১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ এম
এই একটি ম্যাচ নিয়ে জল্পনা-কল্পনার শেষ ছিল না। মাঠের খেলা নিয়ে যতটা না আলোচনা, এরচেয়ে দুই দেশের বৈরি সম্পর্ক, ম্যাচ বর্জন আর প্রতিবাদের মতো বিষয়ই সংবাদের শিরোনাম হয়েছে।
এশিয়া কাপে ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তান ম্যাচটি শেষ হয়েছে ভারতের ৭ উইকেটের বড় জয়ে। উত্তাপ ছড়ানো ম্যাচটি একপেশে লড়াইয়ে রূপ নেয় ম্যাড়ম্যাড়ে এক ম্যাচে। সূর্যকুমার যাদেবদের বিপক্ষে নূন্যতম লড়াইও করতে পারেনি সালমান আলি আগার দল।
অবশ্য ম্যাচের ফলাফলের চেয়ে দুই দলের নানান কাণ্ডই যেন এখন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। প্রথমে ম্যাচের আগে টসের সময় সৌজন্য সূচক করমর্দন না করে বিতর্ক উষকে দেন ভারত অধিনায়ক সূর্যকুমার। এমনকি ম্যাচ শেষেও পাকিস্তান দলের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় দল।
ভারতের এমন আচারণে প্রচন্ড ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান। সূর্যকুমার যাদবের দলের সঙ্গে নাকি করমর্দনের অপেক্ষায়ও ছিল পাকিস্তান দল। ম্যাচ শেষে পাকিস্তান কোচ মাইক হেসন বলেন, ‘অবশ্যই, আমরা খেলা শেষে করমর্দনের জন্য প্রস্তুত ছিলাম। প্রতিপক্ষ সেটা করেনি বলে আমরা হতাশ। আমরা হাত মেলাতে এগিয়ে গিয়েছিলাম, কিন্তু তারা তখনই ড্রেসিংরুমের পথে ছিল।’
আরও পড়ুন
হাত মেলায়নি ভারত, প্রেজেন্টশনে এলেন না পাকিস্তানের অধিনায়ক |
![]() |
ভারতের এমন অবস্থানের পর পাকিস্তানও প্রতিবাদ হিসেবে ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করে। ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে পাকিস্তান অধিনায়কের অনুপস্থিত থাকার কারণ সম্পর্কেও কথা বলেন পাকিস্তান কোচ। এই সিদ্ধান্তকে হাত না মেলানোর ঘটনারই প্রতিক্রিয়া বলেন তিনি, ‘আমার মনে হয় এটা পুরো ঘটনারই একটি ধারাবাহিক প্রতিক্রিয়া। আমরা খেলা শেষে হাত মেলাতে চেয়েছিলাম, সেটা হয়নি এবং ঘটনাটা সেখানেই শেষ হয়ে যায়।’
ভারতের করর্মদন বর্জনের মতো আচারণকে ‘খেলোয়াড়সুলভের বিরুদ্ধে’ বলে বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট নাকি টসের সময় দুই অধিনায়ককে করমর্দন না করতে অনুরোধ করেছিলেন। এ কারণে ম্যাচ রেফরির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে পিসিবি।
ম্যাচ শেষে পিসিবি এক বিবৃতিতে জানায়, পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমা ম্যাচ রেফারির আচরণের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।
No posts available.
১৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩২ পিএম
১৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৩ পিএম
আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ দলে। দলের জয়ে নাসুম আহমেদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাঁর বাঁহাতের ঘূর্ণিতে আফগানিস্তানের ভয়ংকর টপ অর্ডার শুরুতেই এলোমেলো হয়ে যায়।
ডেথ ওভারেও নাসুম দুর্দান্ত এক ওভার করেন। তাঁর করা ১৯তম ওভারেও একটি রান-আউট হয়। ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১১ রান দিয়ে ২টি উইকেট নিয়ে ম্যাচসেরা পুরস্কারও হাতে তোলেন। তবে বাংলাদেশের সেমিফাইনালের ভাগ্য ঝুলছে ‘যদি-কিন্তুর’ সুতোয়।
আরও পড়ুন
নাটকের মাঝেই পিসিবি প্রেসিডেন্টের টুইট |
![]() |
কাল আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ দল। এই ম্যাচে আফগানরা হারলে গ্রুপ ‘বি’ থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা চলে যাবে সেমিফাইনালে। আর শ্রীলঙ্কা অন্তত ৭০ রানে যদি আফগানদের কাছে হারে তাহলেও সুযোগ পাবে বাংলাদেশ। রশিদ খানদের জয়ের ব্যবধান এর চেয়ে কম হয়, তাহলে কপাল পুড়বে বাংলাদেশের।
আফগানিস্তান-শ্রীলঙ্কার রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ থাকবে কোন পক্ষে? আবুধাবিতে সাংবাদিকের এমন প্রশ্নে, কোনো পক্ষেই যেতে চাননি নাসুম। জানালেন, বাংলাদেশ সবকিছু ছেড়ে দিয়েছে ভাগ্যের ওপর। এই বাঁহাতি স্পিনার বললেন,
