চমক জাগানিয়াই বটে। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে আসছে টি-টোয়েন্টি সিরিজে খর্বশক্তির দল সাজিয়েছে পাকিস্তান, যেখানে নেই তিন মূল তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদি। পিসিবির নির্বাচকরা জানিয়েছেন, চলমান পিএসএলের পারফরম্যান্সের ভিত্তিতেই দল বাছাই করা হয়েছে।
এবারের পিএসএলে এই তিনজনের মধ্যে বাবরের পারফরম্যান্স অবশ্য ভালোই বলা চলে। এরই মধ্যে খেলেছেন দারুণ কয়েকটি ইনিংস। সেটা ছাড়াও অবশ্য পাকিস্তান দলে তিনি, রিজওয়ান ও শাহিন নিয়মিত মুখই। ফলে তাদের একসাথে বাদ পড়াটা চমকের জন্মই দিয়েছে।
আরও পড়ুন
ইতিহাস গড়ে বাংলাদেশকে হারিয়ে দিল আমিরাত |
![]() |
বুধবার পিসিবির দেওয়া ১৬ সদস্যের দলে অধিনায়কত্ব করবেন সালমান আলি আগা। আর সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন শাদাব খান।
দলে ফিরেছেন ব্যাটার ফখর জামান এবং দুই পেসার হারিস রউফ ও নাসিম শাহ। দক্ষিণ আফ্রিকা সফরে পাওয়া গোড়ালির চোট কাটিয়ে ফিরেছেন ওপেনার সাইম আয়ুব।
দলে আছেন এবারের পিএসএলে সর্বোচ্চ রান স্কোরার সাহিবজাদা ফারহান, যিনি জাতীয় দলের হয়ে শেষবার ২০১৮ সালে টি-টোয়েন্টি খেলেছিলেন। ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান চলতি আসরে ১০ ইনিংসে ১৫৪.৫০ স্ট্রাইক রেটে ৩৯৪ রান করেছেন।
লাহোরে হতে যাওয়া তিন ম্যাচের সিরিজের তারিখ এখনও জানায়নি। তবে ধারণা করা হচ্ছে এই মাসের শেষের আগেই তা শুরু হবে।
আরও পড়ুন
পাকিস্তান সফরে যাচ্ছেন লিটন-শান্তরা |
![]() |
পাকিস্তান স্কোয়াড:
সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব।
১৯ জুন ২০২৫, ৬:৪৭ পিএম
১৭ জুন ২০২৫, ৭:৫২ পিএম