। সে ভক্তের অভিযোগ, গারনাচো চাইলে ম্যাচের বিশেষ পরিস্থিতিতে অন্যভাবেও পারফর্ম করতে পারতেন।
আরও পড়ুন
টেন হাগের বিদায়ে হতাশ ব্রুনো |
এই মৌসুমে ৭ গোলের পাশাপাশি ৪টি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন উইঙ্গার গারনাচো। এই মাসের আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ জন্য স্কালোনির দলে জায়গা হয়েছে গারনাচোর। অংশ নেবেন পারাগুয়ে এবং পেরুর বিপক্ষে লড়াইয়ে।
১৫ ঘণ্টা আগে
১৮ ঘণ্টা আগে
১ দিন আগে
১ দিন আগে
১ দিন আগে
৪ দিন আগে
৫ দিন আগে
৬ দিন আগে
৬ দিন আগে
১৮ দিন আগে
২৮ দিন আগে