‘যে ভালো খেলবে সে জিতবে। এগুলো নিয়ে চিন্তা করছি না, যেটা কপালে আছে সেটাই হবে।’
আরও পড়ুন
উত্তেজনার মধ্যে একঘণ্টা পেছাল পাকিস্তান-আমিরাত ম্যাচ |
![]() |
শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশের জন্য সেমিফাইনাল সহজ হয়ে যায়। লঙ্কানদের জয়টা কতটা চাইছে বাংলাদেশ? নসুমের জবাব এবার একটু লম্বা হলেও কথা একই থাকল,
‘আমি তো সেটাই বললাম, যারা ভালো খেলবে তারাই জিতবে। নির্দিষ্টভাবে কাউকে সমর্থন করা বা কারো জন্য দোয়া করা এটা প্রয়োজন মনে করছি না। যেটা লেখা আছে কপালে সেটাই হবে। আমরা এটা নিয়ে এত ভাবছি না, যা হবার তাই হবে।’
১৭তম এশিয়া কাপ শুরুর আগে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচের জন্য অফিশিয়ালসদের তালিকা প্রকাশ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আজকের পাকিস্তান–আমিরাত ম্যাচে রেফারির ভূমিকায় থাকার কথা অ্যান্ডি পাইক্রফটের। কিন্তু নিজেদের সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচে জিম্বাবুইয়ানের আচরণে কিছুটা তিতিবিরক্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড।
১৪ তারিখের ম্যাচের ঘটনায় পাইক্রফটকে দায়ী করে আইসিসি বরাবর চিঠি পাঠায় পিসিবি। যদিও ক্রিকেট নিয়ন্ত্রণকারী সংস্থা প্রতিউত্তরে আশানুরুপ কোনো কথা বলেনি। এ নিয়ে বেঁকে বসেছে পাকিস্তান। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন বর্জন ছাড়াও আজ নির্দিষ্ট সময় মাঠে আসতে বিলম্ব করেছেন সালমানা আগারা।
আরও পড়ুন
হোটেলে অবস্থান পাকিস্তানের খেলোয়াড়দের |
![]() |
লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে মীর সাংবাদিকদের বলেছেন,
‘‘সাবেক বোর্ড প্রধান রমিজ রাজা ও নাজাম শেঠির সঙ্গে আলোচনা করছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তাঁরা আলোচনার পাশাপাশি দুবাইয়ের সঙ্গেও যোগাযোগ রাখছেন।’’
উত্তেজনার মাঝেই টুইট করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। নাকভি তার টুইটে লিখেছেন,
‘‘আমি পাকিস্তান টিমকে জিঙ্গেস করেছি তারা হোটেল থেকে দুবাই ক্রিকেট স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছে কিনা।’’
এরপরই হোটেল ছেড়ে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেন সালমান আগারা।
সিরিয়াল ড্রামা-এশিয়া কাপে পাকিস্তান দলের অবস্থা দেখে যে কেউই এ কথা বলবেন। ম্যাচ রেফারি পাইক্রাফটের বরখাস্তের দাবিতে একের পর এক সিদ্ধান্তে পরিবর্তন আনছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গতকাল সংবাদসম্মেলন বর্জন। আজ ম্যাচের এক ঘন্টা বাকি থাকলেও ভেন্যুতে হাজির হননি দলটির খেলোয়াড়রা। ফলে পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ এক ঘন্টা পেছানো হয়েছে।
আরও পড়ুন
হোটেলে অবস্থান পাকিস্তানের খেলোয়াড়দের |
![]() |
সবশেষ তথ্যমতে, টিম হোটেল থেকে বেরিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। সালমান আগাদের বহনকারী টিম বাস দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দিকে রওনা দিয়েছে।
আজ লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে মীর সাংবাদিকদের বলেছেন, পিসিবি চেয়ারম্যান বোর্ডের সাবেক প্রধান রমিজ রাজা ও নাজাম শেঠির সঙ্গে আলোচনা করছেন। তাঁরা আলোচনার পাশাপাশি দুবাইয়ের সঙ্গেও যোগাযোগ রাখছেন। ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা পেছানো হয়েছে।
এক ঘণ্টা পরই শুরু সংযুক্ত আরব আমিরাত-পাকিস্তান ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি দুপক্ষের জন্যই বাঁচা-মরার। অথচ এই ম্যাচে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রাফটকে বরখাস্ত করার দাবিতে এখনো অনড় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সবশেষ পাওয়া খবর, এখন পর্যন্ত টিম হোটেল ছাড়েননি পাকিস্তানের ক্রিকেটাররা। যদিও এই মুহূর্তে ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হাজির হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড়রা।
