ক্রিকেট

তিন দিনের ছুটিতে দেশে ফিরছেন মুশফিক

 
রিফাত এমিল
রিফাত এমিল
ঢাকা

৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৬ পিএম

news-details

দেশের সবচেয়ে বড় তারার একজন মুশফিকুর রহিম। তবে এবার জাতীয় দায়িত্বের পাশপাশি নিজের পরিবারের কাছে থাকতে এশিয়া কাপ থেকে ছুটি মুশফিকের। আপাতত যা খবর, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর এই তিনদিনের ছুটিতে বাংলাদেশে আসবেন মুশফিক।


শ্রীলঙ্কার সঙ্গে ৯ সেপ্টেম্বরের ম্যাচের পরই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। স্ত্রী সন্তানসম্ভবা বলেই মুশফিক দেশে ফেরার চিন্তাভাবনা করছেন। দ্বিতীয় সন্তানের আগমনের সময়টাতে তিনি স্ত্রীর পাশে থাকতে চান। 


অবশ্য মুশফিকের ফেরার সময় এখনও চূড়ান্ত হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকালের ম্যাচটি খেলার পরই ফিরতে পারেন। ১২ সেপ্টেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছে রয়েছে তার। বাংলাদেশের ভারতের সঙ্গে মাঠে নামবে ১৫ সেপ্টেম্বর। সেটা সুপার ফোরে বাংলাদেশের শেষ ম্যাচও।


ব্যাট হাতে অবশ্য মুশফিক এবছরটায় আছেন নিজের সেরা রূপেই। ১৫ ম্যাচে এই বছরটায় ৪৯ গড়ে রান করেছেন ৫৪৮, স্ট্রাইক রেট ৯৪। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানও মুশফিকের। 


আরও পড়ুন: মুশফিক-হৃদইয়ের দিকে তাকিয়ে বাংলাদেশ


এর আগে চোটে এশিয়া কাপের শুরু থেকেই ইনজুরিতে ব্যাকফুটে বাংলাদেশ। ইবাদত হোসেন চোটে পড়ে টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে যান। জ্বরের কারণে লিটন দাসও খেলতে পারেননি গ্রুপ পর্বের ম্যাচে। তাঁর জায়গায় আনা হয় এনামুল হক বিজয়কে।আফগান ম্যাচের পর হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দেশে ফিরতে হয়েছে নাজমুল হাসানকেও। এবার মুশফিকের তিনদিনের ছুটি। 


তবে এখনো এশিয়া কাপের দৌড়ে ঠিকঠাকই আছে বাংলাদেশ। যদিও সুপার ফোরের শুরুটা হয়েছিল হেরে। দ্বিতীয় ম্যাচে নিশ্চয় চাইবে ঘুড়ে দাঁড়াতে। আগামীকাল সাড়ে তিনটায় কলম্বোর প্রেমাদাসায় স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে নামবে সাকিবরা।

No posts available.

bottom-logo