আরও পড়ুন
বিসিবি নির্বাচনের তফসিল চূড়ান্ত |
![]() |
আইসিসি প্রথমবার নাকোচ করার পর দ্বিতীয়বারের মতো আইসিসিকে চিঠি দিয়ে পাইক্রাফটকে বরখাস্ত করার দাবি জানায় পিসিবি। তবে আইসিসি মনে করছে চাপেরমুখে পড়ে কোনো ম্যাচ অফিশিয়াল পরিবর্তন করা একটি ভুল দৃষ্টান্ত স্থাপন করবে।
এদিকে পাইক্রাফট ইস্যুতে মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমিরেটস বোর্ডের কর্মকর্তাদের পরিকল্পনা অনুযায়ী পাইক্রাফট টুর্নামেন্টে থাকবেন, তবে বুধবার পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত ম্যাচের জন্য তাঁকে সরিয়ে দেওয়া হবে। তাঁর পরিবর্তে রিচি রিচার্ডসন এই ম্যাচে দায়িত্ব পালন করবেন, এমন প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এই প্রস্তাবনা গৃহীত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ অক্টোবর। নির্বাচনের জন্য তফসিল চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী সোম ও মঙ্গলবার মনোনয়নপত্র গ্রহণ করবেন প্রার্থীরা।
তফসিল অনুযায়ী, ২২ ও ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ হবে। মনোনয়নপত্র জমাদান ২৫ সেপ্টেম্বর। ২৮ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার করার সুযোগ থাকবে। একই দিন বৈধ প্রার্থীর তালিকাও প্রকাশ করবে নির্বাচন কমিশন। নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণা ৪ অক্টোবর, পর দিন হবে চূড়ান্ত ফল ঘোষণা।
আরও পড়ুন
টস করতে নেমে ১৩৬ বছরের রেকর্ড ভাঙলেন বেথেল |
![]() |
তফসিল ঘোষণা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন টি স্পোর্টসকে বলেন,
‘আমরা রোডম্যাপ চূড়ান্ত করেছি। এই দিনক্ষণ অনুযায়ী বিসিবি নির্বাচনের কার্যক্রম এগোবে। বৃহস্পতিবার (কাল) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেব আমরা।’
এর আগে গত সপ্তাহে বিসিবি নির্বাচনের হন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন হয়। বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেনকে করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার।
আরও পড়ুন
২ ঘণ্টা পর ম্যাচ, পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চিত |
![]() |
বিসিবি নির্বাচনকে ঘিরে ক্রিকেট মহলে জমে উঠেছে নানা আলোচনাও। সবশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ অক্টোবর। এ নির্বাচনেও গঠিত হবে আগামী চার বছরের জন্য দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ফলে কারা মনোনয়ন নেবেন, কারা শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন—সেটিই এখন দেখের অপেক্ষা।
বিসিবির সংবিধান অনুযায়ী, ক্যাটাগরি-১ ঢাকা ভিত্তিক ক্লাবগুলো থেকে ১২ পরিচালক নির্বাচিত হন ৭৬ জন ক্লাব কাউন্সিলরের মাধ্যমে। ক্যাটাগরি-২, যেখানে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকে, সেখান থেকে আট বিভাগ ও ৬৪ জেলার কাউন্সিলরের ভোটে ১০টি পদ পূরণ হয়। ক্যাটাগরি-৩ ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায় একজন পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হন ২ পরিচালক। এভাবে বিসিবির ২৫ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। তারপর বোর্ড পরিচালকেরা মিলেই সভাপতি নির্বাচন করেন।
আরও পড়ুন
আফগানদের র্যাঙ্কিংয়েও হারাল লিটনরা |
![]() |
বিসিবি নির্বাচনের তফসিল
২০ সেপ্টেম্বর – খসড়া ভোটার তালিকা প্রকাশ
২১ সেপ্টেম্বর (বেলা ১টা পর্যন্ত) – আপত্তি গ্রহণ
২১ সেপ্টেম্বর (বিকেল সাড়ে ৪টা) – চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
২২-২৩ সেপ্টেম্বর – মনোনয়নপত্র বিতরণ
২৫ সেপ্টেম্বর – মনোনয়নপত্র জমাদান
২৬ সেপ্টেম্বর – যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ
২৭ সেপ্টেম্বর – আপিল ও শুনানি
২৮ সেপ্টেম্বর – প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ
২৮ সেপ্টেম্বর – ডাক ও ই-ব্যালট বিতরণ
৪ অক্টোবর – নির্বাচন ও প্রাথমিক ফলাফল ঘোষণা
৫ অক্টোবর – চূড়ান্ত ফলাফল প্রকাশ